নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

তুমি কে?

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১২



দেখবো আমি আমার চোখে
তোমার মনে জ্বালা;
যতই বুঝাই,বুঝনা ছাই
কানেও তুমি কালা।

যা দেখেছ তা-ই জানো ঠিক
চাওনি বামে-ডানে;
বুঝলেও না অন্যেরা যে
সব দেখে, সব জানে।

আকল তোমার বাপের তালুক
একাই গোয়ালশাবক;
লোকের কথা সব উড়িয়ে
পাইকারি দেও ছবক।

যে যা-ই ক'বে অতেই খুঁজো
ভীন কিছুরই গন্ধ;
খিস্তি পোষে, আপনা রোষে
শোধ নিতে হও অন্ধ।

যা খুশি তা বেড়াও বলে
ঠ্যাঙ চেটে ঐ দল কা;
দেখেও তুমি বুঝলেনা হায়
হও কতটা হালকা।

আর কতকাল ঝাড়বে ওসব
তোতায় শেখা বুলি;
দু'চোখ ভরে দেখো ছিড়ে
এক চোখের ঐ ঠুলি।

সৃষ্টি সেরা,তখন মোরা
ধর্ম-সমাজ-কৃষ্টিতে;
স্বার্থ ছাড়ি ভাববো যখন
ইনসাফেরই দৃষ্টিতে।

দেশরে ভাবো,লোকরে ভাবো
ভাবো আপন ভূমিকে;
দলের? না হে দেশের তুমি?
ভাবছো কভু তুমি কে?

উৎসর্গঃ 'আর ইউ'
ভালোইতো লোক তিনি
তবে নাচে হুজুগে;
গেছে যা যা,হোক এলা
স্বন্ধি এ সুযোগে।

মন্তব্য ৬৭ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ওকি!!! :-*

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তো কি???

২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার।
একটানে পড়ে ফেললাম।
শুভেচ্ছা নিন।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একটানে পড়িয়াছো
অগাবগা কেচ্ছা;
মেনি মেনি থ্যাক্স ভায়া
তোমাকে শুভেচ্ছা।

৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৬

সৈয়দ তাজুল বলেছেন:
বাহ বাহ! তুনে তো ফিদা কর দিয়া। এতনা সুন্দর ছড়া ক'জন লেখতে পারে! বিল্কুল চমৎকার হয়েছে।

শব্দের ঝনঝনানি আকৃষ্ট করলো আমায়।

নিষ্কাম ভালবাসা রেখে গেলাম

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর বাহ বেশ বুঝো
শের কিবা শায়েরি;
আছে ঢের,কবো কভু
ভরা মোর ডায়েরি। ;)

৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


উনি কে আমিও জানি না, যেই হোক না কেন, উনাকে জন্মদিনের শুভেচ্ছা!

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই খুঁজো না চষে
বন,হেগ,মিউনিখ;
কমেন্টে কাকু সেরা
অলওয়েজই ইউনিক। :)

৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভেচ্ছা নিবেন ভাই!!

বিলিয়ার রহমান বলেছেন: I am fed up. Bye Bye tata Samu for few years.

বিলির জন্য খারাপ লাগছে:)। ছেলেটা মনে হয় অভিমান করেছে? ওর জন্য কিছু করতে পারেন??

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক'দিনেই সেরে যাবে
পুলাপানি মানগো;
না এলে আনবো টানি
খিঁচে দুটো কানগো।

৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাহ কি ইমো দিলাম আর কোনটা গেল। বোঝেন কতটা খারাপ লাগছে আমার?

হাসির জায়গায় মনখারাপ হবে।:(:(:(

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুলাপানি কাম দেখে
বড়রা যে হাসবেই;
কেঁদোনা কেঁদোনা ভায়া
বিলু ফিরে আসবেই।

৭| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

সৈয়দ তাজুল বলেছেন: একথা কেন বলল বিলিয়ার রহমান?

