নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
মূল পোষ্টঃ রম্য পোস্টঃ সামুর ব্লগাররা যদি তাদের প্রিয় মানুষকে প্রপোজ করতেন তাহলে কি বলতেন আসেন তার কিছু নমুনা দেখি
কিল্লিগা ভাই প্রেমের ফাঁদে
আমায় নিয়া টানাটানি;
আজান দিয়া জানান দিলা
প্রপোজ করার কায়দাখানি।
এ জীবনে নারীর সনে
হয়নি কভু সখ্যতা;
কইতে কথা শ'বার ঘামি
নেইকো তোমার দক্ষতা।
চায়না কি আর সাধটি বলো
মার খেয়েছি খোমায়;
যেই দেখেছে অম্নি তারা
যায়রে সিধা কোমায়।
পথেঘাটে,বাসে-ট্রামে
ডানে বামে দোতলা;
ছিঁচকে মনটা মোর
নারী দেখেই উতলা।
যারে দেখি ভালো লাগে
সে-ই মোর জান;
প্রপোজেতে গেলে উঠে
হাঁপানীর টান।
সাথে আছে বোনাসটি
জনমের তোতলানী;
দু'লাইন কইতে মোর
লাগে প্রায় সারাদিনি।
কার অত আছে বলো
সময় বা ধৈর্য্য;
প্রেম বিনে আমি এক
পঁচা বাসি বর্জ্য।
এক বুক প্রেম নিয়ে
হৃদয়েতে হাহাকার;
বসে আছি পথো চেয়ে
পাবো গলে মালা কার?
প্রেমহীন জীবনের
এই মোর ইতিহাস;
খোটা মেরে নুন ডলে
খুব দিলে ব্লগে বাঁশ।
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পঁচালো যে কবি মোরে
মিছে কয়ে ডাহা;
তাই দেখে এত হাসি
হা হা হি হি হা হা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১০
নোমান প্রধান বলেছেন: মজাএ বেশ
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন ভেঙ্গে দিলো কবি
খোটা মেরে তাজা তাজা;
তুমি হে কেমন ভায়া
তাই দেখে পাও মজা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমের ফাঁদ পাতা ভুবনে!
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিই কেবল বুঝলে ভায়া
প্রিয় সুহৃদ সাধু;
অন্তরে তার বিষটি মাখা
মুখেই যত্ত মধু।
৪| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:
"কবি" বলে প্রথমেই
দিলে বাঁশ ঢলা,
কার সাথে এই নিয়ে
করেছিলে শলা?
তুমি আজো খালি আছো
আমি কি তা জানি,
আশেপাশে শুনি সদা
কতো কানাকানি!
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খাইনি চোখের মাথা
সদা রাখি সাবধানে;
তুমি মোর ভাব গুরু
এই ব্লগে সবে জানে।
মোর নেই তোমা যেথা
হিরো হিরো চেহারা;
খালি তব থাকবই
মরুভূমি সাহারা।
সব কিছু জেনে ঠিকি
দিলে চামে খোটা;
কানাকানি আর কিবা
সবি জেনো ঝুটা।
৫| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা, হা,,, মজা পেলুম
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি পেনু বাঁশ আর
তুমি পেলে মজা?
জানিনে দিচ্ছ কোন
জনমের সাজা?
৬| ১৪ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৭
দইজ্জার তুআন বলেছেন: কি করির রাসলীলা আমিই জানি সঅঅব
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৭| ১৪ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৮
দইজ্জার তুআন বলেছেন: কমু নাকিরে???
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৮| ১৪ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৫
বাঁকখালির বাঁকে বলেছেন: মজার পোষ্ট
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৯| ১৪ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৬
বাঁকখালির বাঁকে বলেছেন: এক বুক প্রেম নিয়ে
হৃদয়েতে হাহাকার;
বসে আছি পথো চেয়ে
পাবো গলে মালা কার?
আহারে,কবির দুঃখ স্পর্শ করেছে
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১০| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০১
নাইক্যডিয়া বলেছেন: এ জীবনে নারীর সনে
হয়নি কভু সখ্যতা;
কইতে কথা শ'বার ঘামি
নেইকো তোমার দক্ষতা।
আপনার লিখায় কিন্তু মোটেই তা মনে হয়না
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১১| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৩
নাইক্যডিয়া বলেছেন: বরাবরের মতনই ছন্দময় পোষ্ট।
ভালো লাগা জানিয়ে গেলাম।
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১২| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৭
সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: এক বুক প্রেম নিয়ে
হৃদয়েতে হাহাকার;
বসে আছি পথো চেয়ে
পাবো গলে মালা কার?
