নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
মূল পোষ্টঃ !!২৬শে মার্চ- বাংলাদেশের স্বাধীনতা- কেউ কখনও খুঁজে কি পায় সেই স্বপ্নলোকের চাবি!!
জানতুম আগে থেকে
শুক্কুরবারের ঝটকা;
ঝেড়েই কেশেছি হেথা
আছে যা মনে খটকা।
আপু দেখি আজকাল
রাজনীতি কপচায়;
ডান থেকে বেশ দুরে
ঘেষা তিনি বাম প্রায়।
ঠিকাছে ঠিকাছে বাবা
কথা নাই মত নিয়া;
কি বা ক্ষতি হতো যদি
ছবিতে থাকতো জিয়া?
বাক স্বাধীনতা মানে
যা খুশী তা নয়;
বিতর্ক আছে নিয়ে
অভিজিত আর নিলয়।
চেতনার মানে কিগো
খায় নাকি পিন্দে;
বিভক্তি দেখে আজো
বুকে শেল বিন্দে।
''অসাম্প্রদায়িক'' মানেটা কি
সে কি ধর্মহীনতা?
আমি যদি ধর্ম চাই
গেলো কি তবে স্বাধীনতা?
কথা আছে হাজারো
কিন্তু যে বলা মানা;
নিরবে গুমরে মরে
ইতিহাসে যা অজানা।
দেশটা এগোবে কবে
আজো নেই ঐক্য;
মুখেই আপনি মোড়ল
জাতি নয় পরিপক্ক।
রাজন কাঁদায় আজো
তনু ভাঙ্গে বুক;
হৃদয়ে রক্ত ঝরে
লাজে লুকি মুখ।
লাইভ টেলিকাস্ট করে
সব চ্যানেল আজ ধন্য;
স্বাধীনতা হলো তাগো
কর্পোরেট দামী পণ্য।
''স্বাধীনতা'' এ শব্দটি
এতো হলো চর্চিত;
তিতকুটে বিস্বাদ লাগে
মুক্তিযোদ্ধারা লজ্জিত।
যা বুঝেছি ছোট ঘটে
লিখলুম ছাড়া ছাড়া;
চেতনার নাগপাশে
জাতি আজ দিশেহারা।
কি যে ঠিক কি যে ভুল
নিজেই বুঝিনা ছাই;
তাইতো নিয়েছি নিক
'কি করি আজ ভেবে না পাই'।
নাগো আপু ক্ষমো মোরে
মাথা আর খেলেনা;
ডান-বাম সবি চাই
একটাতে চলেনা।
কথায় আছে গভীরতা
যদি বুঝে নাও;
আমিও এক বিদ্রোহী
গন্ধ কি পাও??
শেষাংসে একমত
একি মোর দাবী;
বাঁচুক সবাই স্বাধীনতায়
নিয়ে স্বপ্নলোকের সোনার চাবি।
শেষ কথাঃ
লিখনির ক্রিটিসাইজ!!
নেই সেই ধৃষ্টতা;
স্বীকারে লজ্জা নেই
অধমের অজ্ঞতা।
যা লিখেছো,আরো এক
পিএইচডি থিসিস;
গর্বেতে সিনা টান
দিস,সাচ এ মাস্টারপিস।
পুনশ্চঃ
নিজ জন্মস্থান নিয়ে
করিনে কভু আপোষ;
বানানটা ভুল দেখে
হনু বেজায় নাখোশ।
কক্সবাজার বা ককস্বাজার
এই হলো শুদ্ধ;
জলদি তা করো ঠিক
বোকার এক হদ্দ।
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা পেনু এক
মোর সনে সহমত;
ডরেই ছিনুরে বাবা
দেয়াবে বুঝি নাকে'খত।
২| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
বিজন রয় বলেছেন: ছেড়ে দেন।
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছেড়েই দিয়েছি বাপু
এখন পুরো গা ঝাড়া;
মতের অমিল দেখে
যত হোক মাথা চড়া।
৩| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭
দইজ্জার তুআন বলেছেন: সেইরাম হইছে
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই বানিয়ে কও
এইরাম সেইরাম;
আমিতো ভোদাই নই
সবি বুঝি মিছে পাম।
৪| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮
দইজ্জার তুআন বলেছেন: যারে লইয়া লেখলেন হেইতো নাইক্কা???