বেচারা তাও খুব জমিয়ে রেখেছিল ব্লগটা, যদিও সেটা সামান্য দিন। (আমি দূর থেকে দেখেছি কেবল, ওকে কিছুই বলতে পারিনি।)

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কতটা না সাধ করে
পোষ্ট দিলো বেচারা;
ধেড়েদের ভম দেখে
কি বা করা এ ছাড়া? :(

৮| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৩

রাবেয়া রাহীম বলেছেন: ছড়ায় ছড়ায় উচিত কথা
লিখেছ বাপু খাসা


এক চোখ ঠুলি ফেলে
তোতার শেখা বুলি ভূলে
আসুক সে সুপথে

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা জানি কতই বা
শিখিয়েছ যা যা;
মনে সাধ বেভুলাটা
হক্ব পথে আ যা। ;) :P

৯| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৩

রাবেয়া রাহীম বলেছেন: কবি বলিয়াছেন
সকলের তরে সকালে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে

মনে হইলো তোমার ছড়া পড়ে

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখছি বাপু আবোলতাবোল
পাইছো খুঁজে মানে;
লোকজনই বা পায় কি খুঁজে
স্রেফ সে খোদা জানে ! B:-)

১০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২২

কাউয়ার জাত বলেছেন: এই নেন কলাবাগান থেকে আনা কলা খান- এই নেন কলাবাগান থেকে আনা কলা খান-

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাউয়া ভায়া সত্য তুমি
আস্ত যে এক জালিম;
কলা না হে,আমার প্রিয়
সেথার মামু হালিম।

১১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
তুই তো সব সময় ই দারুন !!!
এখন ছড়া লিখে বিলিয়ার কে ফিরিয়ে আন।
আমরা মিস করছি উনাকে।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখতে সে আছি রাজি
যদি উঠে জ্বলি কেউ;
না না বাবা লাগে ডর
আগে সিক্যুরিটি দ্যাও। :P ;) :D

১২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩২

নূর-ই-হাফসা বলেছেন: আপনার ছড়া গুলো চমৎকার হয় । এটাও চমৎকার

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাহ বাপু বেশি বেশি
মরি আমি শরমে;
ঘামে ভিজে জবোজবো
এসিতেও গরমে। :`>

১৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩২

আখেনাটেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: উনি কে আমিও জানি না, যেই হোক না কেন, উনাকে জন্মদিনের শুভেচ্ছা! --হা হা হা; হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। =p~ =p~

আমার দেওয়া '...তুমি কে?' নামটিকে আপনি দেখছি ঐতিহাসিক করে দিলেন।

সকল দ্বন্দ্বের অবসান হোক। জাতির পথচলাও মসৃন হোক।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া জিনিয়াস
মাল অতি পোংটা;
পামসাম ছাড়ো এলা
বুঝি বুঝি ঢঙটা। :-B

১৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: তুমি কে ? ওনি কি কোন কলা বাবা নাকি ? :) উপরে কলার ছবি দেখে তো আমি শেষ !! ;) ;)

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানিনে সে কোন বাবা
কেবলা না কলা;
সমুখেই আসছেনা
করে যত ছলা। :D

১৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:২৯

কলাবাগান১ বলেছেন: সন্মানিত বোধ হচ্ছে

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিতা ছিলে,মিতা আছ
মিছে কর দ্বন্দ্ব;
বুঝিনে সে দলে তুমি
কোন দুখে অন্ধ? B:-/

১৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছড়া ভালো লাগলো
এই সুযোগে সন্ধি হলে
সেও ভালো সেও ভালো

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না হবার আছেটা কি
লোক তিনি ভালাগো;
পাবলিকই মিছে করে
কান ঝালাপালাগো। ;)

১৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৫৪

প্রামানিক বলেছেন: তুমি কে আর আমি কে
ছড়ায় যখন খোঁজ
কে কোথাকার কোথায় থাকে
অর্থ এবার বোঝ!