আহারে,কবির দুঃখ স্পর্শ করেছে
হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৮
সিকদার বাড়ীর পোলা বলেছেন: দইজ্জার তুআন বলেছেন: কি করির রাসলীলা আমিই জানি সঅঅব
কৈয়া ফালান্না ভাই,,,,,,,,,বুকটা ইট্টু হাল্কা করেন
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১৪| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৭
হুমম্ বলেছেন: দুজনেই আমার প্রিয় ছড়াকার।
জমজমাট কবি লড়াইর প্রত্যাশায় রইলাম..............
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১৫| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৯
হুমম্ বলেছেন: সিকদার বাড়ীর পোলা বলেছেন: দইজ্জার তুআন বলেছেন: কি করির রাসলীলা আমিই জানি সঅঅব
কৈয়া ফালান্না ভাই,,,,,,,,,বুকটা ইট্টু হাল্কা করেন
++++++++++++++++
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১৬| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৪
দইজ্জার তুআন বলেছেন: পোষ্ট দিয়া কবি গেলো কই?
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১৭| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৫
দইজ্জার তুআন বলেছেন: শায়মা আপা ভৃগুদাও দেখি হাওয়া
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১৮| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯
সিকদার বাড়ীর পোলা বলেছেন: দইজ্জার তুআন বলেছেন: পোষ্ট দিয়া কবি গেলো কই?
তাইতো?গেলো কৈ?
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১৯| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: জব্বর হইছে কাব্য খানা ।
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি লিখেছি অগবাগা
সে কি ছাই কম জানি?
২০| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: জব্বর হইছে কাব্য খানা ।
প্রেমে পড়ে হাবাডুবু চলছে নাকি ভায়া ।
তবে কবিতা মজার হইছে ।
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাবুডুবু দুরে থাক
পাইনি প্রেমের ছোঁয়া;
উল্টো শামীম ভায়া
দিলো চামে ঠোঁয়া।
২১| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:
শুনেছি তোমার নাকি
প্রেম আছে দুইটা,
লিটন আর ভৃগু ভাই
দিয়েছে সে সুঁই'টা!
১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোলাপানে এই জ্বালা
ত্বরা তারা পাকেনা;
তোমারও যে একি হাল
পেটে কথা থাকেনা।
বললো কি,বুঝলে কি?
কথা গেলো উলটে;
পোলাপানে খাস কথা
কয়াটাই ভুলটে।
ভালোবাসি দুজনারে
বাসবো আজন্ম;
একজন রাজকবি,অন্যে
প্রিন্স অব রম্য।
২২| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৪
শেয়াল বলেছেন: খিকজ
১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসো হাসো আরো বেশি
যেই পড়েছি গর্তে;
শেয়াল কি সাধে তুমি?
বাঁশ দ্যাও বিনা শর্তে।
২৩| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
কি করি ভাই বিরাট প্রেমিক
তার কাছে ফেল এরশাদ
আমার কাছে ছাড়ছে বাণী
প্রেম ছাড়া লাইফ বরবাদ !
কথা কিন্তু বেরোয় না তার
বোম মারলেও পেটে
সকাল দুপুর দাড়িয়ে থাকে
গার্লস কলেজের গেটে ।
কি করি সাইফুল্লাহ
হরিহর আত্মা
আমাদের বন্ধু বলে
দিতইনা পাত্তা ।
একজন অন্যকে দিত
কলেজ গেটে সংগ
মেয়েদের রুপ লাবন্যে
পেতো বড়ই রঙ্গ ।
এখন একে হয়ে আছে
অন্যের চোখের বালি
এমন তো হবেই ভায়া
যখন এক ফুল দুই মালী ।
একজন অন্যকে দেখে
মারতে যায় ছুটি
আমরা দূর থেকে দেখে
শুধুই মজা লুটি ।
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজীবনি এ আমারে
বুঝে গেলে ভুলটা;
পাইনিকো কভু ছাড়
ভুলে এক চুলটা।
নোট আনতে গিয়েছিনু
শেফালীর কাছে;
শামীমকে নিয়েছিনু
কেউ ভুল বুঝে পাছে।
জানতুম নাকি ছাই
খাবো বুকে তীরও;
সে শামীম হয়ে গেলো
বন্ধু বেইমান ছবির হিরো।
শেফালীরে দেয় চিঠি
পথে করে ডিসটার্ব;
হুমকি দেয় এসিডের
কত ডেয়ারিং নার্ভ !!!
