নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
হলো কি সামুতে সবে
এত কেনো ম্যাড়ম্যাড়ে;
হাজারো সামুর ব্লগার
ভোট এত কম ক্যারে??
এত এত ভোট তবু
আগে ''জার্মান প্রবাসে''!!
বৃথাই বৃহৎ বাংলা ব্লগ
চাপা শুনে লোক হাসে।
অন্যেরা হেসে কয়
সামুতে সব হাঁদারা;
টনক কি নড়েছে
সামুর বুবু দাদারা??
প্রতিটি ব্লগার যদি
ডেলি দেয় এক ভোট;
কেউ থাকে নাকি পাশে??
লেজ উঁচিয়ে দেবে ছুট।
ববস্-এর এওয়ার্ড যদি
যায় হাত ফসকে;
কি করে দেখাবে মুখ
প্রণামি নয়া বস কে??
অতশত বুঝিনাকো
করজোড়ে এক আর্তি;
দাও ভোট,যাক জিতে
সামুর ''অগ্নি সারথি''।
ঝেড়ে ফেল আলসেমী
থেকোনাকো আর ঢিলা;
মে'মাসের দুই তক
জারি রেখ সিলসিলা।
ভোট দেবার নিয়ম
রোজ দেই একখানা
বলি কথা পষ্ট;
তাও এত কম ভোট!!!
বড্ড লাগে কষ্ট।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রোজ দেই একখানা
বলিকথা পষ্ট;
তাও এত কম ভোট!!!
বড্ড লাগে কষ্ট।
ভেবনাতো অত ভায়া
সবুরে ফলে মেওয়া;
টনকটি নাড়াতেই
এ ঠ্যালাখানা দেওয়া।
২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১২
শায়মা বলেছেন: ঘুম ভেঙ্গে ওঠো সবে
জাগো জাগো সকলে
ভোট দাও তাড়াতাড়ি
দিন গুলো যায় চলে!
রোজ রোজ হলে রাত
বারোটা যে ঠিক ঠিক
দিয়ে আসো এক ভোট
আর হাসো ফিক ফিক।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝিনাকো মাইন্ডসেট
সামুর আজব পাবলিক;
সকলেরি আছে হেথা
হালি হালি ফেক নিক।
তাও ভোট দিতে হ্যাগো
কত যে বাপু পেখনা;
ভাব যেনো টেকা ছাড়া
''নো ভোট'' দেখনা।
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮
শায়মা বলেছেন: ফেক নিক কি যে বলো
কি যে করি ভাইয়া
সে সব তো ইউজ হবে
আনখানে যাইয়া।
ফেক নিক হয় মেক
নিজ নাম কামাতে
তাই নিয়ে দেবে ভোট
ফেস দেখো খোমাতে!!!
চুপি চুপি দেই চলো
ভালো এক বুদ্ধি
তুমি আমি ভায়া মিলে
নিক অভিসন্ধি!
তার পর দাও ভোট
সকালে ও বিকালে
জয় যদি না হয় তো
দেবো তার কান মলে।
কার!!!!!!! বলো দেখি?
১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কার আবার?আলবাৎ
গেমু সোনা ভাইডি;
সামু ব্লগে আছে যার
দশ হাজার আইডি।
কান মলা নট এনাফ
দিও তুলে আছাড় এক;
অগ্নিদা না জিতলে,তবে
লাভটা কি থেকে নিক ফেক??
৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯
কালনী নদী বলেছেন: আসলেই ব্যাপারটা দুঃখজনক ও হতাশাজনক। এখনও আছি সহ-বন্ধুর সাথে, পথ যতই বন্দুর হোক না কেন শেষ পর্যন্ত না দেখে যেন কান্তি না হয়।
১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এটাইতো সারথির
পথ চলা শক্তি;
সহব্লগারের প্রতি
ভালোবাসা ভক্তি।
৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
শায়মা বলেছেন: ভোট যদি হয় কম
ডোন্ট ওরি, নো ভয়
জিততে হবেই মোদের
হোক কিছু নয় ছয়!
