নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'\'শুভ জন্মদিন\'\' প্রিন্স অব রম্য গিয়াস উদ্দিন লিটন

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:২৪



প্রথম প্রথম সামুয় যখন আসি তখনো সামুর সোনালী অধ্যায়ের প্রায় পড়তি সময় হলেও দেশ সেরা বাঘা বাঘা হেভিওয়েট ব্লগাররা সব রাজ করছিলেন। তাদের নামের ভারেই মোটামুটি মিইয়ে থাকতাম। যেমনি লিখার ওজন তেমনি তাদের কমেন্টও মাইরি। পোষ্ট দেয়া দূরে থাক তাদের পোষ্ট পড়ে কমেন্ট করতেও গলা শুকিয়ে যেত। কমেন্ট করে ক্লিক করার আগে না হলেও সাতবার চেক করতাম বানান বা শব্দবাচন ঠিকঠাক আছে কিনা। কিছু'খন পরপর লগিন করে দেখতুম কেউ রিপ্লাই দিলো কিনা। হুমহাম ধন্যবাদ মার্কা দায়সারা রিপ্লাই পেলেও অনেক কিছু মনে হতো। বারবার ঘুরেফিরে সেই পড়তুম আর শ্লাঘা বোধ করতেম। কোন হেভিওয়েট দু'এক লাইনের কমেন্ট করলেই সেরেছে। পারলে সে বাঁধাই করে রাস্তায় দৌড়ে বেড়াই। এই ছিলো তখনকার সামুর রমরমা গৌরবজ্জ্বল হাল হাকিক্বত। আমাদের সে প্রজন্মের নয়াদের মধ্যে তখন বেশ দাপিয়ে বেড়াচ্ছেন বীথি'পু, শতদ্রু, জেন রসি, উর্বি, রিকি, রাখাল, গেমু, সাহসী, চ্যাং প্রমুখরা। আর আমি স্রেফ মিঁউ মিঁউ করে বেড়াই। তবে এটুক বলতে পারি বুক ফুলিয়ে বিগত কয়েক বছরের মধ্যে আমাদের ২০১৫ ব্যাচই সেরা।
দেখো দেখি কান্ড, কথার নাম আসলেই লতা। লিখবো কি আর লিখছি কি?
ফিরে আসি প্রসঙ্গে, স্বপ্ন দেখি, ব্লগে আমার পরিচিতি হবে, আমার লিখাও হিট হবে, কমেন্টের ফুলঝুড়ি ঝরবে। আফসোস, আজতক নিরলস সে খাবই দেখে যাচ্ছি মাইরি ! হিট হতে পারিনি সত্য তবে অভাগার টুকটাক পরিচিতির বা লাই দিয়ে মাথায় তোলার পেছনে যাদের কৃতিত্ব তাদেরই অগ্রজ এক নাম ''গিয়াস উদ্দীন লিটন''।
পুরোদস্তুর একজন চোস্ত ব্লগার তিনি। এ সময়ের বাংলা ব্লগিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র। সামুর ''প্রিন্স অব রম্য''। তার প্রাঞ্জল লেখনীর ছোট রম্য গল্পগুলো স্বনামে বাংলা সাহিত্যে মূর্ত হয়ে থাকবে। অসম্ভব বিনয়ী,নিরহংকারী,বন্ধুবৎসল এ মানুষটি নিয়মিত আমার অগাবগা পোষ্টে কমেন্ট করে, সাহস এবং অনুপ্রেরনা জুগিয়ে আমার সামুর নার্ভাস স্টার্টিং ইনিংসটাকে সহজ করে তুলেছিলেন। অবশ্য এতে বাংলা ব্লগিংএরই সমুহ ক্ষতি হয়েছে। আজকাল অবলীলায় মানহীন যখন যা খুশী ব্লগে প্রসব করে যাচ্ছি। তার জন্যেও দায়ী কিন্তু সেই গিয়াস লিটন, শায়মা'পু, প্রামানিক'দা, ভৃগুদা, সোহানী'পু, সাদা মনের মানুষ, সুমন কর, মনিরা'পু, জিএস'দা গং। যেই অপরাধের জন্যে সম্ভবত কাকু তাদের কোনদিন ক্ষমা করবেন না।
যাই হোক প্রথম প্রথম খুব সাধ ছিলো আমার রম্য লেখক হবার। কিন্তু, 'কিং অব রম্য' হেনা ভাই আর 'প্রিন্স অব রম্য' লিটন ভাইয়ের রঙবাজ সব লেখনীর কারণে সেমুখো হবার সাহসই আর হয়নি। পরে কি করে যেন খেলা-মজার ছলেই প্রমিদা'র(প্রামানিক) ঘাড়ে চড়ে হয়ে গেলাম নিধিরাম ছড়াকার। ধুরু যা...........আবারো প্রসঙ্গ ছেড়ে চলে গেছি দিল্লী!!