একদিন রাস্তায়
জোর করে খায় চুমা;
দেখে ফেলে আদরের
ছোট বোন রুমা ঝুমা।
তিনজনে মিলে এসে
বিচার দেয় বাবারে;
হুমকি দেয় ঘটনাটি
কয়ে দেবে সবারে।
রেফারেন্স দিয়ে কয়
সে নাকি মোর দোস্ত;
ব্যাস,আর যায় কোথা
বাবা ছাড়ালো চাম-গোস্ত।
হার-গোশ এক করে
খবর দিলো থানাতে;
আমারেও সঁপে দিলো
শামীমরে আনাতে।
চান্দু কি আছে আর?
বেমালুম হাওয়া;
সহযোগী কয়ে তার
দিলো মোরে ধাওয়া।
আমি ভাই রোগা-শোকা
নিমিষেই কট;
ইভটিজ মামলায়
দিলো ফটাফট।
রিমান্ডে নিয়ে মোরে
সেকি মার মারলো;
সেদ্ধডিম,রড,বাঁশ
সবি ......... গাড়লো।
জেলে ছিনু ছয়মাস
কনডেম সেলে;
এই মোটে গতমাসে
বেরুলাম বেলে।
কি যে কমু দুখকথা
মনে সেকি গোসসা;
ব্যাথা উঠে গিঁটে গিঁটে
পূর্ণিমা আমাবশ্যা।
খোদা তরে প্রার্থনা
হে রাহমান দয়াময়;
শামীমের মত দোস্ত
এ জীবনে আর নয়।
ভায়া তুমি খাস বলে
কই কথা মন খুলে;
প্লিজ ভায়া বলোনাকো
কাউরে তা মন ভুলে।
দমবোনা আমি কভু
করবো ঠিক মামলা;
হে শামীম,বেঈমান
এইবারে সামলা।
২৪| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:
লিটন ভাই আমি তার
সব কিছু জানি,
শোনো তবে আজ তার
নতুন কাহিনী!
হক কথা কভু আমি
কাউরে কি কইছি,
এ মনের সব ব্যথা
নীরবেই সইছি।
আজ মুখ খুলে আমি
বলে দিবো সবি,
মোর নামে ফাঁদা যতো
কথা আজগুবি!
শেফালিরে সেই দিন
কে করেছে টিজ?
নিজ দোষ মোর ঘাড়ে
তুমি সেই চিজ।
তোমাকে বাঁচাতে গিয়ে
গেনু আমি জেলে,
এতো তাড়াতাড়ি সেটা
গিয়েছো কি ভুলে?
লিটনের দয়া তাই
পেয়েছিনু ছাড়া,
সেই দুঃখে তোমার আজ
চোখ ছানাবড়া!
অতি দুঃখে করেছি আজ
তোমার গোমর ফাঁস,
'চান্দু' এতো কি সহজ
মোরে দেওয়া বাঁশ?
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে মলাম আমি
মিছা কারে কয়!!!
খুন-ই বুঝি করে মোরে
লাগে মনে ভয়।
জেলমেল খেটে এনু
গায়ে নিয়ে হুলিয়া;
চামড়া কি এত মোটা
কি করে যাও ভুলিয়া!!!
নামজাদা লোক হবো
ছিলো মনে সাধ;
জীবনটা নিমিষেই
দিলে বরবাদ।
সমাজেতে আজ আমি
জেল খাটা আসামী;
লোকে পিছে ফেলে থুক
দেখে উঠে ছমছমি।
এতো গেলো মোর কথা
আহারে পোড়া কপালী;
গুমরে গুমরে মরে
অভাগী সে শেফালী।
ভারী পেটখানি নিয়ে
তেতুলের টকে;
পায়না ভেবে কি করে
এভাবে কেউ ঠকে??
পাড়াজুড়ে পরে ঢি ঢি
ছি ছি করে লোকে;
এতটুকু খারাপ কি
লাগেনা তোমা বুকে??
২৫| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগ সার্চম্যান বলেছেন:
জব্বর হইছে কাব্য খানা ।
প্রেমে পড়ে হাবাডুবু চলছে নাকি ভায়া ।
তবে কবিতা মজার হইছে ।
সহমত ।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেশইত্যা ফুয়া তুঁই
ন বুজিলা দুক;
শামীম্যা ছল গরি
ভাঁই দিয়ে বুক।
২৬| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন:
এক বুক প্রেম নিয়ে
হৃদয়েতে হাহাকার;
বসে আছি পথো চেয়ে
পাবো গলে মালা কার?