১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয় ছয় বলো কিহে
সামুয়ভোটার আছে যত সুপ্ত;
সকলে ভোটটি দিলে
বাকীগো জামানত বাজেয়াপ্ত।
৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
কালনী নদী বলেছেন: ক্লান্তি* (আমার কি-বোর্ড) রাম-নাম সাত্তে হয়ে আছে! অপসসসস
১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বানানের গুলি মারো
ভোট চাই ভোট চাই;
ভোট দ্যাও মাউসে
কি বোর্ডের বেইল নাই।
৭| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১
কালনী নদী বলেছেন: সায়মা আপু নয়-ছয় মানেইত আমি! কেউ বোঝে না, হাহাহা
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছয় নয় তুমি মানে?
হাইট ছয়,ভুড়ি নয়??
সুমো রেসলার নাকি?
দ্যাও বাপু পরিচয়।
৮| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
পুলহ বলেছেন: প্রথমেই বলি আপনার ছড়াটা জটিল হয়েছে, সেইরকম !!
আমি বিদ্রোহী ভৃগু ভাইয়ের পোস্টের পর থেকে বেশ কয়েকবার চেষ্টা করছি, শুধু ল্যান্ডিং পেইজটাই আসে। লগ-ইন করতে পারি না। টুইটার একাউন্ট নাই, তাই প্রতিবার ফেসবুক ব্যবহার করেই লগ-ইন করতে চাই, কিন্তু প্রতিবার একই মেসেজ-
This site can’t be reached
এনিওয়ে, আমি চেষ্টা করে যাচ্ছি সুযোগ মত..
ছড়ায় প্লাস
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উপরেতে লিন্ক দিনু
ভোট দিও লাগাতার;
বিজয় কি দূর বলো?
সকলে হলে একাকার??
৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬
শরনার্থী বলেছেন: অগ্নি সারথি হাইর্যা যাইতাসে- সামু-র ব্লগারগন বাজাও তালি!
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারোই বিকার নেই
সামুর মহান চীজরা;
সেই ভালো,দ্যাও তালি
মোরা সব ................
১০| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯
শায়মা বলেছেন: নদীভাইয়া তুমি কেমন নয়ছয়? প্রমান দাও!
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নদীর জল ছিলনা,কূল ছিলনা
ছিল একটা ভুড়ি;
ষেই ভুড়িটার ওজন নয়ছয় (৯৬কেজি)
বুঝলে বোকা পরী?
১১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮
কালনী নদী বলেছেন: প্রমান না রাখাই ভালো
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: করবে দাবী,প্রুভ দেবেনা
কেমন তোমার যুক্তি?
ঘাড় ত্যাড়ামো আপুর সনে??
জানো কি তার শক্তি???
চেনোনাতো আপুনিরে
রাগলে সে ডাইনী;
কতদিন মানুষেরি
গোশত সে খায়নি।
বিশ্বাস করো বাপু
নিজ চোখে দেখা সবি
শায়মাপু কাঁচা ধরে
গিলে খায় গবগবি।
এই গেলো জুম্মা বারে
হট চিলি সস দিয়ে;
গোটা দুই গরু খাসি
খেলো সুখে চিবিয়ে।
বাদ নেই বাঘ হাতি
কখনও বা গন্ডার;
খেতে কভু নেই অরুচি
যতো দাও ভান্ডার।
আজকাল গুম খুন
চারিদিকে প্রায় শুনি;
কম্মোটি আপুনির
এটা স্রেফ আমি জানি।
কচকচ করে খায়
মানুষের গোশত;
খাবারের খোঁজ পেতে
দুটো জ্বিন পোষত।
কানে কানে বলি ফের
থেকো বাপু সাবধানে;
ডেঞ্জার আপু সে যে
কি যে করে কে জানে।
১২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৬
জার্মান প্রবাসে বলেছেন: .
আমিও কিন্তু সামুর ব্লগার। সহ-ব্লগারবৃন্দ আমাকে এভাবে পর করে দিলেন!
.
