নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
তুমি আমায় ডেকেছিলে জন্মদিনের নেমন্তনে
--------------------------------------------
এর আগে যে বনানীতে আরেকখানা জমকালো জন্মদিন হল,তা-কি মেয়ে তুমি দ্যাখ নাই ? নাকি দেখে জেনে বুঝে তুমিও অমন নেমন্তন প্রত্যাশী ছিলে ! সাফাত,ইভানেরা তো তোমাদেরই খোঁজে এবং কে বা কারা ডাকে সারা দেবে তাও ওরা বোঝে ।
নিজের ভালমন্দ নিজে যতদিন না বুঝবে ততদিন তুমি নিরাপদ নও । চাইলেই নিজকে বাঁচিয়ে চলতে পার কিন্তু তোমরা চাওনা বলেই সাফাত ইভানদের মত পশুদের খপ্পরে পরো ।
এখানে আমার একান্ত নিজস্ব একটা মতামত তা হচ্ছে--- ইভানের সাথে তোমারও শাস্তির ব্যবস্থা হওয়া উচিত কারণ এরফল স্বরূপ পরবর্তীতে তোমার মত অন্যকোন মেয়ে শেয়ালের কাছে মুরগি বর্গা দিতে পা বাড়াবে না ।
কথাটা অনেক রাগে ক্ষোভে বলতে বাধ্য হলাম,যদিও জানি অতিপ্রগতিশীলদের প্রতিক্রিয়ায় চিকুনগুনিয়ার মত কিছু একটায় আক্রান্ত হবার আশঙ্কা । তবে মেয়ে, তুমি ভুলে যেওনা -উশৃঙ্খলতা আর আধুনিকতা এক নয় । এ দুটো বিষয় জন্মদিনের নেমন্তন পেলে গুলিয়ে ফেলো কেন বলতে পার ?
সমস্যাটা এখানেই বড়, যখন নিজের যা আছে তা নিয়ে তুমি তুষ্ট থাকো না । সমস্যাটা এখানেই হয় যখন আকাশ কুসুম ভাবনায় গিয়ে চোরাবালিতে পা রাখো । এরপর আর পা উঠাতে পারো না ।
পরিমল,ফকরুল,সাফাত,ইভানদের আমরা জানি । তবু কেন মেয়ে ঐ নেমন্তন তোমায় সবদিয়ে রক্ষা করতে হয় বলতে পারো ?
গ্রামে একটা প্রবাদ চালু আছে -- কে লো কম ? বেবাকই ছেনালের যম ।
(এক কবি বন্ধুর ফেবু স্টেটাস তার অনুমতি নিয়ে শেয়ার করলুম।ভিন্নমত না সহমত সে অন্ন প্রসঙ্গ..................মতামতের জন্য গোবেচারা পোষ্টদাতা কোনক্রমেই দায়ী বলিয়া গণ্য হৈবেক না।)
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মহামারী জেনেও যদি বেখেয়াল থাকি তবে আক্রান্ত হলে দোষ কার?
২| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮
কাউয়ার জাত বলেছেন: আমি কি বলব আজ ভেবে না পাই!
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা না পান,তবে খবরদার পথ হারিয়ে আবার কোন বনে যাওয়া যাবে না।শহরেই এত্ত প্যাঁড়া,বনে না জানি.................
৩| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: ।/।/।/।
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গালি হলে কি কি এবং কোন মাত্রার গালি হতে পারে তাই ভাবছি................
৪| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: জানোয়ারের ধর্ম আঘাত করা, প্রাণ সংহার করা।
মানুষ বুদ্ধিমান প্রাণি, তার উচিৎ জানোয়ারের
গন্ডির বাইরে থাকা।
মানুষ যদি তার সীমা লঙ্ঘন করে
তা হলে জানোয়ার তার ধর্ম মতো কর্ম করলে
তাকে কি দোষ দেয়া যায় ?