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরি বাবা চানক্য
তুমি মহা প্যাচ তো?
আসবে সুমায় বুঝে
আপু মহা ব্যস্ত।
৫| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারে নিয়েই ভায়া
মোর হলো যত জ্বালা;
মিছে পাম শুনে শুনে
কান মোর ঝালাপালা।
৬| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
সুমন কর বলেছেন: জানা না তো ভায়া
সত্য বলতে কি যে জ্বালা
কত যে বলেছি মন্দ
এ নিয়ে অনেক হয়েছে দ্বন্দ্ব
তুমি কি তা জানাে না....!
২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে কি আর জানিনে
যেই কবে সত্য;
রেগে লোকে টেনে ঠেলে
দেবে ফেলে গর্তে।
তাই বলে মোর সনে
এ কেমন ছলনা;
আমি বাপু সিধে সাদা
যত যা-ই বলনা।
৭| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
শায়মা বলেছেন: কখন যে দেবো ভায়া
এ ছড়ার জবিতা( জবাব)
ভেবে ভেবে লিখে ফেলি
খোকাভাই কবিতা।
২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে সময় হবে কি আজ
লিখেছো যে পোষ্ট দামী;
কত শত নামী সেথা
সে বুঝি বুঝিনা আমি?
৮| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০
দইজ্জার তুআন বলেছেন: লেখক বলেছেন: ওরি বাবা চানক্য
তুমি মহা প্যাচ তো?
আসবে সুমায় বুঝে
আপু মহা ব্যস্ত।
লেব্বাবা,,,ভালো কতা কইয়া আমি অহন বন্ধু বেইমান ছবির নায়ক
২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাপু চটো ক্যান
বুঝনা কি মশকরা?
তুমিতো মেধাবী বেশ
কথা বলো ঝরঝরা।
৯| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২
দইজ্জার তুআন বলেছেন: ঐতো আপা আইয়া পড়ছে...................
আপ্নেই কন আপা প্যাচডা কি করলাম?
২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ্যাহ কি যে শৃন্খলা
ডাকে আবার আপুরে;
ভুল হইছে মামুজান
ক্ষমা করো বাপুরে।
১০| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৪
দইজ্জার তুআন বলেছেন: লেখক বলেছেন: আরি বাপু চটো ক্যান
বুঝনা কি মশকরা?
তুমিতো মেধাবী বেশ
কথা বলো ঝরঝরা।
আমিওতো মজাই করছি,বুঝেন্না কেরে?
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি বুনো ওল হলে
তুমি বাপু বাঘা তেতুল;
এই হার মানছিগো
হবেনা আর এমন ভুল।
১১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৫
দইজ্জার তুআন বলেছেন: আপারও দেহি আওয়াজ নাই!!!
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গরীবের বাড়ী বাপু
পড়ে কি হাতির পা?
দিয়োনা আর তাজা ক্ষতে
গরম খোটার ঘা।
১২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মহান দিবস স্বাধীনতার
স্মরণ সেই সব মহাত্মার
যাদের ত্যাগে আজ স্বাধীন
লাখো সালাম শহীদ চরণ।
৪৫ পেরিয়ে আজো
দাড়িয়ে কোথায়
স্বাধীনতার মূল্য কি
কেবলই কথায়?
ইতিহাস লয়ে চলে
ক্ষমতার বাহাদুরি
সত্য চাপা পড়ে
চামচারা তেজ ভারী!
সত্যকে সত্য
বুকফুলিযে বলে না
পাছে যদি মাসোহারা
যদি আর মেলে না।।
মুক্তির যুদ্ধ
ছিল আম জনতার
ফলটা কেড়ে নিল
সুবিধাবাদী চন্ডার!!
স্বার্থে করে মোসাহেবি
বুদ্ধিজীবি কদাকার
বীর মুক্তিযোদ্ধাও
হয়ে যায় রাজাকার!
