| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি করি আজ ভেবে না পাই
	ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

আবোল-তাবোল (দোস্তি!!!)
(ক)
দোস্তির মানে বুঝি
সাথে চলা কাঁধে কাঁধ;
কেমন সখা হে তুমি
মোর নদে দেও বাঁধ?
(খ)
পানি নাই,পানি চাই
পানি করো বন্ধ;
এই বুঝি মিত্রতা!
তাও মোরা অন্ধ।
(গ)
পরম মিত্র কয়ে
যাই মোরা চেঁচিয়ে;
কাঁটাতারে মালা দিয়ে
রাখিয়াছো পেঁচিয়ে।
(ঘ)
মিত্র মিত্র কয়ে
কুইনাইন গেলানি;
বিদ্রুপে হেসে খুন
ঐপারে ফেলানী।
(ঙ)
মোর ঘরে রাজ করো
বন্ধ তোমার আকাশ;
সংস্কৃতিরও দাদাগিরি
খুব দেখালে,ঝাকাস।
(চ)
আজ দেবো,কাল দেবো
এ বছর না ও বছর;
দাদা গেলো,বাবা গেলো
মানুষ বাঁচে ক'বছর?
(ছ)
যা যা আছে সবি দিনু
নহি মোরা কিপটা;
আদারটা গিলেছিনু
পেতেছিলো ছিপটা।
(জ)
রাজা কয় দিয়ে দে রে
বাধ সাধে মমতা;
চুপসিয়ে রাজা কয়
নেই মোর ক্ষমতা!!!
(ঝ)
পোড়া চোখে দেখে যাই
কতশত চুক্তি;
মোরা দেবো,তারা নেবে
এই হলো যুক্তি।
(ঞ)
বহু আগে দুর্দিনে
ইতিহাস দোস্তির;
সেই ঋণ শোধে মোরা
নেয়ে ঘেমে অস্থির। 
 
 
২৩ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাব্বাস এসে গেছ
তোমারই কমতি;
এইসব বুঝবে কি
হাইথট পঙতি?
আইআর এ স্টাডি করে
তোমা থট শিখি নাই;
তোমার আরাম তরে
ভায়া ছড়া লিখি নাই।
কিসে ভালো লাগা তোমা
কিসে যে বিরক্তি;
খোদা ছাড়া বোঝা তাহা
নেই কারো শক্তি।
সুদাসলে বিরক্তি
ফেরতটা দিয়া;
কমেন্টে জানালুম
মেনি শোকরিয়া। ![]()
২| 
২৩ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:২২
হাতুড়ে লেখক বলেছেন: ভালা পাইলাম।
 
২৩ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা একজনে
লাগিয়াছে ভালা;
অবশেষে অভাগার
মিটিয়াছে জ্বালা। ![]()
৩| 
২৩ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৪০
দইজ্জার তুআন বলেছেন: আহারে চাঁদগাজী,ভৃগুদা কই?
 
২৩ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী এরকমি
ভৃগুদাটা ব্যস্ত;
তোমার অত জ্বলে ক্যান
তুমি মহা প্যাঁচতো!!! ![]()
৪| 
২৩ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৪
হুমম্ বলেছেন: হুমমমমমম
 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৯:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দারুনতো নিকখানা
প্রপিটাও বেশ;
চকচকা মাথাটিতে
তিন পিস কেশ। 
  
