নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন \'\'বিদ্রোহী ভৃগু\'\'

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫



মেঘে মেঘে আজি ভায়া
বেলা কম হলোনা;
তুমি বাপু আজো ইয়ং
সিক্রেট বলোনা।

যে নামেই থাকো তুমি
মিম কিবা ভৃগু;
হৃদয়েতে করো রাজ
কয়ে দিচ্ছিগো।

যত লিখি অগাবগা
সদা তুমি পাশে;
তোমার পালের টানে
মোর ভেলা ভাসে।

কবিদেরও কবি তুমি
এ ব্যপারে নো ডাউট;
গুরু মানে পাইকারি
রাজা-প্রজা,হক্ব-টাউট।

তোমার ছন্দ ত্রাসে
সদা থাকি ম্রিয়;
কি করে শুধাই কও
তুমি কত প্রিয়।

শুরু থেকে ব্লগে তুমি
বরাবরি যোদ্ধা;
অধমের বুকে নেই
ক্রিটিকের স্পর্ধা।

রাইটার্স ব্লকে ছাই
কলম আর চলেনা;
জ্যাম ধরে মগজেতে
ছড়া কথা বলেনা।

তাও এই শুভদিনে
ধরি মসি সাহসে;
পদধূলি যদি মেলে
অধমের পাপোষে।

বাজে বীন,বাজে ঢাক
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
ভৃগু, ''শুভ জন্মদিন''

এটুকুনি ক্ষেমতা
দিনু সব উজারি;
সামুর কৃষ্ণ তুমি
মোরা সব পূজারি।

মন্তব্য ৩৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: শুভ জন্মদিন বিদ্রোহী ভৃগু !:#P

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ভৃগু!

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


ব্লগার বিদ্রোহী ভৃগু'র জন্য অনেক শুভেচ্ছা রলো।
ব্লগিং জন্মদিবস, নাকি উনার আসল জন্মদিবস?

ব্লগার বিদ্রোহী ভৃগু রাজনীতি নিয়ে লিখতেন; হঠাৎ সাহিত্য বিভাগে চলে গেলেন, রাজনীতি কি ভুলে গেলেন?

৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: চমৎকার স্বর বৃত্তের প্রয়োগ.। অনেক ভাল লাগলো । শুভেচ্ছা রইলো।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,



কি করে শুভেচ্ছা জানাতে হবে আজ ভেবে না পাই । তাই আপনারটুকুই তুলে দিলুম বিদ্রোহীর জন্যে । নিজের লেখা নয় বলে ভৃগু যেন আবার বিদ্রোহ করে না বসেন ..... !!!!!!!

বাজে বীন,বাজে ঢাক
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
ভৃগু, ''শুভ জন্মদিন''।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সুমন কর বলেছেন: রাইটার্স ব্লকে ছাই
কলম আর চলেনা;
জ্যাম ধরে মগজেতে
ছড়া কথা বলেনা।
--- ছড়া কথা না বললে হবে !!

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো বিদ্রোহী ভৃগু-কে !!

৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সাহসী সন্তান বলেছেন: ভৃগু ভাইরে জন্মদিনের শুভেচ্ছা! আর আপনাকে ধন্যবাদ চমৎকার ছড়ার মাধ্যমে সেটা উপস্থাপন করার জন্য!

ইয়ে গাজী ভাইয়ের প্রশ্নটা কিন্তু পুরো জাতির প্রশ্ন! ব্যাপারটা অনুসন্ধানের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হোক.... ;)

৮| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৩

বিলুনী বলেছেন: শুভ জন্ম দিনের শুভেচ্ছা ।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন ভৃগু দা। আরে জানতামই না আজ আপনার জন্মদিন। সরি আগে উইশ করিনি
িআর লেখা তো ফাটাফাটি হইছে কি করি ভাইয়া । খুব সুন্দর। প্লাস অবশ্যই না মাস্ট

১০| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১

পথহারা মানব বলেছেন: শুভ জন্মদিন বিদ্রোহী দাদা....ভাল কাটুক আগামীর দিনগুলো!!!

১১| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০১

বিলিয়ার রহমান বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ভৃগু!:):)

১২| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:

বাক্রুদ্ধ!!!! :) করে দিয়ে
জানালে শুভেচ্ছা
কি করি ভেবে না পাই
মনে কত ইচ্ছা :)

তুমি হলে ছড়া গুরু
ছন্দের যাদুকর
কেন মিছে শুভদিনে
দাও পাম ভরপুর ;)

হৃদয়ে রেখেছো জেনে
বড়ই আপ্লুত
জেনো, জানি সবে তোমা
অতিব মহত!

কোথা আর ছন্দ
তুমি বিহনে দেখো
সকলেই একাএকা
লড়াই-প্রেম সবই বন্ধ!

পাশে থাকো তাই আছি
ধূকে ধুকে টিকে
যোদ্ধা হলাম কই
পড়ে সকলেরই পিছে!

