নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

আহা সাধ গণতন্ত্র!!!

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯


নূর হোসেন আজ ফের কাতরায়
পাঁজরে পুরনো ব্যথা;
গলগলে খুনে শ্রাবনের ঢল
লেগেছিলো গুলি যেথা।

মিলনেরও দেখি একি হাল,সেকি
থামছেনা ঝরা রক্ত;
শহীদেরা সব শহীদ আবার
এলো কি ফের সে অক্ত?

আরে আরে একি! তাই হলো দেখি!!
লুট হলো গণতন্ত্র;
ধর্ষিত করে তবেই ছেড়েছে
প্রেতপুর-এ রাজযন্ত্র।

ভোটের কেন্দ্রে ভোটার নেইকো
রাজ করে সেথা কুত্তা!!
গণতন্ত্ররে নিখাদ নিলাজে
অনায়াসে করে হত্যা!!

সেইদিন থেকে শ্মশানপুরীতে
চেতনারি জয় জয়কার;
'জয়' সে বুলিতে রাজ্যের সুখ
জয় ডাকে কহো ভয় কার?

দলিত-পেষিত জাতি আজ হেথা
আধো মরা, আধো জাগা;
যক্ষের দল সেই সুখে আহা
নাচিছে বোধিয়া শ্লাঘা।

করের বোঝা,আলী'র চাঁদা
ছালী'র চাপাতি হেরি;
সামলাতে জাতি হিমশিম বলে
জাগিতে যা থোরা দেরি।

জাগেনি বলে,জাগিবেনা ভেবে
সুখে মারো গোঁফে তা;
স্ফুলিঙ্গ এক জ্বলিতে যা বাকি
হবি সবে পুড়ে খা।

মাথার উপড়ে ঝুলিতেছে দড়ি
চোখ নাহি যে তা দেখেছে;
ইতিহাসে বড় শিক্ষেটা হলো
কেউ কভু নাহি শিখেছে!!

মন্তব্য ৪৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

নিতাই পাল বলেছেন: ------------------"জনতন্ত্র গণতন্ত্র"----------------

জনতন্ত্র গণতন্ত্র,
রাজতন্ত্র প্রজাতন্ত্র।
সকল তন্ত্র এক মন্ত্র,
রাজনীতির মহামন্ত্র।
গদি দখলের মূলমন্ত্র,
জনতন্ত্র গণতন্ত্র।

অযথা ডাকে হরতাল,
অবরোধ আর হরেকতাল।
গাড়ি ভাঙ্গার করে চাল,
বোমা মারার মহাচাল।
তাদের মুখেই গণতন্ত্র,
জনতন্ত্র গণতন্ত্র।

মুখে শুধু গণতন্ত্র,
ভোটের আগে জাদুমন্ত্র।
ভোট নিয়ে ষড়যন্ত্র,
ভোটে জিতার মহামন্ত্র।
তাদের মুখেই গণতন্ত্র,
জনতন্ত্র গণতন্ত্র।

ভোটের আগে দ্বারেদ্বারে,
জিতে গেলে লাথি মারে।
জেল খাটায় যারে তারে,
গুপ্তহত্যা শুরু করে।
তাদের মুখেই গণতন্ত্র,
জনতন্ত্র গণতন্ত্র।

গরিব দুখিদের ভোট নিয়ে,
জোরপূর্বক ক্ষমতায় গিয়ে।
সুশাসনের মন্ত্র দিয়ে,
সন্ত্রাসীদের রাখে জিইয়ে।
তাদের মুখেই গণতন্ত্র,
জনতন্ত্র গণতন্ত্র।

ভূমি করে জবরদখল,
টেন্ডারবাজি বাড়ি দখল।
পরের জমি ভোগদখল,
দেখায় কতো বাহুবল।
তাদের মুখেই গণতন্ত্র,
জনতন্ত্র গণতন্ত্র।

