নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
মেধা তার টনটনা
হোক ছোড়া পিচ্চি;
লিখাও ধারালো বেশ
সাফ কয়ে দিচ্ছি।
মা'শাল্লাহ দেখতেও
স্টাইলিশ ঢঙটা;
সমস্যা একটাই
ছোড়া ভারি পোংটা।
এ বয়েসে ইঁচড়েটা
পেকে গেছে যা না;
লিখা পড়ে চমকায়
প্রায় পিলেখানা !
তবে বাপু এই কথা
মানিতে হে বাধ্য;
ছোড়ার এলেম আছে
'না' ক'বে কি সাধ্য?
কি কমেন্ট,কি লিখাতে
ব্লগ রাখে জমিয়ে;
কার ঘাড়ে ক'টা মাথা
রাখে তারে দমিয়ে?
জানো কি সকলে বাপু
ছোড়ার আজ বাড্ডে;
চলে এসো,সবে মিলে
দেবো সুখে আড্ডে।
হেসে,খেলে,নেচে,গেয়ে
উৎসবে রাঙিয়ে;
কেকটারে সুঁতো বেঁধে
দেবো গলে টাঙিয়ে।
প্রাণভরে দেব তারে
মন থেকে দোয়ারে;
এভাবেই থেকো সদা
ভালবাসা জোয়ারে।
আনন্দে সুখে সুখে
লিখে যাও অবিরাম;
লেখনির সুরভিতে
ছড়াবে তোমারি নাম।
দুখ-জরা হোক লীন
বুকে সুখ ধিনাধিন;
ভালোবাসা ভালোবাসা
শুভ শুভ জন্মদিন।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাহ, অপূর্ব
ছোড়ার ভাগ্যে হিংসে হচ্ছে মাইরি................
২| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০০
রসায়ন বলেছেন: শুভ জন্মদিন
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা পৌঁছে গেছে...........
৩| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০০
নীল মনি বলেছেন: জন্ম কল্যাণময় হোক
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমীন
৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ জন্মদিন।
বারে বারে আসুক
এই শুভদিন।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিশ্চয়ই,
অনেক ধন্যবাদ হে সুহৃদ
৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
শুভেচ্ছা রইলো....
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
আরে আরে কে'লো
পামরাজ এলো
৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাহলে একটা গান হয়ে যাকঃ
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্য্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা,
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।।(অক্ষর অনীক)
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুর্দান্ত,,,
ছোড়ার দেখছি রাজকপাল !!!
৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা কবিকে। ভাল থাকুক নিরন্তর।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌঁছে দিলেম,
অনেক ধন্যবাদ আলমপনা
৮| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৫
কবীর হুমায়ূন বলেছেন: জন্মদিনের ফুলে ফুলে একটি মালা গেথে
সেই কবির কণ্ঠে সবাই দাও পরিয়ে দাও।
তার গন্ধটুকু প্রাণে প্রাণে নাও ভরিয়ে নাও।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি চিনেছি হে সুহৃদ,
গত বছর বইমেলায়, কবিতার আসর
মিম-রাবেয়া-ছবি'সনে............পড়ে মনে?
৯| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৮
শামচুল হক বলেছেন: আহারে জন্মদিন, জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা দিয়ে যাই।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহারে শুভেচ্ছা,
মধু মধু............
১০| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিনে কবিবরকে অনেক শুভেচ্ছা।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ হে বন্ধুবর
১১| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:২৪
নূর-ই-হাফসা বলেছেন: শুভ জন্মদিন ।
অনেক ভালো কাটুক তার প্রতিটি দিন ।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার শুভেচ্ছা বার্তার জন্য আপনাকেও ধন্যবাদ
১২| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৭
এম কে বলেছেন: শুভকামনা নিরন্তর
২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নার জন্যেও শুভকামনা নিরন্তর
১৩| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৪২
নাগরিক কবি বলেছেন: জেসন ভাই জেসন ভাই
কি করি আজ ভেবে না পাই
এতো এতো ভালোবাসা
নিরেট ও দেখতে খাসা
পাশে থেকো বড় দা হয়ে
ভালোবেসো একটু করে
আর কিছুতো চাইনা আমি
তোমায় আমি দাদা মানি
২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝি বুঝি পোংটা খোকা
কত্ত জানো পাম্পু;
ভুল তবলে তাল দিয়োনা
অতে আমি চ্যাম্পু।
১৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৩
নাগরিক কবি বলেছেন: এখানে যারা মন্তব্যের ঘরে আমাকে শুভেচ্ছা জানিয়েছে, সবার কাছে কৃতজ্ঞ
২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ্যাটস লাইক এ গুড বয়............
১৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনিকের প্রতি অনেক দোয়া থাকলো। আর দারুণ এ ছড়া ভাইটিকে উপহার দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'দিলখোশ' মন্তব্যের জন্য আপ্নাকেও ধন্যবাদ
১৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, নাগরিক কবির জন্মদিন! উনার জন্য শুভেচ্ছা রলো।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও তাই ভাবছি
অক্ষর অনীক কি তবে আগে গ্রাম্য কবিয়াল ছিলো?
১৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
ছোট বাচ্ছাদের জন্মদিনে জোকার থাকে আজকাল, সবাইকে হাসায়; আপনি কি ব্লগের জোকারের ভুমিকা নিয়েছেন?
ব্লগার সম্পর্কে কিছু বলা, উনার লেখার এলাকা, ধরণ, ভাবনাচিন্তা সম্পর্কে আলাপ করা যেতে পারে। সেটা কিছু না করে, আপনি আপনার অকারণ ছড়ার নৈপুন্য দেখাতে ব্যস্ত হয়ে যান?
২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার খুব কষ্টের সময়গুলোতে আপ্নার মন্তব্য পড়ি, সাথে সাথে মনটা ভালো হয়ে যায় !!!
১৮| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা,
শুভেচ্ছা, শুভ জন্মদিন!
২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেয়েটা এত উদাস ক্যানো?
কবি ছোড়ার গফ নাকি?
১৯| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:০৪
প্রামানিক বলেছেন: এই গরীবের দেয়ার মত আর তো কিছু নাই
বুকে আছে ভালোবাসা শুভেচ্ছা দিলাম তাই।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা হা হা হা হা
যা দিলেন তা বেচেই ছোড়া আজীবন ব্লগে রাজভোগ খেতে পারবে
২০| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:২১
ভ্রমরের ডানা বলেছেন:
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৩:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উমমমম,,,শায়মাপু'র না শিউর, সোহানিপু'রও না.................
২১| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:২৬
নাগরিক কবি বলেছেন: আই লাভ চাঁদগাজী ভাই
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৩:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি এক্লা না মিয়া..........
২২| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইয়ে মাবুদ!!! এমন ( ) করে চোখটিপা ব্লগে একজনই দেন বলে জানি!
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৩:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিসাবে তাইলে দুইজন হৈয়া গেলো, নাকি মাল্টি বৈলা সন্দেহ কর্তাছেন
২৩| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৩:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: ছবি দুটোর কাহিনী ও যোগসূত্র আছে। এরা বফ গফ! হা হা..
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৩:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওয়াও,,,ক্যান আগে বুঝলাম না
সবি রাবেয়া'বু আর ছবির আছর
২৪| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৪
তারেক_মাহমুদ বলেছেন: শুভ জন্মদিন, কি আর বলবো সেই একই কথা ভাল থাকার দোয়া।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও 'অনেক ধন্যবাদ' ছাড়া আর কি কি বলা যায় ভাবছি
২৫| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
শায়মা বলেছেন: ১৭. ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৫৫ ১
চাঁদগাজী বলেছেন:
ছোট বাচ্ছাদের জন্মদিনে জোকার থাকে আজকাল, সবাইকে হাসায়; আপনি কি ব্লগের জোকারের ভুমিকা নিয়েছেন?
ব্লগার সম্পর্কে কিছু বলা, উনার লেখার এলাকা, ধরণ, ভাবনাচিন্তা সম্পর্কে আলাপ করা যেতে পারে। সেটা কিছু না করে, আপনি আপনার অকারণ ছড়ার নৈপুন্য দেখাতে ব্যস্ত হয়ে যান?
হা হা হা হা গাঁজী ভাইয়া
কত আর বলবে???
কানে কালা জিসু ভায়ার
মগজ কি ঢলবে???
এত করে বলো রোজ
লেখো তার গুনগান
জিসু ভাইয়া তবু রোজ
এক সূরে একই গান।
যাই হোক তাই হোক
নাচো সবে ধিন ধিন
অক্ষর অনিকের
আজ শুভ জন্মদিন......
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শশীজিত-ই আজকাল
খুব দেখি পেয়ারা;
সত্যটা কই বলে
লাগে মোরে বেয়ারা।
দুর্জনে যা যা কয়
দুর্দিনে দ্যাও তাল;
এনাকুন্ডাটি তুমি
আনিয়াছি কেটে খাল।
এই মাঘই শেষ নহে
আসিবে তা আরো;
আমিও দেখিবো কত
বাড় বাড়ো আরো।
২৬| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন:
কি করি আজ ভেবে না পাই,
নাগরিক কবি, ব্লগবাসীবৃন্দ,
সবাইকে নমিঃ হোক তব মুখরিত
কলরবময়,জন্মদিনে আসুন সবাই।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পদভারেই বিশেষ কিছুর আঁচ পাচ্ছি মাইরি,
আপনার হবে মশাই..............
