নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
এই বুবু,সোনা বুবু
কোথা গেলি চলে?
মিস করে মরে যাই
বুক যায় জ্বলে।
দেশে এলি,চলে গেলি
ঠিক যেনো ঝটকায়;
চোখের পলকে ক্ষন
কি নিমিষে সটকায়!!
বই বের করা নিয়ে
কত লবডংকা;
হবে কি হবেনা ছাপা
মনে কত শংকা।
অবশেষে এলো'খন
এলি বই মেলাতে;
সাথে ছিলো গুরু ভৃগু
আর আমি চেলাতে।
কি যে মধু আহা আহা
ভুলবোনা ক্ষনটা;
মা'র স্নেহে কেঁড়ে নিলি
বাদরের মনটা।
দেখা হলো আরো কত
খাওয়ালিও কম না;
স্টারে কাবাব আর
চাইনিজে রমনা।
ভৃগুতো জানেনা সব
পেটে তার হিংসে;
সব যদি খুলে কই
বেটা যাবে চিমসে।
সবি আজ স্মৃতি হায়
তুই কত দুরে;
স্মৃতি রবে অমলিন
এ হৃদয় জুড়ে।
আজো মোর কানে বাজে
ফোনে তার কান্না;
আর বাকি সবে যথা
লৌকিক ভান না।
মিতা সখা কতশত
চারিপাশে কিলবিল;
প্রিয় হয় ক'জনায়
কে হামেশা করে 'ফিল'?
লিস্টিতে আছে কত
ধণী জ্ঞাণী প্রাজ্ঞ;
তাও ক'বো প্রিয় মেলা
জনমেরি ভাগ্য।
সবে খুঁজে গুড় যেনো
ভনভনে মাছি;
প্রকৃততো সে-ই,ক'বে
সুখে দুখে আছি।
এই বেশ আছি বুবু
আধো প্রাণে লড়ছি;
কতদিন দেখিনারে
মিস করে মরছি।
এভাবে যায়না টেকা
হয়তোবা ক'টা দিন;
স্বপ্নরা মরে গেছে
বুকে সদা চিনচিন।
স্বেচ্ছায় দুরে থেকে
একা দিন গুনছি;
যতই গড়ায় বেলা
ডাক গাঢ় শুনছি।
দুরে থাকি যথা থাকি
শূণ্য বা নির্জনে;
ভালোবাসি বুবু মোর
আছো বুকে প্রতি'খনে।
ভুলি নাই এইদিন
বুবু মোর প্রিয়;
হেপী হেপী বার্থ ডে
শুভেচ্ছা জানিও।
কি করে জানাবো উইশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
বুবু,শুভ জন্মদিন।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌছিয়ে দিলুম।
কিরে বুবু,পাইছিস???
২| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৭
সিকদার বাড়ীর পোলা বলেছেন: শুভ জন্মদিন কবিকে
২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেনি মেনি শোকরিয়া
৩| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫০
নাইক্যডিয়া বলেছেন: ভৃগুতো জানেনা সব
পেটে তার হিংসে;
সব যদি খুলে কই
বেটা যাবে চিমসে।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিসফিস................শায়মাপুও জানেনা
৪| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন:
শুভ জন্মদিন!! অনেক শুভেচ্ছা আপু!!
সবার সাথে শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফেবুর লাইক পাইয়াই বুবু গদগদ................কমেন্টে না জানি কি হাল হয়?!?
৫| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: ছড়ার জগতে হারিয়ে গেলাম। জন্মদিনের শুভেচ্ছা রাতেই জানিয়েছি!!!!! আবার জানাই, শুভ জন্মদিন রাবেয়া রাহিম আপুমনি!!!!
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাতে কয়টায়!!!
ফোন এংগেজ পাইছিলাম...................
৬| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: এই পদ্যের সুবাদে জানলাম আজ কবি রাবেয়া রাহীমের জন্মদিন। কবিকে জন্মদিনের শুভেচ্ছা... কবির আগামী দিনগুলো কাব্যময় হয়ে উঠুক, সাফল্যে অলংকৃত হোক!
আর কবির জন্মদিনে পাঠকদেরকে এত সুন্দর একটা ছড়া উপহার দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
পোস্টে ভাল লাগা। + +
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর এত সুন্দর মন্তব্যে ধন্যবাদ দেবার ভাষা খুঁজে পাচ্ছিনে,,,
কমেন্টেই দিলখোশ..................
৭| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১১
অতঃপর হৃদয় বলেছেন: রাত ১২ টা ১৩ মিনিটে হয়তো!!!!
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মাপু যে কৈলো ঐ টাইমে সে কথা কৈতাছিলো!!!
কত মিছা যে কৈতে পারে এই ঝুটিপু...................
৮| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৭
সোনামণি বলেছেন: শুভ জন্মদিন রাবেয়া রাহীম আপু। ছড়া দারুণ হয়েছে।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যটি আরো দারুন হয়েছে................
