নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

বীরপুরুষ !!!

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৮



বীরপুরুষ/আবৃতি
বাবা কয় ডানে যারে
খোকা যায় বামে;
শুনলে বা কথা বুঝি
কমে খোকা দামে।

কার কথা কেবা শোনে
হামেশাই জিদ;
ঘোরাবে সে একা ছড়ি
একা তারি জিত।

তার কথা সবি ঠিক
নিপাতনে সিদ্ধ;
বাকী সবে বোকা গাধা
সে একাই ঋদ্ধ।

লাগেনা লাগেনা বাবা
খোকা মহাবীর;
যা করে সে মনখুশী
সটান সিনা,শির।

আহ্লাদে অভিমানে
কাটালো সে চিরকাল;
বটগাছ হয়ে বাবা
আজিবনি ছিল ঢাল।

বাবা মানে পৃথিবী
বাবাই যে বর্ম;
বুঝলোনা হতভাগা
সে বাবার মর্ম।

একদিন বাবা তারে
ডাঁটে মৃদু ধমকে;
বীরখোকা ঘর ছাড়ে
স্বমহিম ঠমকে।

যাবার আগে যায় বলে
করে পণ,দৃঢ় স্বরে;
ফিরবোনা কোনদিন
বাবা যদি যায়ও মরে।

কি মহান বীর খোকা
কথায় সে নড়েনা;
শতডাক আকুতিতে
খোকা বাড়ী ফেরেনা।

ভাগ্যের পরিহাস
কি নিঠুর নিয়তি;
বাবা নেই সন্দেশে
খোকা বাড়ী ফিরতি।

নিথর বাবারে দেখে
মুখে নেই রা'টি;
পৃথিবী পাল্টে গেছে
পায়ে নেই মাটি।

বাবা যেনো বলে উঠে
হায় কি করলি খোকা;
এতদিন পরে বুঝি
ফিরলিরে তুই বোকা?

খোকা আর পারছেনা
কোথা রাখে এই দুখ;
কান্না আটকে আসে
খানখান কচি বুক।

পাথুরে পাহাড় যেন
বুকে হলো জড়ো;
এক নিমিষেই খোকা
হয়ে গেলো বড়।

উপহাস নাকি খেল
বিধি কারে বলে?
ঠিক ক'টা দিন পরে
মা-ও গেলো চলে।

( বীর খোকার কি দশা
করেছ কি কল্প?
ফের কভু বলবো
মা হারানোর গল্প। )

খোকা আর নেই খোকা
হলো পরিণত;
আজকাল সবি সয়
আঘাত আসে যত।

ছেড়ে যায় স্বজনেরা
প্রিয়জনে দেয় ধোঁকা;
ছোবলে খুবলে মারে
লাথি মারে চামচিকা।

চেনা হয়ে গেছে আজ
ভাই-বোন,খালা মামী;
চির চেনা মুখ সবি
হাড়ে হাড়ে হারামী।

খোকা বুঝে জীবনের
কি কদর্য রূপ;
সবি আজ সয়ে যায়
বীর খোকা চুপ।

আজ খোকা ভারি একা
সুনসান পৃথিবী;
কেউ কারো নয় হেথা
শুধু চায়,কি দিবি?

হায়রে বীরপুরুষ
কোথায় সে মর্দানি?
সেই বীর আজ গাধা
জীবনের বোঝা টানি।

আরো কর,আরো কর
আরো দেখা জিদ;
লাগেনা লাগেনা বাবা
আজো তোর-ই জিত।

ফাঁকা,সব ফাঁকা লাগে
কি ভীষন একা;
হঠাৎই চমকে উঠে
কে যেন ডাকে খোকা !!

ওরে খোকা,উঠ খোকা
কি হয়েছে বল;
ভাবিসনে,সাথে আছি
হারাসনে মনোবল।

কে ডাকে?কে ডেকে যায়?
খোকা উঠে হতচকি;
ডাকছে কে?বাবা না?
এথা ওথা দেয় উঁকি।

বাবা,ও বাবা মোর
কোথা গেলে চলে?
পারছিনা আমি আর
বুক যায় জ্বলে।

এইভাবে বাবা বলে
বুক ফাটা সাধে;
বাবার সে প্রিয় খোকা
প্রায় প্রায় কাঁদে।

বীরপুরুষ উপাখ্যান
এখানেই শেষ;
আধো মরা,আধা প্রাণে
আছে খোকা বেশ।

শেষকথাঃ
বাবাহীন ধরায় আজ
ছয় সাল পুরালো;
আমিও গুনছি দিন
প্রায় বুঝি ফুরালো...............
(২৮শে জুলাই)



