নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
ইশশশিরে আরিট্টু
লাগেনাই ঘাঁই টা;
দিছিলাম প্রায় হ্যাগো
কল্লাডা কাইটা।
রোজা ছিল বলেইনা
শইল ছিলো ম্যাজম্যাজে;
নইলে জানিনে বাপু
ভারতের হত কি যে!!!
রোজা বলে বড় বাঁচা
বেঁচে গেছে ধোনিরা;
প্রকৃত জয়ী যে মোরা
কয় যত জ্ঞাণীরা।
গর্জনে উঠে কাঁপি
থরো থরো বিশ্ব;
নিজেদের সেরা দিনে
বাকী সবে নিঃস্ব।
পুরা ম্যাচে ভারতের
চেহারার কি যে ছিরি;
হারলেই কনফার্ম
করতো যে হারিকিরি।
দয়ার শরীল মগো
তাই দিনু ছাইড়া;
নেক্সট ম্যাচে নিমু ঠিকি
ইজ্জত কাইড়া।
নিজেগো ফ্যানগো কই
ধ্যূৎ ছাই হইছে কি?
টাইগারে ডরে সবে
আলামত পাইছ কি?
এইডাতো ট্রেইলার
বাকী আজো পিকচার;
হুঙ্কারে দে জানান
আছে যত ফিক্সচার।
নেক্সট যত কাপ আছে
বাকী সবি আমগো;
বিশ্ব চিনছে মগো
দেয় ডরে দামগো।
এটুকুন কম কি
কর সবে শুকরিয়া;
গোটা জাতি গর্বিত
টাইগার,তোমাগো নিয়া।
এইবারে পারলোনা
মাশরাফি বাহিনী;
তবু ইতিহাসে রবে
তোমাদেরি কাহিনী।
যা ঘটেছে,সে অতীত
প্লিজ ভেঙ্গে পড়োনা;
ছিনু আছি থাকবো
হাল কভু ছেড়োনা।
মূল কথাঃ
পরাজয় নয় এটি
স্রেফ এক ফ্লুক;
বীরোচিত পরাজয়ে
নেই মোটে দুখ।
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা ঘটেছে,সে অতীত
প্লিজ ভেঙ্গে পড়োনা;
ছিনু আছি থাকবো
হাল কভু ছেড়োনা।
২| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: লিখেছেন বেশ ।
১৫০/২ ২৬ অভার।সেখানে টোটাল হলো আড়াইশো হতে পারতো সাড়ে তিনশ। ম্যাচ জিতত টাইগাররাই।
কিন্তু কিছুই হলনা । বাংলাদেশ ক্রিকেট টিমের বোলিং দৈন্যতা দেখা গেলো ।অথচ বোলিং এ বাংলাদেশ শ্রেয়তর। তবে মানুসিক দিক দিয়ে বেশি মাত্রার ইমম্যাচিওর। বাঘের থাবার মতো যখম করতে তারা জানে না ।তাই এই পরাজয় ।
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রোজা ছিল বলেইনা
শইল ছিলো ম্যাজম্যাজে;
নইলে জানিনে বাপু
ভারতের হত কি যে!!!
