নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

এ ব্রীফ হিস্ট্রি অব গেমু\'স লাভ

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬



ছিনু সুখে একলা
না জানি কি দেখলা
ছলে হৃদে ঠেকলা।

হৃদয়ের বন্দরে
রাজ করো অন্দরে
প্রেমে ছিনু অন্ধরে।

আচানক এলো কল
চোখ জলে ছলোছল
করবি কি বিয়ে বল?

তখন ছিলেম বেকার
দোষ দিলে মোর একার
খুব দিলে চোট ছেঁকার।

আজ তুমি যে অন্য কারো
ভালোবাসা চাইছো তারো
নারী তুমি পারোও পারো!

হাঁটছি পথে একা
যেথায় হত দেখা
এ যে একার ঠ্কাে!

ঠিক পাশে বাড়ি তোমা
রোজ দেখি সুখী খোমা
খোকা খুকু ডাকে মামা
এই মোর প্রেমনামা।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

শাহরিয়ার কবীর বলেছেন: গেমু কই .... কেমতে কি ? ;) :-P

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিগাইলে বেটা কয়
''শালা তুই প্যাঁচতো!
দ্যাহস না হুদা কামে
আমি মহা ব্যস্ত??'' B:-)

২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

আখেনাটেন বলেছেন: আচানক এলো কল
চোখ জলে ছলোছল
করবি কি বিয়ে বল?
--- শুনে ঘাম ঝরে নি। ;)

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘাম মানে নেয়ে-ঘেমে
বেটা প্রায় গোসলে;
চামে শালা চুমা খেয়ে
নেয় চান্স উসুলে। ;)

৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের গেমু তো একটা; এর বাইরে গেমু মেমু আছে নাকি? আমাদের গেমু তো বুকড!

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেইপিসই যথেষ্ট
একা শালা একশো;
ইমুন হারামি মাল
আর কভু দেখছো? :-B

৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হিস্ট্রি অব গেমু'স লাভ কইয়া নিজের ব্যর্থ প্রেমের ইতিহাস!! খামোখা গেমুরে বলির পাঁঠা বানানো হইছে।
প্রতিবাদ ,তেব্র প্রতিবাদ।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেমন সখা হে তুমি
বুঝ খালি ভুলটা;
যবে যথা যাই কই
ভাববে তা উল্টা!! X((

বিশ্বেস না হলে তা
জিগাও না ছবিরে;
ছবিইতো ডেটিংএতে
কয় মোরে সবিরে। =p~

৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: চরম...........এর নামই কি ছ্যাকা মাইসিন?

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হলেও তা হতে পারে
জিগাও না গেমুরে;
ফোনেই তা নাও জেনে
সেল নং দেমুরে?

৬| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছুন্দর

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাও ভালো উৎসাহে
কওনিকো ছুঁচো;
টেনশানে প্রথমেতো
এয়েছিলো সুসু। :P

৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫০

গেম চেঞ্জার বলেছেন: নিজের প্রেম কাহানি নিয়ে এ কি করলি রে? :|| :||

ভাবিরে কওয়া লাগবেক!

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লুকানোর আছেটা কি
স্বীকারেই শান্তি;
বুকটা হাল্কা হয়
আহা যদি জানতি! B:-/

৮| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০১

গেম চেঞ্জার বলেছেন: নিজেরটা স্বীকার করলে তোর আজ এ পরিণতি হতো না! আফসোস! 8-|

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডুবে ডুবে খাবি জল
আমারেই দোষবি;
সত্য থাকেনা চাপা
একদিন বুঝবি।

৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৫

কাছের-মানুষ বলেছেন: ঠিক পাশে বাড়ি তোমা
রোজ দেখি সুখী খোমা
খোকা খুকু ডাকে মামা
এই মোর প্রেমনামা।

চমৎকার হয়েছে। গেমুকে লেখাটা পড়ে মজা পেলাম।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখাটা গেমুকে নয়
গেমুরই যে প্রেমনামা;
সইছেনা দুখ তার
চোখ জলে ভেজে জামা। |-)