চিড়িয়া খানার বাঘের খাঁচা কিংবা সিংহের খাঁচায়
মানুষ তখনই ঢুকবে "যখন তার মরিবার হইবে সাধ"
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথায় আছে গভীরতা
অতি উঁচা তত্ত্ব;
দেখে নয় ঠেকে শিখে
এ-ই চির সত্য।
৫| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
যাক, ছড়া থেকে মুক্তি পেলাম কমপক্ষে একবারের জন্য
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
যত ঝাল ঝারো ভায়া
নেই তোমা মুক্তি;
আজীবন তোমা সনে
ছড়া হোক চুক্তি।
লিখি ছড়া কি অ-ছড়া
গদ্য বা পদ্য;
হবে ভায়া তোমা সনে
ছন্দেরি যুদ্ধ।
যত কও চাঁছাছোলা
আমি কবো রম্যে;
দু'জনার দুটি পথ
যে যে যার কম্মে।
৬| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই সুমন পিন্টুর পর থেকেই ভাবতাম মেয়েরা সচেতন হবে। কিন্তু আরো বেড়েছে। অদ্ভূত এক নারী জাতি...
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সবচাইতে দুখঃজনক হলো সুমন-পিন্টুদের পাপের প্রায়শ্চিত্ত ঐ বেচারীদেরই করতে হচ্ছে।তবে আগেই বলেছি মহামারীর প্রকোপ যখন বেড়েছে বেখেয়াল হয়ে আক্রান্ত হবোই বা কেনো....................
৭| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
ধ্রুবক আলো বলেছেন: জন্মদিনের কথা বলে নষ্টামীর পথে পা বাড়ানো!! কি হবে এই জাতির।
যতসব নষ্টামী আর ভন্ডামী এখন সহজতর হয়ে গেছে এই দেশে!!
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জন্মদিন পালনটা কি খুব জরুরী?রাত বিরেতের হোটেলের পার্টি কিংবা খালি ফ্ল্যাটে সেলিব্রেট করাটা বোধহয় আরো জরুরী।নাইলে কেম্নে কমু আমরা আধূনিক,সামুর গেমুর মতন ক্ষেত্তু না
৮| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১১
শূন্যনীড় বলেছেন: ভালোই লাগলো ভাই, লিখেছেন চমৎকার।
তবে আপনার ছড়া কবিতাই বেশি মুগ্ধ করে।
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১ম কথা, এটা আমার মস্তিষ্কপ্রসুত লিখা না,কপিপেষ্ট মারছি (শেষাংশে উল্লেখিত)
২য় কথা, ছড়া-কবিতাও আমি লিখিনা শায়মাপু আর রাবরয়াবুরে টুক্লিফাই করি।
৩য় কথা, এই টুক্লিফাই জ্ঞাণের আমার গুরু হৈলো গেমু স্বয়ং।
৯| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
রাবেয়া রাহীম বলেছেন: তবে মেয়ে, তুমি ভুলে যেওনা -উশৃঙ্খলতা আর আধুনিকতা এক নয় । এ দুটো বিষয় জন্মদিনের নেমন্তন পেলে গুলিয়ে ফেলো কেন বলতে পার ?
সাবধান ঘর থেকেই করতে হবে । বাংলাদেশের সমাজ ব্যবস্থায় একটা নারী রাতের আঁধারে কত বেশী অসহায় এটা বুঝাতে হবে। তবে ইউরোপ আমেরিকায় এমন পার্টি ডাল ভাত । ইউরোপ আমেরিকার মেয়েরা সবাই নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করে আর না পারলে সরকার থেকে দায়িত্ব নেওয়া হয় আর আনন্দ ফুর্তি করলেও বেশীর ভাগ নিজের টাকায় করে । তাই কার সাথে বিছানায় গেল সেটা নিয়ে ভাবেনা । কিন্তু বাংলাদেশের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন । তাই মেয়েদের বুঝতে হবে বাংলাদেশের মত সমাজ ব্যবস্থার দেশে বাস করে ইউরোপ আমেরিকার মেয়েদের মত চলা ফেরা করতে চাইলে বিপদের সম্মুখিন হতে হবে।
সুন্দর লেখা । ভাল লাগা রইল। ছন্দের যাদু মিস করেছি । কিছু ছন্দ কিন্তু হতেই পারতো
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টের শেষাংশে
লিখা আছে কথা এক;
চোখেরতো মাথা খেলি
ভালা করে ফের দেখ।
পাইছো কি আমারে
ছন্দের বস্তা?
