নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

ঈদ রান্নার ছলে শায়মাপুর প্রতারণা!!! (একটি প্রতিবাদী পোষ্ট)

৩০ শে জুন, ২০১৭ রাত ১০:২৯



শায়মাপু ব্লগে দিলো
যথারীতি ঈদি পোষ্ট;
ভাবখানা একা রেঁধে
একাই সে করে হোস্ট!!!

শাহী কারবার দেখি,
ঈদি খানা/ইফতারি;
পাইনে ভাষাটা খুঁজে
কি কবো তারিফ তারি?

কথায় আছে গভীরতা
হুদা নয় কয়াটা;
ক্রেডিট আদতে পাবে
শায়মাগো বুয়াটা।

টেবিলে সাজিয়ে খানা
ক্লিক ক্লিক ফটো খিঁচে;
বেচারি বুয়াটা রাঁধে
ক্রেডিট সে নেয় মিছে।

কিচেনটা কোনদিকে
পারবে কি চেনাতে?
সারা রোজা হলো পার
সোনা-জামা কেনাতে।

পানি ঢেলে খেতে তার
রাজ্যের নখরা;
জিজাজীর থেকে নেয়
রাঁধি কয়ে বখরা।

পোষ্টেতে ঝাড়ে কত
লেকচার পশলা!
জানে কি সে কোন ডিশে
লাগে কত মশলা?

রান্নার 'র' জানেনা
পোষ্টে সে মহা কুক;
পোলাপানও তাই পড়ে
লোল ঝেড়ে 'চুক' 'চুক'।

আরে বোকা,ছবি দেখে
ভরে কি সে খাওয়াতে?
''ফাদার কা বেটি'' হলে
ডাকো ঘরে দাওয়াতে??

ঐ সব ছবি দেখে
মোরা আর ভুলি না;
'ভাইয়ু' 'ভাইয়ু' ডাকে
মিছে পামে টলি না।


মন্তব্য ৮৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
রান্নার 'র' জানেনা
পোষ্টে সে মহা কুক;
পোলাপানও তাই পড়ে
লোল ঝেড়ে 'চুক' 'চুক'।



আমিও একমত !!

৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ জীবনে কুনুদিনো
কয়েছি কি কথা ফাও?
তোমারাই মিছেমিছি
শায়মাতে ক্রাশ খাও!!!

২| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৩৫

পরিব্রাজক২০১৫ বলেছেন: খুনসুটির ছড়িতা বেশ জমাটি হয়েছে =p~

৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না ভেবেই,না বুঝেই
ভুলে ক'লে খুনসুটি;
ডাইনিটা কনফার্ম
কেটে নেবে মোর টুটি। |-)

নিলে নিক,ক্ষতি নাই
কবো কথা সত্য;
সাহসটা করে তাই
দিনু সব তথ্য। B:-)

৩| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৩৯

শায়মা বলেছেন: হায় হায় হায় হায়

শেষকালে ভাইয়া হয়ে
ঘরে সিদ কাঁটলে
সোনা দানা সাজগোজ
মশলাও বাঁধলে!

ও মা ছি ছি একি কাজ
লাজ নেই দিলেতে।
পাঁকাবো কাঁঠাল আজ
এক ঘুষি কিলেতে!!!!!! X((

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শোনো আপু এবেলায়
কথা সাফ সাফ;
ভাই বলে মিলবেনা
সাত খুন মাফ।

আজীবন আর কত
প্রতারণা সইবো;
বিবেক মরেনি আজো
কইবোই কইবো।

৪| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৪৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ছড়া +++++ !:#P

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহস করে সত্য কনু
এইটা বুঝি দেখলেনা;
আফসোস,খেটে মরি
তাও কিছু শেখলেনা। /:)

৫| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: লেখক বলেছেন: না ভেবেই,না বুঝেই
ভুলে ক'লে খুনসুটি;
ডাইনিটা কনফার্ম
কেটে নেবে মোর টুটি। |-)

নিলে নিক,ক্ষতি নাই
কবো কথা সত্য;
সাহসটা করে তাই
দিনু সব তথ্য। B:-)






X((
মাই গড! তুইও দিলি
ডাইনীর অপবাদ!!!!!
ফেসবুকে দেখেছিনু
এই মোর অপবাদ!

কাকেদের কিচিমিচি
আমি নাকি ডাইনী!
বহুদিন মানুষের
মাথা ছাড়া খাইনি!

শেষকালে ঐ দলে
তুইও নাম লিখালি!!!!
মরে যাই সেই দুখে
আমি পোড়া কপালি!!!!!!!!!!! :( :((

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডাইনী বলেই ডাইনী কই
দেখলে কোথা দোষটা?
আগে ঠিকি ডাইনী ক'লে
হতে কত খোশটা??

আজকাল হয়েছে কি
জাত বুঝি খোঁয়ালে?
গরুতো গরুই সদা
বাস তার গোয়ালে। :-B

৬| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: আমি কিছু কমু না...কইলে কইবেন পাম দেই !!! :(

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না কয়েই কয়ে দিলে
কথা হেথা সবি;
লিখি আমি অগবগা
ভুয়া এক কবি। :-<

৭| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: ওপস ছড়িতায় এট্টু ভুলু হয়ে গেছে !