১০| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা রসাত্মক (হাস্য) ছড়া। ভালো লাগছে

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেমুর এই দুখ শুনে
পেলো তোমা হাসি?
আহারে গেমুর সদা
বেডলাক রাশি। :(

১১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৩

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: ডুবে ডুবে খাবি জল
আমারেই দোষবি;
সত্য থাকেনা চাপা
একদিন বুঝবি।


হাঃ হাঃ হাঃ :) :-B
--------
তাহলে তুই কাঁদতে থাক। স্বীকার না করলে আর কি করার আছে। :|

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি মোর জ্বালারে
এ কেমন বিচ্ছু;
বুঝেও সে ধরে ভাব
বুঝে নাই কিচ্ছু। X(

১২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:

ইজি কাজে বিজি
গেমু বড় পাজী !
লিটন বড় ভাই কয় কি,
এটা নাকি আনহের
প্রেম-কাহিনী !
শাক দিয়ে মাছ
ঢেকেছেন আজ ।
সবকিছু বুঝে ফেলেছি =p~

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিটনদা যা-ই কউক
তুমি ভুল বুঝনা;
সত্য এ কাহিনীতে
ভীন কিছু খুঁজনা।

লিটনদা আজকাল
ছবিটার পক্ষে;
ছবি প্রেমে মজে কিছু
দেখেনাকো চক্ষে।

ছবি ছুটে কত পিছু
নিতে তারে ভাগিয়ে;
দেইনিকো চান্স তাই
লিটুদারে দেয় লাগিয়ে।

১৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




হিষ্ট্রি ব্রিফ হলেও অনেক ইলাসট্রেটেড প্রেমনামা,
তবে একটু আছে সন্দেহ , এটা কার প্রেমের শাহনামা ....

২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কার আবার?গেমুরইতো
কয়েছি তা আগে;
মিছে কর সন্দেহ
জ্বলে গা-টা রাগে। X((

জানোইতো এ শর্মা
কয়নাকো মিছে;
বুঝিনাকো তাও ক্যান
হুদা লাগো পিছে? B:-/

১৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: দারুণ

২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে এ যে ছড়ারাজ
ছিলে কোথা এতদিন;
পেয়ে তোমা ব্লগে আজ
নাচে মন ধিনধিন।

ফেবুতেও নাই খোঁজ
ফোনটাও দিলেনা;
ঈদ-চান কত গেলো
খোঁজটাও নিলে না। /:)

খোঁজ নেই টিকিটার
এমনকি ছায়াটা;
বুঝি বুঝি মোর তরে
নেই তোমা মায়াটা। :(

১৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৫

গেম চেঞ্জার বলেছেন: ঠাকুর ঘরে কে-রে?

আমি!

|

|

|

কলা খাই না তো!


B-)) এই হলো তোর কাহানি!!!!!!!!!! :-B বুঝে ফেলেছি!

লিটন ভাই তো প্রথমেই গোমর ফাঁস করে দিয়েছেন! :)

@ শাক ভাই = শাহরিয়ার কবির ভাউ!

আপনিও তো সত্য কথা কইতে ভয় পান না দেখি!! :||

এটা খুব ভাল কাজ। B-)

২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাকুর ঘরে তুই-ই আছস
কথা সব তোরি;
উল্টা-পাল্টা যত
কস গাঁজাখোরি।

জোট বেঁধে লাভ নাই
অইসব ডরি না;
সত্য কমুই কমু
প্রয়োজনে মরি না................

