নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
গায়ে মেখে আতর,চোখে দিয়ে সুরমা
সকালের নাস্তাতে মুখে পুরে খোরমা।
মাথায় পাগড়ি বাঁধা,গায়ে আলখাল্লা
চোখে মুখে নূরানীর সে কি তার জেল্লা।
খোলা হাতে তরবারী,কাঁধে রাইফেল
কোমরেতে গ্রেনেড,বগলে বোম শেল।
মরলে শহীদ সে, কনফার্ম জান্নাত
গাজী হলে গড়বে ইসলামী মিল্লাত।
কন্ঠে আগুন ঝরে, ট্রেনিংএ সে কি হল্লা
ময়দানে জেতা চাই ওবামার কল্লা।
ঐ দেখ ওবামারে, মার ধরে শালারে
ও বাবাগো ও মাগো, মলাম কি জ্বালারে!!!
হতচকি চেয়ে দেখে, লাথি খেলো বৌটা
বাজলো প্রামানিকের স্বপ্নের বারোটা।
(টু বি কন্টিনিউ............)
উৎসর্গঃ
রসেতে ডুবিয়ে দিনু, প্রামানিক কিচ্ছা
নয়া সালে এই মোর সামুতে শুভেচ্ছা।
(রিপোষ্ট)
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা জানালে
মন হলো খুশী;
তোমাকেও শুভেচ্ছা
ইয়াত্ত বেশী বেশী।
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬
বিজন রয় বলেছেন: ছুঃ মন্তর ছুঃ।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এত দেখি কালা জাদু
মাথা আর খেলেনা;
ষ্টক হাতরে বেড়ি
ছন্দ তাও মেলেনা।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯
বিজন রয় বলেছেন: প্রামানিক ভাই আসলেই একজন গুণী।
প্রামানিক ভাইয়ের জন্য শুভকামনা।
আপনার জন্য শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভ হোক নয়া সাল;
ছিড়ে ফেলে জীর্ণ জাল
হাওয়ায় তুলে নতুন পাল
ভেসে যাও উন্মাতাল।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: মজার !!
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবী খেল লাথি
আর তুমি কউ মজা!!
কেমন সুহৃদ তুমি
হয়ে গেলো বুঝা।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩
কলাবাগান১ বলেছেন: টু বি কন্টিনিউড........অপেক্ষায় রইলাম
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কটাদিন সবুর কর
এলো বলে শিঘ্রী;
রিমান্ডে প্রামানিকে
খাবে থার্ড ডিগ্রী।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৮
দইজ্জার তুআন বলেছেন: পাগরিডা সেইরাম
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চুপ চুপ আস্তেএএএ.........
ভাঙ্গবে কি হাটে হাঁড়ি?
প্রামানিক যদি শুনে
আছড়েই দেবে মারি।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩০
দইজ্জার তুআন বলেছেন: আমিও অপেক্ষায় রইলাম...................দেহি জল কদ্দুর গড়ায়।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরো আছে সাসপেন্স
জলেতে হবে বন্যা;
সব কবো ধীরে ধীরে
তুমিতো আর পর না।
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৮| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯
শুভ্র বিকেল বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা জানালে
মন হলো খুশী;
''শুভ নববর্ষ'' জানাই
ভালোবাসাও বেশী।
করলে কি কি বৈশাখে
নাচে গানে ঢোল ঢাকে;
ঘুরতে গেলে কোন ফাঁকে
করলে প্রপোজ কয়টাকে?
৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা। নববর্ষের শুভেচ্ছা সকলের প্রতি।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও শুভেচ্ছা
হৃদয়ের শ্রদ্ধা;
তুমি অতি জ্ঞাণী লোক
উঁচুদরের বোদ্ধা।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫
কালনী নদী বলেছেন: আপনাকেও কিচিরমিচির শোভেচ্ছা!
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও শুভেচ্ছা
নামটি দিলে জবর;
কাটলো কেমন বর্ষবরন
আর কি নয়া খবর?
