নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার \'\'সাদা মনের মানুষ\'\'

২৬ শে মে, ২০১৬ রাত ৯:৩২


নয়া তার পোষ্ট পেলে
সাথে সাথে দিল খোশ;
সকলেরি প্রিয় তিনি
সাদা মনের মানুষ

নিকে সাদা,নয় সিধে
আগাগোড়া সে দামাল;
নামেতেই বুঝা যায়
আসলেই সে কামাল।

মজলিশে লোক তিনি
আড্ডাটা চাই-ই চাই;
এ ছুতোয় হলিডেতে
প্রিয় মুখ সবেরে পাই।

ফটো ব্লগে রাজা তিনি
ক্যামেরায় সে কি জাদু!
দেখে চোখ ছানাবড়া
মুখে বোল,,,সাধু সাধু।

যোদ্ধা সে ক্যামেরার
ছুটে বনে বাঁদারে;
কথা কয় ছবি তার
বর্ণিল আলো আঁধারে।

বেদুইন রাখাল যেনো
চষে সারা দুনিয়া;
ফুল পাখী প্রকৃতি
ছবি নাই কি নিয়া?

সোৎসাহে ফটো দেখে
বাকী কথা ভুলনা;
ভ্রমন ব্লগেও তার
নেই কোন তুলনা।

ছুটে চলে অবিরত
দূরে পথে প্রান্তরে;
ভ্রমনে বিরামহীন
হয়না সে ক্লান্তরে।

যাই দেখে,ক্লিক ক্লিক
ক্যামেরাতে বন্দী;
প্রকৃতির সাথে তার
কি আজব সন্ধি।

ছবি যেন জীবন্ত
আজগুবে শিল্প;
একেকটা ছবি তার
একেকটা গল্প।

ছবিতো অনেকে তুলে
বুঝাতে পারে ক'জনা?
লেখনির জাদু স্পর্শে
দেখান যা যা অজানা।

লেখনীর ক্রিটিসাইজ
নয় মোর কম্মো;
প্রাঞ্জল ভাষা তার
সহজে বোধগম্য।

সবচেয়ে ভালো লাগে
সদা হাসি মুখটা;
বড় বেশী প্রিয় মোর
আজব ঐ লোকটা।

আমি অতি সাধারণ
নই কোন বোদ্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।




উৎসর্গঃ
আড্ডাটা যেই মিস
শুরু তার উসখুশ;
ডেডিকেট তাহারেই
সাদা মনের মানুষ

ছবিঃ
প্রপির ছবিটা ছাড়া
যেই পেনু বাকী কটি;
ধুমধাম কপি পেস্ট
যেন হাতে স্বর্গটি। :D

ছবিতেই যায় বুঝা
মনখানি কত সাদা;
ফুল যথা পুত তিনি
ভেতরটা পুরো কাঁদা।

ডানপিটে কারে কয়
ছবিতে বুঝি দেখনা;
গাছে উঠে রস খেয়ে কয়
না কয়ে খাই,চুরি না !!! :P :-B

কানেকানে ফিসফিস
বিয়াতে যা লাগছেনা;
কোরবানি খাসি দেখে
দুখে জলও থামছেনা। =p~ =p~

(রিপোষ্ট)
সবারে জানানো চাই
হেথা তার লাখো ফ্যান;
আবুহেনা আশরাফ ভাই
রিপোষ্ট আইডিয়া দেন।
আগের পোষ্টঃ প্রিয় ব্লগার ''সাদা মনের মানুষ''

মন্তব্য ৭৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সাদা মনের মানুষ সত্যি দারুন সব ছবি দিয়ে পোস্ট দেন । এ ব্যাপারে তিনি অবশ্যই প্রশংসার দাবী রাখে ।

২৬ শে মে, ২০১৬ রাত ৯:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''ছবিতো অনেকে তুলে
বুঝাতে পারে ক'জনা?
লেখনির জাদু স্পর্শে
দেখান যা যা অজানা।''

২| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৪৭

দইজ্জার তুআন বলেছেন: তার শুক্কুরবারের আড্ডার পোষ্টা আসলেই দারুন

২৬ শে মে, ২০১৬ রাত ৯:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''মজলিশে লোক তিনি
আড্ডাটা চাই-ই চাই;
এ ছুতোয় হলিডেতে
প্রিয় মুখ সবেরে পাই।''

৩| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৪৭

অপ্‌সরা বলেছেন:

ছন্দেতে গড়বড় প্রথমেই দ্বন্দ
খোশ আর মোষ হলে হত খুব মন্দ?

