নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার \'\'সাদা মনের মানুষ\'\'

০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪



নয়া তার পোষ্ট পেলে
সাথে সাথে দিল খোশ;
সকলেরি প্রিয় তিনি
সাদা মনের মানুষ

নিকে সাদা,নয় সিধে
আগাগোড়া সে দামাল;
নামেতেই বুঝা যায়
আসলেই সে কামাল।

মজলিশে লোক তিনি
আড্ডাটা চাই-ই চাই;
এ ছুতোয় হলিডেতে
প্রিয় মুখ সবেরে পাই।

ফটো ব্লগে রাজা তিনি
ক্যামেরায় সে কি জাদু!
দেখে চোখ ছানাবড়া
মুখে বোল,,,সাধু সাধু।

যোদ্ধা সে ক্যামেরার
ছুটে বনে বাঁদারে;
কথা কয় ছবি তার
বর্ণিল আলো আঁধারে।

বেদুইন রাখাল যেনো
চষে সারা দুনিয়া;
ফুল পাখী প্রকৃতি
ছবি নাই কি নিয়া?

সোৎসাহে ফটো দেখে
বাকী কথা ভুলনা;
ভ্রমন ব্লগেও তার
নেই কোন তুলনা।

ছুটে চলে অবিরত
দূরে পথে প্রান্তরে;
ভ্রমনে বিরামহীন
হয়না সে ক্লান্তরে।

যাই দেখে,ক্লিক ক্লিক
ক্যামেরাতে বন্দী;
প্রকৃতির সাথে তার
কি আজব সন্ধি।

ছবি যেন জীবন্ত
আজগুবে শিল্প;
একেকটা ছবি তার
একেকটা গল্প।

ছবিতো অনেকে তুলে
বুঝাতে পারে ক'জনা?
লেখনির জাদু স্পর্শে
দেখান যা যা অজানা।

লেখনীর ক্রিটিসাইজ
নয় মোর কম্মো;
প্রাঞ্জল ভাষা তার
সহজে বোধগম্য।

সবচেয়ে ভালো লাগে
সদা হাসি মুখটা;
বড় বেশী প্রিয় মোর
আজব ঐ লোকটা।

আমি অতি সাধারণ
নই কোন বোদ্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।




উৎসর্গঃ
আড্ডাটা যেই মিস
শুরু তার উসখুশ;
ডেডিকেট তাহারেই
সাদা মনের মানুষ

ছবিঃ
প্রপির ছবিটা ছাড়া
যেই পেনু বাকী দুটি;
ধুমধাম কপি পেস্ট
যেন হাতে স্বর্গটি। :D

কানেকানে ফিসফিস
বিয়াতে যা লাগছেনা;
কোরবানি খাসি দেখে
দুখে জলও থামছেনা। =p~ =p~

মোর কেত্তনঃ
আজ মোর পুরালো
গোল্ডেন জুবিলি;
সামুর এই জার্নিতে
কি দিলি কি খোঁয়ালি?

প্রশ্নের সাথে সাথে
যাই পেয়ে উত্তর;
দিয়েছে সামু দু'হাতে
কুড়িয়েছি সত্বর।

নিঃস্ব আমি রিক্ত আমি
দেবার কিছুই নাই;
মনটা ভরা ছ্যাঁচরামো
তাই সব নিয়ে পালাই। :-B

আগডুম রচি রচি
যত করি ফিফটি;
হইনি ব্লগার আজো
রয়ে গেনু চিপ টি। :( /:)

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ১ম হইলাম। চা কই?