================
================
‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন জার্মান প্রবাসেকেই ভোট দিবেন? টপিকঃ এজেন্সি/দালাল (পর্ব - ১/৫)
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি যে সামুর ব্লগার
জানলুম-ই মাত্র;
আজ থেকে তুমিও মগো
ভালো লাগা পাত্র।
''জার্মানির বুকে এক টুকরো বাংলাদেশ! ''
আহা,,,শ্লোগানটি খাসা;
ভরে গেলো মন প্রাণ
জানালুম ভালোবাসা।
১৩| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২
শরনার্থী বলেছেন: জার্মান প্রবাসে বলেছেন: .আমিও কিন্তু সামুর ব্লগার। সহ-ব্লগারবৃন্দ আমাকে এভাবে পর করে দিলেন! আপনে সামুর ব্লগার তাইলে আস্তা একখান খাম্বা ব্লগ লইয়া মনোনয়ন পাইলেন কিরাম করে বাইজান!! আপনের তো সামু থিক্কা মনোনয়ন পাওনের কতা আছিল তাই না? ধান্দাবাজী করনের জায়গা পান না? সামু থিক্কা মনোনয়ন পাইলে বুকে টাইন্যা লইতাম ভ্রাতা! আরেকটা কতা জাইন্যা রাখেন আপনের জার্মান প্রবাসে দেখায় মানুষকে চাকচিক্যের লোভ লালসা আর অগ্নি সারথি ভাই বলে যায় প্রান্তিক জনতার কথা। আপনেরা দুই দুইটা ব্লগ মিইল্যাও তার চিন্তা ভাবনার ধারে কাছেও নাই। ধান্দাবাজী বন্ধ করেন। গিয়া নিজের ওয়েব সাইটে ভোট ভিক্ষা করেন।
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাব্বাস কিপ ইট আপ
যেভাবে গেলে তাতিয়ে;
এ স্পিরিটে ভোট দিয়ে
আওয়ার্ডটি নেব হাতিয়ে।
১৪| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এক এক করে ভোট
শামুকের গতিতে
স্লো বাট ষ্টিডি হোক
যে কোন শর্তে।
এখনো আছে সময়
সামুর ব্লগারগণ
যদি ওঠে জেগে
জিতে যেতে কতক্ষন?
কচ্ছপ খরগোশ
সেই দৌড় কাহিনী
লেগে থাকো ভায়া সবে
ঝেড়ে হতাশার কাহিনী।
কালনী ভায়া
কই গেলে তুমি
পেলনাকি কাউকে
শৈয়ারে আইডি খনি!
আমার ২টো দিয়ে
দিচ্ছিতো নিত্য
২৪ ঘন্টা পরপর
কথা অতি সত্য।
এভাবে গতি স্লো অতি
জাগো সামু মামুরা
চাই রকেটের গতি
নাই ভায়ের তরে এতটুকু প্রীতি?
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এভাবে গতি স্লো অতি
জাগো সামু মামুরা
চাই রকেটের গতি
নাই ভায়ের তরে এতটুকু প্রীতি?
কোথা ছিলে এত'খন
ছিনু কত টেনশানে;
মাঝেতো ভাবি ভাও খেয়ে
গেছ বুঝি জার্মানে।
শতভাগ একমত
চাই রকেটের গতি;
আরিট্টু ফাস্ট হলে
কিবা অত ক্ষতি??
আছে মোটে কটা দিন
তাও ঘুম ভাঙ্গেনা!!!
বাংলার সেরা ব্লগে
ফাঁকা বুঝি আঙিনা?
১৫| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭
জুন বলেছেন: ভোট দিয়েছি অগ্নি সারথিকে
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি দেবে জানা কথা
তবে কাজ নয় শেষ;
মে'মাসের দুইতক
চলবে এ রেষ।
১৬| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০
অভ্যর্থ ভাবুক বলেছেন: গ্নি সারথি
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গ্নিসার্থি..................
যত খুশী কর শর্ট
নামে নেই জাতপাত;
ভোট দিও ঠিক ঠিক
নয় কোন অজুহাত।
১৭| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০
জনাব মাহাবুব বলেছেন: আলসেমির কারনে মাত্র ৩ দিন ভোট দিয়েছি।
এইবার আলসেমি ভেঙ্গে প্রতিদিন ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর সকলে মিলে
দিলে এক ফুঁওওওওহ;
হার্ট এ্যাটাক হবে হ্যাগো
ব্যথায় কবে উহহহহহ।
১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৪
প্রামানিক বলেছেন: ভোট দিয়েছি
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুনে গুনে বলো বাপু
মোট হলো কটা?