প্রেমহীন জীবনের
এই মোর ইতিহাস;
খোটা মেরে নুন ডলে
খুব দিলে ব্লগে বাঁশ। -----------
----------- আহা -------------
হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ!!!!
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সহজ কথা ক্যামনে তুমি কহ যে
সহজ কথা যায়না বলা সহজে।
সখী, ভাবনা কাহারে বলে ।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয় !
সে কি কেবলই যাতনাময় ।
২৭| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আহা!!! খাঁসা!!!
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বঙ্গ তুমি রঙ্গ করে
কইলেতো বেশ খাসা;
কইতে পারো,মিলবে কবে
সলিড ভালোবাসা?
২৮| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৪
শায়মা বলেছেন: আহা ভায়া কত দুখ
কত মিছা বাহানী
যদি বকো বেশি বেশি
বলে দেবো কাহানী।
দেশী মেশী ককেশাসী
চীনা মিনা টিনারা
কোনোখানে আছে বাকী
কোনো দেশী তিনারা!!!!!
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে কও অঙবঙ
বুঝিনাতো কিছু ছাই;
ইয়ে মানে...লাগবে কি
বলো কি কি খেতে চাই?
লাগবে কি ফ্লেক্সি বা
শাড়ী চুড়ি গহনা;
কভু ভারি রাগ লাগে
কিছুইতো কহনা।
২৯| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৭
সোহাগ সকাল বলেছেন: আমি এই পোস্টে দুপুরে কমেন্ট করেছিলাম। কিন্তু কি আশ্চর্য! কমেন্ট খুঁজে পাচ্ছি না! বুঝতে পারছি না কিছু।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: করেছ আরেকটিতে
পোষ্ট 'প্রিয় ব্লগারে';
ছেলেটার কান্ডেতে
মায়া লাগে আহারে।
৩০| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:
আমি কিছু বল্লেই
হয়ে যায় রটনা,
শায়মা'পু বলে দিছে
সত্যি সে ঘটনা।
যতো করো লাফালাফি
সত্যিটা হলো ফাঁক,
ধরা তুমি খেয়ে গেছো
যত করো হাঁকডাক!
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আইছেন তিনি আজ
নিয়ে বক সাক্ষী;
হালুয়াতে ভনভন
শয়তান মাক্ষি।
কানেকানে কই শোন
ব্রেনে তার গ্যাসটিক;
উল্টো-পাল্টা বকে
মাথা তার নাই ঠিক।
৩১| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৮
গেম চেঞ্জার বলেছেন: কি মজার মিথ্যে কথা!!
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিওতো তাই কই
শামীমটা কয় মিছে;
হুদাহুদি সারা'খনি
লেগে আছে মোর পিছে।
৩২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪২
দিয়া আলম বলেছেন: যেই মানুষ করবেটা কি পায়না ভেবে
সে নাকি করবে প্রেম,
হাসতে হাসতে খিল পড়ে যায়
শেম শেম শেম শেম।
পুরুষ মানুষ হয়না এমন
কি করবে সব জানে,
এসব ছাড়ো পিছু কারো কেটে
পড়ো মানে মানে।
কি লিখেছো সেই পোস্টে
সব কিছুই আছে জানা,
রাখতে মান আমার টুকু
সেসব তাই বলতে মানা।
যখন তুমি করবে প্রোপজ
বঙ কোন ললনারে
বুঝবে সবাই এসব তোমার
করবে সবাই ছলনারে।
দিয়ার স্বপ্ন দিবালোকে
দেখছো বোকা ছেলে
দিয়া হলো একজনারি
দেবো তাকে পেলে।
এখন বলি আসল কথা
কান খুলে তা শোনো,
দিয়ার আছে রাজপু্ত্র
সেও ব্লগার জেনো।
রাজপুত্র আসলে ব্লগে
করবে তোমায় তাড়া
হুংকারে তার কাঁপে পাহাড়
হবে ছ্যাড়া ব্যড়া হিহিহিহিহিহিহ
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজপুত ডরিনাকো
ডরি স্রেফ আপুরে;
সে ছাড়া এ ভুবনে
নেই কেউ বাপুরে।
কি করে প্রপোজে নারী
দ্যাওনাগো কিছু টিপস্;
যত চাও এনে দেবো
চকোলেট কিবা চিপস্।
দেখা হলে আপুনিরে
কথা এক কয়ে দিও;
''কি করি কয়েছে তোমা
লাভিউ লাভিউ''।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৭
মিঃ অলিম্পিক বলেছেন: া হা হা হা---