গরিবের রিলিফ মেরে খায়,
সুইস ব্যাঙ্কে টাকা জমায়।
বিদেশ গিয়ে বাড়ি বানায়,
নিজের স্বার্থ আনায় আনায়।
তাদের মুখেই গণতন্ত্র,
গণতন্ত্র জনতন্ত্র।

রাজতন্ত্র আর সমাজতন্ত্র,
দুর্নীতি করার ষড়যন্ত্র।
মনের ভেতর কুমন্ত্র,
রাজনীতির মূলমন্ত্র।
তাদের মুখেই গণতন্ত্র,
জনতন্ত্র গণতন্ত্র।

নিতাই বাবু
গোদনাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
০৫/০১/২০১৮ই

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা কয়েছ,পুরো একমত
সবি তাগো বেলা খাটে;
শুনে নিশ্চিতই পড়িবেগো হায়
সরকারী দল বাটে।

ছিটে পাপও দেখি রাখোনি যে বাকি
সবি করে দিলে ফাঁস;
বাঁশ যা দিয়েছ সরকারি দলে
আজ হতে তুমি খাস।

নিতাই বাবু হে,চড়ে খাই মাটি
ঘুঘু নও তুমি একা;
জানা আছে সবি,বুঝাও সবি
হয়ে গেছে সবি দেখা।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: রাজনীতি বুঝি না

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেইতো হে জ্বালা,বুঝিনে মোরা
এই হলো তাগো পুঁজি;
আমাগোরি ধানে খাজনা বসিয়ে
বাড়ায় নিজেগো রুজি।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনার কাছে তথ্য আছে। এবারও তেনারা জয়লাভ করবেন...

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''হারাবার কেউ নাই দেশে আর''
যেদিনই এই সে কয়;
ঠিক তার পরে দাদাবাড়ি খেলো
লাখ ভোটে পরাজয়!!! :D

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭

রাবেয়া রাহীম বলেছেন: পরিবার তন্ত্রের নাম নয়কো গণতন্ত্র ,
রাজতন্ত্র টিকে হেথা এটাই আসল মন্ত্র
মুক্তি আসুক গণতন্ত্রের

তোমার ছড়ায় ছড়ায় যুদ্ধে মুক্ত হোক জনগণ



০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা এলে,দেহে এলো প্রাণ
স্বস্তির শ্বাস ছাড়ি;
ভেবেছিনু বুঝি কাকুর জন্যি
নিয়েছো জনম-আড়ি। :-B

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯

রাবেয়া রাহীম বলেছেন: যাক বাবা এলে,দেহে এলো প্রাণ
স্বস্তির শ্বাস ছাড়ি;
ভেবেছিনু বুঝি কাকুর জন্যি
নিয়েছো জনম-আড়ি। :-B


চোরের সাথে করে আড়ি খাইনা আমি ভাত কলা পাতায়

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চোর ক'লে মোরে,আমিও খুশি
আসলেই আমি তা-ই;
কবেই তোমার হৃদ চুরি করে
নিয়েছে তোমার এ ভাই। ;)

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯

ধ্রুবক আলো বলেছেন: গণতন্ত্র এখন বিলুপ্ত!!

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশ ভায়া ধীরে কও
খোঁয়াবে কি জানটা?
চারপাশে টিকটিকি
পেতে আছে কানটা। B:-)

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

নিতাই পাল বলেছেন: আমার লেখাগুলো প্রথম পাতায় প্রকাশ পায় না কেন, জানতে পারি? জানালে উপকৃত হবো।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয়া পোষ্ট দিতে গেলে
বামে এক বক্স পাবে;
লিখা আছে ফার্স্ট পেজে
পোষ্ট প্রকাশিত হবে।

সেই বক্সেতে ক্লিক করে দেখো
হয়তোবা কাজ হবে;
বুঝিনাগো ছাই হচ্ছেনা কেনো
এয়েচোতো সেই কবে।

না হলে কিছুতে কিছু তবে ভায়া
মডুগোরে দাও মেইল;
ঠুনকো এসব সমাধান হেগো
বাম হাতেরইগো খেইল।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

শামচুল হক বলেছেন: গণতন্ত্রের দোহাই দিয়ে
কামাই করে খায়
নীতিটিতি ভুলে
মিটমিটে চায়।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'গনতন্ত্র'!! সে আবার কি
খায় নাকি পিন্দে?
জোকারি-মোকারি দেখে
বুকে শেল বিন্ধে। X((

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: সুশীলতন্ত্র আর লাঠিতন্ত্রের মাঝে ক্ষুধার্ত গনতন্ত্র ঠাই করে নিতে পারছে না যে।।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যে কথা পারিনি ক'তে
ক'লে এক লাইনে;
কি করে যে পারো গুরু
বুঝিয়া তা পাইনে। #:-S

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

সাদা মনের মানুষ বলেছেন:


প্রামানিক বলেছেন: রাজনীতি বুঝি না

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাদা মনে সে বুঝা যে
রূপকথা কাব্য;
মন কালো বলেই না
আমি তাহা ভাববো। ;)

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: চমতকার।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আধখানি কয়ে পালালে যে বড়
দিয়াছো হে মহা ফাঁকি;
রিপ্লাই পেয়ে ফের আসা চাই
ক'বে যা যা কথা বাকি। :)

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রীতিমত চোখে আঙ্গুল !
এ তো নয় ছড়া ,
ছন্দটা সাজিয়েছো
মিঠে, ঝাল, কড়া!!

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আঙ্গুল নাকি পড়েছেগো বালি
কও তা কি করে বুঝি?
আজীবনি শুধু মিছে দিলে পাম
তাই শুঁকে ভীন খুঁজি।

তোমা যথা নই জাত লেখোয়ার
যা মনে আসে তা লিখবো;
সাগরেদি চাই,তাও নাহি দিলে
কও না কি করে শিখবো?

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চেতনার ব্যবসা করে
রাজ্যে অশান্তি লাগিয়ে
দাঁত কেলিয়ে হেসে
মুখ দিয়ে বের করছি-
"উন্নয়ন আর গণতন্ত্রের জিগির!

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এরাতো সব হে কলের পুতুল
নাটের গুরু সে ভীন্ন;
দেশমা'র বুকে করাত চালিয়ে
ভাইয়ে ভাইয়ে করে ছিন্ন।

আইয়ুব,এহিয়া,এরশাদও মগো
ভাসিয়েছিলো সে জোয়ারে;
চৌগুনা দামে ব্রীজ-পুল গড়া!!!
জানি মোরা সব ভূয়ারে।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫

আটলান্টিক বলেছেন: আহ! ছন্দ তো চরমভাবে মিলিয়েছেন।সুকুমার বাবু হয়ে যাবেন নাকি?

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর তুলনা যদি দ্যাও সনে
রায় বাড়ীদের কুত্তা;
কুত্তাও ক'বে ছে ছে ওয়াক থু
দে রে ছুড়ে সব,ধূৎ তা। |-)

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

কুঁড়ের_বাদশা বলেছেন: গণতন্ত্র মামুর কথা বাদ দিলাম..... :(

একখানা উন্নয়নের কথা কইতাম চাই.. ...;)

বৃষ্টির দিনে আমি ঢাকার আইসা নৌকা দেখিয়াছি .... ;) :P ;)


বড়ই সৌভাগ্য হামার বাহে !! :P

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা কয়েছ মামু
অভিনব মাইরি;
এই হলো ডিজিটালি
উন্নয়ন ডায়েরি। :D =p~

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

মোস্তফা সোহেল বলেছেন: এমন করে লিখিনে তুমি
খাইবে বাছা ধরা
দেখবে শেষে বেঁচে নাই তুমি
আস্ত একটা মরা।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়েছ যা আসলেই
অতি দামী,হুমম;
বেশি কয়ে কবে ফের
হয়ে যাই .......... !!! B:-)