খোঁচা দিলে ছড়া পড়ে
ছড়া অত সস্তা??
আদতে যে শায়মার
লিখা করি টুক্লি;
মাঝে মাঝে তোরও করি
গোমরটা বুঝলি?
১০| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২
উম্মু আবদুল্লাহ বলেছেন: "ইভানের সাথে তোমারও শাস্তির ব্যবস্থা হওয়া উচিত কারণ এরফল স্বরূপ পরবর্তীতে তোমার মত অন্যকোন মেয়ে শেয়ালের কাছে মুরগি বর্গা দিতে পা বাড়াবে না । "
সমাজে এইরকম মানসিকতার লোকের অভাব নেই বলেই দিনের পর দিন ধর্ষন আর নারী নির্যাতন বেড়েই চলছে। নাইম সাকিফ ইভান যে কত মেয়েকে প্রলোভনের মাধ্যমে বিপথে নিয়ে গিয়েছে তার ইয়াত্তা নেই। কম বয়েসী মেয়েরা শুধু একবার ভুল করে আর সেই পাপের দায়ভার সারাটা জীবন নিজের মাথায় নিয়ে বেড়ায়। মানুষের কটুকথা শুনবে সেই ভয়ে মুখ বন্ধ করে রাখে। যার ফলে নইম সাকিফ ইভানরা হয়ে যায় বেপরোয়া। তারা একের পর এক শিকার পেতে থাকে। বনানীর ঘটনার মেয়েগুলোও এদের শিকার, যারা নিজেদের বোকামির মাশুল গুনছে। তারাও তো মুখ বন্ধ করে রাখতে চেয়েছিল। সেটাও পারেনি। যা হোক, দেরীতে হলেও সঠিক পথে এসেছে, নিজেদের ঘটনা প্রকাশ করেছে। আমি তাদের বোকামিতে যেমন বিরক্ত হয়েছি, তেমনি তাদের সঠিক পদক্ষেপে সাধুবাদ জানাই।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি তাদের বোকামিতে যেমন বিরক্ত হয়েছি, তেমনি তাদের সঠিক পদক্ষেপে সাধুবাদ জানাই।
চমৎকার বলেছেন...............কমেন্টে মুগ্ধতা
১১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: "আমি তাদের বোকামিতে যেমন বিরক্ত হয়েছি, তেমনি তাদের সঠিক পদক্ষেপে সাধুবাদ জানাই।
চমৎকার বলেছেন...............কমেন্টে মুগ্ধতা "
আপনি ভিন্নমতকে প্রশান্ত চিত্তে গ্রহন করেছেন, আপনার উদারতা প্রশংসনীয়।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভীন কিবা সহমতে
নেই খেদ-সংশয়;
সম্ভ্রম খুঁয়েছে যে-ই
ক্ষরণতো মোরই হয়।
১২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই, পড়ে গেলাম, মুগ্ধ হলাম লেখনিতে।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখাটা আমার নয়,কপিপেষ্ট।তবে অনুযোগ হলো কষ্টের এই আবেগঘন লেখায় স্পর্শিত না হয়ে মুগ্ধ হলেন!!!
আমার কবিদোস্ত আইজকা আমারে পাইছে...................
১৩| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৩:৫২
গেম চেঞ্জার বলেছেন: আধুনিকতার নাম নিয়ে পারিবারিক অনুশাসনকে অবজ্ঞা করাই হয়ে গেছে ট্রেন্ড। যেমন সন্তান, তেমনি আজকালের মা-বাবারাও!