  ![]()
৫| 
২৩ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ বলেন্নাই ![]()
 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৯:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অতি কালা মন মোর
মুখ আরো বাজে;
বেশ জানি গালাগালি
লাগি ভারি কাজে। 
  ![]()
৬| 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৮:০৬
সুমন কর বলেছেন: ভালো হয়নি..... ![]()
 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৯:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোদা তরে শোকরিয়া
এলে তুমি লাইনে;
চাওনিকো হাছা ক'তে
বামে কিবা ডাইনে। 
  ![]()
৭| 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৮:১০
আরণ্যক রাখাল বলেছেন: বাংলাদেশ অনেক কিছুর জন্য ওদের উপর ডিপেন্ডেন্ট। তাই চটাতে চাচ্ছে না। যেমন ভারত থেকে পিয়াজ না আসলে পাবলিক  পিয়কজের আসল ঝাঁঝ বোঝে
ছড়া ভাল লেগেছে।
 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৯:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডিপ্লোমেসিটা ভায়া
অতি উঁচা শিল্প;
মাথামোটা নেতা সবে
বুঝে তাহা অল্প।
অস্ত্র মোদেরও আছে
ট্রানজিট,সাত বোনে;
ফেন্সিই খাই মোরা
প্রতিদিন টনে টনে। ![]()
পিঁয়াজ আর গরুতেই
পোড়া জাতি মরলো;
বাদ দাও,তুমি এলে
মন মোর ভরলো। ![]()
৮| 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৮:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাঁদগাজী যথার্থ বলেছেন প্রতিবেশীর সাথে আমাদের সমস্যা আছে। 
টক শো টকার টকশোয়, প্রবন্ধকার প্রবন্ধে, কবি কাব্যে, ছড়াকার ছড়ায় মোট কথা এই সমস্যাগুলি নিয়ে আমাদের যে যার অবস্থান থেকে আলোচনা, সমালোচনা, প্রতিবাদ করা উচিত।
 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৯:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এত দেখি মোটামুটি
ঘরে মোর বিভীষন!!
দু'জনে বেঁধেছে জুটি
ডরে কাঁপি কি ভীষন!!! 
 
চাঁদগাজী উঁচা জ্ঞাণী
উঁচা তার ভাবনা;
আমার কি পোষে তাতে
ঠিকানা যে পাবনা। ![]()
৯| 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৮:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: 
 বুঝেন না কি করি ভাই 
 মিঠি মিঠি বাত 
 নেব শুধু, দেব না 
 কলিজা মে হাত
 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৯:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিয়ে যাই,বুঝিনাকো
কত হলো ক্ষতি তা;
এভাবে বিকোয় যারা
কয় হেগো প........  ![]()
১০| 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৮:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পানি নাই,পানি চাই
পানি করো বন্ধ;
এই বুঝি মিত্রতা!
তাও মোরা অন্ধ। দারুণ
 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ৯:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কত দেবো মোরা
নইকো বাদশা হারুন;
প্রাপ্তি এটুকু স্রেফ
ক'লে তুমি দারুন। ![]()
১১| 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ১০:০২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতার মাধ্যমে বর্তমান অবস্থা সুন্দরভাবে তুলে ধরেছেন।ভালো লাগলো। ![]()
 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ১০:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টা মোর ভায়া
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদয়ে দাগ কাটলো। ![]()
১২| 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ১০:০৬
আরণ্যক রাখাল বলেছেন: আপনার সাথে মতে মিলুক বা না মিলুক, কিচ্ছুটি যায় আসে না। আপনার প্রতিমন্তব্য দেখলেই মন ভরে যায়। 
এমন স্টাইলে, ছন্দে ছন্দে, আর কেউ প্রত্যুত্তর করতে পারবে বলে মনে হয় না।
আপনি অসাধারণ
 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ১০:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মতামত?সেটি কিগো?
খায় নাকি পিন্দে?
পরপর কথা শুনে
বুকে শেল বিন্দে।
মিছে পামে হুদা ভায়া
দিয়োনাকো আর বাঁশ;
শুধু জেনো এই ব্লগে
তুমি মোর অতি খাস। ![]()
১৩| 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ১০:৪৯
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: 
পোড়া চোখে দেখে যাই
কতশত চুক্তি;
মোরা দেবো,তারা নেবে
এই হলো যুক্তি।
.
সত্যতা ধরা পরে
চতুর অনুকাব্যে
আরো কিযে ঘটবে
দেশে ভবিতব্যে!
.
এভাবে চললে
আবোল তাবোল দোস্তি
মিত্রতা ঘুচে গিয়ে
লেগে যাবে কুস্তি  
 
 
২৪ শে মার্চ, ২০১৭  সকাল ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চতুরতা নয় ভায়া
বুকের আহাজারি;
চিৎকারি কই,তবু
বুঝাতে না পারি।
কুস্তি কে চায় বলো
হৃদে জমা ক্ষত;
মূল্য দিতেই হবে
হোক বড় যত।
সয়ে সয়ে হবে হভু
ধৈর্য্যের চ্যূতি;
সেদিন পাবে এ জাতি
তার সেনাপতি।
১৪| 
২৩ শে মার্চ, ২০১৭  রাত ১১:৪৫
ধ্রুবক আলো বলেছেন: ছন্দে ছন্দে সত্য কথা গুলো পরিবেশন করে দিলেন +++++
ব্যাপক ভালো লাগলো।
 