১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫
জুন বলেছেন: গায়ে মেখে আতর,চোখে দিয়ে সুরমা
সকালের নাস্তাতে মুখে পুরে খোরমা।
মাথায় পাগড়ি বাঁধা,গায়ে আলখাল্লা
চোখে মুখে নূরানীর সে কি তার জেল্লা।
হা হা হা দারুন কি করি। সত্যি আপনি একজন ট্যালেন্ট ।
+
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ আপু কি যে কও
মরি আমি শরমে;
কমেন্ট টি যেই দিলে
ভালো লাগা চরমে।
আমি হলুম ছড়া খেকো
ছন্দ নেশায় মাতাল;
নেশায়ও ঘটে ছন্দপতন
ছন্দে বড্ড আকাল।
ছন্দে ঘেরা এই ভূবনে
ছন্দে ছড়াছড়ি,
আমার হলো সাড়া রে ভাই
কাজ করেনা ঘড়ি।
ছড়ার রাজ্যে ছন্দ ভরা
ছড়ার কভূ নেইকো শেষ;
ছন্দটা মোর মন্দ হলেও
পাচ্ছি সারা,লাগছে বেশ।
আবারো বলি ধন্য আমি
খুশী তোমায় পেয়ে;
থেকো পাশে এইভাবে
তুমি বড্ড সুইট মেয়ে।(আপু)
১২| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১
গেম চেঞ্জার বলেছেন: ২০২৩?????
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক ঠিক করে বল
কই পেলি তেইশ;
প্রমানটি না পেলেই
ঠুকে দেব কেইস।
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
একি ভায়া একি খবর বৈশাখে জানালে
কাল বোশেখির মতো ব্লড়টাকে নাড়ালে
আমাদের সংগী এতবড় জংগী
খবর কারো ছিলনা সামুতে???
আহা বেচারা বউটি
ওবামার খপ্পড়ে
ফ্রি খেল লাথিটি
ক্ল্লা আছেকি প্রামানিকের ধরে?
টু বি কিন্টিনিউড
বলবোনা টুট টুট
তারচে দুজনেই
নাও নববর্ষের কার্ড
হা হা হা
একি ভায়া একি খবর বৈশাখে জানালে
কাল বোশেখির মতো ব্লড়টাকে নাড়ালে
আমাদের সংগী এতবড় জংগী
খবর কারো ছিলনা সামুতে???
আহা বেচারা বউটি
ওবামার খপ্পড়ে
ফ্রি খেল লাথিটি
ক্ল্লা আছেকি প্রামানিকের ধরে?
টু বি কিন্টিনিউড
বলবোনা টুট টুট
তারচে দুজনেই
নাও নববর্ষের কার্ড
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দ তোমার উচ্চ অতি
বলছি খেয়ে কসম;
ভয়েই হলুম আধামরা
দাঁড়ায় গায়ের পশম।
ছড়াতেও দিনদিন
বাড়ছে যে দক্ষতা;
কি যে হবে এই মোর
পেইন করে বক্ষটা।
তোমাদেরি মত ভায়া
না পারি গদ্য কিবা পদ্য;
টিকেছিনু এতদিন লিখে
ছড়া যত অখাদ্য।
ছড়া লিখা ধরলে বড়
বুঝি মোর দিন শেষ;
পাঠক হয়ে কাটাবো
বাকী ক'টা দিন বেশ।
বিঃদ্রঃ
বোদ্ধা পাঠকের
আজ বড় অভাব;
ভালো পোষ্ট না পড়া
কমন এক স্বভাব।
ডাউট হয় মাঝেসাঝে
মডুরা নেয় পক্ষ;
চলছে যেমনি চলুক
ব্লগে লিখাটাই মুখ্য।
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
মুসাফির নামা বলেছেন: কি করে আর ভেবে পান নাই
আবোল তাবোল লিখছেন তাই
আমি ভাবছি সত্যিই কি তাই?
পরে জানলাম এসবের ভিত্তি নাই।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা বাপু চটছো কেনো
তুমি পরম সখা;
কষ্ট লাগে হর পোষ্টে
যদি না পাই দেখা।
আসল কথা তোমার কমেন্ট
ভরিয়ে তোলে মন;
চেয়ে থাকি অপার হয়ে
রিপ্লাই দেবে যে কখন???