আবৃতিঃ শায়মাপু
কৃতজ্ঞতাঃ
থ্যাংকস্‌ দিয়ে আপুনিকে
করবোনা ছোট;
মোর আবদার সদা
তারি কাছে যত।

ধন্যবাদ দিয়ে শায়মাপুকে ছোট করার কোন মানেই হয়না।যত আবদার,আহ্লাদ সব তার কাছেই।প্রথমে গজগজ করে কি সব বলে, তারপরে যথারীতি ''ঠিক আছে''।বিরবির করে কি বলে সে-ই জানে।গতকালও বলা নেই কয়া নেই হঠাৎ আবদার আপু,কবিতা লিখবো আবৃতি করে দিতে হবে।এইবারে গজগজ না করেই বল্লেন ''ঠিকআছে,কখন লাগবে''?এমন আপুনিকে ভালো না বেসে পারা যায়?ভালোবেসে মরে যাই।''আপু তুমি এত ভালো কেন?'' এই টাইপ আদিখ্যেতা করতে করতে অরুচি ধরে গেলো কিন্তু তার ভালোগিরির আর শ্যাষ নাই..............................

মন্তব্য ১০৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৪

শায়মা বলেছেন: লাভ ইউ ভাইয়া!!!

বাবার জন্য অনেক অনেক দোয়া!

আর তুমিও ভালো থেকো অনেক অনেক!

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''ভালো কথা,বলতেই ভুলে গেছি।সবসময়ই ভুলে যাই।
কি বল্লেন?কি কথা?
তাকেই জিজ্ঞেস করুন।সে-ই ভালো জানে।
কোথায় পাবেন?
আর কোথায়,মাথায়।চড়ে বসে আছে সেই কবে...................(ইনফ্যাক্ট বসিয়ে রেখেছি)''


ভেবেছিলুম এমনটিই লিখবো কৃতজ্ঞতায়।ক্যান জানি লিখা হলোনা....................

২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভলো লাগলো। অনেক ভালো

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কমেন্টিও
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট তবু
হৃদয়ে দাগ কাটলো।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৫

সাহসী সন্তান বলেছেন: আবৃতি শুনি নাই, তবে আপনার ছড়া চমৎকার হইছে ব্রাদার! শুভ কামনা রইলো!

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলি ভায়া জোর দিয়ে
শুনো প্লিজ আবৃতি;
বাজি ধরি,ক'বে শোনে
আহা,রসে ডুবো আমৃতি।

৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩০

নাইক্যডিয়া বলেছেন: ভীষন ভীষন স্পর্ষি কবিতা।আল্লাহ আপনার বাব/মা দুজনকেই জান্নাত দান করুন।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন.........
আপনার মন্তব্যটিও আমায় স্পর্ষ করেছে।

৫| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩০

নাইক্যডিয়া বলেছেন: অসাধারণ আবৃতি।শায়মা আপাকেও ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সন্দেহাতীত,
ধন্যবাদ পৌছে দিলুম।
তবে আপুনিটা এসবের ধার ধারেনা।উল্টো ঝারি মারে।

৬| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৭

মো: রেহান বলেছেন: সত্যি দারুন.।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিশ্চয়ই আবৃতির কথা বলছেন?
আলবাৎ,,,
দারুন নিদারুন অতিদারুন
অভিধানে এই আছে আপাতত।

৭| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪২

হুমম্‌ বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা।আপনার পোষ্ট দেখে ভেবেছিলাম ফানি কিছু হবে।মুডটা পুরা বদলে দিলেন।কেমন ফাঁকা লাগতেছে।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেবে দেখুন ঐ ফানি বদটার ফাঁকাতেই বসবাস..................

