নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

মালবাবু আহারে...

০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫



কে যে কয়েছিলো অত
কথা ক'তে তাহারে;
বুড়োকালে খেলো ঝারি
মালবাবু আহারে।

উজির আছো,ভালো আছো
কিলোয় কি ভুতে সুখে?
কোন দুখে নিতে গেলে
ভাসুরের নাম মুখে!!

জবানই শত্রু তোমা
করলে কি কামটা;
ছাড়লোনা রাণীমা'ও
খুব দিলো ঝামটা।

মানুষটা সিধেসাদা
আহা লাগে মায়া;
ঝারিতে মিইয়ে গেছে
মুখে কালো ছায়া।

বেফাঁস আর কত ক'বে
ওতে যত জ্বালা;
এ'বেলায় মুখে দাও
চাইনিজ তালা।

ক্যান ভুলে যাও বাপু
দলটা যে আম্লীগ;
বেঁচেছে কি কেউ আজো
কয়ে তারে কভু ধিক??

মন্তব্য ৪২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: হাহাহাহা.........মজার !

০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ দেখো শুরু হলো
দেয়া মোরে মিছে পাম;
ভেবেছ কি জানিনে হে
নেই মোর ছিটে দাম? |-)

২| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সাইফুল১৩৪০৫ বলেছেন: মাল (চমৎকার) লিখেছেন মাল নিয়ে
হাসিয়ে পেট দিলেন ফাটিয়ে। :) :)

০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখো বাপু খুব বুঝি
এইসব পটানি;
কি যে ছাই হাসিয়াছ
ভেবেছ কি ন'জানি???

৩| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

ধ্রুবক আলো বলেছেন: মালবাবু আহারে... মজা পেলুম বেশ হা হা হা

০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুক ফেটে যায় মোর
মালদা'র কষ্টে;
তাই নিয়া এত হাসি!!!
তুমি বাপু খাসটে। X((

৪| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:



মালবাবু বুড়ো হয়ে তাল জ্ঞান হারিয়ে
কখন যে কী বলেন সীমারেখা ছাড়িয়ে
বাবুদের কথা শুনে প্রাণ যায় জুড়িয়ে
'রাবিশ' এই সার্কাস যাবে হায় ফুরিয়ে

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখলে যা ভারি খাসা
লাজে হই ম্রিয়;
সাধেই কি তুমি ভায়া
মোর সদা প্রিয়...............

৫| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঐ খেপেছে পাগ্‌লি মায়ের দামাল ছেলে মাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে জোর্‌সে সামাল সামাল তাই!
মাল! তু নে কামাল কিয়া ভাই! হো হো মাল! তু নে কামাল কিয়া ভাই! :P

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝারি শোনে মালদা'র
হাঁপানীর উঠে টান;
তাই নিয়া কত হাসি
মিনমিনা একখান..........

মালরেই পেলে সোজা
ছবিসনে ক্রাশ;
অতি ত্বরা ব্লগে দেমু
তোমা সব ফাঁস।

৬| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শায়মা বলেছেন:
কবি আর কাকতালে
এমনিতে বাঁচিনা
তুমি ফের নিয়ে এলে
খালেদা ও হাসিনা!!!!

আম্লীগ বিম্পি বা
আরো দলবল
করুক যা ইচ্ছে বা
শত কোলাহল!

ধরে ধরে বলে দেখি
কবিতা তো লেখো
কে কবি বা কেই কাক
তারপর দেখো..........।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানি মানি তুমি কবি
আমি ঘেচু কাক;
তোমা-আমা মাঝে আছে
যোজনের ফাঁক।

কবিতা লিখছো বলে
কত মারো ফুটানি;
কাক হয়ে ইয়ে করে
সব দিমু ছুটানি। =p~

৭| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: এতদিন এই বুড়ো মালটারে
কেউ কিছু বলে নাই ভয়ে ডরে
তাই পার পেয়েছেন তিনি সহজে
রাবিশ টাবিশ নিয়ে মগজে।

এইবার মালবাবু বুঝেছেন
রাণীমাতা খুব খুব ক্ষেপেছেন,
কেঁদে কেঁদে ভাবছেন হরদম,
কেন হলো তার এই মতিভ্রম!!