৩| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা ভাই, ছড়া পড়ে মুগ্ধতা
ভরে দিলেন শূন্য বুক
কি দারুণ লেখনি,
হারিয়ে দিলেন নিন্দুক
অসাধারণ ঝাঁকুনি।
টাইগার্স হুঙ্কারে মাঠ
বিপক্ষদলে কাঁপুনি,
বিশ্ববাসী চিনছে জাত
বাঙালি মন হারেনি।
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গর্জনে উঠে কাঁপি
থরো থরো বিশ্ব;
নিজেদের সেরা দিনে
বাকী সবে নিঃস্ব।
এইডাতো ট্রেইলার
বাকী আজো পিকচার;
হুঙ্কারে দে জানান
আছে যত ফিক্সচার।
নেক্সট যত কাপ আছে
বাকী সবি আমগো;
বিশ্ব চিনছে মগো
দেয় ডরে দামগো।
দুই প্যারাতেই ভায়া
বাঁধলে যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
৪| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষ বিকেলে কবিতাটি পড়ে মন ভরে গেল। সুন্দর লিখেছেন । অভিনন্দন।
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে,থাক থাক
দিয়োনাকো আর পাম;
জানি বুঝি সবি ঠিকি
নেই মোর ছিটে দাম।
৫| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
ওমেরা বলেছেন: বাঁশ ডলা তো দিতে পারেন নাই এখন এটাই শান্তনা -----হি হি হি
তবে আপনি ছড়া গুলো খুব সুন্দর লিখেন । ধন্যবাদ
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টি পড়ে মোর
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।
৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫৩
সামু পাগলা০০৭ বলেছেন: মূল কথাঃ
পরাজয় নয় এটি
স্রেফ এক ফ্লুক;
বীরোচিত পরাজয়ে
নেই মোটে দুখ।
হাহা, এই মূল কথার জন্যে লাইক। ওদের সাথে আমাদের জয়কে ওরা যদি ফ্লুক ভাবে তবে আমরাই বা কেন আমাদের হারকে ফ্লুক ভাবব না? হাহাহা।
আসলে ওরা শক্তি সামর্থ্যে আমাদের চেয়ে অনেক উন্নত দল। কিন্তু বাংলাদেশ দৌড়ে ওদের জলদিই ছুঁয়ে ফেলবে এবং একদিন ওদেরকে ক্রসও করে ফেলবে। সেই সফরে অনেকবার হুমড়ি খেয়ে পড়ব আমরা, হারব বহুবার। তবে আপনি যা বললেন তাই,
যা ঘটেছে,সে অতীত
প্লিজ ভেঙ্গে পড়োনা;
ছিনু আছি থাকবো
হাল কভু ছেড়োনা।
হারুক বা জিতুক সাথে থাকব। সবসময়!
সেই হার নিয়ে যাদের মন খারাপ ছিল, আপনার ছড়ায় নিশ্চই কেটে যাবে। সত্যিই অসাধারণ।
আমার সকল শুভকামনা রইল
হাসতে ও হাসাতে থাকুন সবাইকে!
১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া উঁচা জ্ঞাণী
কথা কও সাচ্চা;
এইভাবে লড়ে হারে
বাঘেদের বাচ্চা।
সেদিন আর দুরে নয়
ধরে গণহারাবো;
নুন দিয়ে মেখে সুখে
পোচে চাম ছাড়াবো।
হারামীরা চিরকালি
জানে একি শ্লোক;
যেই হারে,শুরু গাওয়া
এতো স্রেফ ফ্লুক।
কথার জবাব তাগো
দিতে হবে খেলে;
কান কথা শুনি আপু
তুমি নাকি ছেলে?
৭| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:০৮
কামরুন নাহার বীথি বলেছেন:
যা ঘটেছে,সে অতীত
প্লিজ ভেঙ্গে পড়োনা;
ছিনু আছি থাকবো
হাল কভু ছেড়োনা। -------
ঠিক তাই, ছিনু আছি থাকবো!!!
অনেক অনেক শুভেচ্ছা!!!!;
১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জয়-পরাজয় সেতো
খেলারই যে অংশ;
দুরে ঠেলে করবো কি
টিমটারে ধ্বংস???
৮| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:১৪
গেম চেঞ্জার বলেছেন: এইকারণেই বলা হয়, অতি বাড় ভাল না!