মাই গড! তুইও দিলি
ডাইনীর অপবাদ!!!!!
ফেসবুকে দেখেছিনু
এই মোর অপরাধ !


এটা হবে ! :) :) :)

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অপরাধি বলেইনা
মনে তার চোর চোর;
ভুলতো হবেই তবে
দেখাক যতই জোর।

৮| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৪৮

বর্ষন হোমস বলেছেন:
পুরা পাংখা হইছে কবিতা।আর শায়মা আপুর সাথে কথা গুলো মুটামুটি যায়।

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোটামুটি কইছ কি
কথা পুরো খাপে খাপ;
এক সুতো ভুল হলে
আগুনেই দেবো ঝাঁপ। X((

৯| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৪৮

আলভী রহমান শোভন বলেছেন: কি করি আজ ভেবে না পাই ভাইয়ু একি করলো শেষ কালে? এইভাবে হাটে হাঁড়ি ভেঙে দিলো? :-P

আর শায়মাপু তুমি শুধু ডাইনী না, চুন্নিমনিও। ফেয়ার এন্ড লাভলি মেখে একজন ম্যাজিক মামনি বলেছেন। :#)

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি দেখি ঘটনারে
দিলে নয়া মাত্রা;
প্লিজ হেথা কয়োনাগো
কাহিনি সে ফাৎরা।

অগাবগা কে কি ক'লো
কভু মোরা শুনিনা;
শায়মার ফ্যান মোরা
ছাগুদের গুণিনা।

লিখেছিনু ছড়া এক
দিনু হেথা পেস্ট;
আলবাৎ পড়ে ক'বে
পাঞ্চখানা বেস্ট।

''ছ্যাঁচড়ামো খাচড়ামো
আর কত করবি?
আজকাল লোকে তোরে
ডাকে ক্র‌েক ...........।

পীপিলিকা পাখা হয়ে
অতি ত্বরা ঝরবি;
গন্ধেতে টেকা দায়
যা যা দুরে সরবি?

লাইতে চড়িস ঘাড়ে
গায়ে জমে চর্বি;
রাম আছাড় দিমু এক
অপঘাতে মরবি।

আগুনের পোকা তুই
কত ত্বরা নড়বি;
অচিরেই নেচে নেচে
আগুনেই পড়বি।

শায়মাপু শায়মা-ই
সদা কই গর্বি;
জানি জানি ক্ষমা চেয়ে
কেঁদে পায়ে ধরবি।''

১০| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা, যাক ভাই বড় উপকার করলেন,শয়মা বুবুর গোমর ফাঁস করে !!! =p গতকাল তার দামি দামি খাবারের মধ্যে থেকে এক টুকরো জিলাপি খেতে চেয়েছিলাম কিন্তু শায়মা বুবু কত কাহিনীই না করলো !! =p~


৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিপটার নানী তিনি
তিনি দেবে জিলাপী!!!
কলজেতে মুরগী সে
মুখে যত আলাপী। B:-/

১১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

এত কথা বুঝি না ভাই
খাবার দাবার চাই-
চিংড়ী মালাই দইয়ের বড়া
মিস করি সবাই!

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উপায় আছে একটাই
খুঁজো তার বুয়ারে;
একাই সে রাঁধে সব
শায়মাটা ভুয়ারে............ B:-/

১২| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৪২

শায়মা বলেছেন: শোনো আপু এবেলায়
কথা সাফ সাফ;
ভাই বলে মিলবেনা
সাত খুন মাফ।

আজীবন আর কত
প্রতারণা সইবো;
বিবেক মরেনি আজো
কইবোই কইবো।


X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

এহরে আসছেন বিবেকের মহারাজ! :-/
কদিন আগে দেখেছিনু ভায়া এক মক্ষীরাজ! B-)
ঘেন ঘেন পেন পেন আরও কত কা কা
শেষে খেলো লাথি ঝাঁটা খুলে গেলো পাখা! :D

ভায়ামনি সোনাখনি এইবার শোনোনা
আরও ছিলো একখানা অগ্নির ময়না! #:-S
ঘিলু ছিলো গুলু গুলু পেঁচপেঁচে কাঁদাতাল
তাই নিয়ে পেন পেনে এক সার হলো হাল! :) :)

ওয়েটিং করেছিনু কবে ভায়া আসবে
ঐ গরুগাধাদের দড়ি দিঁয়ে ফাঁসবে
তানা করে দিলে হানা সিদ কাঁঠি নিয়ে
ওকে যাও জীবনেও দেবোনা তোমার বিয়ে! :(

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ময়না প্যাঁচাতে বাপু
নেই মোর রুচি;
থাকি সদা টিপটপ
আছে মহা শুচি।

শুনেছি লোকের মুখে
অগাদের ঘেউ ঘেউ;
সাগরের পানি খেয়ে
কয় হেথা কত ঢেউ!!!