আদতে শরীরটা খুব বেশি ভালো না। চিকিৎসার জন্যে আবারো দেশের বাইরে যেতে হবে দ্রুতই। কথা বার্তা খুব একটা বলি না কারো সাথে, আবার মুখ খুললে চলে আবোল-তাবোল অনর্গল। সে-ই করে যাচ্ছি এখন। তার'চে বাবা লোক না খেপিয়ে ভনিতা ছেড়ে এবার ঝেড়েই কাশি। না হয় কোত্থেকে আবার কৈ যাই কে জানে?
আজ সে-ই প্রিন্স অব রম্য সামুরত্ন লিটন'দার ৪৯তম জন্মবার্ষিকী। ১৯৬৯ সালের এদিনে তিনি ফেনী জেলার সোনাগাজীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার দূরন্ত শৈশব আর কৈশরের সব অভিনব এডভেঞ্চার নিয়ে আমরা যারা তার লিখার সাথে পরিচিত তারা কমবেশ ভালোই ওয়াকিবহাল। ফেনীতেই সাফল্যের সাথে শিক্ষা জীবন শেষ করে বর্তমানে তিনি পারিবারিক ব্যবসার পাশাপাশি নিয়মিত লিখালিখির সাথে জড়িত আছেন। অন্যপ্রকাশের মতন দেশ সেরা প্রকাশনী থেকে বেড়িয়েছে তার 'প্রবাসে বাংলাদেশি গুণীজন' এবং 'ক্ষুদে বাংলাদেশী গুণীজন' নামের অসম্ভব সাড়া জাগানো দুটি গ্রন্থ। 'যায়যায়দিন' এবং 'মৌচাকে ঢিল' এর তিনি নিয়মিত লেখক। এছাড়া কত লিটল ম্যাগ, পত্রিকা এবং স্মারক সংখ্যায় তার লিখা বেড়িয়েছে সে হিসেব বোধ হয় তার কাছেও নেই। উইকিপিডিয়ারও তিনি একজন সার্টিফায়েড এডিটর। তিনি একজন ফ্রীল্যান্স সাংবাদিকও বটে। জন্মস্থানের প্রতি অকুন্ঠ ভালোবাসা থেকেই তিনি সোনাগাজীর গৌরবময় ঐতিহ্য এবং সংস্কৃতির সংরক্ষন ও প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সোনাগাজীর সাহিত্যাঙ্গনের তিনি এক অতি পরিচিত মুখ। সোনাগাজীর স্বর্ণসন্তানদের শীর্ষসারির একজন হিসেবে ইতমধ্যেই তাকে বিবেচনা করা হয়। পারিবারিক জীবনেও তিনি একজন সুখী-সফল মানুষ। স্বগুণে গুণান্বিতা সহধর্মিনী এবং দু'পুত্রকন্যা নিয়ে তার সুখের সংসার। বাচ্চারাও মা শা আল্লাহ বাবাকে যে শীঘ্রিই ছাড়িয়ে যাবে সে-ই নমুনার ঝলক এর মধ্যেই দিয়ে যাচ্ছে। কন্যা জান্নাতুন নাজারানা রজনী এ বছর দারুন রেজাল্ট দেখিয়ে এসএসসি পাশ করে কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজে অধ্যয়ন করছে। লেখাপড়ার পাশাপাশি ফেনীর সংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়াঙ্গনেও তার স্বঠমক বিচরন। হয়েছেও মায়ের মতন বিশ্ব সুন্দরী। আর পুত্র ওশানতো জেল্লায় আরো দশ কাঠি বাড়া!! প্রখর মেধাবী ওশান বরাবরই ফার্স্ট বয় হয়ে সোনাগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করছে। মোটামুটি শর্টকাটে এই-ই গিয়াস উদ্দিন লিটনের ব্যক্তি ও পারিবারিক জীবন। (ফিসফিস.........তার তারুণ্যের রমনী মোহন ইমেজময় রাসলীলার গল্প অন্য কোনদিন অন্য কোথাও হবে'খন)।
আর তার রসবোধও যে কতটা সূক্ষ এবং কতটা বন্ধু বৎসল তিনি সে না মিশলে বুঝার উপায় নেই। সে গল্পও অন্য কখনো..........