মুছে যাক সব গ্লানি
বলো সত্য ইতিহাস
ভুলে সব ভেদ
সত্যেই হোক বসবাস।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইতিহাস লয়ে চলে
ক্ষমতার বাহাদুরি
সত্য চাপা পড়ে
চামচারা তেজ ভারী!
সত্যকে সত্য
বুকফুলিযে বলে না
পাছে যদি মাসোহারা
যদি আর মেলে না।।
মুক্তির যুদ্ধ
ছিল আম জনতার
ফলটা কেড়ে নিল
সুবিধাবাদী চন্ডার!!
স্বার্থে করে মোসাহেবি
বুদ্ধিজীবি কদাকার
বীর মুক্তিযোদ্ধাও
হয়ে যায় রাজাকার!
কথা পরে,বুকে এসো
করি আগে কোলাকুলি;
জীবনে প্রথম কেউ
মনের কথা দিলো বলি।
স্বাধীনতা আজ যেনো
হ্যাগো কেনা তাল্লুক;
নেড়ি কুত্তারা সবে
বনে গেছে ভাল্লুক।
মিনমিনে সুরে কয়
আমি ছিনু মুক্তিযোদ্ধা;
আরে বেটা তোরা ছিলি
রাজাকার গুষ্টিসুদ্ধা।
যোদ্ধা যে আজীবনি
বাঘেরি সে বাচ্চা;
সে কভু কবেনা নুয়ে
জী হুজুর আচ্ছা।
ভাব দেখে চিনি মোরা
যোদ্ধা কি রাজাকার;
সময়ই তা বলে দেবে
জয়ী কে?মালা কার?
টুপী দাঁড়ি দেখলেই
স্বাধীনতা বিরোধী;
জয় নেতা মালা জপো
তুমি সুশীল প্রগতিবাদী।
সময় রবেনা সদা
এইভাবে জেনো;
আলবাৎ পাল্টাবে
খোদাকেই মেনো।
ইতিহাস চলে সদা
তার নিজ গতিতে;
ফেরাউন-ই ডুবে মরে
নমরুদেরাই ক্ষতিতে।
১৩| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪২
দইজ্জার তুআন বলেছেন: @বিদ্রোহী ভৃগু<
বাপ্রে বাপ!
আপ্নেতো দেহি কি করি ভাইয়ের বসেরও বস!
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শতভাগ সহমত
তিনি মোর গুরু;
তার পাশে মোর নাম?
কি যে কও,ধুরু।
১৪| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী , শুভকামনা ।
২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'সুন্দর' বললে আহা
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্টখানি
হৃদয়ে দাগ কাটলো।
১৫| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৪
ছায়া মনুষ বলেছেন: যা বলেছেন ভাই ঠিক বলেছেন
এসব তো আমার মনের কথা..
কেউ ভাই বুঝবেনা
আপনার এই মনের ব্যাথা.
২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথাতো বলেছি কত
অগাবগা এলেবেলে;
কোনটি তোমার কথা
বলনাগো ভায়া খুলে।
১৬| ২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৫:১৫
গুলামে আজীজ বলেছেন: আমি ভায়া ছোট মানুষ
ঠিক বেঠিক বুঝিনা,
জম্পেশ লিখেছেন
পাম দিতে জানিনা।
চমৎকার লেখন ভায়ার
ছন্দে তার নমুনা,
সুখে থেকো চিরকাল
রইলো শুভ কামনা।
২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উফ,ভায়া ধীরে ধীরে
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটাকে তুমি
বানিয়েছ শিল্প।
তোমাকেও ভালবাসা
মোর ভায়া প্রিয়;
ভালো থেকো নিরন্তর
শুভেচ্ছা জানিও।
১৭| ২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৩১
সাগর মাঝি বলেছেন: পাম দিচ্ছি না ভাই চমৎকার লিখেছেন। ভালোই লাগলো।
২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেবনা দেবনা বলে
দিলে সে কি পাম;
আমি কি ছাই কম বুঝি
অধমেরি দাম?