উফ আর পারছিনা মাথা ভরা রাগতো
ছন্দকে বলছে এইবার ভাগতো।

সব কিছু ফাকা ফাকা ফকফকে সাদা রং
পারছিনা করতে আর কেনো ঢং ঢং?

তারচেয়ে সাদাভাইয়া নাও ভালোবাসা
সুখে দুখে ভালো থেকো এই হোক আশা।:)








২৬ শে মে, ২০১৬ রাত ১০:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দে তুমিই বস হে আপু
নয় তাতে আপোষ;
খোশ সনে মোষ দিলে
সাদার সইবে কে আক্রোশ ?

এত কিবা রাগ বাপু
হলো কিহে আজ ফের?
পরীদেশ থমথমে
বাতাসে পাচ্ছি তা টের।

৪| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৫০

দইজ্জার তুআন বলেছেন: আগেরবারের মতন এইবারেও লাইক :D

২৬ শে মে, ২০১৬ রাত ১০:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেনি মেনি থ্যাংকস্‌ ভায়া
তুমি মোর খাস;
শুভেচ্ছা ভালোবাসা
জেনো একরাশ।:)

৫| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৫৭

গেম চেঞ্জার বলেছেন: সেই কালের বিয়ের কান্নাগুলো এখন আর দেখা যায় না। :(

২৬ শে মে, ২০১৬ রাত ১০:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ একবারি ভাবি
কেঁদেছিলো কান্না;
তারপরে সাদা ভায়া
বহে চোখে ঝর্ণা।

তাই কই ভালো জেনে
হয়ে যারে সাবধান;
করিসনে বিয়ে ভুলে
লাইফ হবে খানখান।

৬| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:০৩

অপ্‌সরা বলেছেন: কথা শুনে হেসে মরি, গেমু ভায়ুমনিটা
শখ কত দেখবে সে আল্লাদী খনিটা
নিউ যুগে নিউ ট্রেন্ড নিউ সুর বাঁধবে
এ কালের বিয়েতে যে গেমুভায়া কাঁদবে।

২৬ শে মে, ২০১৬ রাত ১০:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে যুগ এলো আপু
কালচার ভেরি সিলি;
বেহায়া মাইয়াডি
বিয়াতে হাসে খিলিখিলি।

মেয়ে দেখে হুশ হারা
ছোঁক ছোঁক সারাক্ষন;
মোটে ভালো লাগেনা
গেমুটার লক্ষন।

ঠিক কয়েছগো আপু
আমারো একি ধারনা;
কপালে গেমুর আছে দুখ
বুঝাতে তারে পারোনা?

৭| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

দইজ্জার তুআন বলেছেন: ভাগ্যিস বিয়া করি নাই ;)

২৭ শে মে, ২০১৬ ভোর ৫:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত কও ভাগ্য
বিয়া করে বীর;
তারপরি ম্যাও ম্যাও
চির নত শির।:(

৮| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

দইজ্জার তুআন বলেছেন: সাদা মনে রস চুরি???

২৭ শে মে, ২০১৬ ভোর ৫:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না কয়ে খাইলে বাপু
ক্যান ভাবো চুরি;
না দেখলে শিল্প তা
দেখলে কমু সরি। :-B

৯| ২৭ শে মে, ২০১৬ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: সবচেয়ে ভাল লেগেছে উনার রস খাওয়া।। তুলনা নেই।।

২৭ শে মে, ২০১৬ ভোর ৫:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কত গুণে গুণী তিনি
প্রতিভা কত সুপ্ত;
রসেতে রসিক তিনি
যেনো রসময় .....।;) :P

১০| ২৭ শে মে, ২০১৬ ভোর ৫:৫৫

বাঁকখালির বাঁকে বলেছেন: আইস্যি ওডা..........

