নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
নিথর গুমোট রাত
কি হয় কি জানি!
নেতা নেই,কেউ নেই
একি পেরেশানি!!
দিশেহারা পুরো জাতি
চাপা উৎকন্ঠা;
কালরাতে বেজে উঠে
প্রলয়ের ঘন্টা।
অবিরাম গুলাগুলি
মরে স্রেফ বাঙ্গালী;
পিলখানা,রাজপথ
খুনে তোরা রাঙ্গালি!!
খুন চাস আর কতো
কিসে হবি তুষ্ট?
কে বাঙ্গালী?পাকিটা কে?
ব্যবধান পষ্ট।
এমনি ছিলো সে রাত
নরকের যাত্রা;
বুঝানো যায় সে লিখে
বিভীষিকা মাত্রা?
দিকহীন দিশেহীন
অজানার গল্প;
স্বাধীনতা ভাবনা যে
অলীক এক কল্প।
বীর এক দেয় ডাক
'স্বাধীনতা' দমকায়;
থমকিত জাতি ফের
সেই ডাকে চমকায়।
ত্বরিৎ তাড়িত জাতি
শুনে সেই জাগানিয়া;
ইথারে ভেসেছে যে-ই
''আয়্যাম মেজর জিয়া''
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুরুর কমেন্ট আহা
মন মোর পুরো ভালা;
বিচারক দিলো রায়
হয়ে গেলো ফয়সলা।
২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৫
সচেতনহ্যাপী বলেছেন: স্বাধীনতা ভাবনা যে
অলীক এক কল্প।
বরাবরের মত মনগ্রাহী।।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা বুঝাতে চাই খুব কম লোকই তা বুঝে,আপনি ছাড়া।
অতেই মিছিমিছি শ্লাঘা ভাব জাগে........................
আপনি সচেতন ভাবেই শ্লাঘা ভাবটা জাগান আর আমি হ্যাপী হই।
৩| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৩
সচেতনহ্যাপী বলেছেন: বেশ ভালই " চুনা" লাগালেন।। আমি হাসছি।। হ্যাপী থাকাই ভাল।।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'চুনা' দেব স্বগুরুরে!
নেই আস্পর্ধা;
বুঝলেনা তোমা তরে
কত মোর শ্রদ্ধা
৪| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৩
বাঁকখালির বাঁকে বলেছেন: এমনি ছিলো সে রাত
নরকের যাত্রা;
বুঝানো যায় কি লিখে
সে বিভীষিকা মাত্রা?
++++++++++++++
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাঁকখালিতে দেখি আজ প্লাসের বান লেগেছে...................
৫| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন ।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যটি আরো সুন্দর
৬| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৬
সিকদার বাড়ীর পোলা বলেছেন: চমৎকার
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিউর?
৭| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৮
দইজ্জার তুআন বলেছেন: ভৃগুদা খুশীতো আমিও খুশী
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর শায়মাপু???
৮| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪১
বনলতা আবেদিন বলেছেন: খুব সুন্দর হয়েছে , ছন্দে রূপে রসে আর আক্রোশে পরিপূর্ণ এক ছন্দলীকা । একেবারে মনে হচ্ছিল যেন আপনি উপস্থিত ছিলেন সেই কালো রাত্তিরে । ভয়াল সেই কালো রাত্তির- গল্প শুনেছি অনেক । কিন্তু স্বাধীনতা যুদ্ধ নিয়ে কখনো কিছু লিখতে পারি না , কারন ঐ সময় কাল কোন কিছুই দেখার সুযোগ হয়নি। সে যাই হোক - আপনি কি ঐ সময়েরই লোক , বড় বেশী জীবন্ত অনুভূতি যে -- তাই বলছিলাম । দেখুন , রাগ করতে পারবেন না ব্যক্তিগত প্রশ্ন করলাম বলে ।
ও আর একটি কথা আপনি কি দিদিমণি নাকি দাদাখনি??
২৬ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আঁমি শাঁয়মাপু আঁর গেঁমু তঁখন বাংঁলাদেশ ব্যাংঁকে ছিঁলাম
মূঁল ঘঁটনা শাঁয়মাপু দেঁখছে....................
৯| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৩
বনলতা আবেদিন বলেছেন: এসব কি বলছেন , মাথা মুণ্ডু তো কিছুই বুঝতে পারছিনে গো , দাদাখনি অথবা দিদিমণি ।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছে ছলে,শত ভানে
যত কথা কওনা;
চিনিগো চিনি তোমারে
যত লুকি রওনা।
১০| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:৩০
বনলতা আবেদিন বলেছেন: " আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে "
আমি জানি গো তুমি আমায় মনে রেখেছ । তুমি কি ভুলিতে পারো । পারো না । আমি জানি ।
বলতো আমি কে??
পেট পুরে রসগোল্লা খায়াবো তবে , যদি বলিতে পারো ।
২৬ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোথায় বলিবো কহিয়া দ্যাও সুন্দরি..............