কত এলো,কত গেলো
আরো কত আসবে;
ঢেউয়ের এক দোলুনীতে
কেঁদে কেঁদে ভাসবে।

আসলে নামটা ভেঙ্গে
থাকে আলোচনাতে;
থাকুক না থোরা সুখে
কে যায় সে গুণাতে??

১৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:০৪

শায়মা বলেছেন: @আলভীভাইয়া

ম্যাজিকমনি সোনার খনি
বানী দিছেন চিরন্তনী
সে কথাটা কেউ শোনেনি
কেউ বোঝেনি কেউ মানেনি
কিন্তু তুমি ফেয়ার লাভলী
কোথায় দেখেছিলে!
ফেয়ার লাভলী
প্রচারনায় তুমিই নেমেছিলে!! :) :) :)

জব করো সেই ফেয়ার ক্রিমের
কোম্পানীতে বুঝি!
তাইতো মনির মুখে পেলে
ফেয়ার লাভলী খুঁজি!!!!!!! :P

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা আপু চটো ক্যান
যার চোখে যে ভালা;
হতে পারে মিস ওয়ার্ল্ড
হলেও বা যম কালা।

আলভীটা পুলা ভালো
খানিকটে বোকা;
সে সুযোগে মায়াবিনী
দেয় বুঝি ধোকা।

সবি মায়া,সবি ছল
নেই মোটে স্থায়িত্ব;
আমাদেরি লাডলা সে
ফিরানোটা দায়িত্ব।

ঝাড়ি নয়,বুঝিয়েই
আনো তারে ট্র্যাকে;
তা না হলে খাবে মাথা
পাগল ঐ ক্র‌েকে।

১৪| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:০৯

শায়মা বলেছেন: ময়না প্যাঁচাতে বাপু
নেই মোর রুচি;
থাকি সদা টিপটপ
আছে মহা শুচি।

শুনেছি লোকের মুখে
অগাদের ঘেউ ঘেউ;
সাগরের পানি খেয়ে
কয় হেথা কত ঢেউ!!!

কত এলো,কত গেলো
আরো কত আসবে;
ঢেউয়ের এক দোলুনীতে
কেঁদে কেঁদে ভাসবে।

আসলে নামটা ভেঙ্গে
থাকে আলোচনাতে;
থাকুক না থোরা সুখে
কে যায় সে গুণাতে??


হা হা হা :P

ওকে ওকে তবে বলি আলতার চালতা
পরী হয়ে এসেছিলো বেগুনের ভর্তা
সাথে কত উজি নাজি হাকিম ছেঁচড়াভাঁজি
কই ছিলে ভায়া তুমি করে সব কুঁচিকুঁচি
রেখেছিলাম ফ্রীজে
এত দেরী করলে যে গেলো সবই পঁচে! :(

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একমাস সিয়ামের
যা পেয়েছি ফযিলত;
এ'কদিনে খেয়ে খেয়ে
মোটামুটি সবি লস।

ভুঁড়ি যেনো আরো বাড়ে
নড়তেই দিন পার;
নেটে আর বসবো কি
মন ছিলো ভার ভার।

ঈদে ফোনে কথা হলো
ফের নেই পাত্তা;
কোথা আছো,কেমন আছো
খাঁচা ছাড়া আত্মা।

এসে দেখি তোলপাড়
মহা বিজি সকলে;
এ'কদিন সামু ছিলো
মঘাদের দখলে!!

ঘেউ মিউ হাম্বাতে
সামু পুরো অস্থির;
থামলেই আসি হেথা
ছাড়ি শ্বাস স্বস্তির।

লড়াইটা হয়া চাই
সেয়ানে বা সমানে;
করবো কি আমি হেথা
মাছি সনে কামানে?

ডোজ কি সইবে তাগো
দিলে এক খাঁকারি;
প্রয়োজন আছে বলো
আঙ্গুল বাঁকারি?

উতলা হইনা বাপু
পুলাপানি কান্ডে;
ম্যাঁ ম্যাঁ প্যাঁ প্যাঁ চলুক না
মোরা খুঁজি ফান ডে। =p~

১৫| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: গোপন রহস্য ফাঁস ;)
পুতিবাদ জানাইলাম =p~

(কার পক্ষে জানাইছি কমু না)

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দু'লাইন কথাতেও
প্যাঁচ এক দিলে ঢালি;
বাড়ী কই কও দিনি
ফেনী?নাকি নোয়াখালি? =p~

১৬| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: ''ফাদার কা বেটি'' হলে
ডাকো ঘরে দাওয়াতে??

শায়মাপু একদিন আমাদের দাওয়াত করে এই কবির থোতা মুখ ভোথা করে দেন।

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুখ মোর থোতা নয়
লম্বাটে ম্যানলি;
হিরো হিরো লুক যেনো
'ব্রেট লি' বা 'শেন লি'।

শায়মা দাওয়াত দেবে
এ আশায় থেকোনা;
ভৃগু গেমু সে আশায়
আধবুড়ো,দেখো না??