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টাকশালে বসে কাকু
কারে ধার ধারেনা;
মনে রেখো পাপ কভু
বাপেরেও ছাড়েনা।

তার ডাকে জমি বেচে
খাটি টাকা শেয়ারে;
পথে বসে মাথা ঠুকি
বেটা হাসে চেয়ারে।

বুলডগি মুখ নেড়ে
ইংলিশে ঝারে গালি;
মোরা নাকি সবে টাউট
চিল্লাই খালি খালি!!!

মনসুখে মিডিয়াতে
কয়ে গেলো যা তা;
চারহাজার কোটি টাকা
নাকি তেজপাতা!!!

প্রায় প্রায় বুড়োভাম
কয় মুখে যা আসে;
খাজনা বাড়িয়ে হাসে
গলা হেঁকে উল্লাসে।

নাভিশ্বাস উঠে মগো
বেটা দেখে প্রগতি;
অভিশাপি ডাকি তারে
কিং অফ অগতি।

লাজহীন বুড়োভাম
পড়ে আছে খামোখে;
নিয়তির খেল দেখো
কাটে পঁচা শামুকে।

৮| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,



জোস হয়েছে । আপনারটা তো বটেই মন্তব্যতে "আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম " , আর "খায়রুল আহসান" এর ছড়াও জব্বর । এর মানে, মাল সাহেবকে যে সবাই অনেক ভালোবাসে। আমিই বা বাদ যাবো কেন ?

কি করি আজ ভেবে না পাই ভাই
মালের গালে দুইটা থাপ্পর মারতে চাই ...
:-<

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনারটা তো বটেই মন্তব্যতে "আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম " , আর "খায়রুল আহসান" এর ছড়াও জব্বর ।

আর কইওনাগো ভায়া
হেগো ছন্দেরি কথা;
শেষকালে দুজনায়
হলো মোর মাথাব্যথা।

অনায়াসে হেসেখেলে
বাঁধলো যা ছন্দ;
তাগো মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

দিন মোর ফুরালোগো
কাম বুঝি সারলো;
দুজনায় মিলে শেষে
মোরে ভাতে মারলো। B:-)

এর মানে, মাল সাহেবকে যে সবাই অনেক ভালোবাসে। আমিই বা বাদ যাবো কেন ?

কইলে ফুরোবে রাত
ধরি কত ভালোবাসা;
নিজেইতো ক'লে শেষে
মনে কি কি অভিলাষা। ;)

কি করি আজ ভেবে না পাই ভাই
মালের গালে দুইটা থাপ্পর মারতে চাই...


'মন মোর কি কি চায়'
যদি মোরে কহো যে;
'মনকথা কয়ে দিলে'
কবো আমি সহজে।

অনায়াসে কয়ে দিলে
যা বুকে ছিলো সুপ্ত;
আমারো যে মন চায়
দেই তারে খুবতো.................. :-B =p~

৯| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:০২

ইউনিয়ন বলেছেন: উনি হয়ত মাঝেমধ্যে পিল খেতে ভুলে যান তাই সময়ে অসময়ে মুখ দিয়ে দু' একটা কথা বেশি বলে ফেলেন। সেটি আবার রাণী মাতার পছন্দ নয়।

টোটালি রাবিশ!

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাবিশ'টা কারে ক'লে
রাণী নাকি কাকুরে?
এ'বেলায় সাবধান
মুখ হ্যাগো চাকুরে............ :P

১০| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৬

মনিরা সুলতানা বলেছেন: এক্সপায়ার ডেট চলে গেলে কত কিছু হয় /:)

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হপায়তো দিন শুরু
উথলায় জওয়ানি;
কিইবা বয়েস তার
গেলোইবা ক'আনি? =p~ :D

১১| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩১

নাগরিক কবি বলেছেন: =p~

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাগরিক কবি হৈয়া
স্রেফ দিলা ইমো!!
ভাবিয়া পাইতেছিনা
জবাব কি দিমু??

১২| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

কলাবাগান১ বলেছেন: সাকসেসফুল প্রতিবেশীর বাসায় কলহ হলে, পাশের বাসার পরশ্রীকাতর মালিকের ঘরে আনন্দের ঢেউ বয়ে যায়....কবিতার আসর ও বসে....