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তর মতন এমন বেয়ারা চ্যাংড়া পুলাপান কন্ট্রোলের কুনু সফটওয়ার বানানো যায় কিনা দেখিস।
(৮নং কমেন্টের রিপ্লাই দ্যাখ গেমু বান্দর )
১৪| ০৯ ই জুলাই, ২০১৭ ভোর ৪:৪৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার শেয়ার।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টাও চমৎকার
১৫| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩
তানুন ইসলাম বলেছেন: মেয়ে তুমি আমেরিকান স্টাইলে চলাফেরা করবা ,আর বিচার চাইবা সৌদিয়ান স্টাইলে ,এটা বোকামি ছাড়া আর কি হতে পারে ?
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোক্ষম বচন.............বুকে আসেন ভাই।স্পর্ষিয়া ধন্য হই
১৬| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৪
লিযেন বলেছেন: আর কত?
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাফাত আর ইভান ছাড়া পাইলে জিগাইয়া জানামুনে.................
১৭| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬
শায়মা বলেছেন: জন্মদিন মৃত্যুদিন বড় কথা না!
এই জন্যই কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
যদিও অনেক ভেবে চিন্তেও মানুষ অনেক ভুলই করে ফেলে। তাই বলে পশুবৃত্তি সংযত না করতে পারলে কিসের মানুষ!
তাই অমানুষ চিনতে হবে! যত উন্নত সমাজই হোক না কেনো কিছু কিছু পশু জন্মেও মানুষ হয় না! তাদেরকেই চিড়িয়াখানায় পাঠাতে হবে।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাই অমানুষ চিনতে হবে! যত উন্নত সমাজই হোক না কেনো কিছু কিছু পশু জন্মেও মানুষ হয় না! তাদেরকেই চিড়িয়াখানায় পাঠাতে হবে।
একদম,,,তবে পাশাপাশি নিজের সেফটিটাও কি জরুরী নয়?সাবধানী না হয়ে চিকনগুনিয়া বাধিয়ে দিলুম মশার দোষ.............হৈলো?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!
১৮| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭
শায়মা বলেছেন: ৫. ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫ ১
চাঁদগাজী বলেছেন:
যাক, ছড়া থেকে মুক্তি পেলাম কমপক্ষে একবারের জন্য
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩০ ১
লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
যত ঝাল ঝারো ভায়া
নেই তোমা মুক্তি;
আজীবন তোমা সনে
ছড়া হোক চুক্তি।
লিখি ছড়া কি অ-ছড়া
গদ্য বা পদ্য;
হবে ভায়া তোমা সনে
ছন্দেরি যুদ্ধ।
যত কও চাঁছাছোলা
আমি কবো রম্যে;
দু'জনার দুটি পথ
যে যে যার কম্মে।
এই ছড়ার জন্য আমি তোমাকে সামুবেল পুরষ্কার দিলাম ভাইয়া!
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নোবেলও বা যদি পাই
খোঁচাবেই খোঁচাবে;
ইমুন ক্যাঁ চানকাকু
এত কেনো ছোঁচা বে?
ত্যাড়ামো সে করবেই
এ-ই যেনো নিয়তি;
এভাবেই পথচলা
ব্লগিংয়ের বিউটি।
১৯| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: "ইভানের সাথে তোমারও শাস্তির ব্যবস্থা হওয়া উচিত কারণ এরফল স্বরূপ পরবর্তীতে তোমার মত অন্যকোন মেয়ে শেয়ালের কাছে মুরগি বর্গা দিতে পা বাড়াবে না । "
সহমত লেখক আর সতেচতন সবার মতামতের উপর।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সর্বনাশ!!!!!!!!!!!!!
শায়মাপু আপ্নার আর আমার সনে পুরাই ভীনমত!!!
সা ব ধা ন...................
কানেকানে ফিসফিস
আদতে সে ডাইনি;
বহুদিন মানুষের
গোশত সে খায়নি!!