১৭| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: চুপচাপ গ্যালারীতে বসলাম।। তবে ছড়াটা কিন্তু পড়েছি।।

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৭:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুখে যত কও হ্যাপী
জানি ডুবে হতাশায়;
মেজবানী আশা ছেড়ে
কাম সাড়ো বাতাশায়।

শায়মা এমনি ভায়া
মায়াবিনী ডাইনি;
আজতক কোনো শালা
তার বাড়ী খায়নি।

ছবি দিয়ে কৌশলে
শত ফ্যান জুটালো;
আশায় ঝুলিয়ে তাগো
কত মাল পটালো!!

ভৃগুদাটা কেঁদে মরে
গেমু রাগে ভাগসে;
লিটনদা শোক ভুলে
ডুবে থাকে ড্রাগসে।

মোটামুটি সবে খায়
ডাইনির কোপটি;
সে-ই ভালো ছড়া পড়া
গ্যালারীতে চুপটি।

১৮| ০১ লা জুলাই, ২০১৭ রাত ২:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: বেশ ভালো করেছেন মূখোস খুলে দিয়ে । ;) ছড়া ভালো হয়েছে ।

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৭:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুখোস যতই টানি
বেরোবেনা ফেসটা;
মায়াবিনী ঠিকি ছলে
সামলাবে কেসটা।

পুলাপান যাবে পটে
শোনে ন্যাকা ভাইয়ু;
ডাইনি ক'বেনা কভু
এসো ঘরে খাইয়ু। X((

১৯| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৩:২৮

নাইম রাজ বলেছেন: রান্নার 'র' জানেনা
পোষ্টে সে মহা কুক;
পোলাপানও তাই পড়ে
লোল ঝেড়ে 'চুক' 'চুক'।

আরে বোকা,ছবি দেখে
ভরে কি সে খাওয়াতে?
''ফাদার কা বেটি'' হলে
ডাকো ঘরে দাওয়াতে??


বলেছেন মনের মত কথা
পালন করা হোক যথা যথা ।

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'মনকথা' 'রঙকথা'
ছাড়ো এ'লা ঢঙটা;
পালনটা করবে কে?
বিল্লি গলে ঘনটা?

২০| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:২৮

উম্মে সায়মা বলেছেন: আপনি এত ছড়া মেলান কি করে বলেন তো? খুব মজা পেলাম B-) কমেন্টগুলোও

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢঙি এলো আরো এক
শায়মার আম্মি;
কি দারুন ন্যাকা সূরে
দেয় মোরে পাম্মি!!! X(

থাক থাক লাগবোনা
খালি খালি মিছে পাম;
কি যে লিখি অগাবগা
নেই তার ছিটে দাম। |-)

২১| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৩০

সোহানী বলেছেন: এইবার শায়মা সবাইকে দাওয়াত না দিয়ে যাবে কই.............. প্রমান তো দিতে ই হবে.... :P

আমি কিন্তু আছি.... কি করি কে একা খাওয়াইয়া ঘুষ দিলে চলবে না............

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৭:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘুষ' খাবে এ শর্মা!!
ছি ছি বুকে দিলে ক্ষত;
শায়মাটা এ অফার
কেঁদেকেটে দিলো শত।

কান্নায় ভুলেনা হে
তোমার এই ভাইটা;
শায়মা পড়েছে বাটে
দিমু আরো ঘাঁইটা।

ছলে তার প্রতারনা
ঢেড় হলো বিস্তার;
ডাইনী পড়েছে ফাঁদে
নাই আর নিস্তার।

২২| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৮:১১

ঠ্যঠা মফিজ বলেছেন: আমি ১৩

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাত সকালেই শুরু
কথা কয়া ঢঙে;
ক্যান তেরো?কোথা তেরো?
কওনা তা ভেঙে.............. B:-/

২৩| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৮:২৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালোবাসা লাইক ১৩ ।

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৮:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাবা করি মজা
তাও ছাই বুঝনা;
কথার কি গভীরতা
কস্মিনে খুঁজনা। /:)

২৪| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৯:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ মজার ছড়া ভাই ....
শায়মাপুর রাধা তথ্য ফাস করে দিলেন!!! কষ্ট করে রাধে কে আর ক্রেডিট যায় কার ভাগে!!!
হুম, বুঝেছি এবার, এরপর আপুনিরা রান্নাকরার ছবিও সঙ্গে দিবে হা হা হা,


০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইবার ক'লে ভায়া
কথাখানি মোক্ষম;
রান্নার ছবি ছাড়া
বিশ্বাসে অক্ষম।

শোনে যায় শায়মাপু
কয়েছে কি কবিটা;
একিন আর করছিনা
ছাড়া রাঁধা ছবিটা।

২৫| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৯:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: আরে বোকা,ছবি দেখে
ভরে কি সে খাওয়াতে?
''ফাদার কা বেটি'' হলে
ডাকো ঘরে দাওয়াতে??

ঐ সব ছবি দেখে
মোরা আর ভুলি না;
'ভাইয়ু' 'ভাইয়ু' ডাকে
মিছে পামে টলি না।
-----

বাব্বাহ, বুকের ছাতি কত ফুট কত ইঞ্চি আপনার???
আর কিছু কইলাম না!!