১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার সে একি কথা
মিছে প্যানপ্যানানি;
ফের বলি ম্যাশ ট্রুপ
বীরে এক সেনানী।
৯| ১৮ ই জুন, ২০১৭ রাত ২:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
কবি'র যোগ্য আমি নই-কভু
ছন্দবদ্ধ ঠিক বুঝি-না,
হেরে-গিয়েও চেষ্টাশীল তবু
সে-তো আপনি প্রেরণা।
ধন্য, শ্রদ্ধা কৃতজ্ঞ সামু-তে-
থাকুক হয়ে আশীর্বাদ,
যে প্রশংসা আন্তরিক-চিত্তে
এই সদা কামনা স্বাদ।
১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দের মালা গেঁথে
লিখো নিজ খেয়ালে;
গভীরতা দেখে লাজে
পিঠ ঠেকে দেয়ালে।
তোমার ছন্দমাঝে
আমি অতি নস্যি;
দ্যাওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।
১০| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
বড়-মন আর উদারতা
দেখিলাম প্রতিউত্তরে,
আকাশ সাগর গভীরতা
আপনি রেখেছেন ভরে।
শ্রদ্ধাভাজন উম্মুক্ত মাঠ
আমি ভাসমান শস্য,
উর্বর মন-ভূমে হই চাষ
ছন্দ-রাজা আমি ভৃত্য।
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে,তুমি দেখি
বিনয়ের অবতার;
বানিয়ে বানিয়ে যত
দ্যাও মোরে নব তার।
এসব পামেতে বাপু
এ শর্মা গলেনা;
তোমার মেধার কাছে
রঙবাজি চলেনা।
১১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১:০৫
সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, আজেবাজে কান কথায় কান দেবেন না। আমার নিকনেইম ছেলেদের মতো হওয়ায় অনেকে ভুল করে। তবে যারা আমার ব্লগে রেগুলারলি আসেন এবং যাদের সাথে ব্লগের বাইরেও পরিচয় আছে তারা ভালোই জানে যে আমি কি!
যাই হোক, আপনার বাকি কথা ঠিকই আছে। সেদিন দূরে নয়! একদিন বিশ্বকাপও জিতব আমরা! সেই সুদিনের অপেক্ষায়....
আপনার জন্যে শুভকামনা রইল!
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমা নিয়া এক জ্বালা
মজটজা বুঝনা;
কথামাঝে রসকষ
কস্মিনে খুঁজনা।
ছন্দ মেলাতে বাপু
করেছিনু হেথা ফান;
না বুঝেই হুদা মোরে
দিলে গালি পাঁচখান।
রাবার টানলে পরে
ফুরোবেনা কিসসা;
তোমাকেও জানালুম
ঈদের শুভেচ্ছা।
১২| ১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৩১
সোহানী বলেছেন: হুম কথা সেটা... আমরা দিলাম বলে তারা পেলো..............
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামনেতে ঈদ বলে
দিনু উপহারটা;
পারলোনা রাখতে তা
পাকি দিলো বাঁশটা।
১৩| ১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুন্দরখানা কিগো
পোষ্ট নাকি তুমি?
তোমারেই ভালোবাসি
ক্যানসেল রুমী।
১৪| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪১
বর্ষন হোমস বলেছেন:
আপনার কবিতা সাংঘাতিক।ডিরেক্ট একশন করে।
১৫| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০৭
জোকস বলেছেন: "ঈদ মোবারক"
১৬| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৭:১৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদ মোবারক ।
১৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১৫
রাবেয়া রাহীম বলেছেন: আবীর এখন ঢাকায়। ঢাকা গেলো ঈদের দিন রাতে। ১৮ রমজান মককা শরিফ গেছিলো সেখানে ঈদের জামাত পরে বাংলাদেশ যায়। চলে আসবে এই মাসের ১৩ তারিখ। আমি বলছিলাম আরও কিছুদিন থাকতে। কিন্তু এখানে অনেক কাজ বাকি তাই থাকতে পারছেনা ।
[email protected]
আমাকে মেইল করো। আমি ফেসবুকে নেই ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৫
মোস্তফা সোহেল বলেছেন: মন তো ভরেনা বল
প্লাস দিমু কয়খান
সব সময়ই টাইগার বাহিনি
রাখব দেশের মান।