১৬| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫

রাবেয়া রাহীম বলেছেন: খোকা খুকু ডাকে মামা
এই মোর প্রেম নামা

মুছে ফেলে চোখের জল
তুমি -গেমু এগিয়ে চল
বুকে নিয়ে অসীম বল
তোমাদেরও খোকা খুকু ডাকবে খালা
লক্ষী বউ দেখে তার প্রাণেও ধরবে জালা

২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো সে একি কথা
নয়া করে কর শুরু;
এক ছ্যাঁকা ইমুন কি
যা না ভুলে সব,ধুরু।

কার কথা কে বা শোনে
ধরছে সে নেশা;
লিটনদা ছবি সনে
করে মেলামেশা।

চোখের সামনে গেমু
হয়ে গেলো নষ্ট;
আহা আহা কি ক্ষতিগো
লাগে বুকে কষ্ট। :(

১৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৯

রাবেয়া রাহীম বলেছেন: ছবিও তো ডেটিংএতে কয় মোরে সবিরে-----

গেমুর ডেটিং না ছবির
খুঁজে পাই কেমুন প্যাচগি

২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাবা ডেটিংটা
ছবিসনে মোর;
ডেটিংএই ছবি কয়
কাহিনী গেমুর।

১৮| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: @ গেম চেঞ্জার,



কি করি আজ ....
মিথ্যা দোষারপ দেওয়াই তার কাজ ।
গেমু একটা হালাল পোলা,
কি করি আজ...
দিয়েছে তারে লাজ ।
এতো ‍কিছু বুঝিনি বাপু
কি করি আজ ...
এখন বুঝেছি
এটা তার প্যাঁচ !! =p~

২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যেই দিলো গেমু ঝাড়ি
ব্যাস দিলা পালটি;
কলিজাটা মুরগীর
অতি ভীতু মালটি।

আমি আছি,ডরের কি
লোকে শুনে হাসে;
আমি থাকা মানে হলো
শায়মাপু পাশে।

গেমুরে হালাল কও
লাগেনাকো লজ্জা?
রুচিটা কি ছি ছি ছি ছি
খেলমু না ধূৎ যা। X(

১৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: স্বীকারোক্তিতে +++++

২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বীকার আজো খায় নাই
হুদা দিলে প্লাসটা;
লাজ নেই মোটে তার
কি চামারি ক্লাসটা!!! B:-/

২০| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই তো, খারাপের তো দেখিনা
আমি তো শূন্য, ছ্যাকা প্রেম করিনা।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই বেশ ভালো আছো
থেকো সদা সিঙ্গল;
ভুলে কভু নারি সনে
হয়োনাকো মিঙ্গল।

২১| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
গেমুরে, গেমু কোথায় গেলি মামু ?
দেখে যা, কি করি আজ ....
তোমারে নিয়ে বাজে কথা
বলাই তার কাজ....
বিন্দু পরিমানে ভয়,ডর ও
নাই তার লাজ।
গেমু হল হালাল পোলা,
দেয়না কারো জ্বালা....
এক নায়িকা দু-নায়ক
এখন বুঝেছি,
তোমাদের প্রেমের আসল গোঁমর !
আর, মারামারি ও চিন্তা করিও, না গো বাপু,
গেমুর ভালোবাসার মানুষটাকে.
দিয়ে দিবে তোমার হাত.....
গেমু হল দিল খোলা এক পোলা.
দিবে না তোমায় জ্বালা।
..... =p~

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুরু যা করেছ বাপু
দুশমনি হালটি;
সন্দেহ জাগে তুমি
গেমুরই কি মাল্টি?

হালাল কৈলে শত
গেমুটা কি হবে তা;
গেমু যে বদের ধাঁড়ি
ব্লগে জানে সবে তা।

২২| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৯

কামরুন নাহার বীথি বলেছেন:
কিরে, একজনার গফ আরেকজনার গিন্নী হলো নাকি??
সব যে মাথার উপ্রে দিয়া গেল!!! ;) ;)

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না মোটে তা না আপু
গেমুরই এ গল্প;
সময়টা কম বলে
কই কথা অল্প।

শর্টকাটে কই বলে
ব্যপারটা ছোট না;
আদতে কাহিনী ছিলো
ইয়া এক ঘটনা।

২৩| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবির হাতে মার খেয়ে
নাকে তোমার ব্যান্ডেজ,
খবর শুনলে হবে বেহুশ
রুমির হইছে এংগেজ।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কার সনে এংগেজড
যদি আহা জানতে;
হিংসেয় মোর তরে
গলা ছেড়ে কানতে।

তাড়াহুড়ো ছিলো বলে
করিনিকো ইনভাইট;
প্লিজ মাইন্ড করোনাগো
তোমার আছে সেই রাইট।

২৪| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: দারুন ছড়া এক্কে বারে মাইনাস।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হবেইতো মাইনাস
কয়েছি যে সত্য;
সত্যের ভাত নেই
ট্রেজিক এক তত্ত্ব। :(

২৫| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

মনিরা সুলতানা বলেছেন: ঝাল ঝোল মিষ্টি
খেয়েছিলে পানতা
তার এই পরনতি
সে কি তুমি জানতা !


