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসের কিবা এতে
ডরামুটা কিঁউ?
ডরাইনি শায়মারে
ইয়ে......মিউ মিউ

২৬| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭

নীলপরি বলেছেন: পোষ্ট আর কমেন্টের কবিতা , সবই ভালো লাগলো ।

আর রান্না যেই করুন , কনসেপ্ট ও প্রেজেনটেশনের জন্য শায়মদিকে ফুল মার্কস দিতেই হবে । :)

শুভকামনা ।

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মার কাম শুধু
পোষ্টখানি দেয়া;
অভাগা বুয়াটা খাটে
ছি ছি কি বেহায়া!!!

ফুলমার্কস দুরে থাক
আধা দিতে রাজী না;
ক্যান তারে হুদাহুদি
ঘাড়ে তোলো বুঝিনা। B:-/

২৭| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি একি কান্ড
সব লন্ডভন্ড
ভা্ইয়া হয়ে দিলে
ভেঙ্গে বোন ভান্ড!

ভাইফোটা তাই বুঝি
দিয়েছে এ বছর
রক্ষা না করে হলে
ভক্ষকে ভূতাছর।


কানে কানে বলো দেখি
দাওয়াত পাওনি নাকি!
না পেলে ঘরের ছবি
বলো কোথা পেলে সবি!

যাই হোক তোমা বুঝা
নয় সোজা কাজ
হা হা করে হেসে করো
সব দিলে রাজ!

ভাল থেকো সবসময়
দোয়া সদা এ মনে
যদিও থাক ভুলে
পেয়ে নয়া সখি সনে ;)


০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না মানে,ইয়ে মানে
তুমি ভারি টেটনা;
ভেতরের কথা ক'তে
কভু তুমি লেট না।

খেতেইতো গিয়ে ঘরে
জেনে গেছি রাজটা;
বুয়াই করেছে যত
আগাগোড়া কাজটা।

চোখজলে বেচারীটা
কয় মোরে দুখটা;
বিশ্বেস করো ভায়া
শুনে ভাঙ্গে বুকটা।

বুয়াটারে ঠিকঠাক
বেতনও সে দেয়না;
খানাটাও টাইম মত
কোনদিন পায়না।

এইসব শুনে ভায়া
মেজাজটা রেগে যায়;
পোষ্টখানি দিনু তাই
বিবেকের তাড়নায়।

২৮| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট ও মন্তব্যে, অনুপম ছন্দ
ভাললাগা বলাতে, নেই আর দ্বন্দ্ব।
দু’কবি ছড়াতে, জানি খাঁটি শুদ্ধ
মজাদার হলো তাই, ছড়া-ছড়ি যুদ্ধ।
শায়মাতো বেশ ভাল, সরাসরি কথাতে
পারে কিহে কেউ তার, বদনাম রটাতে?
কবি কথা উল্টিয়ে, ধরে নাও বেশটা
উপভোগ কর পরে, আনন্দের রেশটা।
মিছেমিছি করে তারা পরস্পরে হামলা
বাস্তবে দু’জনেতে নেই কোন মামলা ।

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুল ভুল সবি ভুল
আছে মহা ঝামেলা;
হবেনা হবেনা কভু
তার সনে পা মেলা।

আদর্শে অটল আমি
নীতিবোধ ছাড়িনা;
শায়মার চিট-ফ্রড
সইতে যে পারি না।

চেষ্টা করেছি বহু
সুপথেতে আনতে;
লেজ যে হবেনা সোজা
আহা যদি জানতে।

মোর সাদা,তার কালো
পথ পুরো ভিন্ন;
এ কারণে আজ মগো
সখ্যতা ছিন্ন।

২৯| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হা হা হা হাসালে ভারী
সব শুনে তোমা সনে নিলাম আড়ি
একা একা পেট পুরে
খেলে কোন মূখে, রেখে আমা-রি!

পড়লোনা মনে ভাইটির কথা
ভেবে ভেবে বুকে উঠে গেল ব্যাথা!
রিজিকে নেই বলে পাশ কাটিওনা
বুঝি বুঝি আজো আপন ভাবলেনা! ;)

কোথা এত ব্যস্ত নেই কোন ফোন
মনে পড়ে কত কথা-আহা সেই দিন
ফুরসত পেলে কভু স্মরণ করিও
ভাই বলে চাই সদা- দোয়া করিও।


০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহারে আহারে সদা
ভুলটাই বুঝলে;
অভাগা এ ভাইটির
দোষটাই খুঁজলে।

শত কই শায়মারে
ভৃগুদারে দেও ফোন;
কথা শুনে ডাইনিটা
হুদাহুদি হেসে খুন।

চোখ টিপে কয় মোরে
নাঁকি নাঁকি সুরে;
দিয়েছিতো কল সবে
ছবি ভৃগু রাবুবুরে।

সে কারণে যাওয়া মোর
নাইলে কি যাই কও;
কথাটা পুরো না শুনে
হুদা মিছে রাগ হও।

৩০| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:




‘কি করি আজ ভেবে না পাই’
কোথায় থাকেন ভাই?
মাঝে মাঝে দেখা মিলে
মাঝে মাঝে নাই।

আপনারে সব পঠক করে
গরু খোঁজা খুঁজি।
নাহি পেয়ে হতাশ তারা
হয় যে সোজাসুজি।

পাঠক ভুলে থাকা নয়ে
কাজ কোন কবির,
জেনে রাখেন তাতে তাদের
মনটা থাকে স্থবির।

পাঠক মনে দোলা দিতেে
আপনাকে চাই নিত্য
আশাকরি ছড়ায় ছড়ায়
ভরাবেন সব চিত্ত।




০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দপাড়ায় রাজ করো আজ
তোমরা মহারথি;
তাইতো ভায়া লুকিয়ে থাকি
না পেয়ে কূল গতি।

কবিজন ভীড়ে আমি
লিলিপুট কাউয়া;
উড়ে উড়ে মুখ লুকি
ডেমরা বা মাওয়া।

মিছে আর পামে মোরে
দিয়োনাকো লাজ;
কাব্যটা মোর নয়
তোমাদেরি কাজ।

৩১| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আচ্ছা আচ্ছা
বুজলাম দিল সাচ্চা
পেলে পরে শায়মাপুরে
দেব না হয় কেষ- কাচ্চা :-B

ফ আ চৌ ভাইর
কথাতেই সহমত
একটু দিও সময়
হোকনা ব্যস্ততা যত্।

গেল কই শায়মা মনি
বোঝাতাম একটু খানি
বলে দিও তুমি তারে
সামনে যেন না পড়ে ;) :P

খালি খালি ফুটু দিয়া
সবার লূল ঝড়ায়
পেটে তোমার পীড়ে হবে
কয়েছি লাষ্ট পোষ্টটায়!!! =p~

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দাও দাও শায়মারে
আরো দুটো ঠুয়া;
গগন বিদারি কবো
লায়নের ফুয়া।

ডাইনির আজকাল
বড় বার বেড়েছে;
পোষ্ট লিখে আছি ডরে
দেখলেই সেরেছে।

কামড়ে চিবিয়ে খায়
মানুষের গোশত;
মাংসের খোঁজ পেতে
জ্বীন নাকি পোষত।

বধ সে হয়না বলে
ডরে সদা নত শির;
কেউ যদি পারে তবে
তুমিই সে মহাবীর।

দাও দাও ডাইনিরে
চিরতরে ধ্বসে;
মাহেন্দ্রক্ষন এই ই
আছি সবে জোশে।

৩২| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:



শায়মার সাথে করে, সখ্যতা ছিন্ন
সেই লোক আর কেহ, সেই লোক ভিন্ন।
শৈশবে টেনে এনে মিছে মিছি ঝগড়া
কে পারেন দিতে তাতে দিতে কোন বাগড়া?

বেশ বেশ ভাল বেশ খুশী খুশী সবে তাই
আদতেতে তারা দুই, হন নাকি বোন-ভাই।
শায়মাতো কবি পরে জানি মহা ভক্ত
সেই সাথে ছবি কবি এ কাজেতে শক্ত।

ছড়া কাব্যে দুই বীর, কি করি ও প্রামানিক
দু’জনেই তারা যেন, হীরে মতি ও মানিক।
শায়মা ছবি লিটন গেমু, ছড়া কাব্যে খুশবু
সকলেই জানে তাদের, ভাই-বোন ও বুবু।

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছেই আঁকছো তুমি
মোর-তার মিত্রতা;
আগেইতো কয়েছিনু
বিভেদের চিত্রটা।

তার পথ বাঁকা পথ
মুই চলি ঈমানি;
কুকীর্তি স'লে তার
ঈমানের কি মানে?

লোকসনে আজতক
করেছে যা প্রতারণা;
দাঁড়ি-কমা সব সহ
কয়েছি তা কণা কণা।

খাবেনা যেমন মিশ
তেলে আর জলেতে;
তেমনি হবেনা মগো
কস্মিনে ভুলেতে।

৩৩| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:০৫

শায়মা বলেছেন:
লড়াইটা হয়া চাই
সেয়ানে বা সমানে;
করবো কি আমি হেথা
মাছি সনে কামানে?

ডোজ কি সইবে তাগো
দিলে এক খাঁকারি;
প্রয়োজন আছে বলো
আঙ্গুল বাঁকারি?

উতলা হইনা বাপু
পুলাপানি কান্ডে;
ম্যাঁ ম্যাঁ প্যাঁ প্যাঁ চলুক না
মোরা খুঁজি ফান ডে। =p~


হাহাহাহাহাহাহাহাহাহাহা


ঠিক ঠিক বলেছো যা
মাছি পায়ে পায়ে
উড়ে এসে বসেছিলো
কামানের গায়ে!

গলা খেকা, আঙ্গুলী বা
কোনোটার দরকার
হয়নি যে ভাইয়ামনি
নিজেরাই ছারখার।

কেঁদে কেটে নেচে গেয়ে
ট্রাই ভূমিকম্প!
মাছি কি তা পারে বলো
যত দিক লম্ফ!