২৭ শে মে, ২০১৬ ভোর ৬:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বাগতম বদ্যা
আহলান সাহলান;
সামুয় তোমাকে পেয়ে
মহা খুশী মনপ্রাণ।:)

১১| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:০২

বাঁকখালির বাঁকে বলেছেন: গম অইয়ে

২৭ শে মে, ২০১৬ ভোর ৬:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আছা গরি হ ওয়া
ন হইয়ো মিছা;
বালা হতা অইয়েনে
তোঁয়ার সৌদির ভিছা?

১২| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:১২

নাইক্যডিয়া বলেছেন: ++++++++++

২৭ শে মে, ২০১৬ ভোর ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুণে গুণে দিলে ভায়া
দশখানা প্লাস;
মন হলো মহা খুশী
তুমি হলে খাস।:)

১৩| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:১৩

নাইক্যডিয়া বলেছেন: কানেকানে ফিসফিস
বিয়াতে যা লাগছেনা;
কোরবানি খাসি দেখে
দুখে জলও থামছেনা। =p~ =p~

২৭ শে মে, ২০১৬ ভোর ৬:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অত বাপু হেসোনা
পুরুষের দুখ কাহিনী;
কান্নাটা স্রেফ ঢঙ
বিয়ের পরে বাঘিনী।

১৪| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:৫০

দইজ্জার তুআন বলেছেন: @বাঁকখালির বাঁকেঃ ওয়েলকাম বদ্দা :D

২৭ শে মে, ২০১৬ ভোর ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারেতো চিনি আমি
কত বড় মিচকা;
মনে মনে ঠিকি কও
যাহ শালা বিষ খা।

১৫| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:৫১

দইজ্জার তুআন বলেছেন: লেখক বলেছেন: অত বাপু হেসোনা
পুরুষের দুখ কাহিনী;
কান্নাটা স্রেফ ঢঙ
বিয়ের পরে বাঘিনী।

অভিজ্ঞতা ভালৈ মনে হৈতাছে............. B-)

২৭ শে মে, ২০১৬ সকাল ৭:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাদের দেখে দেখে
আমি বিশেষজ্ঞ;
আমি বাপু দেখে শিখি
চাইনে সে দুর্ভাগ্য।

১৬| ২৭ শে মে, ২০১৬ সকাল ৮:২৮

শেয়াল বলেছেন: খেক খেক B-)

ছড়ুন ভালু হইয়াসে । =p~

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো বলে খেক খেক
হাসিটা যা দিলেনা;
কমেন্ট সনে হাসিখানা
কেনো যেনো মিলেনা।:)

১৭| ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:২২

প্রামানিক বলেছেন: উভয়কেই ধন্যবাদ

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাঁচা হাতে লিখে ছড়া
তোমা তরে মরি লাজে;
হামেশাই দাও প্রেরনা
যতই লিখি না বাজে।:)

১৮| ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:২৪

কল্লোল পথিক বলেছেন:




অতীব চমৎকার।

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললে চমৎকার
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্টখানি
হৃদয়ে দাগ কাটলো।:)

১৯| ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:২৭

জেন রসি বলেছেন: বরাবরের মতই চমৎকার। :)

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান ভায়া অধমেরে
দ্যাও খালি মিছে পাম;
জানি বুঝি সবি ঠিকি
নেই মোর সিকি দাম। :-<

২০| ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন:

আহা সেকি ছড়া
পড়ে মন দিল ভরা
সাদা মন আসলেই
মানুষপাও সিধে সাদা;)

না হয় খেয়ে রস
না বলে করেনি চুরি
তাই বলে ভরা হাটে
তুমি বাপু নিলে মান হরি! :)

সাদা মনের মানুষ
সদা থাকুক খোশ
দারুন সব ছবি ব্লগে
আমাদের ঘুরিয়ে আনুক।

রাখুক প্রভু ভাল সদা
যেমন তার মন সাদা
গুনির তরে নাই বাক্য
নিরব শ্রদ্ধাঞ্জলী তারই প্রাপ‌্য।

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হতে পারি অগাবগা
কথা কই স্বচ্ছ;
তোমার ছন্দ কাছে
আমি অতি তুচ্ছ।