১৮| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮
তার আর পর নেই… বলেছেন: ছড়িতা ছড়িতা
বানাতে গেনু
হয়ে যাই তক্তা। ( ছড়িতার সাথে তক্তা, আমি যে কই যাব)
অনেক কষ্টে তিনটা লাইন বানিয়েছি, কয় নাম্বার দিবেন?
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বাহ বেশ ভালো
দশে দিনু সাড়ে নয়;
হাফ মার্ক রেখে দিনু
যেনো আরো ভালো হয়।
১৯| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
শায়মা বলেছেন: তক্তার সাথে ছড়িতা মিলে না তারপরনেইমনি!!!!!
তক্তার সাথে বক্তা, চোখটা, ইভেন কোকটা, চচ্চড়ি সুক্তাও মিলে বাট কিছুতেই ছড়িতা না।
ছড়িতার সাথে মিলবে পড়িতা, চড়িতা, খড়িটা, মরিতা এইসব!!!!! হাহাহাহাহাহা !
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দু'কবির কথা শুনে
শিখি কত ছন্দ;
কত যে তুচ্ছ নিজে
পাই তারি গন্ধ।
অন্তঃমিলে ছড়িতা
কি যে হবে ভাবি তা;
বলে দিলে সবি তা
ভুলবোনা কাভি তা।
২০| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন:
অন্তঃমিলে ছড়িতা
কি যে হবে ভাবি তা;
বলে দিলে সবি তা
ভুলবোনা কাভি তা।
ওহ আরও কত ছন্দ
হয় হয় হয়রে
সেই কথা ঢং করে
ভাইয়াটা কয়রে......
বুঝেছি বুঝেছি তুমি
ওয়ান নাম্বার
এই কথা শুনবে আর
কত কত বার!!!!!!
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওহ আরও কত ছন্দ
হয় হয় হয়রে
সেই কথা ঢং করে
ভাইয়াটা কয়রে......
বুঝেছি বুঝেছি তুমি
ওয়ান নাম্বার
এই কথা শুনবে আর
কত কত বার!!!!!!
মোর যেনো কাম নাই
করি তার মত ডঙ;
দিনেতে অফিসে কাম
সাঁঝে খেলি পিং পং।
এই হলো সাকূল্যে
মোর দিনলিপি;
ঢঙের টাইমটা কই
মুখে সাঁটা ছিপি।
রগে রগে চিনি তোমা
কি যে চাও বলতে;
নাম্বার ওয়ান বলে
দিলে খোটা চিলতে।
অতটা মদন নই
খোঁচাটাও বুঝবনা;
অগবগা ছাপখানা
কভু বুঝি ঘুচবেনা!!
২১| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২১
তার আর পর নেই… বলেছেন: আপনি দিলেন সাড়ে নয়, আর শায়মা দিল শূন্য। দুই ছড়িতা বিদ দুই রকম নাম্বার। আমার তো মনে হয় পাশ নাম্বারও উঠবে না।
সাড়ে নয় আর শূন্য
হয় কি তবে পূর্ণ?
এ আবার কেমন স্কুল?
মারছ কি তবে গুল?
এ স্কুলে আর নয়,
নয় ছয়, ছয় নয় …
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এটি কোন কথা হলো
ছেড়ে দিলে ত্বরা হাল;
তীরেতেই পিছটান
কি করে দেবে পারি খাল??
কারো প্রিয় ছন্দ
কারো প্রিয় ভাব;
কারো প্রিয় হুদাহুদি
বসিংয়ের স্বভাব।
তালি গালি সবি পাবে
থাকো লেগে সেঁটে;
মোর গুড বুকে তুমি
পাশ হাই রেটে।
২২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:১০
সচেতনহ্যাপী বলেছেন: দেশটা এগোবে কবে
আজো নেই ঐক্য;
মুখেই আপনি মোড়ল
জাতি হয়নি পরিপক্ক। এটাই আমার লজ্জার মূল কারন।। আর কত বড় হলে আমরা "সত্যিকার জাতি" হিসাবে পরিনত হবো??