৮| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৫

বাঁকখালির বাঁকে বলেছেন: কবিতা,আবৃতি দুইটাতেই ভালো লাগা।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যে আর অনেক অনেক বেশী ভালো লাগা দোস্ত।:):)

৯| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫০

সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাবা,ও বাবা মোর
কোথা গেলে চলে?
পারছিনা আমি আর
বুক যায় জ্বলে।

এইভাবে বাবা বলে
বুক ফাটা সাধে;
বাবার সে প্রিয় খোকা
প্রায় প্রায় কাঁদে।


কোথায় যেন নিজের জীবনের সাথে মিলে যায়।আপনার বেদনা স্পর্ষ করেছে।অনেক ভালো থাকবেন।
বাবার জন্য অনেক অনেক দোয়া।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোতো আছিই............
বেদনা ছড়িয়ে কমানোর অপচেষ্টা
আপ্নিও ভালো থাকবেন।
দোয়াই কামনা,দোয়াই সম্বল।
আপনার জন্যও অনেক অনেক দোয়া।

১০| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৩

জেন রসি বলেছেন: ছড়ায় অনেক দুঃখ, ক্ষোভ হারিয়ে ফেলার বেদনার স্পর্শ পেলাম। তবে আমি জানি আপনি হার মেনে নেওয়ার মত মানুষ না। আপনার বাবার প্রতি তীব্র ভালোবাসাই হোক বেঁচে তাকার প্রেননা। আপনার বাবার জন্য আন্তরিক শ্রদ্ধা এবং আপনার জন্য শুভকামনা রইলো।

শায়মা আপুর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপুর জন্যও শুভকামনা রইলো।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কো-ব্লগার রসিরে পেয়ে
অনুভবি সদা শ্লাঘা;
জুড়ায় মন কমেন্টে
জানালুম ভালো লাগা।

১১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

দইজ্জার তুআন বলেছেন: চমৎকার কবিতা।আবৃতি লেখাটিকে অন্যমাত্রা দিয়েছে।
কবি এবং আবৃতিকার দু'জনকেই শুভেচ্ছা। :)

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অপূর্ব আবৃতিখানিই এই লিখার প্রাণ।
একজন পরামর্শ দিয়েছিলো আবৃতিটি লিখার শেষে জুড়ে দিতে।তা নাহলে পাঠকেরা না পড়ে কেবল আবৃতিই শুনবে।তবে তা-ই।ওতেই আমার স্বার্থকতা।ইচ্ছে করেই সরাইনি।তাকেও জিদ দেখালুম।:)

১২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৭

দইজ্জার তুআন বলেছেন: @সাহসী সন্তানঃ কেন ভাই,আবৃতি শুনেন নাই কেন?বিরাট মিস কর্লেন।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইবার ক'লে ভায়া
দামী কথা একখান;
আসল ব্যপার হলো
সাস আজো পোলাপান। :P

১৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: বাব নেই মা নেই
এতিম হয়ে আছি
তারপরেও জানা নেই
কয় দিন যে বাঁচি।

বাবা ছাড়া এই দুনিয়ায়
শক্তি পাই না ভাই
বাবা মায়ের মত আপন
আর তো কেহ নাই।

বর্তমানে আছে যারা
স্বার্থের জন্য থাকে
টাকা পেলেই খুশির চোটে
ঘন ঘন ডাকে।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যার নাই সেই বুঝে
হারালো কি নিয়ামত;
যা কয়েছ সবি খাঁটি
তোমা সনে নেই অমত।

ইয়াতীম,তাতে কি
নেই মনে ভয়;
উপরেতে আছেন এক
তিনিই সহায়।

১৪| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এত কষ্টের ক্যানো? আবৃত্তি শুনে তো মনমরা হয়ে গেলাম ।

দুর্দান্ত আবৃত্তি!

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কষ্টের হোলসেল এজেন্ট হয়ে আজ ফেরি করে বেড়াচ্ছে..............বেশ ইফেক্টটিভ তরিকা।হাল্কা লাগছে।অন্যকে কষ্ট দেবার আনন্দই আলাদা।আবৃতি নিয়া কথা নাই।অতবড় আস্পর্ধা এখনো হয়নি।

১৫| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৯

ইন্দ্রনাথ বলেছেন: অসাধারণ আবৃতি! ছড়াকেও ছাড়িয়ে গেল।

সব ভগবানের কৃপা।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অসাধারণ আবৃতি! ছড়াকেও ছাড়িয়ে গেল।
আনডাউটেডলি,,,
আর এখানেই স্রষ্টার আনন্দ।

সর্বশক্তিমানের কৃপাতো বটেই..................