২০| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০১
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: তর মতন এমন বেয়ারা চ্যাংড়া পুলাপান কন্ট্রোলের কুনু সফটওয়ার বানানো যায় কিনা দেখিস।
আইচ্চা, দেখুম্নে
(তর মতন = কি করি আজ ভেবে না পাই)
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানে আমার মতন ভালামানুষি এ্যাপস বানাবি?
২১| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২১
ঠ্যঠা মফিজ বলেছেন: কবে মোরা অমানুষ থেকে মানুষের রূপ নেবো সেটাই ভাবি ।
যাইহোক পোস্ট হৃদয়ের সিন্দুকে নিয়ে নিলাম ।
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ্য লাস্ট সাপার আরিট্টু ডিটেইল হতে পারতো,
প্রতীক্ষায়..................
২২| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭
গেম চেঞ্জার বলেছেন: তুই ভালু মানুষ!
হ, তুই ভালা মানুষ! আর আমিও।
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুই কুন সেন্সে ভালা মানুষ বুঝাইয়া ক
মুখ ছুটাইসনারে গেমু বান্দর
২৩| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪
গেম চেঞ্জার বলেছেন: কোন সেন্সে এইটা বলবো না। তোর বাঁদরামি মুখ দেখবার অপেক্ষায় আছি। উৎকন্ঠিত!!
মুখ এখ ছুটাই দে.....
(প্লিজ)
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শইলডায় অত জুইত নাইরে...............বাইচ্চা গেলি
২৪| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৯
ঠ্যঠা মফিজ বলেছেন: প্রতিউত্তরে জানাইয়া দিছি ।
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপ্লাইয়ের পরপরই চোখে পড়লো,
বিরক্ততো কিঞ্চিত বটেই...............তবে তা দেরি হচ্ছে বলে
অপেক্ষার চেয়ে গেমুর যন্ত্রনা শ্রেয়
২৫| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪
গেম চেঞ্জার বলেছেন: যাঃ আজকের মত মাফ করকে দিলুম
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহহহহহ..................তর অনেক দয়া
তুই হৈলি দয়াবতী গেমু
২৬| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৬
ঠ্যঠা মফিজ বলেছেন: গেমুর যন্ত্রনা বন্ধ ওরে একখান ইয়ে করাইয়া দেন ।
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়ে বলতে কি খত্না বুঝাইছেন
২৭| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিরে?আজকে মেসওয়াক করস নাই?সকালে আর দুপুরে কি খাইছস সওওব দেখা যাইতাছে................ওয়াগগগ
২৮| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জনসচেতনতা মুলক পোস্ট। গেমুর সাথে মিথস্ক্রিয়া উপভোগ করলাম।
০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার জান্টুশ ছবিতো আর আইলোনা।ভাবতাছি ফাঁস লমু..................
২৯| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: েএত্তগুলা রাগের ইমু হপে.....। মেজাজ কিন্তু গরম হয়ে গেলো আজ
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নার আবার কি হলো আপু?
৩০| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে । সতর্ক থাকা উচিৎ। ছেলেদের জন্মদিন পালন ভয়ানক ব্যাপার হয়ে দাড়িয়েছে।
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেটাই,,,ইনভাইটি মেয়েদের রাতে একা না গেলেই কি নয়?
৩১| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ছেলেদের জন্মদিনে আল্লাহ আল্লাহ জিকির করা উচিৎ। তা না করে রেপের মত জঘন্য কাজ করছে। খুব খারাপ ।
১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোক্ষম বলেছেন..............তবে সুড়সুড়ির দায়ও কম না
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭
করুণাধারা বলেছেন: ইভানের সাথে তোমারও শাস্তির ব্যবস্থা হওয়া উচিত কারণ এরফল স্বরূপ পরবর্তীতে তোমার মত অন্যকোন মেয়ে শেয়ালের কাছে মুরগি বর্গা দিতে পা বাড়াবে না ।
সহমত। তাতে ভবিষ্যতে এমন ঘটনা কম ঘটবে।