আজ আমরা ব্রিটিশদের সেই "ডিভাইড এন্ড রুলস" এর শিকার।। যাকেই নেতৃত্বে আনি না কেন জামার বুতাম উল্টোই লাগায় !!
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাকেই নেতৃত্বে আনি না কেন জামার বুতাম উল্টোই লাগায় !!
জামা বুতাম পেলে কোথা!
সবাইতো ন্যাংটা;
ভোটের আগে পায়ে পড়ে
কাম শেষে ঠ্যাংটা।
এমনি বেহায়া তারা
পলকে চোখপাল্টি;
চাল নাকি দেবে দশে
আজ বারো টাকা ডিমটি!!
করেছে যে তামাশা
জানুয়ারী পাঁচে;
ইনসাফ আশা করো
দানবেরি কাছে??
ইতিহাস চলে সদা
নিজ নিজ গতিতে;
ফেরাউনই ডুবে মরে
নমরুদেরাই ক্ষতিতে।
কথায় আছে গভীরতা
যদি বুঝে নাও;
যমরাজ আশেপাশে
গন্ধ কি পাও?
২৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি এ যে দেখি
হার হাইনেস মহারাণী;
বলো আপু কি ব্যপার
কেটে দেব প্রাণখানি।
২৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
শায়মা বলেছেন: জানতুম আগে থেকে
শুক্কুরবারের ঝটকা;
ঝেড়েই কেশেছি হেথা
আছে যা মনে খটকা। (
আপু দেখি আজকাল
রাজনীতি কপচায়;
ডান থেকে বেশ দুরে
ঘেষা তিনি বাম প্রায়।
ডান বাম জানিনাকো
রাজনীতি বুঝি না,
ভালো আর মন্দেতে
আশ পাশ খুঁজিনা।
মনে যাহা বলে তাহা
একটুকু বলেছি।
তাই নিয়ে দাও খোঁটা
যদি কান না মলেছি।
তোমার কান কিন্তু আবার আমার কান ভেবোনা বোক্কুভাইয়ু!!!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডান বাম জানিনাকো
রাজনীতি বুঝি না,
ভালো আর মন্দেতে
আশ পাশ খুঁজিনা।
মনে যাহা বলে তাহা
একটুকু বলেছি।
তাই নিয়ে দাও খোঁটা
যদি কান না মলেছি। (
তোমার কান কিন্তু আবার আমার কান ভেবোনা বোক্কুভাইয়ু!!!!!!!!!!
পোষ্টটি দিয়েই আছি
মনে মনে ডরে ডরে;
সারাক্ষনি দোয়া পড়ে
গা'টা ঝাড়ি থুক ফুঃয়ে।
কি যে হবে শাস্তি
এই নিয়ে শন্কা;
ভেবেছি ভিসাটা নিয়ে
দেব ছুট লন্কা।
ওমা ডরি হুদাহুদি
এতো স্রেফ কানমলা!!
আগে যদি জানতুম
দিতুম আরো বাঁশডলা।
যত বলো বুঝনা
জানি ঠিকি তুমি বাম;
ডান কাছে দেখলেই
মারো ঘুষি ধুমধাম।
যতই মারোনা বাপু
বলি কানেকানে;
তুমি খাও বাম হাতে
আমি খাই ডানে।
২৫| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
শায়মা বলেছেন: ঠিকাছে ঠিকাছে বাবা
কথা নাই মত নিয়া;
কি বা ক্ষতি হতো যদি
ছবিতে থাকতো জিয়া?
যদি ভাবো ভুল হলো
জিয়া নাই কেনো রে?
লিখে ফেলো নিজে নিজে
ধার কেনো ধেনো রে!!!!
নিজে লেখো যাহা জানো
লিখে লিখে জ্ঞান দাও
আমি বাবা কম জানি
অজানার গান গাও!
ইফ ইউ ডোন্ট টিচ
কেমনে তা জানিবো!
তোমা কথা সত্য যে
কেমনে তা মানিবো!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদি ভাবো ভুল হলো
জিয়া নাই কেনো রে?