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা

পারোও তুমিরে ভায়া
সেকি ভালোবাসা;
সমালোচনায় তুমি
অলওয়েজই খাসা।

আম্লীগে যত আছে
যদি হত তোমা যথা;
লাগতোনা লাগতোনা
ক'তে মগো এত কথা।

আফসোস বুঝলেনা
এ বুকেতে কত ঘাও;
আছতো বিদেশে পড়ে
কভু এসে দেখে যাও।

১৩| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগে পিছে কথা নাই
খালি জানে হি হি;
না বুঝেই খিক খিক
ছি ছি ছবি ছি ছি।

১৪| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে মজার একটি ছড়া পড়লাম।

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও খোদারে,মলামগো
পাম মারো অল্প;
পাম মারাটারে তুমি
বানিয়েছো শিল্প।

১৫| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাবুল্লার লগে দেহা করতে গেছিলাম। তয় কলে কবি সাব। একটি কবিতা লিখছি। জগতে কেও জীবিত কবিদের কবিতা পড়তে চাইনা। তুমি কবি মানুষ তাই তুমিই অামার কবিতাডা পড়ো দেহি। অামি অাবুল্লার কাছ থেহে অনুমতি লয় কবিতাডা ব্লগে মেরে দিলাম

ফাক পেলে সবাই
বাড়ি দেয় তলাই
যদি অাবার সুযোগ পাই
ধাক্কা দিমু তোগো গলাই

ভুল নয়তো করেছি
পা পিছলে পড়েছি
উঠে একটু দাঁড়াই
দেখে নেবো কে কে হাত নাড়াই

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি তাইতো রে
এইটাতো ভাবি নাই;
কওনাগো কি যে করি
এবেলা ভাবি না পাই..................... :( B:-) /:)

১৬| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় আফসোস
বলতে হয়- ইশ
এবেলা মাল বলেনা
যত্তসব- রাবিশ!!!!! ;)


০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এবেলা কইবে কিগো
ভিজে তার ..........;
কি কয়েছি বুঝে নাও
কমুনা তা ভাইঙ্গা। ;) :-B

১৭| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪

মানবী বলেছেন: অনেক দিন পর আপনার ছড়া পড়া হলো।

মজার ছড়ার জন্য ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারো খবর নেই
কোথা ছিলে এতদিন?
পেয়ে হলো দিলখোশ
হৃদয়েতে রিনরিন। :)

১৮| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০

মানবী বলেছেন: এতো দেখি ছড়ার ফ্যাক্টরী!
ননস্টপ ইন্সট্যান্ট প্রোডাকশন!!! :-*

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধেৎ ভায়া মিছিমিছি
দিওনাতো হুদা পাম;
জানি বুঝি সবি ঠিকি
নেই মোর সিকি দাম............. |-)

১৯| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: মালবাবু আহারে...
ভাইয়্যু তুমি কেন
ধরলে তাহারে!!

মালে মাল টালে টাল
মাথা তাহার গোলমাল
বুড়ো বয়সে একটু দয়া
করো তুমি তাহারে
ও মাল বাবু আহারে.............!;)





০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না পড়েই পোষ্টটিতে
মিছে দোষ খুঁজলে;
আজীবনি এই মোরে
মিছে ভুল বুঝলে। :(

আরিবাবা আমি হেথা
করি দুখ শেয়ারিং;
মালকাকু তরে মুই
সদা করি কেয়ারিং। B:-)

সিধেসাদা লোকটার
দুখে মোর বুক ফাটে;
লোকে খালি প্যাঁচ খুঁজে
সেথাতে ফোঁড়ন কাটে। /:)

২০| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আপার ঝাড়ি খাইছে নাকি মন্ত্রিজি?

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আছো তুমি কোথা ভায়া
পুরো দেখি বে'খবর!!!
মালদা বেফাঁস কয়ে
ঝাড়ি খেলো হে জবর।

সহ্যেরও সীমা আছে
আপা আর কত সয়?
ইউনুসি নাম নেয়া!!!!!!!
গুরুপাপ হে নিশ্চয়.................. B:-)

২১| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৫৩

স্বপ্ন কুহক বলেছেন: বেফাঁস আর কত ক'বে
ওতে যত জ্বালা;
এ'বেলায় মুখে দাও
চাইনিজ তালা।


টাক মাথার মালে মাল
বাড়ি কেনে ডলারে মিলিয়ান
মুখে বলে-- রাবিশ আর রাবিশ =p~

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমরাও কম না হে
খোঁজ খালি দোষ তার;
বুঝনা ক্যা ভাম ঘটে
ফিরে কভু হুশ কার?? :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.