২৪ শে মার্চ, ২০১৭  সকাল ৭:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হামেষাই তুমি ভায়া
কও ভালো ভালো;
আদতে তুমিই ভালা
হে প্রিয় ধ্রুবক আলো।![]()
১৫| 
২৪ শে মার্চ, ২০১৭  রাত ৩:৪১
বর্ষন হোমস বলেছেন: 
পরিপার্শ্বিক বিষয় গুলো ফুটিয়ে তুলেছেন ছন্দে ছন্দে।
বেশঃ ভাল।
শুভকামনা রইলো।
 
২৪ শে মার্চ, ২০১৭  সকাল ৭:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত কই,লাভ নেই
কথা হেথা ছন্দে;
মিতাজুজু জাতির আজ
নিঃশ্বাসে রন্ধ্রে। ![]()
১৬| 
২৪ শে মার্চ, ২০১৭  সকাল ৭:৩১
বাঁকখালির বাঁকে বলেছেন: ![]()
 
২৪ শে মার্চ, ২০১৭  সকাল ৭:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলা হুদা ইমো
তোমায় কি দিমু? 
  ![]()
১৭| 
২৪ শে মার্চ, ২০১৭  সকাল ৭:৩৪
নাইক্যডিয়া বলেছেন: বহু আগে দুর্দিনে
ইতিহাস দোস্তির;
সেই ঋণ শোধে মোরা
নেয়ে ঘেমে অস্থির।  
 
  ![]()
 
২৪ শে মার্চ, ২০১৭  সকাল ৭:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনুভবি শ্লাঘা যেনো
শোধি ঋণ ধন্য;
জমা খরচের ঘরে
হামেষাই শূণ্য। ![]()
১৮| 
২৪ শে মার্চ, ২০১৭  সকাল ১১:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভােত মারবো পানিতে মারবো
বদলে গেল কেন অর্থ
পাকিদের মারা শেষ বুমেরাং-এ
মরি মোরা- এ কি অনর্থ!
পদ্মার ভয়ে যায় ফিরে কতজন
চির বুঘলকপুর বাংলার এ জমিন!
আজ হায় পদ্মায় ধুধু বালুচর
এ কেমন শোধ নাকি প্রতিশোধ বন্ধুত্বের!!!
ইতিহাস কারেও করেনিকো ক্ষমা
ক্ষমতার ধার সেথা সময়ের করুনা!
গুরু তুমি সময়কে
বেঁধে দিলে ছন্দে
ইতিহাস হয়ে রবে
কালে অনন্তে।
প্রতিবাদ হোক ছোট
নিরুপায় ঘৃনায়
তাওতো থাকা চাই
নইলে মানুস কে কয়?
কর্পোরেট জামানায়
দিয়েছে বেগ কেড়ে আবেগ
নেকটাই ক্রীতদাস
শেকলের নেই দাগ।
স্বাধীন সার্বভৌম 
মুক্ত চেতনার
মানুষ চাই মানুষ
স্বাধীনতা রক্ষার।
 
২৪ শে মার্চ, ২০১৭  রাত ১০:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর গুরু চেতনাগো
শোনে ঘুরে মাথা;
ভেবে মগো কামডা কি
শুয়ে ছেড়া কাঁথা।
ঐদিকে বুবুটাও
নিখোঁজ আজ দুইদিন;
মিস করে মরে যাই
বুকে ব্যথা চিনচিন।
১৯| 
২৪ শে মার্চ, ২০১৭  দুপুর ১২:১৬
শকুন দৃিষ্ট বলেছেন: মিত্র মিত্র কয়ে
কুইনাইন গেলানি;
বিদ্রুপে হেসে খুন
ঐপারে ফেলানী।
 
২৪ শে মার্চ, ২০১৭  রাত ১০:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক না বেঠিক তাহা
কইবেতো বাপু;
নিক আর প্রপি দেখে
ডরে হেথা কাঁপু। ![]()
২০| 
২৪ শে মার্চ, ২০১৭  দুপুর ২:৩৩
মুশি-১৯৯৪ বলেছেন: 
দিলখোশ আমার মুখে মিঠা হাসি,
আমি শুধু ঘুমাই, পিয়ে যাই, আর খাই,
খেয়ে খেয়ে যেমন ফোলে ঘূণপোকা ,
প্রতিবাদী দল , দাও গড়াগড়ি দাও,
পচা কাদায়, আর দাও নিজের গলায় ফাঁসি।
 
