নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
ইশশশিরে আরিট্টু
লাগেনাই ঘাঁই টা;
দিছিলাম প্রায় হালাগো
কল্লাডা কাইটা।
পুরা ম্যাচে হালাগোর
চেহারার কি যে ছিরি;
হারলেই কনফার্ম
করতো যে হারিকিরি।
দয়ার শরীল মগো
এবার দিলাম ছাইড়া;
গুটি ফের করলেই
ইজ্জত লমু কাইড়া।
নিজেগো ফ্যানগো কই
ধ্যূৎ ছাই হইছে কি?
টাইগারে ডরে সবে
আলামত পাইছ কি?
এইডাতো ট্রেইলার
বাকী আছে পিকচার;
হুঙ্কারে দে জানান
আছে যত ফিক্সচার।
নেক্সট যত কাপ আছে
বাকী সবি আমগো;
বিশ্ব চিনছে মগো
দেয় ডরে দামগো।
এইটুক কম কি
কর সবে শুকরিয়া;
গোটা জাতি গর্বিত
টাইগার,তোমাগো নিয়া।
এইবারে পারলোনা
মাশরাফি বাহিনী;
তবু ইতিহাসে রবে
তোমাদেরি কাহিনী।
যা ঘটেছে,সে অতীত
প্লিজ ভেঙ্গে পড়োনা;
ছিনু আছি থাকবো
হাল কভু ছেড়োনা।
মূল কথাঃ
পরাজয় নয় এটি
স্রেফ এক ফ্লুক;
বীরোচিত পরাজয়ে
নেই মোটে দুখ।
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পরাজয় নয় এটি
স্রেফ এক ফ্লুক;
বীরোচিত পরাজয়ে
নেই মোটে দুখ।
২| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
শায়মা বলেছেন: তুলি হাল খুলি পাল ঐ তরী চললো
এইবার এইবার ভাইয়া চোখ খুললো
বলেছো ঠিক একদম
দয়া মায়া করে তাই
ছেড়েছি এইবারেতে ঠিক
নেক্সটবার রক্ষা নাই।
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: করবোটা কি?পারিনাতো
সইতে লোকের কান্না;
ছাড় দিলেই মাথায় উঠে
এইবারি শেষ, আর না।
এরপর পেলে সামনে
মনে রেখ কথাটা;
ফুল লোডে ইউজ হবে
মনে আছে?সেই গদাটা।
৩| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২
অন্তঃপুরবাসিনী বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি তুমি দেখি
গেছ পুরো নেতিয়ে;
নেক্সট টাইম কাপখানা
নেব ঠিকি হাতিয়ে।
৪| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কুফা ভরা হারটিতে
বুক-ই ভেঙ্গে গেলো;
তুমি কি পাষান নাকি!!
কি করে কও ভালো !!!
৫| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৩
দইজ্জার তুআন বলেছেন:
২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থামাও কান্না
মুছো জল;
ম্যাশ বাহিনী
বীরের দল।
৬| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৬
দইজ্জার তুআন বলেছেন: হার্ট এটাক হইবার অবস্থা
২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার সে একি কথা
মিছে প্যানপ্যানানি;
ফের বলি ম্যাশ ট্রুপ
বীরে এক সেনানী।
৭| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০
সুমন কর বলেছেন: আরে, ছড়া ভালো হয়েছে !
২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানেকানে ফিসফিস
তুমি বড় বোকা;
করেছিতো রঙঢঙ
খেলে পুরো ধোকা।
৮| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৬
কালনী নদী বলেছেন: আরে তুমি কি পাষান নাকি কি করে বল ভালো!
২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে না না কি যে কও
সুমনদা ভালা লোক;
করি মজা তার সনে
তুমি কি বুঝনা জোক?
৯| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:১৩
সচেতনহ্যাপী বলেছেন: পরাজয় নয় এটি
স্রেফ এক ফ্লুক;
বীরোচিত পরাজয়ে
নেই মোটে দুখ। আমারও কথা এটাই।। এমনটা সচরাচর হয়েই থাকে।।
২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারও কথা এটাই।। এমনটা সচরাচর হয়েই থাকে।।
তুমি ভায়া উঁচা জ্ঞাণী
কথা কও সাচ্চা;
এইভাবে লড়ে হারে
বাঘেদের বাচ্চা।
১০| ২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৩
নুর আমিন লেবু বলেছেন: সেদিন রাতে কাইন্দা দিছিলাম
২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানবা কে?বোকা নাকি
কানবোতো ধোনিরা;
আসল জয়ী টাইগার
কয় সব জ্ঞানীরা।
১১| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা সেকি মার
ছয় আর চার
দিনটা কার
শুধু টাইগার!!!
এরপর কিযে হল
হঠাৎ ধার কমে গেল
আহা মোটে একরান
শুধু করে টেনশান
বলটা দিল উঠিয়ে
খেলাটাই গেল ঘুরে
খুব ছিল উচিত জবাব দেবার
যা পেয়েছে তাও কম নয় এবার!
এত ছল চাতুরি করেও
যে মার খেয়েছে
তীরে এসে কোন রকমে
তরী ফিরে পেয়েছে!
সামনে আসো আরেকবার
দেখবে আসল রুপে টাইগার।।
২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানেকানে বলি শোনো
কথা অতি সত্য;
এই হলো সেদিনের
হারার মূল তথ্য।
''তিন বল,দুই রান''
বিপত্তি এখানেই;
রানতো দুটোই হয়
তিনবল কোনখানে?
আজগুবে রুপকথা
পাবে কোথা বলো;
অদ্ভুত সমীকরণেই
ম্যাচে হার হলো।
কথায় আছে গভীরতা
যদি বুঝে নাও;
আমিও কি কম বদ
গন্ধ কি পাও??
১২| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২১
কালনী নদী বলেছেন: ১ রানের জন্যে হারছি, চল বিদ্রোহী ভাই ককটেল বোমা নিয়া রাজপথে যাই!
২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশ ভায়া ধীরে বলো
দেয়ালেরও আছে কান;
হুজি বলে নেবে ধরে
লাইফ হবে খানখান।
নেবে কারা জানোইতো
কে আবার?ঠোলা;
চাঁটগায়ে ভালোবেসে বলে
.................পোলা।
১৩| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
খালি করেন দ্রোহ
ঘটনা কি কালনি ভাই
ককটেল বোমা নিয়া ডাকেন
চল রাজ পথে যাই!!!
রাজপথের লড়াকু
সৈনিক নাকি
ইস্যু হোক কিসু মিসু
রাজপথে ডাকাডাকি!
২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিওতো তাই বলি
কোথা ছিলো এতোদিন?(কালনী)
খালেদাবুবু তারে পেলে
খুশীতে নাচবে ধিনধিন।
কোথায় যে তিনি পান
এতো বোমা ককটেল;
ঠোলারা খবর পেলে
সোজা দেবে ভরে জেল।
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: টাইগারদের নিয়ে ছড়া খুব ভাল লাগলো।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাগলো ভালো শুনেই
মনে ভীষন ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট খানি
হদয়ে দাগ কাটলো।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ওরা আমাদের একটা ম্যাচের জয় এনে দেয় নাই তো কি হয়েছে, মাশরাফিরা বুঝিয়েছে ওদের মিনর বলার দিন শেষ। ওদের মাঠের খেলা দিয়া হারানো কঠিন।
DJ দের অবৈধ শব্দধ্বনি যখন পরাজয়ের নিয়ামক