ছন্দের উচ্চ লয়ে
বুঝালে হেথা ঠিকি তা-ই;
বুঝি বুঝি চাও তুমি
যেনো লজ্জায় মরে যাই।

যতই খোঁচাটি দ্যাও
চামে চামে তুমি ভায়া;
মরন অত নয় সোজা
আমি মহা বেহায়া। :-B

যা-ই করে তা-ই সোনা
পোষ্ট কিবা চুরি রস;
সাদা ভায়া ওয়ান পিস
হামেশাই তিনি বস।

২১| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৩০

চিক্কুর বলেছেন: নামে যদি সাদা হয়
মনে আছে কাদা
নিজের নামে বড়াই করে
কোন শালার বেটা।

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি ভায়া হলো কিবা
কেন কও ভুল?
ফুল যথা পুত তিনি
ভুল নয় এক চুল।

২২| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললিখেছো

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া কিযে কও
মরি আমি শরমে;
কুলু কুলু ঘেমে মরি
এসিতেও গরমে। :`> :P

২৩| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

গেম চেঞ্জার বলেছেন: অপ্সরা বলেছেন: কথা শুনে হেসে মরি, গেমু ভায়ুমনিটা
শখ কত দেখবে সে আল্লাদী খনিটা
নিউ যুগে নিউ ট্রেন্ড নিউ সুর বাঁধবে
এ কালের বিয়েতে যে গেমুভায়া কাঁদবে।


খেয়েদেয়ে কাজ নেই বর কাঁদবে আর কনে খিলখিল করে হাসবে। X(( X( X(( X(
কাঁদলে মেয়েই কাঁদবে, না কাঁদলে নাআই। B:-/

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কান্নাটা স্রেফ ঢঙ
নাটকের অংশ;
মনে মনে রেডি তারা
বর হবে ধ্বংস।

কান্নায় গেমু তুই
ভুলে কভু গলবিনা;
মাইয়াডি সব বদ
বিয়া কভু করবিনা।

ভালো চাই তাই কই
করি কথা শেয়ারিং;
ওরে সোনা গেমুরে
করিস কথা কেয়ারিং।

২৪| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

গেম চেঞ্জার বলেছেন: কান্নাটা স্রেফ ঢঙ
নাটকের অংশ;
মনে মনে রেডি তারা
বর হবে ধ্বংস।


কান্নায় গেমু তুই
ভুলে কভু গলবিনা;
মাইয়াডি সব বদ
বিয়া কভু করবিনা।


শায়মাপি!! এই ছোঁকড়া কি বলে???

২৮ শে মে, ২০১৬ ভোর ৬:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বাহ হাছা কয়ে
হনু আমি ছোঁকরা;
মাইয়ারা সব মিলে
গেমুটারে ঠোকরা। X( X((

২৫| ২৮ শে মে, ২০১৬ সকাল ৯:১১

সোহানী বলেছেন: হায় হায় গেমু কেন বিয়ে করবে না জাতি জানতে চায়!!!!!!!!!!!!!

কবিতায় ১০০০ লাইক আর সাদা ভাইয়ের ছবিতে ১০০০০ লাইক (টাকা নহে কিন্তু) :#) :#)

২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তিনমাসে তিনবার
খেলো গেমু ছ্যাকা;
তুমিই কও বিয়ের আর
থাকে কারো ঠ্যাকা ??

নই মোটে বোকা মুই
বেশ পরিপক্ক;
বুঝি ঠিকি টাকা আর
লাইকের পার্থক্য।:)

২৬| ২৮ শে মে, ২০১৬ সকাল ৯:৫১

জে.এস. সাব্বির বলেছেন: শ্রদ্ধায় অবনত
পরে যাই চরণে
কিকরে লিখেন এতো ছন্দ
আমি তাহা বুঝিনে

''সাদা মনের মানুষ'' ভাইয়া
লোকটা বড়ই খাটি
ফটোব্লগে তিনিই সেরা
সেরা তার পোস্ট সবকটি ।

ফটোখানি কয় কথা
কার যেন বিয়েতে
কাঁন্নাটি সেরে নিল
প্রস্তুত এবার-স্বামীটারে জ্বালাতে