২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না পানতা না মিঠে সে
আগাগোড়া কষটি;
তারি সনে গেমু করে
ফস্টি ও নস্টি।

কেস্‌ হেথা উল্টাগো
মাইয়াই দেয় ছ্যাঁকা;
সয়না গেমুর দুখ
তাই আপু এই লেখা।

২৬| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজের কাহিনী তুলে ধরার জন্য ধন্যপাতা হাহাহাহা
গেমু এমন না কইয়া দিলাম

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহারে আহারে দ্যাখ
পিরিতের কথা কয়;
না জানি ক'জনমের
গেমু সনে পরিচয়?

২৭| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০২

তারেক ফাহিম বলেছেন: ছড়া পাঠে মুগ্ধ হলাম।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেমুর দুখটা শোনে
হলে তুমি মুগ্ধ!!!
ছবিটা শোনে না জানি
কত হয় ক্ষুদ্ধ!!

২৮| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

শায়মা বলেছেন: গেমু মামার এ কাহানী
কই দেখে জানিলা!
এতদিন পরে তাহা
কই থেকে আনিলা! B:-)

গেমুকে তো চিনি মোরা
ভালো ছেলে গেম্বু
হিংসা করিয়া তারে
দিলে তুমি বাম্বু!!!!!!


২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হলোটা কি সবার আজ
সবে করে গেমু গেমু!
না জানি গেমুটা দেয়
সকলেরে কি না কেমো!!

কালা জাদুর আছরেতে
সবে আজ গেলো চলে;
অকে ফাইন আজ থেকে
আমিও কাকুর দলে।

গেমুটা যে কত ভালা
জানা আছে ছিরিটি;
দেখমুনে কতদিন
চলে এই পিরিতি। B:-/

২৯| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি নাকি গেমু মামুর মাল্টি
এখন, তুমি বাপু এটা কও কি ?
এমন মিথ্যা অপবাদ
দিয়ে আর কি হবে কোন কাজ........
তোমার নাই বিন্দু পরিমানে কোন লাজ।
এমন মিথ্যা অপবাদ সহ্য করিতে পরিলাম না আজ.....
এখন যেথায় আছে গাছ
সেথায় দিমু আমি গলায় ফাঁস !! =p~

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুলাটা কি বোকা বাপু
কাম আর পায়না;
গেমুর পিরিতে মজে
বাঁচতে সে চায় না!!

রঙঢঙ ছেড়ে বাপু
এসো মগো কোরামে;
আমি-তুমি মেম্বার
কাকু চীফ ফোরামে।

৩০| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

গেম চেঞ্জার বলেছেন: ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০ ০
লেখক বলেছেন: হলোটা কি সবার আজ
সবে করে গেমু গেমু!


এরপরও বুঝতে পারলি না? আফসোস!!! 8-|

সবাই একসাথে মিছা জিনিসের লগে যায় না। এইডাই প্রমাণিত অইলো...ওক্কে? :)

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখানেই বাছা তোর
জ্ঞানের দৈন্য;
মিছে আলেয়ার পিছে
লোকে সদা হণ্য।

৩১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

সোহানী বলেছেন: আহারে গেমু... কেমতে কি.................

২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এত বড় ছ্যাঁকাতেও
নেই যে কুনু বিকার;
কত বড় নিলাজ সে
করে পুরো অস্বীকার!!!

৩২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০

গেম চেঞ্জার বলেছেন: B-) B-))

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: গেমুউউউ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.