দেশের চেয়ে দলকে যারা
বেশি ভালোবাসে
তাদের দেখে ভিন দেশীরা
মুচকি মুচকি হাসে।


২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রতিবেশি হেসে কুটি
ঢুকিয়ে সে চেতনা;
নিজেরা এক হলে কভু
হিম্মতই পেত না।

কে বুঝাবে দুখ কারে
ভাই মারে ভাইরে;
কবারও সে আছে ঠেলা
চুপ এলা,যাইরে। /:)

১৮| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১৮

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: পাঠে ভালো লাগলো কবির জন্য শুভ কামনা।

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবির মিতা না তুমি
যদি করি ভুলটা না;
আরে হ্যা হ্যা তুমি সেই
শাহনাজ সুলতানা!! =p~ ;) =p~

১৯| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৭

সাদা মনের মানুষ বলেছেন: গেয়ানী কবিতা, সাদা মনে বুঝা বড় কঠিন........চা খাইলে আওয়াজ দিয়েন :)

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিওনাগো লাজ আর
লাগে ভারি তুচ্ছ;
তোমার ইমেজ তরে
আমি নেড়িপুচ্ছ। |-)

খাওয়াবেই ক'লে যথা
সামলাও জ্বালাডা;
ব্ল্যাক টি'র সনে কুকি
চিনি-মিল্ক আলাদা। :-B

২০| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! অসাধারন কবিতা B-)

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মামু তুমি মিছিমিছি
দিওনাগো আর পাম;
এ তোমায় সাজেনা হে
এ যে করদা'রই কাম। :P

২১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল porben

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর বা বা যা লিখেছ
ফিদা হনু পুরো;
ভাতেই মারলে দেখে
মাথা ঘুরোঘুরো।

আসছি আসছি ত্বরা
সেড়ে হাত কাজটা;
ছড়ার ভুবনে তুমি
করো আজ রাজটা।:)

২২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৫

শায়মা বলেছেন: ৪. ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭ ১

চাঁদগাজী বলেছেন:


উনি কে আমিও জানি না, যেই হোক না কেন, উনাকে জন্মদিনের শুভেচ্ছা!




হা হা হা

যাহা লেখো তাহা বুঝি
জন্মদিন ছিলো
ধরে নিয়ে গাঁজি ভায়া
কমেন্টো দিলো...... :P

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রসের ভান্ড তিনি
বুঝিতে সে মাথা চাই;
তোমার যে ব্রেন বাপু
বুঝিবে কি কথা ছাই?

বেশি বেশি খাও 'ভেজ'
হরলিক্স আর দুধ;
তবেই খুলবে মাথা
ব্রেন হবে মজবুত।

২৩| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৯

শায়মা বলেছেন: চাঁদগাজী বলেছেন:


উনি কে আমিও জানি না, যেই হোক না কেন, উনাকে জন্মদিনের শুভেচ্ছা!


@ চাঁদগাজীভাইয়া

জানোনা উনি কে সে
উনি তার তিনি
যারে নিয়ে রাত দিন
ভায়া বিড়াল মিনি!

ম্যাও ম্যাও প্যাও প্যাও
করে ব্লগ পাতাতে
রোজ নাকি দোররা
পড়ে তার মাথাতে!

এই করে আজকাল
টাক গেছে পড়ে।
টাকবেলে অলিভল
ভায়া ঘষে মরে ! :P

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখেছি দেখেছি বাপু
কত মাখামাখি;
দেখেও সে কাক যথা
চোখ বুজে থাকি।

কনে রাশি নই মোটে
দেখে দেবো লম্ফ;
কলজেটা শুকে হবে
থড়োহরি কম্প।

পড়ি আর হেসে মরি
মেলে নাম মুফতে;
নহি বোকা হবে লেট
সেই চান্স লুফতে।

থোড়া সে মিইয়ে গেলে
ফের ঢালি ঘি তাতে;
সে-ই কাফি,আর কও
লাগে গুড় কি তাতে? ;)

২৪| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: দলকানা লোকেদের কে বুঝাবে ভাই
জন্মসুত্রে একখানি চোখ অন্যটি নাই।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছিলো,আছে,থাকবে ওরা
ওদের নিয়েই বাঁচা;
তাও ভাবি প্রায় কেমন হত
পুরলে তাগোয় খাঁচা। ;)

২৫| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যতই চেনাও ভায়া
তাদেরে শেকড়
চিনবেনা চিনবেনা
ওপাড়ে আকর !

ধুতিতে গিট বাঁধা
সেকি খোলে সহজে
অতীতের মরা ঘাটে
দাদাদের তোয়াজে!

স্বাধীনতা নিয়ে দাদা
বলে যত অং বং
পুষ্যি বিড়াল যেন
নেই কোন আলাপন!

আর কেউ কলে পরে
যেন তাজা ব্যাঘ্র
ইতিহাস পাতিহাস
সব গিলে খায় শীঘ্র!!