৯| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ জন্মদিনে বুবুেক শুভেচ্ছা
হায় তুমি মিনসে এদিনেও হিংসা!
শুভক্ষনে শুভকথা এলোনা মনে
যার মনে যা আেস তা সামনে!
এইদিনের উছিলায় করে দিনু ক্ষমা
বললেই হয়না বড় সয়ে শিখেছি তা।
শুভদিনে শুভক্ষনে রল শুভ কামনা
দু'জনেই ভাল থেকো প্রভু সনে কামনা।
++++
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিংসে করেছি কয়ে
দিলো গাল মিনসে;
খানাতে নেয়নি বলে
চামে দিলো পিন সে।
ফের কয় বড় কথা
করেছে সে ক্ষমা;
জবাবটা ঠিকি দেবো
রইলো তা জমা।
বুবুর বাড্ডে বলে
দিনু আজ ছাড়টা;
ছেড়ে দিনু বুবুতরে
বিচারের ভারটা।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অবশেষে এলো'খন
এলি বই মেলাতে;
সাথে ছিলো গুরু ভৃগু
আর আমি চেলাতে।
১০| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন রাবেয়া আপু !
অনেক অনেক ভালোবাসা !
২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ভালোবাসা পাইয়া হেয় অহন আমারেই আর চিনেনা!!!
কেক খাইয়া পেডে ব্যথা করবো...........................
১১| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিন!! অনেক শুভেচ্ছা আপুনি।
২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রায় সাতাশ বছর পর মোর ব্লগে এলেন বুবুর জন্মদিন বলে
নারীর মোহ কঠিন মোহ...................আফসোস
১২| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা প্রিয় আপি
মিস করে মরে যাই
২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মরা যাবেনা,,,
কেউ শুনলে আবার যদি বকা দেয়???
১৩| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাবেয়া রাহীমের জন্মদিনে শুভেচ্ছা।
ধন্যবাদ কি করি আজ ভেবে না পাই।
২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার আমারে ক্যান..................
ফেবুর ইনবক্স টেক্সটা কি কোনদিন পড়বেন্না
১৪| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৩
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
আপনার মাধ্যমে সহব্লগার "রাবেয়া রাহীম" এর জন্ম বার্ষিকীর শুভেচ্ছা ।
আর ছড়াটিও হয়েছে তেমন !
২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলুম,,,
যেমন-তেমন ছড়া বলেই বাড্ডে গার্ল তশরিফ আনলেন্না
১৫| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা নিন
প্রিয় রাবেয়া আপু,
তোমাকেও ধন্যবাদ
‘কি করি-‘ হে বাপু।।
২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খবরতো সবি পাই
কিনিয়াছো দামী গিফট;
স্বহস্তে দিতে তাহা
আমেরিকা হবে শিফট।
আমারে সোজাটি পেয়ে
দিলে থ্যাংকস্ শুকনা;
নারীতেই মজো সদা
তুমি ভালা লোক না।
১৬| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০৮
নায়না নাসরিন বলেছেন: আপুকে হেপি বার্থডে
২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু,বুঝিয়া পাইছো??
১৭| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: আপিকে জন্মদিনের শুভেচ্ছা!
২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৭:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকু বিলু ভায়া...............
১৮| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৩
গেম চেঞ্জার বলেছেন: রাবেয়া আপুর কি এই পোস্টে চোখ পড়েছে?
(উনার ফেবু আইডি বন্ধ! শুভ শুভ জন্মদিন রাবুপু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! )
২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিউইয়র্কের নিউমার্কেট আর গাউছিয়ায় হারাদিন টৈ টৈ কৈরা ঘুর্লে পোস্ট চোখে পর্বো কেম্নে?
শায়মাপুর ভাইরাস সর্বত্র বিরাজমান..................
১৯| ২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৫
রাবেয়া রাহীম বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: রাবেয়া আপুর কি এই পোস্টে চোখ পড়েছে?
ইরাম করি না কলি কি চক্ষে পরে গেম্য ভাইয়া ?!! ইট্টু ব্যস্তই ছিলাম
লেখক বলেছেন: নিউইয়র্কের নিউমার্কেট আর গাউছিয়ায় হারাদিন টৈ টৈ কৈরা ঘুর্লে পোস্ট চোখে পর্বো কেম্নে? (
শায়মাপুর ভাইরাস সর্বত্র বিরাজমান..................
অনেক ধন্যবাদ ভাইয়াদের ।
সবাইকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুহ দ্যাহ আইছেন
পাড়া বেড়ানিয়া;
লাগবোনা থ্যাংকস তোমা
কাম কি তা দিয়া?
পার্টিসার্টি খুব করে
কেকখানা করে শ্যাষ;
আইছেন মহারাণী
দিতে মগো চামে ঠেশ।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: আপুকে আমার পক্ষ থেকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।