১৬| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আবৃত্তি এবং ছড়া দুটোই অসাধারণ।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সম্ভবত শব্দ খুঁজে পাচ্ছেন্না।
কি বুঝাতে চান বুঝে গেছি আগেই।মনের ভাষার মাধ্যম সবচেয়ে শক্তিশালী।আর ছড়াকারকে ছড়াকার না বুঝলে বুঝবে কে?
প্রিয় ছড়াকারের মনটা আরো বেশি অসাধারণ।

১৭| ২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৪:০৪

সচেতনহ্যাপী বলেছেন: একটা দুর্দান্ত স্বপ্ন এবং তা ভেয়ে যাওয়ার হতাশা ও বঞ্চনার কথা পড়লাম।। অন্ততঃ আমার দৃষ্টিতে।।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানতেই হচ্ছে প্রখর দৃষ্টি।
আমার দৃষ্টিতে আপনি অন্যতম প্রিয় ব্লগার।:)

১৮| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৫

বাঁকখালির বাঁকে বলেছেন: এইবার ক'লে ভায়া
দামী কথা একখান;
আসল ব্যপার হলো
সাস আজো পোলাপান। :P


ভালোই দিলেন =p~ =p~ =p~

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুলাপান হৈলেও ধানি মরিচ।
ত্যাজ আছে ছোকরার................. =p~ =p~

১৯| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৬

বাঁকখালির বাঁকে বলেছেন: ভৃগুদা কৈ?

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ যুগের কৃষ্ণের
মতিগতি বুঝা দায়;
তার গোপী লাক দেখে
হিংসেয় মরি হায়।

২০| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: চোখে পানি চলে এলো, কিছু বলার নেই

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবেগ ছুঁয়ে গেলো প্রিয় ব্লগার।
তাইতো আপনি সাদা মনের মানুষ।

২১| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৯

হুমম্‌ বলেছেন: উপহাস নাকি খেল
বিধি কারে বলে?
ঠিক ক'টা দিন পরে
মা-ও গেলো চলে।


:(

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোকা আর নেই খোকা
হলো পরিণত;
আজকাল সবি সয়
আঘাত আসে যত।

২২| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২১

নাইক্যডিয়া বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: চোখে পানি চলে এলো, কিছু বলার নেই

একদম :(

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবারও কি যেন পড়লো চোখে

২৩| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৬

সিকদার বাড়ীর পোলা বলেছেন: আবৃত্তিটা আবার শুনলাম,এক কথায় অপূর্ব।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে-ই
আমি বারবার শুনছি............এখনো

২৪| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৩

দইজ্জার তুআন বলেছেন: তাইতো?ভৃগু ভাই কই?

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমা যেথা ফ্রী নাকি
তিনি মহা ব্যস্ত;
চামে চামে মজা লও
তুমি মহা প্যাঁচতো??

২৫| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৪

দইজ্জার তুআন বলেছেন: সাইফুল্লাহ শামীম ভাইয়ের কাছে ছড়ার প্রত্যূত্তর আশা করেছিলাম

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাইছো কি ছড়াকারে
ছন্দের বস্তা?
ছন্দ কি গাছে ধরে
ছড়া এত সস্তা?? :P

২৬| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৯

মানসী বলেছেন: বেশ কষ্ট পেলাম। তবু ভালো লাগলো। খোকা বড় হয়েছে (আপনিও)। বড় না হলে কষ্টের মানে বোঝা যায় না। বড় হওয়া মানে বড় হতে হতে মাথাটা ছাঁদকে অতিক্রম করে যাওয়া। তখন মাথার উপরে খোলা আকাশটা ছাড়া আর কিছু থাকে না। সারা পৃথিবীতে অাপনি একা। অামিও বড় হয়েছি।

খুব ভালো লেগেছে।

শুভ সকাল।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি আর কত বড় হবো?
আমার মাথা ছাদ ছুঁয়ে আকাশ স্পর্শ করলে তবেই আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে??

শুভ সকাল প্রিয় সুহৃদ।
পাঠে কৃতজ্ঞতা।

২৭| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৩

অশ্রুকারিগর বলেছেন: সবার পিতামাতা ভালো থাকুক। দুনিয়াতে যারা বেঁচে আছেন আর যারা দুনিয়া ছেড়ে গেছেন সবাই।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা

২৮| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪০

কল্লোল পথিক বলেছেন:









চমৎকার হয়েছে।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবৃত্তি?
নিঃসন্দেহে.............
মন্তব্যে দশে নয় দিলুম,ছড়ায় কত দেবেন?

২৯| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুই লিজেন্ড ! একজনের ছড়া একজনের আবৃত্তি । চমৎকার টু দা পাওয়ার ফাইভ !

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইক্টু ভুল হৈছে,
দুই হাজেরানে লিজেন্ড ........একজনের আবৃত্তি আরেকজনের মন্তব্য।
চমৎকার টু দ্য পাওয়ার ইনফিনিটি।;)

৩০| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২০

ক্লে ডল বলেছেন: বটের ছায়ায় বেড়ে ওঠা এক খোকার, হঠাৎ ছায়াহীন হয়ে তীব্র খরতাপে জীবন কাটানোর ছবি দেখলাম যেন ছড়ার মাঝে!!

শীতল ছায়া দানকারী বাবার জন্য অনেক অনেক অনেক দোয়া!! খোকার বড় হয়ে ওঠায়, সৎ একজন মানুষ হয়ে ওঠায় বাবা ভাল থাকবেন নিশ্চয় পরপারে!!

আবৃতি দারুন হয়েছে! শেষের দিকটায় আরো বেশি।

ভাল থকুন সর্বদা!

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যে ভীষন আপন মায়াভরা স্নেহশীল কাব্যপ্রেমী এক শিল্পীসত্তার সুহৃদকে অনুভব করেছি।যার বড্ড অভাব।

দরদিয়া অনুভবের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।কাঁচা হাতের অগাবগা লেখাটি স্বার্থক।আপনার জন্যই লিখেছিলুম যেন।

বাবাকে ভালো রাখিনি।এখন নিশ্চয় ভালো আছেন করুনাময়ের হেফাজতে।দোয়াই সম্বল।এইতো করার আছে শুধু.................

আবৃতি কেমন হয়েছে বলতে পারবোনা,বিশেষজ্ঞ নই।শুধু বলবো শুনে আচ্ছন্ন হয়ে অন্য কোথাও হারিয়ে যাই।একটা আগডুম কবিতাকে শুধুমাত্র কন্ঠের জাদু দিয়ে যিনি ইয়াত্ত সুন্দর করে উপস্থাপন করতে পারেন তিনি না জানি কত্ত উঁচুদরের শিল্পী !!!

আর যিনি ইয়াত্ত সুন্দর হৃদয় ছোঁয়া মন্তব্য করতে পারেন তিনিও না জানি কত্ত উঁচু মনের মানুষ !!!

৩১| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৪

শায়মা বলেছেন: ভাইয়া

এরপরের ছড়িতাগুলাও পাবলিশের আগে আমাকে দিও। সব বসে বসে পড়বো!!!!!!!! ওকে?????? :) :) :)

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জো হুকুম ইউর হাইনেস..............
কি কৈলা? ও কে?
চিনবানা।দুরসম্পর্কের মামতো ভাই।গেরামে থাকে।সরকারী পাটি করে।হুন্ডা আছে।টাচ স্ক্রীন সেট আছে।দুইডাই ডুয়েল সিম।মেম্বরের মাইজ্জা মাইয়ার লগে লাইন করে।বিয়া ঠিকঠাক।পৌষ মাসে বিয়া।বিয়ার পরেই কাতার যাইবো।ইসমার্ট আছে।চুল কালার করে।ইন ছাড়া প্যান্ট পড়েনা।
আইজ ইট্টুকি থাউক।আরো লাগলে আওয়াজ দিয়ো।

৩২| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৬

শায়মা বলেছেন: তবে লিটনভাইয়া, ক্লে ডলসহ কিছু ভাইয়া আপুদের কথায় আমি কিন্তু আসলেও লজ্জা পাচ্ছি। ভাইয়া তোমার কবিতা আসলে নিজেই অনেক অনেক মায়াভরা ছিলো। সত্যিকারের ফিলিংস থেকে লিখলে এমনিতেই তা মন ছুঁয়ে যায়।

অনেক ভালো থেকো ভাইয়া!!!!!!!!!!

৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মায়াভরাতো বটেই।খোকার হৃদয় নিংড়ানো হাহাকার।একটা লাইনও মিথ্যে নয়।পরম মমতায় অশ্রুজলে লেখা প্রতিটি ছত্র।তা-ই অগাবগা যা-ই হোক খোকার আর্তনাদ ঠিকি শুনতে পাবে।
আর খোকার সেই আর্তনাদকে মর্মস্পর্ষী করে তুলেছে এক কন্ঠের জাদুকর পরী।আমার জান্টুস সে।নাম বলবোনা.................তুমিতো আবার বিরাআআআআট কোহিল লজ্জাবতী।

এম্নি থেকো.................ভালতো থাকবই।

৩৩| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪২

ঠ্যঠা মফিজ বলেছেন: অসাধারন ভাবনা ফুটে উঠেছে কবিতা দারুন ভালো লাগল ভাই ।

৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার সব ভারিভারি লিখার ভীরে আমি অতি তুচ্ছ এবং লাজে ম্রিয়মান।ভাবনা ফুটাতে পেরেছি জেনে শ্লাঘা অনুভব করছি।

মন্তব্যে অনেক অনেক বেশি ভালোলাগা।
পাঠে কৃতজ্ঞতা। :)

৩৪| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: काव्य बहुत अच्छा रहा है

৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: आप अपनी टिप्पणी के लिए बहुत बहुत धन्यवाद

৩৫| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্ষমা করো ভায়া
ঘুরে গেনু কতো
পাইনি লেখা তখন
এখন আফসোস যতো!!!

স্মরণ করেছেন যারা
সবার প্রতি কৃতজ্ঞতা
নিজের দেরীতে নিজেই
মনে পেলূম বড় ব্যাথা!!!

খোকা হল বীর পুরুষ
এ মহা বেদনার অনুভবে
ভেবেই হনু শেষ মনে পড়ে
নিজে হারিয়েছি সে-ই কবে!

সময়ের কাল স্রোতে
মরে গেছে যেন সব অনুভব
কি করি আজ ভেবে না পাই
জাগল পুরানো স্মৃতি সব!

সে ব্যাথ সে কথা
বলব নাই সে ভাষা
এ শুধু অনুভবের
যে হারায় সে পায় দিশা!!!!

সারা রাত্তির ছিনু পাশে বসে
শেষ বেলায় ডেকেছিল
শোও এসে পাশে!

বুঝীনি ছিল তা
শেষ আহবান
এখনো কাঁদি অর্হনিশে!

ফজরের আজানে
করুন সুর
তারচে বেশী ছিল বুকের ভেতর!

এইতো ছিল জেগে
গেল কোথা ভেবে শেষ
সবাই গড়িয়ে কাঁদে-শুধু চেয়ে রই অনি:শেষ!

চোখ জুড়ে ছিলনা জল
আগুনের জ্বালা সেথা জ্বলে
ছির বাবা এইতো- কোথা গেল চলে?

এইতো পড়ে দেহ
আত্মাকে দেখলানা কেহ
তবু কেউ ডাকেনা বাবা, শোকে ভরা গেহ!

এই দেখো কি কান্ড
তোমার কথা বুঝতে গিয়ে
নিজের শোকেই ভাসছি
অনুভব সব লন্ডভন্ড!

রাব্বির হামহুমা
কামা রাব্বা ইয়ানি ছাগিরা
এই দোয়া সবার তরে
সকলেই পড়ো সবার তরে।।




০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেবেছিনু এ জীবনে
কথাই আর কবনা;
ব্লগিংতো দুরে থাক
ল্যাপটপ-ই ছুঁবনা।

তোমার বিহনে হেথা
ছিনু গাল ফুলিয়ে;
বুকচেরা স্মৃতি বলে
সবি দিলে ভুলিয়ে।

বাবা মানে ভরসা
বাবা মানে ছায়া;
বাবা মানে বুকে বল
বাবা মানে মায়া।

হারিয়েই বুঝে সবে
ছিলো সেকি নিয়ামত;
হারে হারে পায় টের
এ জীবনি এক কেয়ামত।

যে নিজে বাবা,সেও খুঁজে
বাবা মাঝে আশ্রয়;
অকালে হারিয়ে বুঝি
এ ধরা কত বিষময়।

এতদিন ছিলে সখা
আজ হলে ভাই;
ইয়াতীমে আছে খোদা
নাই ডর নাই।

৩৬| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:২৩

গেম চেঞ্জার বলেছেন: ফাটিয়ে দিয়েছিস রে!!!!!!!!!!!!!!!!!!!!!!!! সাবাশ!!!!!!!!!!!!!!!!! B-)

০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাবাহীন পাঁচ সাল
ধরায় দিনু কাটিয়ে;
তা-ই শুনে পেলি মজা
বলছিস ফাটিয়ে !!!