রোজ দেই একখান
মোর মোট ছ'টা।
১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪
দইজ্জার তুআন বলেছেন: হপায় দিলাম একডা,আর মিস নাই।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হপায় কেলা,মর জ্বালা
আছিলা কোন চিপায়;
আইজকা থিকা দিবা ডেলি
আল্লাহ পাকের কৃপায়।
২০| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬
দইজ্জার তুআন বলেছেন: তফাতডা আসলেই বেশী,জলদি কিছু করন দরকার।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর সকলে যদি
রোজ দেয় একখান;
এওয়ার্ড উড়ে এসে কবে
বাপজান বাপজান।
২১| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮
শায়মা বলেছেন: চেনোনাতো আপুনিরে
রাগলে সে ডাইনী;
কতদিন মানুষেরি
গোশত সে খায়নি।
বিশ্বাস করো বাপু
নিজ চোখে দেখা সবি
শায়মাপু কাঁচা ধরে
গিলে খায় গবগবি।
এই গেলো জুম্মা বারে
হট চিলি সস দিয়ে;
গোটা দুই গরু খাসি
খেলো সুখে চিবিয়ে।
বাদ নেই বাঘ হাতি
কখনও বা গন্ডার;
খেতে কভু নেই অরুচি
যতো দাও ভান্ডার।
আজকাল গুম খুন
চারিদিকে প্রায় শুনি;
কম্মোটি আপুনির
এটা স্রেফ আমি জানি।
কচকচ করে খায়
মানুষের গোশত;
খাবারের খোঁজ পেতে
দুটো জ্বিন পোষত।
কানে কানে বলি ফের
থেকো বাপু সাবধানে;
ডেঞ্জার আপু সে যে
কি যে করে কে জানে।
মুখে শুধু আপু আপু
পিছে দোষ খোঁজাটা!
আজ তোকে খাবো গিলে
বুঝবে যে মজাটা!!!!!!
গরু খাই সস দিয়ে!!!
মনুষ্য গরুটি
নাম তার কি যে করি
পেট মোটা বাট
লেজ তার সরুটি!
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুখে শুধু আপু আপু
পিছে দোষ খোঁজাটা!
আজ তোকে খাবো গিলে
বুঝবে যে মজাটা!!!!!! ( ( (
গরু খাই সস দিয়ে!!!
মনুষ্য গরুটি
নাম তার কি যে করি
পেট মোটা বাট
লেজ তার সরুটি!
লেজ সরু তাতে কি
আগায় সিল্কী কেশ;
দেড় হাতি লম্বাটে
শিংগুলো চোখা বেশ।
মোরে খাবে সস দিয়ে!!
হু হু বাবা রোষো;
কারো ছায়া টের পেলে
ব্যাস শুরু........সুসু।
২২| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩
বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।
হালা ফকিন্নি।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বেলের শরবতে নাকি
মাথা থাকে ঠান্ডা;
কথা দেখি পুরো মিছে
স্রেফ ঘোড়ার আন্ডা।
২৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কোথা ছিলে এত'খন
ছিনু কত টেনশানে;
মাঝেতো ভাবি ভাও খেয়ে
গেছ বুঝি জার্মানে।
<< কিহে ভায়া একি কথা
শুনে বুকে লাগে ব্যাথা
ছেড়ে সারথি ভায়া
যাব জার্মান! সে কোথা?
শতভাগ একমত
চাই রকেটের গতি;
আরিট্টু ফাস্ট হলে
কিবা অত ক্ষতি??
<<
সকলেরই মিনিমাম
দুই থেকে চারটি
আছেতো আইড জানি
কাজে লাগলে ক্ষতি কি?
আছে মোটে কটা দিন
তাও ঘুম ভাঙ্গেনা!!!
বাংলার সেরা ব্লগে
ফাঁকা বুঝি আঙিনা?