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুধুই কি চা নাকি
সাথে আছে মিস্টি;
সবি খেয়ো চেটেপুটে
বাকী রেখে প্লেটটি। B-)

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮

বিজন রয় বলেছেন: আপনি এত পান কই।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পান মানে ড্রিন্ক হয়
পান মানে পাতা;
কোনটি বুঝালে বাপু
বুঝিনাকো ছাতা। B:-/

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

দইজ্জার তুআন বলেছেন: মজলিশে লোক তিনি
আড্ডাটা চাই-ই চাই;
এ ছুতোয় হলিডেতে
প্রিয় মুখ সবেরে পাই।

এক্কেরে খাটি কতা :)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ সময়ে তিনি নাই
কারণটা আড্ডা;
বিকেলেতে প্রেসক্লাব
সাঁঝে নর্থ বাড্ডা। :D

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

দইজ্জার তুআন বলেছেন: কানেকানে ফিসফিস
বিয়াতে যা লাগছেনা;
কোরবানি খাসি দেখে
দুখে জলও থামছেনা। =p~ =p~

আপ্নেও ভাই পোংটা আছেন :-B ;)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইলাডা কি?ইয়াত্ত নেকেড
ডাইরেক্ট পোংটা??
বাঁন্দরামীর দেখছডা কি
হইমু নাকি........?? =p~ ;) :P

৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

শায়মা বলেছেন: ভালো ভালো সাদা ভায়া
ভালো তার লেখোনি
কাজ তার আরও ভালো
কেউ কেউ দেখোনি।

চোখে আঙ্গুল দিয়ে
তুমি সেটা দেখালে
ভালো কাজ মানুষের
তুমি সেটা শেখালে।

তবু ভায়া মনে আসে
একখানা প্রশ্ন!
দইজ্জার তুফান কি
তোমহারা বস কোনো!!!!!!!!! :-/

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ আপু থামো তো
ইয়ে মানে.....মরি লাজে;
লাল পুরো গালটা
আড়ষ্ঠ ভাজে ভাজে। :`>

দইজ্জাটা বজ্জাত
মুখে নাই খিলি;
মুঞ্চায় শালারে ফেলে
মন সুখে কিলি। X(

৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

দইজ্জার তুআন বলেছেন: তবু ভায়া মনে আসে
একখানা প্রশ্ন!
দইজ্জার তুফান কি
তোমহারা বস কোনো!!!!!!!!! :-/


হে হে হে
শুনিয়া প্রীত হইলাম

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসির বাহার কিগো
গা পুরো খিতখিত;
জন্মেও শুনিনিকো
এমন হাসি কুৎসিত। X((

৭| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

দইজ্জার তুআন বলেছেন: @শায়মাঃ
আপা সাগরেদি লওনের লিগা পাছ পাছ ঘুরতাছে বওতদিন।অহনো দেইনাইক্কা।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোন জন্মের বাপু
নিচ্ছ যে প্রতিশোধ;
সিধা বল্লেই পারো
শোধরাবো পেয়ে বোধ। /:)

৮| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

শায়মা বলেছেন:

৭. ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

দইজ্জার তুআন বলেছেন: @শায়মাঃ
আপা সাগরেদি লওনের লিগা পাছ পাছ ঘুরতাছে বওতদিন।অহনো দেইনাইক্কা।



বলো কি হে
দইজ্জার বজ্জাৎ তুফান
কে নেবে সাগরেদী
নেহি মুঝে কাম!!!!!!!!

শিঘরী বলে ফেলো
পরিচয় দাও
ধরি মুখে পিস্তল
হাও মাও খাও!!!!!!! X((

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপুনি বাঁচাও মোরে
ছুটাও গলার কাঁটা;
যেথা যাই নেয় পিছু
মরার কপালে ঝাঁটা। X((

৯| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: কানেকানে ফিসফিস
বিয়াতে যা লাগছেনা;
কোরবানি খাসি দেখে
দুখে জলও থামছেনা।
=p~ =p~

কামাল ভাই আসলেই অসাধারণ। বিয়ের ছবিতে দারুন লাগছে।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবীতো কেঁদেই খালাস
ভায়া মুখ ঢাকে রুমালে;
আশংকায় কাঁপে বুক
দুখ কি জানি কপালে।;)

১০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

লেখক বলেছেন: হাসির বাহার কিগো
গা পুরো খিতখিত;
জন্মেও শুনিনিকো
এমন হাসি কুৎসিত। X((