২৫ শে মার্চ, ২০১৭  ভোর ৬:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘুমে ঘুমে পানাহারে
কেটে যায় বেলা;
দু'কুল হারিয়ে পরে
বুঝে কত ঠেলা।
যে বুঝেনা আছে সুখে
বুঝে যত জ্বালা;
জেল-ফাঁস সবি তার
অবুঝেই মালা।
২১| 
২৪ শে মার্চ, ২০১৭  বিকাল ৩:০৮
সাদা মনের মানুষ বলেছেন: 
 
২৫ শে মার্চ, ২০১৭  ভোর ৬:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাল্টাতো প্রায়ই খাই
যথা তথা সেল;
এ গরমে দাওনাগো
রসে পাকা বেল।
মনে আছে ভারি সখ
ইয়ে খাবো গিলে;
তুমি আমি হেনাভাই
তিনজনে মিলে। ![]()
২২| 
২৪ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:১৮
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার  ![]()
 
২৫ শে মার্চ, ২০১৭  সকাল ৭:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার যে নহে
চোখ টিপে জাগে ডাউট;
নো প্রব,পেয়ে খোশ
নাও ভায়া খাও স্পাউট।
 
২৩| 
২৪ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:২১
শায়মা বলেছেন: ডেট করা ছেড়ে দেখি 
রাজনীতি করছো.....
কি হে ভায়া এসব কি
এইবার মরছো!!!!!!!!
ছিলে ভালো হেসে খেলে
খানা আর নিয়ে ছড়া
দূর্মতী চাপালে কি
কথা বলো কড়া কড়া!!!!!!!
 
২৫ শে মার্চ, ২০১৭  সকাল ৭:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুরুতেই চাঁদকাকু
দেয় মোরে ধমকে;
তুমিও করলে শুরু
কার চেয়ে কম কে?
ধুশ শালা ডেটই ভালো
ভালোবাসি খোরমা;
রাজনীতি খেতা পুড়ি
পালাবো ভাবি বর্মা।
২৪| 
২৪ শে মার্চ, ২০১৭  রাত ১০:৪১
গেম চেঞ্জার বলেছেন: খুক খুক  
 খুক খুক  ![]()
 
২৫ শে মার্চ, ২০১৭  সকাল ৭:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অভিশাপ যেই দিনু
যক্ষায় খুক খুক;
আহা আহা লাগে মায়া
করি ক্ষমা,চুক চুক।
২৫| 
২৬ শে মার্চ, ২০১৭  দুপুর ২:০৬
বিলিয়ার রহমান বলেছেন: পানি নাই,পানি চাই
পানি করো বন্ধ;
এই বুঝি মিত্রতা!
তাও মোরা অন্ধ। 
পিলাচ!![]()
 
২৬ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোটি না লাগিলেও
কথা কও পিলাচে;
নাও ভায়া মশলা চা
আদা আর এলাচে।
 
 
২৬| 
২৭ শে মার্চ, ২০১৭  দুপুর ১২:২৫
অগ্নি সারথি বলেছেন: বহু আগে দুর্দিনে
ইতিহাস দোস্তির;
সেই ঋণ শোধে মোরা
নেয়ে ঘেমে অস্থির।  -  
 
 ![]()
 
২৮ শে মার্চ, ২০১৭  সকাল ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক না বেঠিক তাহা
কইবেতো খুলে;
ভাব দেখে লাগে যেনো
আছো রাগে ফুলে.................. 
  ![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
প্রতিবেশীর সাথে সমস্যা আছে; আমাদের প্রতবেশী নরওয়ে নয়; আমাদের অবস্হান প্রতিবেশীর উপর নির্ভরশীল হওয়াও উচিত নয়; এই ব্যাপারগুলো সঠিক পদক্ষেপসহ শক্তিশালী প্রবন্ধে আসা উচিত; এই ধরণের বিরক্তিকর ছড়ায়, এগুলোকে হ্যাংলামীর মতো লাগে; এগুলো হ্যাংলামীর বিষয় নয়।