<<
আমার চারটি দিয়ে
ফেবু,জিমেল ইয়াহু
দিয়ে চলেছি ভোট
নেই কোন ক্ষ্যান্ত- হু।
আরো আছে যত বন্ধু স্বজন
ধরে ধরে লগিন করায়েছি তখন
দাও টিপ একটি বুন্ধু যখন
দিয়েছে হাসিমূখে রা করেনি কখনো।।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিহে ভায়া একি কথা
শুনে বুকে লাগে ব্যাথা
ছেড়ে সারথি ভায়া
যাব জার্মান! সে কোথা?
আহা বাপু চটো ক্যান
মজাও কি বুঝনা?
সব কথাটির মাঝে
তত্বটি খুঁজনা।
সকলেরই মিনিমাম
দুই থেকে চারটি
আছেতো আইড জানি
কাজে লাগলে ক্ষতি কি?
আছে আছে বেশ ক্ষতি
ক্যান দেবে ভোট খালি?
আইডিতো বানিয়েছে
যেথা সেথা দিতে গালি।
আমার চারটি দিয়ে
ফেবু,জিমেল ইয়াহু
দিয়ে চলেছি ভোট
নেই কোন ক্ষ্যান্ত- হু।
আরো আছে যত বন্ধু স্বজন
ধরে ধরে লগিন করায়েছি তখন
দাও টিপ একটি বুন্ধু যখন
দিয়েছে হাসিমূখে রা করেনি কখনো।
জিএফও সবে দিলো ভোট
বুঝ মুই কত চালাক;
একটা দিলোনা দেখে
লাথি মেরে দিনু তালাক।
২৪| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০
আরণ্যক রাখাল বলেছেন: ২৪ ঘণ্টা এখনো হয় নাই।
সবাইকে একটা করে ভোট দিতে অনুরোধ করছি। একবার না হয় তার ব্লগ ঘুরে এসে ভোট দিন
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাক-কাক,মাছি-মাছি
কুত্তারও আছে ইউনিটি;
নাই শুধু সামুতেই
ব্লগারে নো পিউরিটি।
২৫| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩
গেম চেঞ্জার বলেছেন: এমন তো না যে, অগ্নিসারথি'কে ভূলক্রমে মনোনয়ন দেয়া হয়েছে।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই বদ,কথা কম
দিয়েছিস ভোট কি?
আইডিতো লাখ লাখ
বলি দিলে ক্ষতি কি??
২৬| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২
কালনী নদী বলেছেন: বিশ্বাস করো বাপু
নিজ চোখে দেখা সবি
শায়মাপু কাঁচা ধরে
গিলে খায় গবগবি। - সায়মা আপু আমি বড় সাধাসিদা মানুষ! আর নয় ছয় করবো না কানে দড়ি।
জার্মান প্রবাসে, স্বাগতম ভাই!
আপনার প্রচারণা সত্যিই প্রশংসনীয় তবে নিজেই নিজের প্রচার করছেন সেইখানে একটু খটকা রয়ে গেল- নাকি প্রমাণ করতে আসছেন পীথাগোরাসের সূত্রে ভুল ছিল।
যাই হোক। সত্য কিন্তু ভাসমান!
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সায়মা আপু আমি বড় সাধাসিদা মানুষ! আর নয় ছয় করবো না কানে দড়ি।
তাও ভালো গলে নয়
দিয়েছ কানেতে দড়ি;
আপু গলা দিয়ে খায়
ডাল ভূনা চচ্চরি।
২৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
গেম চেঞ্জার বলেছেন: :ডি :ডি :ডি
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি শুনি তোর নামে
পাড়া জুড়ে ছি ছি ঢিঢি;
বেরিয়েছে তোর নাকি
খাচ্চর দুটো সিডি??
২৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০
গেম চেঞ্জার বলেছেন: হুঃ হাঃ হাঃ হাঃ
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তারমানে কথা হাছা
সব তোর কম্মো;
তোবা কেটে শোধরারে
মেনে চল ধম্মো।
২৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২
গেম চেঞ্জার বলেছেন: অগ্নিরে নিয়া পোস্টাইছি,
সইত্য কথা কইয়ালচি
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওকে ওকে গুড ডুড
এই আসলুম বলে;
হাতে কাজ টুকিটাকি
কি করে আসি তা ফেলে?