হা হা হা হা

নামটাও বিদঘুটে
দই মই জই
বুঝিনা পেলেন উনি
এই নাম কই!!!!!!!!!! :P

০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাম তাও সয়া যায়
কামে উঠে জেদ;
আমি.......জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ। X((

১১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

দইজ্জার তুআন বলেছেন: ওইযে কৈলেন বজ্জাৎ তুফান
খেক খেক খেক

০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বজ্জাত নাম শুনে
বেরলো যে দুনো পাটি;
হাসিতেই প্রমানিত
তুমি 'বজ্জাত' খাঁটি। :-B

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

দইজ্জার তুআন বলেছেন: লেখক বলেছেন: কোন জন্মের বাপু
নিচ্ছ যে প্রতিশোধ;
সিধা বল্লেই পারো
শোধরাবো পেয়ে বোধ। /:)
হেতের কি অইছে?

০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অয়নো কিসু,অইব যন
বুইজবা তুঁই হরে;
কাঁইক দি ধরি চামু আঁই
কত তেল তোঁয়ার ঝরে?

১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আপুনি বাঁচাও মোরে
ছুটাও গলার কাঁটা;
যেথা যাই নেয় পিছু
মরার কপালে ঝাঁটা। X((



বুঝেছি সে প্রেত কোনো
তোমার এক্স জি এফ এর
মরে ভুত হয়েছেন
ছেকা খেয়ে তোমার মত বি এফ এর!~!!!!!!!!!!!!!!!

ছাড়ে না সে তাই পাছ
নেই তোমার রক্ষা
সাথে নেবে প্রেতলোকে
একবার দিতে পারলে তোমার অক্কা!


হাহাহহাাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাাহহাহাহাহাহা :P

০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিএফএর এই যদি
ফিউচার নমুনা;
খেতা পুড়ি রিলাশানে
আর কিছু কমুনা। /:)

১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

জুন বলেছেন: ছবি যেন জীবন্ত
আজগুবে শিল্প;
একেকটা ছবি তার
একেকটা গল্প।

আপনি ঠিকই বলেছেন । সাদা মনের মানুষ নিকটি তার জন্য যথার্থই বটে ।
+

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিকে সাদা,নয় সিধে
আগাগোড়া সে দামাল;
নামেতেই বুঝা যায়
আসলেই সে কামাল।

ডানপিটে কারে কয়
ছবিতে বুঝি দেখনা;
গাছে উঠে রস খেয়ে কয়
না কয়ে খাই,চুরি না !!! B:-)

১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: ৫০তম পোস্টে জন্য শুভেচ্ছা রইলো...... !:#P

শেষ ছবির অনুমতি আছে...! ;)

ছড়ায় ৩য় +।

০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিই বুঝলে ভায়া
অধমের দুঃখ;
আর কেউ জানালোনা
বুঝালো আমি তুচ্ছ।

লাগবোনা থাক থাক
তুমি দিলে কাফি;
ওতে মন গেছে ভরে
খাও ভায়া টফি।


সাদা ভায়া চোর নাকি
ক্যান লাগে অনুমতি;
বিয়া করে সিনা টানি
ছবি দিলে কিসে ক্ষতি?
দেইখখা বুইজঝা লও

