নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

থ্রী চিয়ার্স ফর অগ্নি সারথি (রিপ্লাই টু \'\'দ্যা ববস প্রতিযোগীতাঃ প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ\'\')

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯



দ্যা ববস প্রতিযোগীতাঃ প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ

সবে দেখি মনমরা
চোখ জলে ছলোছলো;
কূল হারা,ঘাট হারা
বেদনায় টলোমলো।

ভাবখানা যেনো তার
কোটি টাকা লগ্নি;
পথে বসে লস্‌ খেয়ে
ব্যবসাতে অগ্নি!!!

আরি বাবা হইছে কি
জিতি নাই,এই তো?
গ্রুপ সনে সলো ফাইট!!
হারে লাজ নেইতো।

এই এক ছলে বাপু
কত কি যে হয়ে গেলো;
শত অপকৌশলে তারা
ব্লগকে বানালো খেলো।

নোংরামী যত আছে
সবি করে খুলে নিক;
এভাবে এওয়ার্ড জেতা??
চাইনে তা,ধিক ধিক।

সুস্থ ব্লগিংএ যদি
হতো প্রতিযোগীতা;
অগ্নির ধারে কাছে
টেকেনা ছাতামাতা।

অগ্নি সামুর প্রাণ
ব্লগে চির সারথি;
সব ঝেড়ে উঠো জেগে
এই মোর আরতি।

মনোনয়নেই হিরো তুমি
প্রাণঢালা অভিনন্দন;
ছিলে আছে থাকবে
সামুয় সদা স্পন্দন।

শেষকথাঃ
কানেকানে ফিসফিস
জেনো প্রিয় ভাইটি;
আই ট্রাইড মাই বেস্ট
দিয়েছি আটাশটি।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: সতত বাক্য। খুব ভালো লিখেছেন কবি। ধন্যবাদ হে।

০৫ ই মে, ২০১৬ রাত ৮:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া কিযে কও
মরি আমি শরমে;
ঘেমে নেয়ে একাকার
এসিতেও চরমে। :`>

২| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:০৯

হুকুম আলী বলেছেন: ছড়া খুব ভাল লাগল।

০৫ ই মে, ২০১৬ রাত ৮:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাগলো ভালো জেনে প্রাণে
বড্ড ভালো লাগলো;
ছোট্ট কমেন্টখানি
হৃদয়ে দাগ কাটলো। :-B

৩| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:৩৫

অগ্নি সারথি বলেছেন: আপনার কবিতা বলে কথা কবি। সে যাই ছাতামাতা নিয়ে লেখেন না কেন, চমতকার হতে বাধ্য।
কৃতজ্ঞতা ভোটের জন্য আর কবিতায় দিয়ে গেলাম একরাশ ভালোলাগা।

৪| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:৩৭

অগ্নি সারথি বলেছেন: আর হ্যা কবিতা শোকেসে তুলে রাখলাম কিন্তু!

৫| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

এত সুন্দর ছড়া লিখেন কেমন আপনে? :)

৬| ০৭ ই মে, ২০১৬ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:

বেশ বলেছো ভায়া
আসুক স্পোর্টিং স্পিরিট
হারি জিতি না্হি লাজ
পার্টিসিপেশন ই বেষ্ট!

বলব কি আর নতুন করে
সব দিয়েছো বলে
চেনা হল জানা হলো
অনেক কিছু এ ছলে!

ববস যদি পায় জ্ঞান
আসছে বারে ভিন্ন করে
দেবে নমিনেশন
ব্যক্তি আর প্রতিষ্ঠান!

অগ্নি ভাইয়ের জন্য
করেছি অতি সামান্য
সকল আইডি দিয়েও
ভোট হলো নগন্য!

র'লাম তোমার পাশে
সামুতে আছি সবে
থাকি যেন মিলেমিশে
সকল সময় ভবে।


৭| ১০ ই মে, ২০১৬ সকাল ৭:০৬

নীলপরি বলেছেন: মনোনয়নেই হিরো তুমি
প্রাণঢালা অভিনন্দন;
ছিলে আছে থাকবে
সামুয় সদা স্পন্দন।


বাহ , খুব ভালো ।

৮| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:২৪

প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ ছড়া। ধন্যবাদ

৯| ১১ ই মে, ২০১৬ রাত ৯:৩২

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!

আজকাল এত কেনো কম কম লেখা!
ডুব দিয়ে থাকো কোথা পাই নাতো দেখা
কত কিছু ঘটে গেলো ঘট ঘট ঘটনা
তাই নিয়ে লিখলে না ছড়া রট রটনা
অগ্নিভাইয়া যে সামুরই গর্ব
এই কথা জানে সেতো দেশবাসী সর্ব!
ববস মবস চিনিনাকো সামুকেই চিনি
আরও চিনি কি যে করি, গেমু, ভৃগু জিনি!:)

১০| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.