অজুহাত ছাড়ো ভায়া
করছি সবাই মিস
আবার ফেরো কলম খূলে
নইলে খাবো বিষ!

শুভদিনে শুভজনের
পেয়ে আশিষ
বুকে ঠাই সুহৃদের
নেই কোন আপোষ।

ছুঁয়ে গেল ডাক
বীন আর ঢাক
ভালবাসা নিও
এমনই পাশে থেকো।

তোমার ছড়ায়
হল -রঙিন এ দিন,
কৃষ্ণে কৃষ্ণ চিনে
সাপে চেনে বীন ;)

প্রভু তরে কামনা
এ শুভ ক্ষনে
সকল ভাল যেন
হয় তোমা সনে।।

@ সবাইকে অন্তরের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন :)

জন্মদিনে নিজের খেরোখাতায় লিখেছিলাম -
এবার ক্ষান্ত দাও প্রভু- মহাত্বন!

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুভ জন্মদিন... বিদ্রোহী ভৃগু!

ভালোবাসাময় ছড়া....
ধন্যবাদ... কী করি আজ ভেবে না পাই :)

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৫

ক্লে ডল বলেছেন:

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০১

রাবেয়া রাহীম বলেছেন:

১৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই-এর জন্মদিন আজ!!! অনেক অনেক দোয়া আর আমার একটা প্রিয় ফুলের ( ঝুমকো লতা) শুভেচ্ছা রইল!!!

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ জুনাপু, দিশেহারা রাজপুত্র

শুভেচ্ছা ও শুভকামনায় অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৥ চাঁদগাজি ভায়া ... হা হা হা

সন্দেহবাতিকগ্রস্থতা কিন্তু একটি রোগ ;)

এটা আসল জন্মদিনই :)

আর রাজনীত থেকে কবিতায় যা্ওয়াটা সময়ের ইতিহাসের ক্রান্তিকালের ইন্ডিকেটর হয়েই থাকবে;)

সবকিছু শেষে শুভকামনায় অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভাল থাকুন।

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৥ আহমেদ জিএ ভাই, সুমন দা

আনলিমিটেড ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অনেক অনেক আনন্দ পেলাম আপনাদের সকলের শুভকামনায় :)

কৃতজ্ঞতা কি করি ভাইর প্রতিও আনলিমিটেড.....:)

২০| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: শুভ জন্ম দিনে রইল অনেক অনেক শুভেচ্ছা ।
জীবন ফুলে ফলে আনন্দে ভরে উঠোক
আর হোক সমৃদ্ধশালী এ কামনাই
করি নিরন্তর ।

২১| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:২২

রক্তিম দিগন্ত বলেছেন:
শুভ জন্মদিন ভৃগু ভ্রাতা।

কি করি ভায়া - ব্লকে থেকেও কিন্তু ছড়া সেই আগের ফ্লেভারেই আছে।

২২| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ''শুভ জন্মদিন''

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: শুভ জন্মদিন প্রিয় বিদ্রোহী ভৃগু ভাইয়াকে ।
সাথে প্রিয় ছড়াকারকেও অনেক অনেক ধন্যবাদ সুসংবাদটি আমাদেরকে সুন্দর মুগ্ধময় ছড়ার মাধ্যমে জানানোর জন্য।

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৭

জে.এস. সাব্বির বলেছেন: আহা মরি ,করিছি কি
আজো আমি লেট!
ভৃগুদার জন্মদিনে
কেক চাই ভরপ্লেট!!

মোমবাতি পর্বটাও
হলো শেষ জানি :(
ফুল নাই উপহারে
দেব ফুলদানি

কর্পোরেট যুগটাতে
কিছু ছাই ভালোনা
কাছে থেকে উইশিবো!
ধুর ,তাও হলোনা ।

বলি এখন করি কি
অনেক দেরী হলোতো!
শুভেচ্ছীব কি উপায়ে
কিছু উপায় আছোতো?

ডিংডিং পিংপিং
ছন্দেই কই
শুভ শুভ জন্মদিন
বিদ্রোহী ভাই

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৩

রমজান আহমেদ সিয়াম বলেছেন: শুভ জন্মদিন বিদ্রোহী ভৃগু ভাই ৷
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ৷

২৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩২

অগ্নি সারথি বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ভৃগু!

২৭| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

দইজ্জার তুআন বলেছেন:

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাড্ডে বয় এন্ড কবি দুজনকেই শুভেচ্ছা।

২৯| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

বাঁকখালির বাঁকে বলেছেন: হ্যাপী বার্থডে টু ভৃগু

৩০| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

হুমম্‌ বলেছেন: শুভ জন্মদিন প্রিয় বিদ্রোহী ভৃগু

৩১| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

নাইক্যডিয়া বলেছেন: শুভ জন্মদিন

৩২| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

অপ্‌সরা বলেছেন: ভৃগুভাইয়াকে শুভ জন্মদিন।

@ কি যে করি ভাইয়া তুমি কেমন আছো?

৩৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: পোষ্ট কমেন্ট সবই চমৎতকার লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.