১৬| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৩

সচেতনহ্যাপী বলেছেন: নিঃস্ব আমি রিক্ত আমি
দেবার কিছুই নাই;
কি বিনয়!! দেশ কিছু নিতে না পারুক আমরা,আপনার ভক্তরা তো আপনার কাছ থেকে পাচ্ছি অ-নে-ক।। তাই পরের লাইন দু'টোকে পাত্তাই দিলাম না।।
সাদা মানুষের অনেক ছবিব্লগ আমি দেখেছি, সত্যই সব অপূর্ব কিন্তু মন্তব্যের ঘরে কেন যেন কৃপনতা করতাম।। বোধহয় বোকামানুষ আর তুষারকাব্যের লেখায় মন্তব্য করে সামঞ্জস্য থাকায় উনারটায় আর করতে ইচ্ছে করতো না ।। (কি মিষ্টি করেই না নিজের দোষ ন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম।। আসলে রাজনীতির ছোয়াটা একটু হলেও রক্তে মিশে আছে বলে।। তবে বর্নিত দ'জনের কাছে আমি ক্ষমাপ্রার্থী)।।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: (কি মিষ্টি করেই না নিজের দোষ ন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম।। আসলে রাজনীতির ছোয়াটা একটু হলেও রক্তে মিশে আছে বলে।। তবে বর্নিত দ'জনের কাছে আমি ক্ষমাপ্রার্থী)।।
সচেতন ভাবে তুমি
দেখালে কি রাজনীতি;;)
বিনয় কি কম জানো?
এরেইতো কয় প্রীতি।:)

পেইন ছাড়া আর কিছু
পারিনিকো আজো দিতে;
ব্লগার হওয়া দুরে থাক
হইনি জুতোরও ফিতে। |-)

কমেন্টটি পেয়ে ভায়া
মন হলো ফুরফুরে;
তোমাকেও শুভেচ্ছা
প্রাণটি উজার করে। :)

১৭| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি ১৭তম হইছি, কি দিবেন দেন :D

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি আজব দুনিয়া
আইলো কি জামানা;
হের ঘরে হেই কয়
খাওন কিছু দিবানা! =p~

যাই কও তাই সই
আইজ তুমি চীফ গেস্ট;
যা যা আছে সব দিছি
চটপট কর টেষ্ট। :P



১৮| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছন্দের ভক্ত আমি বরাবরই, তবে আজ আমাকে নিয়ে যে ভাবে লিখলেন তাতে আমি আপ্লুত এবং সেই সাথে কিছুটা বিব্রতও বটে.........সব শেষে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে গেলাম।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সব শেষে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে গেলাম................
মোর জ্বালা দ্যাহ দিনি
কার গান কিডা গায়;
কি যে সব কওনা
এ মরদে লইজ্জা পায়। :`>

আমারে নাকি শ্রদ্ধা
কথার কি ছিরি;
শায়মাপু হেসে খুন
লাজে করি হারিকিরি। /:) B:-/

১৯| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন:

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্লুমড্‌ কুইন রোজ যেথা
স্নিগ্ধতা সৌরভে;
ভায়া তুমি বেঁচে থাকো
আজীবন স্বগৌরবে।

২০| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭

দইজ্জার তুআন বলেছেন: অবশেষে কেষ্ট হাজির

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাজির হবেন তিনি
এতে আর নয়া কি?
তোমারই বা জ্বলে ক্যান
বেল পাকলে তোমার কি? =p~

২১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

দইজ্জার তুআন বলেছেন: লেখক বলেছেন: বজ্জাত নাম শুনে
বেরলো যে দুনো পাটি;
হাসিতেই প্রমানিত
তুমি 'বজ্জাত' খাঁটি। :-B


গম লাইগ্গে,,,,,,,খেক খেক খেক

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টাইটেল পেয়ে দ্যাখ
খুশী যেনো ধরেনা;
ঘাটের ন্যারার আর
ঘাট বুঝি মেলেনা। X( X((

২২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

কালনী নদী বলেছেন: হঠাৎ কিচির-মিচির বন্ধ হয়ে গেল? ভাল আছেন?