সাদা মনের মানুষ ঐ
বর-বেশী হাবাটা
বিয়ে করে আনলো যেন
খাল কেটে কুমিড়টা ।
ঘাড় কামড়ে থাকবে এবার
বুঝবেনে জ্বালাটা ।

২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাদা মনের মানুষ ঐ
বর-বেশী হাবাটা
বিয়ে করে আনলো যেন
খাল কেটে কুমিড়টা ।
ঘাড় কামড়ে থাকবে এবার
বুঝবেনে জ্বালাটা ।


করেছ কি ভায়া তুমি
দেখলেই সেরেছে;
এর আগে নিজ হাতে
দু'জনকে মেরেছে।

বারো বছরের প্রেম
কাহিনী পুরো দস্যি;
তাদের প্রেমের কাছে
আর সবে নস্যি।

ভাবীর প্রেমেতে আজো
সাদা ভায়া দিওয়ানা;
কৈশোরী সেই প্রেম
আজো বুঝি ষোল আনা।

গেমু খালি একবার
ধরেছিলো ভাবীর হাত;
সাদা ভায়া সেকি মার
দিলো তারে সারারাত।

ভৃগুদা স্রেফ ফান করে
মেরেছিলো ভুলে চোখ;
সাদা ভায়া ম্যাচ দিয়ে
পুড়িয়ে দিলো হাফ মুখ।

এবার যে কিযে হবে
ডরে কাঁপি থরথরি;
ভায়া তুমি ঝটপট
সরে পর পরিমরি।

২৭| ২৮ শে মে, ২০১৬ রাত ১০:১৯

জে.এস. সাব্বির বলেছেন: বলেন কি ভাই এসব
জানিনেতো কিছু...!!
একযুগে প্রেমকাহিণী
ছুটছে তাদের পিছু

গেমু ভাইয়া হাত ধরলো
ভৃগুদা দিল চোখ টিপ
ভাবীসাবে নজর দিলে
সাদা ভাই হবেই তো
রাগে ঢিপঢিপ

আমি বড় নিষ্পাপী:
আমার একখান কথায়
সাদা ভাই ফুলবেনা
রাগবেনা ব্যাথায় ।

ভাবী সাব ভালা মানুষ
কয়ে গেলাম আজি
উল্টোপাল্টা যে বকিবে
সেই ব্যাটা পাজি ।

২৯ শে মে, ২০১৬ সকাল ৭:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি দেখি ভারী চালু
এসে গেছ লাইনে;
হবে নাকি মোর কনসালটেন্ট
দেব মোটা মাইনে।:)

২৮| ২৯ শে মে, ২০১৬ সকাল ৯:৩৫

জে.এস. সাব্বির বলেছেন: রাতদিন ঘুমিয়ে
আছি বেশ বিজি
কিছু একটা চাকরি যে
সদা আমি খুজি

সেই সাথে পাই যদি
মোটা মোটা মাইনে
আমি আছি রাজিতো
আর কিছু চাইনে ।

বলে দেন এইবার
কবে জয়েন করবো
আপনার হয়ে আমি
সব কেস লড়বো ।

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাব্বাস...সেকি জোশ
চাই ভায়া এইতো;
আপাতত যদিওবা
কোন কেস নেইতো।

তাতে কিবা রোজ রোজ
তোমা হতে নেব বুদ্ধি;
জানইতো এ মাথায়
নাই সে এক রদ্দি। :-<

বোকা বলে গেমু মোরে
রোজ দেয় ঠকানি;
ছ'টাকার মাল কিনে
দেয় মোটে দু'আনি।:(

এইভাবে রোজ বলো
আর কত ঠকবো;
তোমাকেই দরকার
নয়া কিছু শিখবো।

২৯| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:০২

জে.এস. সাব্বির বলেছেন: চাকরিটা নিছি যবে
হবে সব সমাধান
আগে মোর মাইনের
অর্ধেক দিয়ে যান

বুদ্ধির ঢেকি আমি
কাড়িকাড়ি পরে রয়
'গেমু ভাই' হুশিয়ার
ফাঁকিবাজি আর নয় ।

ঐভাবে রোজ আর
হবে নাকো ঠকতে
যদি পাই মাইনেটা
হবে নাকো ফ্রীতে :)