লিখে ফেলো নিজে নিজে
ধার কেনো ধেনো রে!!!!
নিজে লেখো যাহা জানো
লিখে লিখে জ্ঞান দাও
আমি বাবা কম জানি
অজানার গান গাও!
ইফ ইউ ডোন্ট টিচ
কেমনে তা জানিবো!
তোমা কথা সত্য যে
কেমনে তা মানিবো!!!!!!
কূটনীতি কারে কয়
আপু হতে শেখো;
কি দারুন কৌশলে
দিলো ঝাড়ি দেখো।
বুঝি বুঝি জিয়াতে
আছে তোমা এলার্জি;
লিখে আর লাভ কি
ক্ষয়ে আপন এনার্জী।
যতই বলিনা ভালো
মানবেনা যুক্তি;
তুমি থাকো বাম নিয়ে
আমি জাতীয়তাবাদী শক্তি।
২৬| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
শায়মা বলেছেন: বাক স্বাধীনতা মানে
যা খুশী তা নয়;
বিতর্ক আছে নিয়ে
অভিজিত আর নিলয়।
চেতনার মানে কিগো
খায় নাকি পিন্দে;
বিভক্তি দেখে আজো
বুকে শেল বিন্দে।
''অসাম্প্রদায়িক'' মানেটা কি
সে কি ধর্মহীনতা?
আমি যদি ধর্ম চাই
গেলো কি তবে স্বাধীনতা?
বিতর্ক আছে বলে
বাক রবে বন্ধ!
কি যে বলো ভাইয়াটা
তুমি ভীতু অন্ধ!
ধর্মটা চাওয়াতেই
সাম্প্রদায়িক হওয়া যায়?
মারামারি খুনাখুনি
কাঁচকলা পাওয়া যায়!
এই তবে রাজনীতি?
এই ভালো দেশ দশ
এই তবে আহামরি
এই নাম খ্যাত যশ!!!!!!!!!!!!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিতর্ক আছে বলে
বাক রবে বন্ধ!
কি যে বলো ভাইয়াটা
তুমি ভীতু অন্ধ!
ধর্মটা চাওয়াতেই
সাম্প্রদায়িক হওয়া যায়?
মারামারি খুনাখুনি
কাঁচকলা পাওয়া যায়!
এই তবে রাজনীতি?
এই ভালো দেশ দশ
এই তবে আহামরি
এই নাম খ্যাত যশ!!!!!!!!!!!!!!!!!!!
অন্যেরে দিয়ে গালি
কয় বাক স্বাধীনতা!
কেন বাপু মিছিমিছি
এত নীচ হীনতা??
কারো নাম না বলেই
ওভারঅল বলছি;
দেশ আজ দুই ভাগ
জাতি মিছে জ্বলছ।
ফের কই ছোট মুখে
সমাধান একটাই;
ঐক্যই মূল কথা
এছাড়া মুক্তি নাই।
সকলেরি নিজ নিজ
আছে জোর যুক্তি;
ডান-বাম এক হলে
জাতি পাবে শক্তি।
২৭| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
শায়মা বলেছেন: ওমা ডরি হুদাহুদি
এতো স্রেফ কানমলা!!
আগে যদি জানতুম
দিতুম আরো বাঁশডলা।
ছি ছি থু থু লাথি গুতো
কিল চড় আর কি?
ভাবো শুধু কান মলা!!!!!
এত---তই ছাড় কি!!!!!!!!!!!!
নেভার এভার ভায়ামনি
তুমি রবে আড়ালে
ওরা খাবে লাথি ঝাঁটা
বাড়াবাড়ি ছাড়ালে!!!!!!
বাঁশ নিয়ে ঠাস করে
মারো মাথা তাককে
জানে নাতো ওরা কেউ
আমি এই ফাঁককে।
বশীভুত মন্ত্র যে
তোমা কানে পড়েছি
বলবো যা করবে তা
এই পথ ধরেছি!!!!!!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাাহাহাহাা
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বশীভুত মন্ত্র যে
তোমা কানে পড়েছি
বলবো যা করবে তা
এই পথ ধরেছি!!!!!!!!!!!!!