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা,,বেশ বলেছ
কিচিরমিচির,তাইতো?
আমি আছি এই বেশ
তুমি কেমন?ভালতো?? :)

২৩| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২০

এহসান সাবির বলেছেন: ছবিতো অনেকে তুলে
বুঝাতে পারে ক'জনা?
লেখনির জাদু স্পর্শে
দেখান যা যা অজানা।

সাদা ভাইকে শুভেচ্ছা সাথে আপনাকেও।

++++

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেনি মেনি থ্যাংকস্‌
ভায়া,ভালোবাসা নিও;
অগ্রীম বৈশাখী
শুভেচ্ছা জানিও।

২৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ছড়াটা আমার চোখে পড়ে নাই কেন? আশ্চর্য তো! আরে সাদা মনের মানুষ তো আক্ষরিক অর্থেই সাদা মনের। তার সাথে দীর্ঘদিন যাবত ব্লগিং করছি। কখনো তাকে কোন বিতর্কে জড়িয়ে পড়তে দেখিনি। আর তিনি ব্লগিং জগতের একেবারে শুরুর দিকের ব্লগার। তাঁর তোলা ছবিগুলো যে কোন পেশাদার ফটোগ্রাফারের চেয়ে কম নয়। আমি একবার তাঁকে ঢাকায় একটি আলোকচিত্র প্রদর্শনীর অনুরোধ করেছিলাম। কিন্তু মানুষটা ভ্রমন নিয়ে এত ব্যস্ত থাকেন যে আমার অনুরোধ তাঁর কানেই ঢুকলো না।
এ ধরণের আউলা স্বভাবের মানুষরা নিজেদের প্রতিভা সম্পর্কে উদাসীন থাকেন।
আমি তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি। চমৎকার ছড়ার জন্য 'কি করি আজ ভেবে না পাই'-কে ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চোখে পড়বে কি করে?পোষ্টটি নির্বাচিত/আলোচিত কোন পাতায়ই স্থান পায়নি!!!
নিজের পোষ্ট বলে নয়,রাগ উঠে অন্তত অসাধারণ এই মানুষটির সমৃদ্ধ ব্লগিংএর কথা ভেবে পোষ্টখানি নির্বাচিত পাতায় যেতে পারতো।আর হিট লাইকারদের উৎপাতে আলোচিততে যাবার পথ রূদ্ধ।সেদিন একটা পোষ্ট দেখলাম মাত্র এক ঘন্টায় বারশোবার পঠিত!!!কমেন্ট স্রেফ একখানা।সেই একটি কমেন্ট নিয়েই পোষ্টটি আলোচিত পাতায় ছিল মোটামুটি সারাদিন আর পঠিত?তিন হাজারের অধিকবার!!!তবেই বলুন,আলোচিত পাতায়ও নো ভিসা।তাইতো রাগ করে পোষ্ট দিয়েছি খোলা চিঠি টু প্রামানিক ১
কোন ভাবান্তর হয়েছে বলে মনে হলোনা।অথচ আমি নিশ্চিত,অন্তত আলোচিত পাতায় গেলেও শতাধিক সাদা ভায়ার ভক্তদের কমেন্ট আসত।আফসোস,পোষ্টখানি তার ভক্তদের কাছে পৌছাতে পারলুমনা।রিপোষ্ট করবো কিনা ভাবছি............
অনেক ধন্যবাদ হেনা ভাই।
পাঠে কৃতজ্ঞতা।

২৫| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, হাঁ, রি-পোস্ট করুন। কামাল ভাইয়ের (সাদা মনের মানুষ) মতো গুনী ও নিবেদিতপ্রাণ ব্লগার সম্পর্কে আপনার লেখা এই ছড়া আরও অধিক সংখ্যক ব্লগার বন্ধুদের পড়া উচিৎ। আমরা গুণীজনদের কদর করতে জানি না বলে নিজেরাও কদর পাই না। আপনি তাঁর সম্পর্কে এত চমৎকার একটি ছড়া লিখে মহানুভবতার পরিচয় দিয়েছেন। গুনী মানুষের প্রতি আপনার আন্তরিক শ্রদ্ধা দেখে আমার খুব ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো লাগা বুঝে পেনু
থ্যাংকস্‌ জেনো ভ্রাতা;
এইভাবে পাশে থেকো
যা-ই লিখি যা তা।:)

যা বলেছ গ্রানটেড
তোমা সনে এগ্রি;
অধমের এ লিখাটি
রিপোষ্ট দেব শিঘ্রী। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.