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেকি কথা ঠাকুরপো
কেনো চাও এডভান্স?
ঘরপুড়ো গরু আমি
রিস্ক নেব?নো চান্স।

আগেতো দেখাও বাপু
লাভের ছিটে মুখ;
আলবাৎ পাবে সবি
ভুলে যাবে দুখ। :)

৩০| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:১৮

অপ্‌সরা বলেছেন: ঐ ভাইয়া কি করিস!!!!!!!!!!!!!!!!!! X((

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি করেছি এত'খন
আশা করি বুঝেছ;
ভালবাসা কারে কয়
কি আপুনি,দেখেছ?? :P :D

৩১| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:০২

গেম চেঞ্জার বলেছেন: :-B :P :-/ X((

এখনো চলছেই!!!!!!!!!!!!!

জে. সাব্বির ভাইডির জন্যও শুভকামনা!

৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চলছে ছড়া চলবেই
বেল পাকলে কাকের কি?
নাকটা ঝেড়ে আয়না বাপু
মাখা আছে আধপোয়া ঘি। B:-/

৩২| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:০৩

অপ্‌সরা বলেছেন: আমিও তো ভালোবাসি ভাইয়াটা মটু
ছড়া লিখে লিখে তুমি হইয়াছো পটু
গেমুভাইয়া নাচছেন ধিন তা না না না
হাঁটে হাড়ি ভাঙ্গতে করছেন মানা।

বলছেন জেসনের বাড়িয়াছে বাড়
আর দেওয়া হইবেনা তাহাকে যে ছাড়।

৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখন গেমু রাগবেইতো
চোরের মনটা পুলিশ;
আসে কেনো বেটার নামে
একশ একটা নালিশ? X(

নারী দুখ জানোইতো
সইতে মোটে পারিনে;
তাইতো গেমুরে সদা
কথা কতি ছাড়িনে। ;)

ডরি নাকি গেমুরে
আয় নিয়ে দলবল;
এক পিপে সোডা খেয়ে
দেব ছেড়ে নোনা জল। =p~ =p~

কি বললে নামখানা
জেসন না বেসন?
উদ্ভট নাম রাখা
আজকাল ফ্যাশন। :-B

চীজখানা কেগো আপু
খায় নাকি পিন্দে;
নাম শুনে রাগে মোর
বুকে হুল বিন্দে। B-) :P

৩৩| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:১০

কালনী নদী বলেছেন: সত্যিই অসাধারণ হয়েছে! মনটা ভালো করে দিলেন। অসংখ্য ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৬ ভোর ৬:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন ভালো হলো জেনে
মনে পেনু তৃপ্তি;
তোমাকে সুপ্রভাত
এই নাও হট টি।:)

৩৪| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৪১

জে.এস. সাব্বির বলেছেন: ''গেমু ভাই'কে যত দেখি
হই তত মুগ্ধ
টাইপ অফ ফাকিবাজির
পাইনাতো গন্ধ ।

সবাই মিলে তাকে এত
করে কেন দোষারুপ
বুদ্ধির ডেকি আমি
বুঝে গেছি রও চুপ :#)

অভিনন্দিল যখন
'গেমু ভাই' আমাকে
আমি তো মহাখুশি
কেন নয়-ভাই ভাবুকে :(

আমা তরে যদি আপ
রাজি নাহি রহেন
কিকরে করিব আপনার
চাকুরি ? আপনিই কহেন :-&
===================
তবু ভাই যদি পাই
মাইনেটা অ্যাডভান্স
ব্রেকফাস্ট আর ডিনারের
মাঝে নিশ্চিন্তে করেন লান্স
'গেম চেন্জার' ভায়া কভু
নিতে পারিবেনা চান্স

এরপরেও যে আসিবে
আপনাকে ঠকাতে
তার ভাগ্যে শনি আছে
যাইবে সে নিপাতে ।।

০১ লা জুন, ২০১৬ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেমুরেতো চেনোনা
পাজীর এক পা ঝাড়া;
পেনাল কোডে সে ঝুলে
হামেশা ৪২০ ধারা।

আমারে ঠকানো তার
নিত্য দিনের কাম;
ভুলোনা ভুলেও ভায়া
শুনে তার মিঠে পাম।

তোমারে নিয়েতো দেখি
এই এক মহা জ্বালা;
চাকরীর নাম নেই
মাইনেটা খুঁজে ফেলা !!