২৭| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৭
সৈয়দ তাজুল বলেছেন:
কবি নাগরিকের জন্মদিনে অফুরান শুভকামনা।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌঁছে গেছে,
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সৈয়দ সাহেব
২৮| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭
তারেক ফাহিম বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা কবিকে।
ছাড়াকারের প্রতিভা দেখে বার বার মুগ্ধ হচ্ছি।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা তরে শোকরিয়া,
আপনারো পাম্পু নৈপুণ্যে আমি মুগ্ধ দাদা
২৯| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
সোহানী বলেছেন: শুভ জন্মদিন 'অক্ষর অনীক....
দেখো অনীক, তোমাকে কি সুন্দর কেক দিসে কি করি আর আমারে পচাঁ কেক। বুঝো ভালোবাসার পক্ষপাতিত্ব.... এক চোখে বা দুই চোখে................
অবশ্যই কবিকে ধন্যবাদ সহব্লগারের প্রতি ভালোবাসা প্রকাশের বহি:প্রকাশ দেখে। কিন্তু কারো জন্মদিন ছাড়াতো আর তুমারে ব্লগে দেখা যায় না...............???
আমার আয়না এ মূহুর্তে শীতনিদ্রায় কারন আমি এতো বেশী বিজি যে আয়নার সামনে দাঁড়াবার সুযোগ পাচ্ছি না। ত্রাহি ত্রাহি অবস্থা। শুধু একটু সামান্য সময় ম্যানেজ করে সামহোয়ারে ঢুকি। তবে এ মূহুর্তে খুব এ্যাক্সাইটেড কারন অনেক কষ্টে দীর্ঘ এক মাসের চেস্টায় সিপ্ফোনী অব ইউনিভার্স শো এর টিকেট ম্যানেজ করেছি । এই উইকে দেখতে যাবো।
তোমার কি অবস্থা...?
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিসফিস, আরি বাবা ঐ কেকটাই থোড়া ক্রীম-কেরামেল ছিটে ছোড়ারে দিছি, হুশশশ।
(কখন কঁকাবে কান পেতে আছি)
কি করবো, বার্থডে নোটিফিকেশন ছাড়াতো আর কিছু আসেনা। তবে শায়মাপু'র গায়ে মরিচ, লিটনদা'র খত্না আর তোমার ম্যারেজ ডে'তে আলবাৎ পাবে.............আই শপথ।
তবে না দাঁড়ালেও তোমার জন্যে খোশ-খবরি, বরফজাদি একজনই ''ওয়ানপিস ইনডিড''।
ভালো কথা, আপু সিম্ফোনি অব ইউনিভার্স শো'টা কি? শায়মা'পু বললো বোধহয় কুনু সিনেমাটিনেমা আর মনিরা'পু বললেন বানিজ্য মেলার সুপার সেল টাইপ কিছু...............ব্যপারটা কি? দেখেই জানিও কারবারটা কি?
আমার হাল?
কেটে যাচ্ছে,রক্ত বেরুচ্ছেনা...............
৩০| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন অক্ষর অণিক ।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা হে প্রিয় কবি
৩১| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: শুভ জন্মদিন 'অক্ষর অনীক'
অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইল!
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রপিটা নয়া বুঝি?
দারুন............
৩২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১:২১
ব্লগ সার্চম্যান বলেছেন: দেরি হয়ে গেল, ছোড়ার শুভ জন্মদিন । আপনাকে এরকম পোস্টের জন্য ধন্যবাদ।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর আপনার সকল অসাধারণ সব পোষ্টের জন্য কৃতজ্ঞতা।
আপনার কুন লিখাটা প্রিয়তে নিইনি মনে করতে পারছি না................
৩৩| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ২:২৮
মনিরা সুলতানা বলেছেন: এ বছর নিশ্চয়ই শততম প্রনয়ীর গল্প পাবো !!
শুভ জন্মদিন অক্ষর
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুলাডা অক্ষরে অক্ষরে বদগো আপু। হাজার হৈলেও নো ওয়ান্ডার !!!
৩৪| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ২:৫১
সোহানী বলেছেন: লেখক বলেছেন: উমমমম,,,শায়মাপু'র না শিউর, সোহানিপু'রও না.................
ভাগ্যিস.......... আমার কপালে জোটে নাই।
তাইলে এই পাগল কার ভাগ্যে জুটলো????? জাতি জানতে চায়............
চাঁদগাজী বলেছেন: ছোট বাচ্ছাদের জন্মদিনে জোকার থাকে আজকাল, সবাইকে হাসায়; আপনি কি ব্লগের জোকারের ভুমিকা নিয়েছেন?