হেথা?
ফেবুয়?
না কানেকানে?
১১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ২:০২
কাবিল বলেছেন: সে সময়ে এক একটা সত্যিকারের বীর ছিল। যাদের ডাকে জাতীর আশা জেগে উঠেছিল।
অনেক দিন পর আপনার ব্লগে আসলাম, খুব ভাল লাগলো।
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৭:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাবিল বলেছেন: সে সময়ে এক একটা সত্যিকারের বীর ছিল। যাদের ডাকে জাতীর আশা জেগে উঠেছিল।
মোক্ষম বচন।
অনেকদিন পর কিহে?
প্রায় বিয়াল্লিশ বছর পরে আসিলেন..............................
কাবিলের এই অতি কাবিলতির তীব্র নিন্দা জানাই
১২| ২৬ শে মার্চ, ২০১৭ ভোর ৫:৪৯
কলাবাগান১ বলেছেন: মাঝখান থেকে বংগবন্ধু নাই হয়ে গেল...মেজর জিয়া ২৫শে মার্চের কালো রাতেই ঘোষনা পাঠ করেন
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৭:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখছি আর ভাবছি প্রিয় মিতা কি কবেন?
যাক বাবা,এ বেলায় আর গালি শুনতে হলোনা...................
জিয়ার কথা বল্লে বঙ্গবন্ধু নাই হয়ে যায়!!!
বঙ্গবন্ধুকে এতটা ছোট না করলেই কি নয়???
১৩| ২৬ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৪২
রাবেয়া রাহীম বলেছেন: ত্বরিৎ তাড়িত জাতি
শুনে সেই জাগানিয়া;
ইথারে ভেসেছে যে-ই
আয়্যাম মেজর জিয়া।
---- হৃদয় গ্রাহী লাইন
তবে ৭ মার্চের কথা উল্লেখ থাকলে আরও অনেক ফেয়ার লেখা হত নান্দনিক হত।
সকল বীরকে তার প্রাপ্য সম্মান দেওয়াই আসল স্বাধীনতা ।
ভাইটি ভাল থেকো ।
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জাতির মাইন্ড সেটের দৈন্যতা দেখো,
২৬শে মার্চের পোষ্টে ৭ই মার্চ উল্লেখ না করলে ফেয়ার বা নান্দনিক হয়না!!!
ডিভিশন টানিতেই হৈবে,
আর নামের আগে-পরে ছানা-দুরূদ না পড়িলে প্রাপ্য সম্মানই দেয়া হয়না!!!
তোমায় বলছি না,এভাবেই আমরা বেড়ে উঠছি...........................
ভালা থাকিস বুবু
১৪| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৭:২১
রাবেয়া রাহীম বলেছেন: ৭ মার্চ ছাড়া ২৬ মার্চ আসে কি করে ! এ দৈন্যতা নয় --এটা সহজ হিসাব
হিসাব তুমিও একটু মিলাও ভাই।
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভৃগুদা সাধে কয় মাইয়ালোকের সহিত তর্ক করিতে নাই.....................
১৫| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালোইহয়েছে কাব্য লেখা আর
২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর................?
বিলাই মরে কৌতুহলে
১৬| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৭
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++++++
একদম অসাধারণ
২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিতায় ৬টি প্লাস হলে মন্তব্যে ১২টি প্লাস................আর ৩টা বোনাস
+++++++++++++++
১৭| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছড়া!
প্লাস!
২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিল্লু সোনাটাও সোওওওওও কিউটিং....................
১৮| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বীর এক দেয় ডাক
'স্বাধীনতা' দমকায়;
থমকিত জাতি ফের
সেই ডাকে চমকায়।
ত্বরিৎ তাড়িত জাতি
শুনে সেই জাগানিয়া;
ইথারে ভেসেছে যে-ই
আয়্যাম মেজর জিয়া।
সাত আনে ছাব্বিশে
কি যে করে ভুল টা
আমাদের কিছু লোক
চিরকাল উল্টা।
স্বাধীনতা গিলে খেতে
মুড় মুড়ে চিবিয়ে
সত্যের আলোটারে
দেয় তারা নিবিয়ে।
আঁধারেতে খেতে গিলে
স্বজাতির স্বপ্ন
বিকৃত ইতিহাসে
এরা করে যত্ন।
কিন্তু এ কবি কয়
ইতিহাস সত্য
এখানেই দেখি তার
গুন জ্ঞান মহত্ব।
২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অল্প ক'দিনে তোমা
যেটুকুন পেলাম;
শ্রদ্ধায় নুয়ে যাই
ভায়া তোমায় সেলাম।
কন্ঠ দাবিয়ে আজ
গেলানোর চেষ্টা;
জোর করে ইতিহাস
করছে প্রতিষ্ঠা।
সময়টা প্রতিকূল
কথা কয়া মানা;
বেশি ক'লে নেবে
রাজ মোহাফেজখানা।
করুক না রাঙা তারা
মিথ্যারে আঁকিতে;
কে কবে পেরেছে কও
সত্যরে ঢাকিতে।
মিশমিশে আঁধারেই
রাত যে পেরিয়ে যায়;
ভোরে বেশি বাকি নেই
সুব্হে সাদিক প্রায়।
১৯| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫
বনলতা আবেদিন বলেছেন: কহো না , কহো না , এথায় এথায় ...