সানডে মানডে করে
অবশেষে ফান ডে
দিয়ে গেলো উপহার
পোলাপান কান্দে! :(

:)

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছাগীর তৃতীয় ছানা
লম্ফই ধম্মো;
সে-ই নিয়ে মাথা ব্যথা
নয় বোধগম্য!!

করুক না ফালাফালি
প্রাণ ভরে নৃত্য;
ওতেই যে খোশ তারা
ফুলফিল চিত্ত।

কূ্যোতে জন্ম তাগো
কূয়োটাই দুনিয়া;
বুঝিনা বাকীরা কেনো
বিচলিত ও নিয়া??

হুন্কার দিলে এক
ডরে যাবে জমিয়া;
শিকারীয়া হরিণ এক
খেয়ে যাও ঘুমিয়া।

৩৪| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৮

শায়মা বলেছেন:
ধ্রুবক আলো বলেছেন: ''ফাদার কা বেটি'' হলে
ডাকো ঘরে দাওয়াতে??

শায়মাপু একদিন আমাদের দাওয়াত করে এই কবির থোতা মুখ ভোথা করে দেন।
০১ লা জুলাই, ২০১৭ সকাল ৭:০৩ ০
লেখক বলেছেন: মুখ মোর থোতা নয়
লম্বাটে ম্যানলি;
হিরো হিরো লুক যেনো
'ব্রেট লি' বা 'শেন লি'।

শায়মা দাওয়াত দেবে
এ আশায় থেকোনা;
ভৃগু গেমু সে আশায়
আধবুড়ো,দেখো না??



B:-)

গেমু নাকি আধবুড়ো
বলে কি রে পাঁজীটা!!!!!!
রূপবতী ভাইয়ার
এঁকেছি যে ছবিটা!!


চুলগুলো ঝাঁকানাকা
চোখ দুটি মায়াবী!
দেখে কত সুন্দরী
খেয়ে গেলো হাবি ডাবি!

খাবে ফেইল ঠিকঠাক
সিনেমার হিরোটাও
ভৃগুভায়া কম নাকি!
দিচ্ছো যে গিরোটাও!

ঝুঁটিবাঁধা চুলে তার
দিল হারালো কতবার
সুন্দরী রমনীরা
জানো তার কাহানী!

খামোকা হিংসা করে
দিচ্ছো যে বাহানী!!!! B:-)


০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেমু কি ছেলে না মেয়ে
আছে মোর দ্বন্দ্ব;
ক্যান জানি মনে মোর
জাগে ভীন গন্ধ।

তুমি রাবুবুটা মিলে
এঁকেছ যা নিজরা;
বিশ্বাস করো আপু
লাগে পুরো হিজড়া।

আদতে কি গেমু নাকি
জেন্ডারে চেঞ্জার?
ঘটনা সত্য হলে
ব্যপারটা ডেঞ্জার। B:-)

৩৫| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

শূন্যনীড় বলেছেন:


ছড়া আর ছড়া যেন
সব ঝাড়ি ঝুড়ি,
এতকবি মাঝে এখন
আমি কি বলি!

ঝাড়ি-ঝুড়ি যাই বলি
জমেছে বেশতো,
খাবারের সাথে ছবি
রান্নার দিক'তো।

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রান্নার সনে ছবি
সাহস কি আছে তার?
দিবেনা সে,কুকীর্তি
ফাঁস হয় পাছে তার।

৩৬| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখতে পারিনা কিছু
ছন্দে ও ছন্দে
তবুও এলাম চলে
খাবারের গন্ধে!

শায়মার খানা পোস্ট
চলছে ও চলবে
নিন্দুকেরা পিছে পিছে
যতই কথা বলবে।

শিরে লিখলে 'প্রতারনা'
কি তোমার আক্কেল,
ভাবলাম শেষে তুমিও
নিন্দুকদের মক্কেল।

ভেবেছিনু দেব বকা
আচ্ছা করে শক্ত
পরে দেখি তুমিও
শায়মার ভক্ত!

ভালদের নিন্দা
সব সময় হয়
নিন্দুকের জীবনে
হয়নাকো জয়।

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পারোনা পারোনা কয়ে
গাঁথলে যা ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

বকা দেবে বলেইতো
থাকি সদা তক্কে;
জানিইতো তুমি সদা
ব্লাইন্ড তার পক্ষে।

শায়মার রূপে মজে
গেছে মাথা ঘুরিয়ে;
ভাবো যাবে পরীদেশে
তার পিঠে চড়িয়ে।

ভুল ভুল প্রিয় সখা
শায়মাটা রাক্ষসি;
দোয়া করি ভ্রম তোমা
অতি ত্বরা যাক খসি।

যত কই এঙ্গেলে
কিছুই তা বুঝনা;
প্রেমেতে অন্ধ হয়ে
দোষ তার খুঁজনা। /:)

