নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
আইএস প্রামানিক ১ম পর্ব (সনেট)
পূর্বসূত্রঃ
ঐ দেখ ওবামারে, মার ধরে শালারে
ও বাবাগো ও মাগো, মলাম কি জ্বালারে!!!
হতচকি চেয়ে দেখে, লাথি খেলো বৌটা
বাজলো প্রামানিকের স্বপ্নের বারোটা।
২য় পর্বঃ
পাজী বদ প্রামানিক,মর্কট মিনসে
ভাবী গেলো তাতিয়ে,তিনি পুরো চিমসে।
ওরে গেমু কোথা গেলি,ত্বরা করে আয়
দেখ তোর দুলাভাই হাত তুলে গায়।
কলারেতে ধরে শালা নিলো যে রিমান্ডে
বল আর কে কে আছে ISর এ কান্ডে?
জানা গেলো সাথে ছিলো গিয়াস লিটন;
মাঝপথে পিছটান,বউ দে পিটন।
ফুসলিয়ে ভৃগুদা করেছিলো বিদ্রোহী;
শহীদের বাসনায় হয়েছিলো আগ্রহী।
মাফ করে দে রে বৌ,এই কানে ধরেছি;
এইবার ছাড় শালা,টর্চারে মরেছি।
বিপদ কাটেনি আজো,প্যাঁচ আছে ঠিকি;
গেম চেঞ্জার হলো,ISর টিকটিকি।
(টু বি কন্টিনিউ............)
উৎসর্গঃ
ত্বরা লেখ বলে বলে
মোরে তিনি জাগান;
তিনি মোর অতি খাস
প্রিয় কলাবাগান(১)।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টে কাম কি
থেকো খুব সাবধানে;
আইএসের চোখ কান
সামু ব্লগে সবখানে।
২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪
দইজ্জার তুআন বলেছেন: হুমম,,,
১৪ অক্ষর,১৪ লাইন............ভালোই
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জি হা, জী হা, জী হা
তাইতো সনেট ইহা।
৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪
দইজ্জার তুআন বলেছেন: সামুর ৪জন ব্লগারের আইএস কানেকশন !!!
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানেকানে ফিসফিস
কথা যেনো সত্য;
আরো আছে বহু চীজ
সময়ে দেব তথ্য।
৪| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০
কল্লোল পথিক বলেছেন: হা.....হা.....হা.....
চমৎকার লিখেছেন।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখলুম সিরিয়াস
তুমি হেসে খুন!!
বুঝলুম দিন শেষ
পড়েছে সুরে ঘুন।
৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭
বিজন রয় বলেছেন: শিরোণামে আপত্তি জানাচ্ছি।
যদিও উনারা খুশি হবেন হয়তোবা।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো কি ভালো লাগে
দিতে এই শিরোনাম?
কি করি বলো,প্রামানিকে
করেছে এমন-ই কাম।
৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫
সুমন কর বলেছেন: দারুণ !!!
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে খোদা,লোকটারে
কবে দেবে বোধ?
মিছে পামে মেরে নেয়
কোন জন্মের প্রতিশোধ??
৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৬
দইজ্জার তুআন বলেছেন: প্রামানিকদা কৈ?
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কৈ,কারাগারে
বউ যার জেলার;
আক্কেল সেলামী দিলো
জিহাদ জিহাদ খেলার।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৬
দইজ্জার তুআন বলেছেন: টিকটিকিরই বা খবর কি?
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘটনাতো এখানেই
সাসপেন্স আরো বাকী;
গেমুর আছে ভীন প্লান
এসো ওয়েটিংএ থাকি।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন:
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি বলে যে থ্যাংকস্ দেই
ইউনিক ছবিখান;
ভালাবুরা যাই হোক
হাছা কয় রমজান।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৩
প্রামানিক বলেছেন: কি করি আজ ভেবে না পায়
বউয়ের হাতে খেল কিল
ব্লগেতে ঢুকে সে যে
করতেছে কিলবিল।
নিজের দোষটা চেপে দেয়
অন্যের ঘাড়েতে
সোজা হয়ে শুয়ে থাকে
তার বউয়ের মারেতে।
আবোল তাবোল কথা বলে
সব সময় বকবক
অতিষ্ঠরা দিতে চায়
তার মুখে চায়না লক।
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোকে কি লক দেবে?
দিয়েছেতো শকুনি;
কানটি রেখেছে খোলা
যেনো শুনি বকুনি।
গালিরও যে সে কি ধাঁচ!!
অশ্লীল অশ্রাব্য;
রোজ লিখি চোখ জলে
বেদনার কাব্য।
মার বলে যে সে মার?