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

আবু মুছা আল আজাদ বলেছেন: আমরা/পৃথিবীর অধিকাংশ দেশ শোষিত ছিলাম/ছিল। যারা ্যেশাষন করছে তারা যখন দেখল এরা সবাই ক্ষেপে যাচ্ছে তখন তাদেরই তৈরী করা নতুন ব্যবস্থা দিল যে তোমাদের লোকই শাসন করছে। বাট তাদের শোষন আরো কঠিন ভাবেই চলছে। গণতন্ত্র এমনই একটি অল্টারনেটিভ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গণতন্ত্রের সংজ্ঞাটি হলো
গলে দড়ি বাঁধা হাম্বা;
ছাড় পাবে স্রেফ ততই যতটা
ছিলো সে দড়িটা লম্বা। :|

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

মানিজার বলেছেন: গণতন্ত্র গণতন্ত্র করে হা হুতাশ করলে গণতন্ত্র আসবে না । দেশে যে গণতন্ত্র চালু আছে তাতেই আমরা বহুত শান্তিতে আছি ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চৌকষ এক ম্যানেজার তুমি
চামে সামলালে বসগো;
বুঝিনে কি করে চোখ বুজে হেথা
ভান-ছলে রও খোশগো?!? /:)

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

তারেক ফাহিম বলেছেন: গণতন্ত্র কোথায় ভাই?

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনেছি সে বাস করে
আমাদেরি কল্পনা;
নেতা দেয় আশ্বাস
পাবি পাবি,গল্প না!!! B:-/

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

সোহানী বলেছেন: টিকেট কাটো তাড়াতাড়ি.... "পকেটে ফুটা পাই নাই", তাইতো বলবা!!! চান্দা তোল, জমি বেচঁ তারপর ওয়ান ওয়ের টিকেট কাটো। তোমারে নিয়াতো ভয়েই আছি..............

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

শাহিন-৯৯ বলেছেন: জনগন ৫% ভোট দিয়েছে বলেই আওয়ামলীগ ৫ বছর পরে আবার নির্বাচন দিবে, বিএনপির ভাগ্য ভাল ২০% ভোট পড়েনি তাহলে ২০ বছর পরে নির্বাচন হতো।

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

নতুন নকিব বলেছেন:



তোমার কলম ঝলসে উঠুক
নতুন প্রভাত আনতে ফের,
ভাঙা কোমর এই জাতিটার
যোগাও সাহস জাগতে ঢের!

আগের মতই হাতটা তোমার
শক্তি সামর্থ্যে দুর্বার!
এমনি করেই ছড়িয়ে আলো
দূর করো সব অন্ধকার!

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

জাহিদ অনিক বলেছেন:

তিনদিন ধরে আমি চেষ্টা করছিলাম এই লেখার একটা মন্তব্য লিখব এইরকম অন্তমিল রেখে।
কিছুতেই পারলাম না।
ম্যায় হার গ্যায়া গুরু। তোফা কবুল করো।


------------- গণতন্ত্র মুক্তি পাক।

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ইতিহাস থেকে কে নিলো কবে শিক্ষা !
ক্ষমতা ছাড়লেই থালা হাতে নিবে ভিক্ষা ।

২৫| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ঢাক ঢাক গুরগুর বাজে মনে ঢংকা
কোথা গেল বীর বাঙালী, স্বৈরাচার ন্যাংটা
মার ধরে হ্যাচকা টান-উল্টে যাবে তখতটা!

বুক ফুলিয়ে হায়দরী হাক,
দাও জোরে দাও বিপ্লবী ডাক
মিনমিন করে হয়না কভু রাজ' বদলটা!

স্বৈরাচারতো হাটবেই অন্ধকার পথে
জ্বালাও মশাল ভাগাও আঁধার রাতে
আনতেই হবে ছিনিয়ে নতুন ভোরের সূর্যটা।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.