সে আর বলতে বাপু
দিয়েছ যা মন্ত্র;
আমি পুরো হয়ে গেছি
তোমা রবোযন্ত্র।
সিনা টেনে সদা কই
আমি তার পিএস;
যাই কয় তাতে সাই
সদা কই ইয়েস।
২৮| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
শায়মা বলেছেন: কূটনীতি কারে কয়
আপু হতে শেখো;
কি দারুন কৌশলে
দিলো ঝাড়ি দেখো।
বুঝি বুঝি জিয়াতে
আছে তোমা এলার্জি;
লিখে আর লাভ কি
ক্ষয়ে আপন এনার্জী।
যতই বলিনা ভালো
মানবেনা যুক্তি;
তুমি থাকো বাম নিয়ে
আমি জাতীয়তাবাদী শক্তি।
যা মর
শক্তিতো আছে বড় জানা রে
কুটনামী কারে কয় দেখাতে যে মানা রে.....
বেঁচে গেলা তুমি মোর বড় প্রিয় ভাইজান
নইলে দেখতে কানে হাত দিয়ে নেই কান!!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা মর
শক্তিতো আছে বড় জানা রে
কুটনামী কারে কয় দেখাতে যে মানা রে.....
বেঁচে গেলা তুমি মোর বড় প্রিয় ভাইজান
নইলে দেখতে কানে হাত দিয়ে নেই কান!!!!!!!!!
মরেইতো আছি প্রায়
ধুকে ধুকে আধামরা;
ইউটার্ন নেবো ঠিকি
শকুনীরে দেব তাড়া।
নাম বলা মানা তাই
কি বলেছি বুঝে নাও;
ফের বলি বিদ্রোহী
গন্ধ কি থোরা পাও?
২৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: বাপরে পুরাই ছবিতার বাহার
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমন বাহার,পান পরাগ
সবি আছে হেথা;
সাদা পাতা,জর্দা খেয়ে
আপুর ঘুরে মাথা।
৩০| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
শায়মা বলেছেন:
পুনশ্চঃ
নিজ জন্মস্থান নিয়ে
করিনে কভু আপোষ;
বানানটা ভুল দেখে
হনু বেজায় নাখোশ।
কক্সবাজার বা ককস্বাজার
এই হলো শুদ্ধ;
জলদি তা করো ঠিক
বোকার এক হদ্দ
কক্স আর ককস্তে
বিভেদ কি হলো রে
মোটা মাথা ভাইয়াটা
একখুনি বলো রে।
নইলে থাকুক ভুল
করবোনা ঠিক তা
যত দাও খোটা মোটা
রাগ মাগ ধিক টা!!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''কক্সেসবাজার'' দেখে
ছিনু মহা খাপ্পা;
এডিটটা করে তুমি
দিলে সেকি ধাপ্পা।
৩১| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
শায়মা বলেছেন:
২৯. ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
০
উদাসী স্বপ্ন বলেছেন: বাপরে পুরাই ছবিতার বাহার
ভাইয়া
ছবিতা বলে না একে
কবিতার যুদ্ধ
ছড়িতাও বলা যায়
যদি কেউ না হয় ক্ষুব্ধ!!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়া কবিতায় স্বন্ধি করে
মেলালো সে ছবিতা;
এও এক ডাইমেনশন
বলুক না,কি ক্ষতি তা।
৩২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫
শায়মা বলেছেন: সে আর বলতে বাপু
দিয়েছ যা মন্ত্র;
আমি পুরো হয়ে গেছি
তোমা রবোযন্ত্র।
সিনা টেনে সদা কই
আমি তার পিএস;
যাই কয় তাতে সাই
সদা কই ইয়েস।
হা হা হা
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিনরিনে হাসিটাতে
সদা ফিদা পুরো;
লিন্ক দিনু চলে এসো
দেরী কেন গুরু?
প্লিজ ডোন্ট লেট
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
শূণ্য পুরাণ বলেছেন: কবির সঙ্গে একমত