নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
কোথা আছ?ভালো আছ?
সেফ আছ কি আপুনি?
কলজেতে পানি নাই
দিলো সে কি কাঁপুনি!!
আশেপাশে আচানক
লোকেদের সে কি লম্ফ;
কি ব্যপার?কি হলো রে?
এ কি!! ভূমিকম্প!!!
দোয়া সূরা যত জানি
মনে মনে আওড়িয়ে;
পিলারের পাশে যাই
এক ছুটে দৌঁড়িয়ে।
লোকে ফ্লোর গিজগিজ
নামবো কি সিঁড়িতে?
ছুটোছুটি কার আগে কে
পিছলালে শেষ পাড়াতে।
না রে বাবা নো রিস্ক
মাথা রেখে ঠান্ডা;
পিলারেই ঠায় চুপ
বাঁচাই চামে জানডা।
আর কতক্ষন খোদা
ঝাঁকুনি যেনো থামেনা;
ক্রমে দেখি বাড়ছেই
আওয়াজটাও কমেনা।
জানিনে বাপু কত'খন
অবশেষে এলো থেমে;
ভেবেছিনু আজি শেষ
নিলো বুঝি টেনে যমে।
শোকরিয়া শোকরিয়া
খোদা তুমি রাহমান;
ইয়া আজিজ,ইয়া গাফুর
ইয়া রহীম,ইয়া সোবহান।
ঝাঁকুনির শুরু থেকে
পুরো শেষ অব্দি;
আসলেই খোদা আছে
এ হলো উপলদ্ধি।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জয়তু অগ্নি সারথি...............পাশে আছি।
আমার ভোট মোট ১১টি হলো।
২মে পর্যন্ত নো মিস।
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
মুসাফির নামা বলেছেন: ছন্দগুলো খাপছাড়া, তবে এত কম সময়ে একটি ছড়া লিখেছেন,প্রশংসা করতেই হয়।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খাপছাড়া বলছ কি
লিখেছি এইতো বেশ;
বুকে আজো ধুকপুক
রয়েছে ডরের রেষ।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভয়েই কাইত গুরু।তাওবা কাটছি আর জ্বালামুনা ( খালি ওয়ান মোর টু-ডে )।
আপ্নের কি অবস্থা?আছিলেন কৈ?
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯
দইজ্জার তুআন বলেছেন: আসমানী সিগনাল,,,
ভালা হইয়া যাও ভাতিজ
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিলকুল ঠিক।
ভালা হৈয়া যামু কাকু।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯
দইজ্জার তুআন বলেছেন: আপায় কৈ?
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো তো সেই কথা
আছি মহা টেনশানে;
ফোনটাও ধরেনা সে
পানি মোটে নেই জানে।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
মুসাফির নামা বলেছেন: বুকে নয়কো ধুকপুক
বুকে হবে ধুকধুক
তারপরেও লাইক দিয়ে
হলাম আমি মিশুক।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেনি মেনি থ্যাংকস্
ভায়া তুমি উঁচু জ্ঞাণী;
শেখালে যা রবে মনে
তোমায় গুরু মানি।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯
মুসাফির নামা বলেছেন: নো নিড থেঙ্কস
হতে চেয়েছি ফ্রেন্ড
বললেন আমায় গরু
হয়নিকো শুরু।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গরীবের সনে বাপু
ক্যান মিছে মশকরা;
মাটিতেই থাকি সদা
ধরাকে ভাবিনা সরা।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: ঝাঁকুনির শুরু থেকে
পুরো শেষ অব্দি;
আসলেই খোদা আছে
এ হলো উপলদ্ধি। -- ঠিক।
ভালো হয়েছে।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুতে যতই থাক
শতমত বহুপথ;
জানতুম তুমি ঠিকি
সনে হবে সহমত।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩
বিজন রয় বলেছেন: হুম।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গা আজো ছমছম।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৩
দইজ্জার তুআন বলেছেন: ছন্দ কি বন্ধ ?
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডরে কাইত
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৭
দইজ্জার তুআন বলেছেন: ঝাকনিতে আপার তেলের শিশি ভাইঙ্গা গেছে।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তেলের শিশি ভাঙ্গলো বলে আপুর পরে রাগ কর....................
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
১২| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ছিনু বসে বেঞ্চিতে
দেখী কাপে থরথর
ভাবনু কেউ পা নাড়ায়
রাগে কাঁপি গড়গড়!
ওমা! এতো থামেনা
পথপানে চাই
যেন দোলে ভুবন
ঝাড়টাও তাই!
ক্ষনিক থেমে
আবারও ওঠে কেঁপে
এবার দাড়িয়ে গেণু
ভূমিকম্পই হচ্ছে!!!
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা-ই বলনাগো ভায়া
এ ছিল এক সিগনাল;
আসমানী বালা নামে
জাতির হলে কু-হাল।
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!
গরম গরম কবিতা ছিলো!
লেট হইয়া গেল।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামেইতো মিসির আলী
মনে কত সাসপেক্ট;
শুঁকে শুঁকে তবে যাও
টাইমিং পারফেক্ট।
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮
কালনী নদী বলেছেন: আমারও লেট হয়ে গেল, গতকাল আসছিলাম- কমেন্ট পড়তে সময়েই ল্যাপটপ ডেড হয়ে গেলেন। আজকে আবার আলোচিত ব্লগ থেকে খোজে পাওয়া- শায়মা আু ও কিচিরমিচির-কে নববর্ষের অঢেল শোভেচ্ছা রইল।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নাকেও নববর্ষের শুভেচ্ছা।
ল্যাপটপের কি দশা?
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
জুন বলেছেন:
বিছানায় শুয়ে ছিনু
শুরু হলো দুলুনী
আরামে তে চোখ বুজি
লোকে ভাবে ঝিমুনি।
হঠাত একি বাবা
দরজায় ঝন ঝন
লাফ দিয়ে উঠে বসি
মাথা করে বন বন।
এর মাঝেও ব্লগে লিখি
ভুমিকম্প হচ্ছে।
সবাই সতর্ক হোক
যার যেমন ইচ্ছে
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ টুকটুক করে
মেলালে সেকি ছন্দ;
তোমাতেই ঠিকি পাই
জাত কবি গন্ধ।
ছন্দে যা খেললে বাপু
দিন বুঝি মোর ফুরলো;
ছবি রাণী অবশেষে
ব্লগে মোরে তাড়ালো।
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪
শায়মা বলেছেন: হা হা
জানতাম জানতাম
তুমি ভীতু হম্প (হদ্দের প্রতিশব্দ)
ভয়ে কাঁপো ঠক ঠক
হলে ভূমিকম্প!!!!!!!!!
রসো রসো নাও বসো
বলছি সে মূলটা
কেঁপেছিলো ভূমি কেনো
হয়েছে কি ভুলটা।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেই কোন রাত থেকে
বসে আছি আজো;
তোমারি খবর নেই
নেই বুঝি লাজও??
মূল ঘটনা বলবে বলে
ঝুলালে কি মূলোটা;
অবহেলা আর কতো?
যেনো পথি ধুলোটা।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন
জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২
আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।
মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।
নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।