৩০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
এক নিরুদ্দেশ পথিক বলেছেন:
পাশাপাশি, সামাজিক পরিবর্তন বিভাগে "সুন্দরবন বাঁচাও আন্দোলন" কে ভোট দিতে ভুলবেন না! সামান্য ব্যবধানে এটি পিছিয়ে আছে!
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকস্,মনে করালে
আলবাৎ ভুলবোনা;
সুন্দরবন নিয়ে ছিনিমিনি
মানবোনা ছাড়বোনা।
৩১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২
সুশীল দত্ত বলেছেন: এখানেও ভোট ভিক্ষা !!!
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভিক্ষে না,অধিকার
নামি সেটি আদায়ে;
ঘাড়ে ধরে ফোর্স করি
দেয়নি যে যে গাধায়ে।
গা করে ছমছম
দিয়েছ যে প্রপি;
আসলেই সে তুমি?
না নেট থেকে কপি??
৩২| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভুলে যাও হিংসা ভুলে যাও আড়ি
ববসে সারথীকে ভোট দাও তাড়াতাড়ি
আজ যদি হারে সারথী
কাল তোমার পরাজয় নিশ্চিতই
দিনে ২টি মিনিট দিলে
সামুকে ভালবাস যেও বলে!
কত কত আইডি কত কত বাহানা
একটা ভোট দিলে ক্ষতি কিছূ হবে না।
সারথী আজ কাল হতে পারো তুমি
আজ নিরব র'লে কাল কি হবে শুনি!!
সামুর ব্লগার কত? লাখ
নাকি শুভংকরের ফাক!
১%যদি সাড়া দেয়
সব দেখি ভেসে যায়!
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর ব্লগার কত? লাখ
নাকি শুভংকরের ফাক!
১%যদি সাড়া দেয়
সব দেখি ভেসে যায়!
মাঝে মাঝে মোরও মনে
লাগে একি খটকা;
আসলেই লাখ?না কি
পুরোটাই ফটকা??
সামুর প্রতি কি এগো
নেই কোন ভালোবাসা?
রোজ দেই একখান
দেখিনা যে তাও আশা।
তুমি আর আমি ছাড়া
পুরো সামু ফাঁকা;
আসলেই সব চাপা
জিলিপীর চাকা।
৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০
নুর আমিন লেবু বলেছেন: আমি ভোট দিচ্ছি,
প্রতিদিন ২৪ ঘন্টা পর পর, আমার ৭-৮ টা ফেবু আইডি থেকে ভোট দেই। অগ্নি সারথি ভাই কে ভোট দিতে পেরে, খুবই ভাল লাগছে।
১১ ই মে, ২০১৬ দুপুর ২:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো সেতো লাগবেই
অগ্নি মোদের লোক;
আপনাকে ভোট দিয়ে
মনে পাই ভারী সুখ।
৩৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪
নুর আমিন লেবু বলেছেন: ফেবু+ইয়াহু+জিমেইল -আমার সব এ্যাকাউন্ট থেকে সারথি ভাইয়া কে ভোট দিচ্ছি।
১১ ই মে, ২০১৬ দুপুর ২:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হতে পারে কম ভোটে
এওয়ার্ডটি পাইনি;
তাতে কি বা,অগ্নিকে
পিছনে ফেলে ধাইনি।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫
অগ্নি সারথি বলেছেন: চমতকার কবিতার জন্য অনেক ধন্যবাদ ভাই। আমিও খুব হতাশ ভাই। বুঝতে ঠিক পারছিনা। ভোটের ব্যবধানটা বেশ অসম। হয়তোবা সামু ব্লগারেদের প্রিয় মানুষটা হয়ে উঠতে পারি নাই। কিন্তু ব্লগারদের উচিত ছিল সামুর জন্যে হলেও ভোট দেয়া। বাস্তবিক না হলে আমরা কেউ মুখ দেখাতে পারবনা।
ভোট দেবার নিয়ম আরেকবার জানিয়ে গেলামঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন।