নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

শায়মাপু অওর গেমু কা দুখ ভারি কাহানি (প্রসঙ্গ \'\'প্রবাসে গুণীজন\'\' এর আত্মপ্রকাশ)

১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪২



ফিরে দেখা ইতিহাসঃ

প্রিয় ব্লগার ''গিয়াস লিটন'' ২ (থুক্কু লেখক)পোষ্ট এ
কি করি আজ ভেবে না পাইঃ
লোকে যত হোক খুশী
দিক যত লাফঝাফ;
মোর চাই ফার্স্ট কপি
সাথে মাস্ট অটোগ্রাফ।

২. ১১ ই মে, ২০১৬ রাত ১০:০২ ১
শায়মা বলেছেন: ফার্স্ট কপি তুমি নেবে?
আহা কত আল্লাদ!
মরে যাই মরে যাই
সখ দেখে, দেখে সাধ!

ফার্স্ট কপি অলরেডি
এসেছেন চলে,
কার হাতে বলো দেখি
কে দেয় বলে!

হা হা হি হি হো হো ভায়া
বোকারাম হদ্দ
পাবে নাকো ফার্স্ট পিস
যত লেখো পদ্য!

১২. ১২ ই মে, ২০১৬ সকাল ৯:০৪ ১
গেম চেঞ্জার বলেছেন: ফার্স্ট কপি নিয়া টানা হ্যাচড়া করবার কি দরকার? ঐটা তো আমার। B-)) B-)) B-))

২০. ১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩৫ ২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা , গেম , কি করি
তুলিয়াছেন তর্ক !
যা দেখে হয়ে আছি
সদা সতর্ক !

ফার্স্ট কপি কে পেয়েছে ?
অনেকেই সরব
এখানেই কবি কিন্তু
রহিয়াছে নিরব ।




মোর কথাঃ
হা হা হো হো খিক খিক
হেসে খাই গড়াগড়ি;
গেমু কাঁদে মাথা ঠুকে
শায়মাপু,,,ভেরি সরি।

আগেইতো কয়েছিনু
ফার্স্ট কপি আমারি;
কেবা শুনে কার কথা
ব্যস,শুরু চামারি।

গেমু-আপু দুজনেরি
আজাইরা ক্যাঁচালে;
আমি বাপু সিধেসাদা
নেই অত প্যাঁচালে।

কথা কই সিধা সিধা
সাফ সদা জবানে;
যা যা কমু,করি তা-ই
প্রমানে কথা ক'বানে।

কার কত হৃদ্যতা
লিটনের পাল্লায়;
দেখলেতো গভীরতা?
মান রাখে আল্লায়।

লিটনের অভিধানে
আমি সদা ফার্স্ট পেজে;
যতই ভুলাও তারে
রঙে ঢঙে সেজেগুজে।

আহা আপু কাঁদো ক্যান
মোটে ভেঙ্গে পড়োনা;
লিটনদা তোমাদেরো
করেছেন করুনা।

সেকেন্ড গার্লটি তুমি
গেমু হেথা থার্ড বয়;
ঘাট হলো রেষারেষি
গুঁতোগুঁতি আর নয়।

চকচকা প্রচ্ছদে
ঝকঝকে লেখনি;
পড়েছ কি বইখানা?
কিছুইতো শেখনি!!

গুণীজন হতে হলে
প্রজ্ঞাটা চাই আগে;
হবেনা তা অর্জন
হিংসে বা ক্ষোভে রাগে।

লেকচারে লাভ নেই
জানি কমবেনা জ্বালা;
হেরে গেছ দুজনেই
হয়ে গেছে ফয়সালা।

কেস হলো ডিসমিস
হও এবার শান্ত;
পরাজয় মেনে নিয়ে
রণে দ্যাও ক্ষান্ত।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০১

নাইক্যডিয়া বলেছেন: =p~ =p~

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাঠেতে কৃতজ্ঞতা
দিলে বেশ ইমো;
আমিও দিলাম তাই
কমেন্ট কি দিমু।;):)

২| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১১

সিকদার বাড়ীর পোলা বলেছেন: তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ পাইতেছি,
পোষ্ট পর্যবেক্ষনে রাখলাম। :D

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যুদ্ধতো শেষই কবে
মিছে যত বিষলীলা;
জয়ী আমি,হারে তারা
লিটনদার ফয়সালা।;)

৩| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৯

সচেতনহ্যাপী বলেছেন: দেশের পরিস্থিতির মতই।। এদকে গেলে পাকতে পাঠানো ওদিকে গেলে চুশিল।। সো চুপচাপ।।

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রমানতো পেয়েছই
কে সত্যের দলে?
তবে আর দেরী কেন
ত্বরা এসো চলে।:):)

৪| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:২৫

বাঁকখালির বাঁকে বলেছেন: শায়মা বলেছেন: ফার্স্ট কপি তুমি নেবে?
আহা কত আল্লাদ!
মরে যাই মরে যাই
সখ দেখে, দেখে সাধ!

ফার্স্ট কপি অলরেডি
এসেছেন চলে,
কার হাতে বলো দেখি
কে দেয় বলে!

হা হা হি হি হো হো ভায়া
বোকারাম হদ্দ
পাবে নাকো ফার্স্ট পিস
যত লেখো পদ্য!

কারটা সত্য?

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সারারাত শোনালুম
রামায়ন গাঁথা;
সকালেতে একি কও
সীতা কার পিতা !?!:(

৫| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৩১

হুমম্‌ বলেছেন: +++++++++++++++++
=p~ :D B-)

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামটি তোমার দারুন হে
প্রপিখানাও বেশ;
বাল্বের আলোয় চকচকা বেল
তিনটি মোটে কেশ। :D

৬| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৬

নাইক্যডিয়া বলেছেন: বাপ্রে বাপ,মন্তব্য কর্তে কত প্যারা?
মিনিমাম ১ঘন্টা লাগে। X( X((

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুইদিন ধরে বাপু
নয়া এক ফিৎনা;
নেই কারো ভ্রুক্ষেপ
মডুরা,,,এ ঠিক না। B:-/ /:)

৭| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৬

নাইক্যডিয়া বলেছেন: বাপ্রে বাপ,মন্তব্য কর্তে কত প্যারা?
মিনিমাম ১ঘন্টা লাগে। X( X((

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বেশ হলো ইকো
কথা নয় ফেকও

৮| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫০

দইজ্জার তুআন বলেছেন: আহা আপু কাঁদো ক্যান
মোটে ভেঙ্গে পড়োনা;
লিটনদা তোমাদেরো
করেছেন করুনা।

খাইছেরে,
আগুনে ঘি ঢাললো কি করি

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশ,,,ভায়া আস্তে
দেয়ালেরো আছে কান;
ডরে ডরে আছি লিখে
ঘাড় বুঝি মটকান। :( :||

৯| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫১

দইজ্জার তুআন বলেছেন: আপু আর গেম গেলো কৈ?

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেমু গেছে ডেটিংএ
আপু কামে ব্যস্ত;
তোমার অত জ্বলে ক্যান
তুমি মহা প্যাঁচতো? :P

১০| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৮

হুমম্‌ বলেছেন: দইজ্জার তুআন বলেছেন: আপু আর গেম গেলো কৈ?

তাইতো?
গেলো কৈ?

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধীরে ভায়া,সাবেরূন
এই তারা এলো বলে;
বুঝনা ক্যা কষ্টেতে
প্রাণ হ্যাগো যায় জ্বলে। :-B

১১| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৯

হুমম্‌ বলেছেন: কবিও দেখি হাওয়া?

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না ভায়া হাওয়া নয়
লিটনদা ডেকেছিলো;
আদরেতে ঘরে নিয়ে
কত কিছু খেতে দিলো................


১২| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:০১

দইজ্জার তুআন বলেছেন: @হুমম্‌ঃ কি করি মনে হয় আপুর ডরে পলাইছে :D

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফের এসে দেখালুম
কে প্রকৃত বীর;
এ শর্মা ডরেনাকো
সদা উঁচা শির।

ডরাইছে গেমু চাঁদু
লুকিয়েছে খাট তলে;
আর আপু গেছে মুর্ছা
কেঁদেকেটে নাকে জলে। B-)

১৩| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০১

মিঃ অলিম্পিক বলেছেন: এক কথার দারুন.....

১১ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টি পেয়ে ভায়া
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদয়ে দাগ কাটলো।:)

১৪| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই তবে ঘটনা
মিছে নয় রটনা
ফার্স্ট কপি পেয়ে দেখি
মাটিতে পা পড়ে না! ;)

বুঝেছি তোমায় বাসে ভাল
লিটনদা সবচে বেশী
আমরা পাইনা তায় আবার
কেন খোঁচাখুচি!

ভালবাসা পেলে দিতে হয়
ভালবাসা দিতেো হয
বন্ধুত্বে ফার্স্ট সেকেন্ড
গোনা ভাল নয় ;)

১১ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে ছি ছি কি যে কও
পা আছে মাটিতেই;
ডানা নেই উড়বো যে
মজা পাই হাঁটিতেই।

জানোইতো মোর সনে
লিটনদার সখ্যতা;
তাই দেখে হিংসেতে
করে আপু পক্ষতা।

শেষ নেই কূট চালে
কত ষড়যন্ত্র;
বাদ নেই কোন কিছু
কালা জাদু মন্ত্র।

বান মেরে,ভুডু করে
ধরাতে চায় ফাটল;
লাভ নেই,মোরা দরো
একতায় অটল।

আর কত সয়া যায়
এইসব হীনতা;
আপু আর নেই আপু
জুস্‌ যেনো চিরতা।

তুমিই কওনা ভায়া
পোষ্ট ছাড়া কি উপায়?
গেমুটা যা হিংস্র না
কবে না ধরে কোপায়।

উপায় আর না দেখে
পোষ্ট দিয়ে জানালুম;
তুমি দেখি মহা বিজি
রামপালে হালুম হালুম।

১৫| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪১

পবন সরকার বলেছেন: লাস্টে এসে ফার্স্ট কপি
এটা কি আর হয় ভাই
শেষে এলে শেষ কপি
এটা সবাই জানি তাই।

পোষ্টটা যাই হোক
মজা কিন্তু কম না
এর চেয়ে মজা নাই
যতই ঘোরো রমনা।

১১ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাস্ট ফার্স্ট ইস্যূ নয়
ইস্যূ হলো কেগো খাস?
সে কথাই পোষ্ট দিয়ে
তোমাদেরে করি ফাঁস।

আহা ভায়া কি শুনালে
সেদিনগুলো রমনার;
মধুমাখা ডেট স্মৃতি
প্রেম নদী যমুনার।

সে সুমধুর,স্তব্ধ দুপুর
ভার্সিটি পলায়ন;
মনে ভাবিলাম আরকি কখনো
ফিরে পাবো সে জীবন। B:-) |-) :(

১৬| ১১ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হয়েছে ভাইয়া

ছড়া দিতে চাইছিলাম কিন্তু নেট ভালা না পচা
আর সময়ও কিপটা :(

১১ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুইদিন ধরে বাপু
কি যে হলো নেট এ?
কমেন্ট বা পোষ্টিং
সবি আসে লেট এ।

১৭| ১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

শায়মা বলেছেন:

ওলে ওলে ভালো ছেলে
কিচ্ছুতো বোঝে না
যে যা বলে তাতে ভোলে
আসলটা খোঁজে না।

লিটুভায়া চুপি চুপি
করেছিলো ফোনটা
বলে দিলো কানে কানে
বলবে সে কোনটা।

বললো সে হেসে হেসে
তেরা মেরা কাহানী
না দিলে এ গাধাটাকে
করবে যে বাহানী।

তাই তো সে তোমাকে যে
লিখে দিলো ফার্স্ট বই
ফার্স্টেরও বাবা আছে
সেই কথা আছে কই?

হা হা হা হা কি যে ভায়া
ছেলেভুলা গল্প
তাই জেনে এত খুশি
খুশি হও অল্প।

আমি ফার্স্ট দেন গেমু
আসলে কে লাড্ডা
ভেবে নাও এইবেলা
কপালডা ফাড্ডা।

রঙে ঢঙে সাজি বটে
সেটা বড় দরকারী
তাই বলে গাধা হয়ে
তোর মত জোকারি!

হিহি ভায়া সোনামনি
নাচো আরও ধেই ধেই
একা একা ব্যাঙ লাফ
আর কাঁদো ভেই ভেই!!!!!!!

১১ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ্যাও দ্যাও মনে বুঝ
যত মিছে শান্তনা;
এইসবে মোর মান
হবে কভু ম্লানতো না।

শেয়ালের তরে সদা
আঙ্গুর ফল টক;
চাইনে চাইনে বলে
লোভে চোখ চকচক।

ফার্স্ট প্রিন্ট,ফার্স্ট কপি
ঘরে মোর পায় শোভা;
তারও নাকি বাবা আছে
বিষম খেয়ে হই বোবা।

বোকামীরও সীমা আছে
এতো দেখি তারও নানী;
লোকে পড়ে হেসে খুন
আজেবাজে কানাকানি।

কোনমতে মিছে কয়ে
লোকমুখে দেই ঠেক;
আর বাপু লোক হাসিয়ে
করোনাকো মিসটেক।

১৮| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২০

গেম চেঞ্জার বলেছেন:


একটা কথা কই ওরে পাগলু,
ভাইটি আমার গুল্লু গাল্লু

১১ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক'রে গেমু মন খুলে
দুঃখটারে যা ভোলে।

১৯| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২২

গেম চেঞ্জার বলেছেন:


একটা কথা কই ওরে পাগলু,
ভাইটি আমার গুল্লু গাল্লু B-)

শোন, ছোটদের দিতে হয় ছাঁড়,
না হলে কান্দে তারা আর খায় খালি আছাড়,
পরিমরি করি ছুটে
কিছুই পায়না মোটে,
আসলে নতুন শিশু, তাকে দিতে হয় স্থান,
বলিয়া গেছেন যিশু, তাইলে পাবে মান।

এক বইয়ে এত লাফা এত দৌড় এত হাটা এত হাঁটি???
শুনলে দেখবি, মেপে মেপে ভাবি দিবে বাড়ি ঝাঁটি।
টিঙটিঙে রোগা এমনিতেই,
লাঠির বাড়ি পিঠে পড়লে অক্কা পাবেই পাবেই।
সাবধান জেসন তাই,
বেশ লাফাস না ভাই। ;) ;) ;)

১১ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোরাইতো লাফালি
তোরা দেস উপদেশ;
কথা সব তোদেরি
আমি শুধু দিনু ঠ্যাস। :P

বুঝি তগো জ্বালারে
অপমান সয়না;
আমি কই ভুলে যারে
করি ভাব আয় না।

হয়েছিস থার্ড তুই
ইটস্‌ নট এ জোক;
মেনি মেনি কংগ্রাটস্‌
ধর খারে কোক।:)

২০| ১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: বাহ! বাহ! অসাধরন লাগল ভাই ।

১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার লিখার কাছে
আমি অতি তুচ্ছ;
মনে হয় নিজেরেই
সারমেয় পুচ্ছ।:(

২১| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬

গেম চেঞ্জার বলেছেন: কোকের লগে ঐডা কিডা? তোর গফ নাকি? B-))

১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোক খেয়ে আজকাল
করছিস মাতলামী?
নাকি সব জেনে বুঝে
রঙঢঙ ভন্ডামী??

ভুলে গেলি মাইয়াডা
তোর প্রিয় কইতরি;
মিস পায়রা নামে আজ
শহরের নিশিপরী।

বুঝি বুঝি তর দুখ
কলজেটা যায় ছিড়ে;
ভুলে যারে ভুলে যা
জীবনে কত পাবিরে।

২২| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: ২১. ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬ ০
গেম চেঞ্জার বলেছেন: কোকের লগে ঐডা কিডা? তোর গফ নাকি? B-))


গেমুভায়া তুমি এত
বোকা কেনো বুঝি না
ইনি কোকো ডান্সার
মোট্টেও সুজি না।


নেচে গেয়ে রঙ্গে ঢঙ্গে
সেজে গুজে মাঞ্জা
ভাইয়াকে কোক বলে
খাওয়ায় সে গাঞ্জা।

গাঁজা খেয়ে লেখে ভায়া
গাঁজাখুরি কবিতা
রহিমার মাকে বলে
এসো মোর ববিতা।

১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখ আপু সুবা সুবা
মুডখানা ভালোনা;
পিন মারা কথা কয়ে
মুখ মোর খোল না।

ফিল্ম দেখে ''শরাবী''
মনে জাগে সাধ;
নিজরুমে খুকি সেজে
ড্রেস পরে আধ।

মাতলামো পার্ট করে
আয়নার সামনে;
কইবোনা কোনদিন
যত কও নাম নে।

যদি কই ভুল করে
কভু মুখ ফসকে;
লোকে ক'বে গাল দিয়ে
বল তোর বস কে?

কোন মুখে সম্মুখে
কমু তার নাম;
আপুনির নাম ক'লে
র'বে কি মোর দাম??

২৩| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
,
‘’শায়মাপু অওর গেমু কা
দুখ ভারি কাহানি’’
এসব বলে কেন একে করছো
অন্যের মানহানী ?

তুমি আমার পেয়ারের লোক ,
গেমুও কি কম ?
শায়মাকেও লাভ করি,
যা বর্ণনায় অক্ষম !

তোমরাও আমায় লাভ
কর বড়ই অতিরিক্ত
প্রতিদান কি দেব তার
আমি বড়ই রিক্ত ।

তোমাদের লাভ’এ আমি
বরাবরই শিক্ত
ভাবলে আমার মন ভরে যায়,
চঞ্চল হয় চিত্ত ।

তোমাদের বুদ্ধির কাঠামোটার
দুর্বল কি ভৌত ?
তিন জন কি ফার্স্ট হয়না
একসাথে যৌথ ?

তিন জনকেই ভাল বাসি ,
তিন জনই মোর খাস
তিন জনেই করে আমার
এই হৃদে বসবাস ।

আমায় নিয়ে পোস্ট দিয়ে
করেছো মোরে ধন্য
অনেক অনেক শুভ কামনা
কি করি ভাই’র জন্য ।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেরি ভেরি সরি ভায়া
কথা কাঠখোট্টা;
নো মোর শেয়ারিং
দিল মেরা ছোট্টা।

কমপিট করে তাগো
হয়েছিনু ফার্স্ট;
তাও করে খোঁচাখুঁচি
হনু মহা বার্স্ট।

আমিওতো মানুষই
কাহাতক সইবো?
কেনো মিছে হ্যাগো কাছে
ছোট হয়ে রইবো??

যদি তারা স্বীকারেতে
ঘোষে মোরে প্রথম;
তবেই তা হবে শেয়ার
লড়াই হবে খতম

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: খুবই মজাদার এক পোস্ট পড়লাম আর অকুতোভয় ছড়াকারদের লড়াই দেখে মুগ্ধ হ'লাম। দিন শেষে লিটন এর শান্তিপূর্ণ সমাধানে স্বস্তি পেলাম। তবে অপর সেরা ছড়াকার প্রামানিক এর অনুপস্থিতি লক্ষ্য করলাম। হয়তো সে সময়টাতে তিনি অসুস্থ ছিলেন, তাই। আশা রাখি, এখনো হয়তো কোথাও এ পোস্টটার লিঙ্ক পেয়ে এখানে এসে তিনি তার কয়েকটা গোলা ছুঁড়ে যাবেন।

২৫| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনি তাহলে ইমরান হাসান জেসন।
এতদিন জানতুম না।
যাক আজকে আপনার নাম জেনে ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.