ইয়াতীম পেয়ে মোরে
দিলি তুই চামে বাঁশ;
প্রাণটা জুড়িয়ে দিলি
সাব্বাঁশ গেমু সাব্বাঁশ। :P ;)

৩৭| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৯

টাইম টিউনার বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা পড়লাম ।

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সক্কাল সক্কাল অনেক সুন্দর একটি মন্তব্য পেলুম।
ধন্যবাদ সুহৃদ।:)

৩৮| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:০৩

গেম চেঞ্জার বলেছেন: :( :(

০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার কি হৈলো?

৩৯| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: গাল ফুলানো আলাভোলা
কেন তোমার গালটি ফোলা
জীবন যাপনের ঝড় ঝ্ঞ্ঝায়
দেখোনি জীবন নায়ের পালতোলা ;)

হতে পারে ক্ষনিক দেরী
তোমায় কি ভুলতে পারি
তুমি হলে ছন্দের রাজা
নিত্য ভাবনা তাজা তাজা :)

তা যা বলেছ
বাবা মানে ছায় ভরসা
যে না হারায়
বোঝেনা পায়না দিশা।

সখা থেকে ডাকলে ভাই
এ খুশীর কোন সীমা নাই
এসো ভাই বুকে লাগি
অন্তহীন হোক এ ভাই রাখি :)

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হতে পারে ক্ষনিক দেরী
তোমায় কি ভুলতে পারি
তুমি হলে ছন্দের রাজা
নিত্য ভাবনা তাজা তাজা :)


ভোলাভালা চেহারাতে
ফিটফাট সাহেবানা;
মনে তুমি মহা পাজি
পাম জানো ষোলআনা।

পামে যাই বিগড়ে
ভাবি খোদ মহারথি;
সেই শুরু পতনের
কি ক্ষতি,কি ক্ষতি।

কি ক্ষতি করেছি তোমা
এইভাবে মারলে;
ভাই বলে কৌশলে
বুকে শেল গাড়লে !!! |-)

৪০| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

গেম চেঞ্জার বলেছেন: স্যরি আগের কমেন্টের জন্য!! :(

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু আপু দেখে যাও
গেমু কয় সরি;
ভুত মুখে রামনাম
বুঝিনা কি করি? :-B

ধুর ব্যাটা ব্যক্কল
করেছিনু ফান;
তুই দ্যাহি আসলেই
পুরা পুলাপান। :D =p~

৪১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: উত্তর দিতে কেনো
করে বুকটা ধুকধুক
বাবা ছাড়া ভাবতে
চুপসে যায় এই মুখ।

সান্ত্বনা নেই দেয়ার
সেনসেটিভ বিষয়ে
দেবো কি দিবো না
ছিলাম যে সংশয়ে।

পাঁচ গেলো দশ যাবে
বাবা হবে তুমি
আর্দশে চলে পথ
সাজিয়ো মন ভূমি।

চলে যাবো সবে
থাকব না এ ধরাতে
কেউ সাথে থাকে না
অশ্রু দের ঝরাতে।

দু:খ তয় করো না
পাশে আছি আমরা
মনে রাখলে দু:খ
পিটায় তুলব চামড়া।




২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দু:খ তয় করো না
পাশে আছি আমরা
মনে রাখলে দু:খ
পিটায় তুলব চামড়া।


ওবাবা মারের ডরে
দুখ হলো দুর;
তোমার ঐ কমেন্টে
মন ফুরফুর।

যতই হইনা বাবা
মোর বাবা সেরা;
নেই সে উপশম
যে দুখ বুক চেরা।

রয়ে গেছি খোকা আজো
হইনিকো বড়;
আপু হয়ে পাশে থেকো
খুটি হয়ে দরো।

৪২| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৯

শায়মা বলেছেন: গেমুভায়া পোলাপান
এত দিনে জানলে?
ছুটে আসে মা খালারা
গেমুভায়া কানলে।

সেই গেমুভাইয়াকে
কাঁদালে যে তুমি ভাই।
মা খালার মাইর থেকে
তোমার আর বাঁচা নাই।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাগোরে সে খালা ডাকে
হেরা মোর ভাবী;
জানোইতো ভাবী মানে
অর্ধেক দাবী।;)

নরম হাতের মার
আহা বড় প্রিয়;
ভাবীদের খোঁজ পেলে
ত্বরা ফোন দিও। :P

৪৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা আর ছড়ার ছন্দ
পাঠে পেলাম খুব আনন্দ।
বাবাকে হারানোর পর
গেল এক সাল
মনে হয় সে
আছে সাথে
চিরকাল ।

শুভেচ্ছা রইল ।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যার নেই সেই বুঝে
বাবা কারে কয়;
বাবা আছে প্রতি শ্বাসে
হারাবার নয়।