হে সুন্দর হে সুন্দর!!
২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি যেনো দিলদার
মনে ভারি মায়া;
ভরপেট মিষ্টি কি
পাবো এলা ভায়া??
২০| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ছন্দে মুগ্ধ বরাবরের মতোই, আপত্তি সঠিক ইতিহাসে।
২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দাওয়াত পাওনি বলে
শায়মার বিয়াতে;
আপত্তি করো হেথা
ইতিহাসে জি..........
২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপত্তি স্বত্তেও নো গালাগালি!!!!!!!!!!!!!!!!!!!!!!
এ কেবল ধবধবা সাদা মনের ঐ লোকটার পক্ষেই সম্ভব
২১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৯
মুশি-১৯৯৪ বলেছেন:
গায়ে মোর খেকশিয়ালের কাঁথা
পথে পথে ঘুরি, আমি পথভোলা
স্বাধীনতারে খুজে ফিরি পথে-ঘাটে
স্বাধীনতা আসবে না হাজার কাতর ডাকে
তবু শুধু কাঁকাই নেড়ি কুত্তার মত
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বাধীনতাহীনতায়
জাতি বাঁচে কি নিয়ে?
খুঁজলে কি পাবে তারে
পেতে হয় ছিনিয়ে................
২২| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৩
শায়মা বলেছেন:
কবিতা পড়লাম কিন্তু মন্তব্য পড়িতে গিয়া আমি হইয়া গেলাম মড়িতা!!!!!!!
লেখক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আঁমি শাঁয়মাপু আঁর গেঁমু তঁখন বাংঁলাদেশ ব্যাংঁকে ছিঁলাম
মূঁল ঘঁটনা শাঁয়মাপু দেঁখছে....................
২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাগে জ্বলে পিত্তিটা
দেখে তার ঢঙ;
নাকি সুরে গাহি তাই
ননসেন্স সঙ।
প্রথমে যা ভেবেছিনু
এ মাল সে নয়;
পরেতে যা কয়েছিনু
এ সে-ই বোধহয়।
যাই হোক কেমন আছো
কোথা আছো কও;
বুঝিনে কি করে সদা
রঙেঢঙে রও???
২৩| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
অতঃপর হৃদয় বলেছেন: আপনার সাথে দেখা করা দরকার!!!!!!! ছন্দের জাদুকর!!!!! +++++++++++++
২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''ছন্দের জাদুকর''
কথা অতি উচ্চ;
অগারে কবেনা কভু
ব্যপারটা বুঝছো?
মোর সনে মুলাকাত
এত বুঝি দরকার?
আলবাৎ চলে এসো
বীর যথা,ডর কার?
কবে কোথা কিভাবে
জানিও তা কলে;
ফোন নাম্বার দিতে
যেয়োনাগো ভুলে।
২৪| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১২
অতঃপর হৃদয় বলেছেন: আপনার ফেসবুক আইডি দিয়েন ম্যাসেজে ফোন নম্বর দিব।
২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি করে চালায় ফেবু
আজো বাপু শিখিনি;
শিখাতো দূরের কথা
ফেবুটাই দেখিনি।
প্রথমে তোমার খানা
দ্যাওনাগো ভাইডি;
তারপরে ঠিকি দ্যাখো
খুলে নেবো আইডি।
২৫| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
অতঃপর হৃদয় বলেছেন: অতঃপর আমি দিয়ে সার্চ করলেই পাবেন।
২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি দেখি অলরেডি
আছো মোর লিস্টে;
তাও চেনোনিকো মোরে
মন হলো বিষটে।
যা হবার হয়ে গেছে
পাঠিয়েছি টেক্সট;
দেখা যাক চেনো কিনা
টেক্সট দেখে নেক্সট।
২৬| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
অতঃপর হৃদয় বলেছেন: অকে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবেগ মিশিয়ে কই
স্রেফ ক'লে অকে!!
মনে হলো কথা মোর
উড়ায়েছো ফুঁকে................
২৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ওস্তাদ,বরাবরের মতই চমক হইছে,
এতো কবিতা নয় যেন মনের কথা কইছে ।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশশ..................আস্তেএএএএ
চাঁদকাকু হুনলে দিবো মুখে মুখে রেপ কৈরা
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:০০
নতুন বিচারক বলেছেন: বীর এক দেয় ডাক
'স্বাধীনতা' দমকায়;
থমকিত জাতি ফের
সেই ডাকে চমকায়
কবিতায় আশা জাগানিয়া।