আরে বাপু রোষনা
কর কাম দিয়ে মন;
ট্যাকাতো হাতের ধুল
হাতে পেতে কত'খন। :-B

৩৫| ১১ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ডানপিটে কারে কয়
ছবিতে বুঝি দেখনা;
গাছে উঠে রস খেয়ে কয়
না কয়ে খাই,চুরি না !!!


............খিক খিক খিক, হা হা প গে =p~

১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসির ঐ ঢক দেখে
রাগে জ্বলে পিত্তি;
এয়েচেন যুগ পরে
যেনো মহা কীর্তি।(হুহহ........) B:-/

ভেবেছিনু অধমেরে
গেছই বুঝি ভুলে;
তলে তলে ক'টা দিন
অভিমানে ছিনু ফোলে।:(

৩৬| ১১ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৯

সাদা মনের মানুষ বলেছেন:

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখ দিকি কান্ড
রোজাটি কি ভাঙ্গবে? :-*
রোজা হাল্কাটি হলে
দায়ী তুমি জানবে। /:)

গিন্নীরে ডেকে দিনু
খানদানী ঝাড়ি; X((
আজ যেনো ঠিক পাই
ওসব ইফতারী। X(

৩৭| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি কয়েকদিন ব্লগে ঢুকতে পারছিলাম না, তাই অনেক কিছু থেকেই আমি বঞ্চিত হয়েছি

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেবেছিনু সেইটাই
কেন তুমি বেখবর;
আসবে যে ঠিকি জানি
করেছিনু যে সবর।

ভালো কথা যা কয়েছ
আসলেই সত্যি?
এই অজুহাতে সামু
ইদানিং ভর্তি।

হাছা মিছা যাই কও
মেনে নিলু উছিলা;
গিফট দিনু খেয়ো ভায়া
ইফতারে নসিলা। :-B



কেমন আছ বল ভায়া
শরীরের কিবা হাল?
বেড়িয়েছ আর কোথা
পোষ্টাবে আজকাল??

৩৮| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:০৯

কালনী নদী বলেছেন: নোটিফিকেশনের ঝামেলায় সবসময় আপনাদের প্রতিউত্তর পাওয়াটা হয়ে ওঠে না!

আবার আসলাম শুধুমাত্র ছবিটার জন্য সাধামনের মানুষ ও আপনাকে হাজারটা সালাম জানাই!

অপেক্ষায় আছি আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ে ছড়ার।।

১৯ শে জুন, ২০১৬ ভোর ৬:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোন ছবি বলবেতো
আছে হেথা বেশ কটি;
উপরের বিখ্যাতখানা
নাকি নীচের ঐ দুটি?

ছড়া লিখা বড় দরো
নয় মোটে সোজা;
মোর সবি অগাবগা
কোনমতে মিল গোজা।

৩৯| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৭:১৪

কলাবাগান১ বলেছেন: জানি অপ্রাসংন্গিক কিন্তু ইফতারী বানাতে গিন্নী কে কেন 'ঝাড়ি' দিতে হবে? গিন্নী কি রোজা থাকেন না...উনার কস্ট হবে না??? দুজনে মিলে ইফতারি বানালেই পারেন......আপনি তো কায়িক পরিশ্রম করছেন না যে আপনি ক্লান্ত....ছড়া লিখছেন....

২১ শে জুন, ২০১৬ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান ভায়া দেবনাকো
তুমি বলো ঝাড়ি;
আমি হনু পুরুষ আর
ঐ বেটি নারী।;)

আমি করবো যে হেল্প
বানাতে ইফতারী !!!
ধুলোয় মিশিয়ে যাবে
মোর সর্দারি। :-B =p~

তুমি ভায়া ভারী ইয়ে
দল টানো তারি;
হয়ে গেছ বিভীষন
তোমা সনে আড়ি। :D :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.