৩৭| ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: আমার আর খাওয়া হল না জিলাপি,
জিলাপির আড়াই প্যঁচ !
শায়মা নানীর কাছে গিয়ে করেছি,
অনেক খ্যঁচ খ্যঁচ !! =p~
সবই এখন দেখি ছড়ায় ছড়ায় দিচ্ছে মন্তব্য
তা দেখতে লাগচ্ছে না মন্দ ! =p~


(চলুক )

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিলিপী তুমি না ভায়া
শায়মা কি দেখেছে?
নেট থেকে মেরে ছবি
চামে ব্লগে সেঁটেছে।

শায়মার ছলাকলা
আজো পাইলানা টের;
ইবলিশ সের হলে
শায়মাটা সোয়া সের। :P

৩৮| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:১১

শায়মা বলেছেন: হা হা হা হা হা

যাইতেছি ওয়েসটিন
এসে দেখাবো
তোমার একদিন কি
আমার একদিন...

তার আগে হেসে খুন
হলেম সব পড়ে!
ফিরে আসি তারপর
দেব টান কান ধরে!!!!
:P

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডাইনি যে কামড়াবে
জানা কথা,নয় কি?
মাথায় হুলিয়া নিয়া
কই কথা,ভয় কি?

৩৯| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

এডওয়ার্ড মায়া বলেছেন:

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি মায়া কেনো হেথা
দিলে শট আধামাধা?
কোন মেয়ের তালে পড়ে
হয়েছ বলীর গাধা?? :||

৪০| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:০৯

শায়মা বলেছেন: @মায়া ভাইয়ুমনিতা :)

এডওয়ার্ড মায়া ভায়া
স্ক্রিনশট ছায়া
দেখে আমি টসকে
গেছিলাম ফসকে!

ওমা ওমা মোরে তুমি
এত ভালোবাসো!
দুহাজার সতেরোতে
বারো নিয়ে আসো!

আধাখানা দেখে যদি
লোকে বুঝে ভুল
তবে কি মনের আশা
হইবে উসুল!



☀ব্লগিং গাইড☀ কী করবেন, কী করবেন না! - মাস্ট রিড!

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চর্বি জমেছে ঈদে
খেয়ে মাছ-গোশত;
কি আজব মায়া দেখি
চর্বির দোসতো !!!!!!! B:-)

৪১| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:৩৮

জুন বলেছেন: কিচেনটা কোনদিকে
পারবে কি চেনাতে?
সারা রোজা হলো পার
সোনা-জামা কেনাতে।
B:-)
@শায়মা জলদি আমাদের কিচেনের পথ চেনাও :P

কি করির কবিতায় হেসে হেসে সারা
ভেবোনাও একটুও মিছে পাম মারা B-)
=p~

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছয়মাস পড়ে তিনি
মোর ব্লগে এসে;
শান্তনা দেন মোরে
ঢঙে হেসে হেসে................(হুহহহ) /:) B:-/ :(

৪২| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

জুন বলেছেন:
তবুও তো এসেছি ছয় মাস পরে
দেখে যাই কি করি এখন কি করে #:-S

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৯:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব বুঝি তোমার ঐ
চামে দেয়া খোঁচা;
ছি ছি হায় নিজেরেই
লাগে মহা ছোঁচা।

নাকে খত,মুখে খত
মানলুম হার;
আজ থেকে পাবে মোরে
ব্লগে রেগুলার।

৪৩| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

উম্মে সায়মা বলেছেন: কি করি ভাই আমাকে শায়মা আপুর আম্মা বানিয়ে দিলেন? :|| নাহ এবার নামটা বদলেই ফেলতে হবে দেখছি।
আপনিতো সবাইকে কবি বানিয়ে দিলেন। ভাবছি আমিও কবি হয়ে যাব নাকি। কিন্তু আমিতো ছন্দ ফন্দ মেলাতে পারিনা। আপনাদের ছড়ায় ছড়ায় মন্তব্য খুব উপভোগ করছি :-B

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার কি দোষ বাপু
নামে কয় কথা;
'উম্মে' মানেতো মা-ই
আরবের প্রথা।

যে নামের যেই মানে
সেটাইতো ভাববো;
'মা' হলেতো মা-ই কবো
কইবোনা আব্বু।

আদতে সত্যি হলো
আমি কবিজন না;
মোর গুরু শায়মাপু
তোমারই সে কন্যা।

আলবাৎ তুমি কবি
মনেতে যেটুকু স্মৃতি;
রঙঢঙ ছেড়ে কও
তুমি কি আসলে বৃ...? :-B

৪৪| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: উন্মেমনি আমরাও কি মেলাই নাকি ছন্দ!
ছড়ার সাথে বড়া লিখে দেই বাঁধিয়ে দ্বন্দ!
গাইতে গাইতে গায়েন আর বাজিয়ে হয় বায়েন
ছড়ার বড়া লেখাই হলো এই ঘটনার আয়েন! :)

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ্বন্দ্বতো বাঁধাবেই
তুমি যা না ঝগড়ে;
অশ্লীল যত গালি
সবি দাও উগড়ে।

যেথা যাও,কৌশলে
সব কর পন্ড;
উম্মেপু জানে কি তা
তুমি কত ভন্ড??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.