৪৪| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ভালো লাগলো।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা ঠিকতো নেতাজী? ;)

৪৫| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৪

ডঃ এম এ আলী বলেছেন: সপ্তাহ তিনেক আগে দেখে গিয়েছিলাম
একটা লাইন মনে খুব বাজছিল
বাবা,ও বাবা মোর
কোথা গেলে চলে?
পারছিনা আমি আর
বুক যায় জ্বলে

দেখে গেলাম তাকে।

শুভেচ্ছা রইল

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক'টাদিন খুব বিজি ছিলুম প্রিয় ব্লগার।রিপ্লাইয়ের দেরীর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত।
পোষ্ট পড়তেও বুক জ্বলে যায়গো সুহৃদ।পালিয়ে বাঁচি।
বরাবরের মতন সাথে থাকার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ।
পাঠে কৃতজ্ঞতা।

৪৬| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গ্রাসিয়াস

৪৭| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: আবার আসলাম কথাটি তখন মনে হয়নি ।
পোষ্ট পড়তেও বুক জ্বলে যায়গো সুহৃদ।পালিয়ে বাঁচি।
এটা কি আমার কোন পোস্টের জন্য । অনেক লিখা খুব বেশী
বাছ বিচার না করে পোস্ট দিয়ে দেই । তাই আমার জন্য হলে
দয়া করে নীজগুনে মার্জনা করবেন । শুভেচ্ছা নিবেন ।

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর কথা কয়েছিগো
কেনো নাও কাঁধে;
এমনিতে অগাবগা
কই মোরে সাধে?

৪৮| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

ডঃ এম এ আলী বলেছেন: বলি যে তোমায়
এ জগতে হায়
অগামগা আরো আছে
মোকে নাও তব লগে ।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমা নাম এই বলে খ্যাত হোক
তুমি সেরাদেরই লোক।:)

৪৯| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:




ফুলচন্দন পড়ুক তব মুখে
থাক যেন তুমি মহা সুখে
তুমি হও সেরা কুলমনি
সর্বত্র তাই যেন শুনি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেরা বলেই সেরা তোমার বাচন
শুনেই মনে ভালো লাগার নাচন;

দেব কি আর,তেমন কিছু নেইতো
হও আলোকিত সদা,প্রাণের দোয়া এইতো।

৫০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



আলোকিত মন যে তোমার
তাই দ্যুতি ছড়ায় বারবার
এনেছিলে সাথে করে ছন্দ
কথায় পাওয়া যায় আনন্দ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া বেহুদাই
দ্যাও মোরে লজ্জা;
এমন করলে ফের
খেলবোনা ধ্যূৎ যা।

৫১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:



কি আর করা
ক্ষ্যান্তি দিয়ে বচনে
না হয় রইব
কিছু সময় সংগোপনে।

২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোইতো লাগছিলো
ক্যান দিলে ক্ষন্তি?
করেছিতো রঙঢঙ
আদতে নেই ক্লান্তি। =p~ :P

৫২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩২

রাবেয়া রাহীম বলেছেন: বাবার আদর আল্লহাদে ঘিরে থাকা অবুঝ খোকাটি হঠাত বাবা হারানোর ব্যাথায় স্তব্ধ মুখটি কি ভীষণ ভাবে ফুটিয়ে তুলেছ ছড়ার কথায় সহজিয়াভাবে , তারপর বাবা-মা হারা খোকাটি রুড় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজ বীরপরুষ !

অবুঝ খোকাটি কঠিন বাস্তবতা মোকাবেলা করে বীরপুরুষে পরিণত হউয়ার বর্ণনা ছড়ায় সহজভাবে ধরা কঠিন কাজটি নিপুন ভাবেই করেছ তুমি। এটাই তোমার ছড়া ডাবল ষ্ট্যাণ্ডার্ড । যে কারনে তোমার ছড়া পড়ার সময় কোথাও থামতে হয় না। এক বারেই পড়ে ফেলি।
ভাল থেকো সব সময় । আনন্দে থেকো বীরপুরুষ খোকা । অনেক শুভ কামনা ।

২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোকা আর নেই খোকা
হলো পরিণত;
আজকাল সবি সয়
আঘাত আসে যত।

বাবার সে প্রিয় খোকা
আজ পুরো যোদ্ধা;
কমেন্টে দিল খোশ
মেনি মেনি শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.