হাহাহাহাহাহাহাহা........... অফিসে বসে এ মন্তব্য দেখে আমি এতো জোরে হাসলাম যে আমার কলিগ চমকায়ে উঠলো।........ আমি হাসতে হাসতে হার্টফেইল করলাম......................। এতো পারফেক্ট নাম মনে হয় এ জনমে তোমারে কেউ দিল........
বলে যান কাকু... আমরা আছি আপনার সনে.........।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উমম, ছবি হৈতে পারে। তার মধ্যে সেইভাব প্রবল।
বিভীষনি খাতুনের
মুখে বোল ফুটলো;
কষ্টের প্রতিদান
পাই পাই জুটলো।
হাসি যেনো হাসি নয়
বেঁধে হৃদে চাকু;
তাই হোক,সে-ই ডেকো
যা কয়েছে কাকু।
৩৫| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৭:২১
কালীদাস বলেছেন: অনীক সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা। তার জীবন আনন্দময়, শুভ হোক
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ;
পাঠে কৃতজ্ঞতা...........
৩৬| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
জাহিদ অনিক বলেছেন:
আমি জানতে চাই, কত হাজার প্রণয়ী তাকে উইশ করেছে
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারণটা কি?
সে কি লেডিস টেইলার্সের কাটিং মাস্টার নাকি?
৩৭| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৬
জাহিদ অনিক বলেছেন:
তার প্রেমিকার সংখ্যা অগনিত; আপনি জানেন না !!!!!!!!!!!
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কারণ?
ফিল্ম ডিরেক্টর?
ইয়াবা ডিলার?
৩৮| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৫
জাহিদ অনিক বলেছেন:
সাক্ষাৎ প্রেমিক !
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আছে কি?
বুঝছো কিছু?
৩৯| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৪
জাহিদ অনিক বলেছেন:
আমি কি আর এত বুঝি !!!!!!!!!!
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খালি ঐ প্রেমটাই বুঝলা...............ইঁচড়া পুলা
ঐ মনটা যদি ইট্টু পড়ালেখায় দিতা, আইজ তুমি হার্ভাডে পড়তা................আফসোস
৪০| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৪
জাহিদ অনিক বলেছেন: মনটা যদি ইট্টু পড়ালেখায় দিতা, আইজ তুমি হার্ভাডে পড়তা........ মারাত্মক মোটিভেটেড হইলাম
২৫ শে মার্চ, ২০১৮ রাত ২:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অহনো সুমায় আছে, কবিগো খ্রাপ সঙ্গ ত্যাগ করো জলদি..............
৪১| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩
সোহানী বলেছেন: আমার হাল?
কেটে যাচ্ছে,রক্ত বেরুচ্ছেনা...............
তাইলেতো ভালো রক্তশূণ্যতায় মরবা না অন্তত।
শায়মা'পু বললো বোধহয় কুনু সিনেমাটিনেমা আর মনিরা'পু বললেন বানিজ্য মেলার সুপার সেল টাইপ কিছু............
আচ্ছা, দেখে এসে পুস্ট দিবো..... আগাম হিন্টস্ দেই, মহাবিশ্বের মিউজিক....
গত একমাস আমার এক বান্ধবী অনলাইনে বসেছিল শুধু এর টিকেট জোগাড়ের জন্য। শুধু একদিনই তিনটা শো হবে। শেষ পর্যন্ত সাক্সেস আমরা....... .......... এক্সাইটেড
২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: আমার হাল?
কেটে যাচ্ছে,রক্ত বেরুচ্ছেনা...............
তাইলেতো ভালো রক্তশূণ্যতায় মরবা না অন্তত।
বাহ,,,অভিনব বিশ্লেষন মাইরি। আমি পুরো বে-জুবান।
মহাবৈশ্বিক মিউজিক !!!
শ্রুতিরোমাঞ্চকর বটে, দুনিয়ার তামাম বয়াতির মিলনমেলা বুঝি?
(ছবির এজাম্পশন, আমার না বাবা...........প্রথমে সে ভেবেছিলো সিম্ফনি ফোনের নয়া শো'রুম বুঝি )
ভেবেছিলেম গুগল,উইকি কিংবা ইউটিউব ঘাটিয়া গিয়ান মোটাতাজা ও সমৃদ্ধকরন কর্মসূচীতে হাত দেবো, পরে ভাবলুম অত খাটনি খাটে কে?
আমার তোমাতেই বেশি আস্থা বাপু। তাই চিত্রকর বিবেক যথা ''অপেক্ষায় আছি''.................
ভালোকথা, বরফজাদির কু-দীর্ঘ অদর্শনে ফেবুরাজ্য যে খা খা সে খেয়াল আছে???
৪২| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৪
বিলিয়ার রহমান বলেছেন: নাগরিক কবিকে জন্ম দিনের শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৯
ওমেরা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা নাগরিক কবি ভাইয়াকে ।