দেয় খুন্তির ছ্যাকা;
টু শব্দ করলেই
লাথি মেরে কয় ন্যাকা।
বাঁচাও দাদাগো মোরে
জীবন হলো বিষ;
রক্ত বেচেও তবু
চুকাবো তার ফিস।
দায়ী কে জানো কি তা
যে করে বিয়ে ঘটকালী;
কে আবার?ভৃগুদা
যত নস্টের গোঁড়ালি।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬
কালের সময় বলেছেন: বাহ বাহ কি অসাধারণ কবি কাব্য
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি লিখেছি অগাবগা
সে কি ছাই কম জানি?
১২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
নীলপরি বলেছেন: । কি মন্তব্য করব ঠিক করতে পারছি না । পড়ে শুধু হেসে যাচ্ছি । ব্লগের অন্যতম পরিশীলিত ব্লগারকে নিয়ে শেষ পর্যন্ত এই ছড়া ? তবে ছড়া হিসেবে ভালোই হয়েছে বেশ ।
@ প্রামানিক --আপনার ছড়াটাও ভালো হয়েছে ।
১১ ই মে, ২০১৬ বিকাল ৩:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলবাৎ প্রমিদা
নিখাদ ভদ্রলোক;
কেনো তারে নিয়ে মিছে
করবো যে ফানজোক?
পরিনাম যাই হোক
ঘটনা জেনো সত্য;
ধীরে ধীরে হবে ফাঁস
আরো সব তথ্য।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ওরে ওরে একি একি
নিজেদের লোক হয়ে
কি পিঠটান দিল সে
ডাবল এজেন্ট নাকি?
নাকি প্রামানিক ভাই
যা বলেছে তাই সত্যি
নিজের দোষ ঢাকতে
জাড়চ্ছে সবাইকেই?
হা! তাই নাকি ভাইটা?
তোমা দেই ফুসলানি
বিদ্রোহ বউ সনে
করে বাঁচাও মানটা।
গেমু ভায়া টিকটিকি
হায়! তু জানালে একি
সাথে গিয়াস লিটন
যা! এও কি হয় নাকি?
দুষ্টুমিটা করেও
নিওনা সে অপনাম
নামে নামে যমে টানে
জানোনাকি পরিণাম?
আইএসে ঘৃনা করি
তারা নয় মানুষই
ইসলামের নাম-এ
করে অাকাম সবই!
ওরা হোক ধ্বংস
আমেরিকারই চাল
বলে সবে গোলমাল
সত্য হোক প্রকাশীত।
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
কালনী নদী বলেছেন: লেখাটি আগে একবার পড়ে গিয়েছিলাম এখন আবার আসলাম সংগ্রহে নিতে!
প্রামানিক ভাইয়ের মদদে গেম চেন্জার ভাইয়ের এত সাহস বাড়ছে আর ভৃগু ভাই কেন বিদ্রোহি তাও জানতে পেলাম কিন্তু কি করি আজ সেটাত ভেবে আর পাই না!
হাহাহা+++++
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩
সান্তুইয়া বলেছেন: কে যে কারে বাশ দিলো বুঝতে পারলাম না। তবে প্রামাণিক ভাই তো আমাদের খুব চেনা একজন ছড়াকার, কোনো উনাকে না তো? নাকি দুষ্টামি?
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
আমিই মিসির আলী বলেছেন: কলারেতে ধরে শালা নিলো যে রিমান্ডে
বল আর কে কে আছে ISর এ কান্ডে?
মজা পাইলাম।
+
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মজাই মজা ......।।
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একি আবার দেখি প্রামাণিক দা কে নিয়ে
টানা-টানি চলছে যে বিষ মিশিয়ে
কি করি আজ ভেবে নাই পাই খেলা করল শুরু
তারি সাথে আসছে আরো কত গুরু
শব্ধ যেন নয় বাঁকা ধনুকের তীর
এবার ছড়াতে পড়বে অনেক ভীর
মজার ছলে হয়নাকো যেন কারুর অপমান
সবাই সবার রেখে যাই মান
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮
মহা সমন্বয় বলেছেন: গেম চেঞ্জার হলো,ISর টিকটিকি।
খাইসেরে বলে কি!!!
২০| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫
সোহানী বলেছেন: এবার প্রামাণিক ভাইয়ের উত্তর ঠিক আছে ...........+++++++++++
২১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬
গেম চেঞ্জার বলেছেন: কুকর্মের প্রতিফল!!
২২| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪২
দইজ্জার তুআন বলেছেন: কৈ হারাইলা চান্দু?
২৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
শায়মা বলেছেন: অকারণে মিছিমিছি প্রামানিক ভাইয়ার
পিছে কেনো লাগলে কাজ নেই খাইয়া!
ভাইয়াটা সাদাসিদা বড় সড় ভালো লোক
তার পিছে লাগা উঠেছে তোমার ঝোঁক?
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩
হাফিজ বিন শামসী বলেছেন: ব্লগেও ISIS? সর্বনাশ! তাহলে তো মন্তব্য করা যাবে না।