লাথো ভুত তারা
বাতে নেহি মানতা
কষে মারো লাথি সবে
যা, ওপারে খা পান্তা ;)

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো কথা হে সে-ই
মর গিয়ে ওপারে;
মিনমিনা যাবে ছুটে
খিঁচে এক চোপাড়ে।

খাবি মগো,পড়বিও
গান গাবি দাদাগো;
গোপীই যে রয়ে যাবি
হবিনা রে রাঁধাগো।

মন্ত্র পড়ার মত
কয়ে যাবি বুলিরে;
শিরতাজ বোধে মমঃ
হেগো পদধূলিরে।

বুঝিনা বুঝিনা ছাই
কি আছে সে অন্ডে?
কি জাদুয় অজ সবে
পুতঃ ভাবি বন্দে?!?

২৬| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

শাহিন-৯৯ বলেছেন:




ছন্দে সৃষ্টিতে
বেশ ভাল বললেন
হবে কি জ্ঞান তাদের
যাদের আপনি বললেন।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হয়েছে কখনো কও
লেজ বুঝি সুজা হে?
বুঝ না ক্যাঁ,চামে হেথা
করি থোড়া মজা হে। ;)

২৭| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দে ছন্দে
দুলি আনন্দে।

+++

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাইজ্যায় জান শেষ
তুমি পাও মাস্তি !
এই বুঝি ছিলো বাকি
গলে দিলে কাস্তি !! :(

২৮| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: তাড়াতাড়ি কাজ সেরে
এসো তবে দ্রুত
তোমার কমেন্ট যেন
খাটি মধু শ্রুত।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিয়েছি সে মন ভরি
তুমি এলে দেরীতে;
বরিশাল গিয়ে বুঝি
হলো লেট ফেরীতে?? ;)

২৯| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতা।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চিনেছি হে ম্যাশ তোমা
মিত্র হে প্রিয়;
এভাবেই থেকে পাশে
সাহসটা দিও। :)

৩০| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চৌধূরিসাব কইলে যখন
হতেই হবে চমৎকার;
কাজীদা'র মত আমিও কহিনু
হুজুরের মতে অমত কার? ;)

৩১| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগে কিছু বজরঙ্গির আনাগোনা দেখা যাচ্ছে ।
গদা দিয়েও অনেকে এদের লাইনে আনতে পারছেনা , আপনি আসছেন ছড়া নিয়া।
তয় ছড়া ভালা হইছে।

৩২| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সোহানী বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগে কিছু বজরঙ্গির আনাগোনা দেখা যাচ্ছে । গদা দিয়েও অনেকে এদের লাইনে আনতে পারছেনা , আপনি আসছেন ছড়া নিয়া। .......হাহাহাহাহাহাহাাহাহাহা

অামি মরলাম মাইরি হাসতে হাসতে................. ওরে আমারে কেউ ধরো বাপু হার্টফেইল করলাম এই বেলা.............হাহাহাহাহা

৩৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৮

এম কে বলেছেন: সুন্দর হয়েছে।

৩৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: আমি শুধু পষ্ট পড়ি না। মন্তব্যও পড়ি। বেশ ভালে।

৩৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৯

ঢাবিয়ান বলেছেন: কবিতার মাধ্যমেও যে এমন বাশঁ দেয়া যায় আগে জানা ছিল না। পোস্টে +++

৩৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: ছড়া বরাবরের মতোই ভালো লেগেছে ।
একটু অনিয়মিত ছিলাম বলে ,মন্ত্যবের কথার মধ্যে কথাগুলো ঠিক আন্দাজ করতে পারছি না ! যাহোক কিছু ঝামেলা থাকলে তা ঠিক হয়ে যাক ।

শুভকামনা ।

৩৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,



উৎসর্গে সন্ধির আহ্বান হয়তো অনেক ভুল বোঝার অবসান ঘটাবে , ব্লগীয় সম্প্রীতি বজায় রাখবে । উভয়কেই এগিয়ে আসতে হবে কাছে , হাটতে হবে তিন পা একত্রে তবেই ব্লগে শান্তির বাতাস বইবে !
তাই হোক ...... তাই হোক ...... তাই হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.