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন:
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টটি দিলে সেকি
হেসে কুটি কুটি;
না বলেও বলে দিলে
সব মোটামুটি।
ছিলে কোথা এতদিন
হয়ে গেছ হাওয়া;
ছোট্ট কমেন্ট যেনো
হাতে চাঁদ পাওয়া।
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩
আমিই মিসির আলী বলেছেন: গায়ে মেখে আতর,চোখে দিয়ে সুরমা
সকালের নাস্তাতে মুখে পুরে খোরমা।
মাথায় পাগড়ি বাঁধা,গায়ে আলখাল্লা
চোখে মুখে নূরানীর সে কি তার জেল্লা।
খোলা হাতে তরবারী,কাঁধে রাইফেল
কোমরেতে গ্রেনেড ,বগলে বোম শেল।
মরলে শহীদ সে, কনফার্ম জান্নাত
গাজী হলে গড়বে ইসলামী মিল্লাত।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়ায় ছড়ায় শব্দ বুনন
কাজটি বড় দরো
হাসাতে গিয়ে লোক হাসাই
তাই ভয়েতেই জড়োসড়ো
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩
সোহানী বলেছেন: হাহাহাহাহা... প্রামানিক ব্রাদার কোথায় একটা গাঝাড়া ঝাড়ি দিবে , তা না করে শুভেচ্ছা দিচ্ছে। এ হতেই পারে না প্রামানিক ব্রাদার। আমরা আছি আপনার সাথে...... কি করি আজ করবে তা বলে দেন
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিক বড় দেমাগী
পা পড়েনা মাটিতে;
মরলো কে পায়ে পিষে
দেখেনা সে হাঁটিতে।
ভাব ধরে থাকে সদা
আসলে সে ডরে কাবু;
রিপ্লাই দেবে কি হে
ভয়ে খায় হাবুডুবু।
বলি কথা সত্য
তাই নেই রা-টি;
বুঝলেতো এইবার
আমি লোক খাঁটি।
কেমন কাটলো আপু
বৈশাখী বরন?
জানি জানি বিদেশেও
কর সদা স্মরণ।
১৮| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪
নুর আমিন লেবু বলেছেন: ওমাহ
নববর্ষের শুভেচ্ছা, ভাইয়া '
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পেয়ে ভায়া
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্টখানি
হৃদয়ে দাগ কাটলো।
১৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮
সচেতনহ্যাপী বলেছেন: গ্রাম্য গোয়লের গল্প!! যে কি না দুধ বেচে, গরু কিনে বড় হয়ে বউকে লাথি দিতে যেয়ে ( স্বপ্নের মাঝেই) নিজের দুধের ঠলা ভেঙ্গে ফেলে!!
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ে দেরী দেখে
ভেবনা কেউ লেজি;
আছি মহা ফাঁপড়ে
বড় বেশী বিজি।
আমারও কি মন টানে
তোমাদের ফেলে?
ভেরি সরি ফর লেট
ক্ষমো খাস দিলে।
যায় যদি যাক প্রাণ
হয়ে যাবো খুন;
আরিট্টু রোষো প্লিজ
কামিং ভেরি সুন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অলওয়েজ স্বপ্নেতে
লাথি খায় বউটা;
আমারো সে একি সাধ
ক্যান দাদা?কও তা।
২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪
সচেতনহ্যাপী বলেছেন: সে কি, সব উত্তরই কপি-পেষ্ট!!
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুল বুঝনাকো দাদা
খুবি ছিনু ব্যস্ত;
দিয়েছিনু শর্টকাটে
চামে কপি পেষ্টো।
তুমিতো আপনা লোক
জানি ঠিকি বুঝবে;
রিপ্লাইয়ে লেটটাও
প্লীজ ক্ষমা করবে।
২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
রাবার বলেছেন: ঐ দেখ ওবামারে, মার ধরে শালারে
ও বাবাগো ও মাগো, মলাম কি জ্বালারে!!!
হা হা হা ভাইয়া হা হা প গে
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট পড়েছেন,মজাও পেলেন
এইতো আমার পাওয়া,
ভালো থাকুন,সুস্থ থাকুন
খোদার কাছে চাওয়া।
২২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭
এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল
১১ ই মে, ২০১৬ দুপুর ২:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছি ছি হায় লাজে মরি
আয়াম ভেরি সরি;
প্লিজ ভায়া ডোন মাইন্ড
রিপ্লাইয়ে দেখে দেরি।
শুভেচ্ছা জানালে
বড় ভালো লাগলো;
তোমার কমেন্টখানি
হৃদয়ে দাগ কাটলো।
তোমাকেও শুভেচ্ছা
শুভ নববর্ষ;
নয়া সাল হোক পূর্ণ
আনন্দ হর্ষ।
২৩| ১৮ ই মে, ২০১৬ সকাল ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক বলে আপনি কি প্রমান করছে চইছেন ভাও?
১৮ ই মে, ২০১৬ সকাল ৭:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিজ কানে যা দেখেছি
শুনেছি যা চোখে;
তাই কয়ে রোষে পড়ে
বিলাপি মম দুখে।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪
প্রামানিক বলেছেন: নব বর্ষের প্রাণঢালা শুভেচ্ছা রইল।