কি ভাবছেন? ছড়া ছেড়ে অভাগার এই বিরক্তিকর বকবকের শানে নুযুল কি? আছে আছে, আলবাৎ আছে। আমার ছড়া মানেই কাকুর গাত্রদাহ। জ্বলুনীতে মানুষের ফোস্কা পড়ে আর আমার লিখায় কাকুর মোটামুটি গ্যাংগ্রীন শুরু হয়ে যায়।খোটায় তার জীবন দায়। ম্যাঁওপ্যাঁও বাদ দিয়ে 'গদ্যে লিখুন', 'গদ্যে লিখুন'
একবারতো আমায় বাড্ডে পার্টির জোকারই কয়ে দিলেন!!!
দিন যায় কথা থাকে। আর তার এই কথা যেনো বাণী হয়ে গেলো মাইরি। তিনি ভুলে গেছেন মাগার ঐ কথা কয়ে কয়ে জীবন আমার অতিষ্ট করে তুলেছে ঐ সোহানী আর শায়মা নামের দুই মহাপাজী'পু উঠতে বসতে।
যাহহহহহ, অগত্যা লিখেই ফেললুম। এরপর আর কথা হলে মুঝসে বুরা অওর কোই নেহি হুগা, কসম সে।

শরীরটা আসলেই ভালোনাগো। মাথায় আর ছড়া খেলেনা আজকাল। খেললে দু'লাইন যে লিখতেম সে লিটন'দা ঠিকি জানেন।
গতবার যা লিখেছিলেম সে-ই আবার দিলেম ডেট বদলে। অধমের অপারগতা লিটনদা এবং পাঠককূল নিজগুণে ক্ষমা করবেন এই-ই প্রত্যাশা।
''শুভ জন্মদিন'' হে প্রিন্স অব রম্য গিয়াস উদ্দিন লিটন

''শুভ জন্মদিন'' প্রিয় গিয়াস উদ্দিন লিটন

দু'হাজার আঠারোর
জুলাইয়ের থার্ড ডে;
ফেবুয় এসে দেখি,একি
লিটনের বার্থ ডে !!!

ছি ছি হায় লাজে মরি
দিনখানা গেছি ভুলে;
মন চায় রাগে দুখে
ফাঁস নিয়ে যাই ঝুলে।

আরে একি যে সে লোক
লিটনদা বলে কথা;
তারে না ভজিলে ছি ছি
জীবনই যে হাফ বৃথা।

কোথা নেই নাম তার
ব্লগ,ফেবু,সোনাগাজী?
যা ধরেছে,ফলে সোনা
কবো জান ধরে বাজী।

সহজিয়া লিখনীর
সাবলীল গদ্য;
ইদানিং টুকিটাকি
ছন্দেও সদ্য।

যা লিখেন,তা-ই হিট
অতি বোধগম্য;
লিখার ভূবনে তিনি
প্রিন্স অফ রম্য।

গুরু কি মেনেছি সাধে
আমি নেড়ি পুচ্ছ?
তার ঐ মেধার কাছে
লাগে ভারি তুচ্ছ।

কিভাবে জানাই উয়িশ
কি করি কি করি?
কি করে সুধাই হায়
লাজে মরি,সরি।

কি যে লিখি,কি যে বকি
আর কত ভাববো?
অগা ঘটে লিখি শেষে
আগডুম কাব্য।

তেজস্বি থাক সদা
তোমার ঐ মসি;
লিখার গগনে থেকো
হয়ে রবি শশি।

সুখে থাকো,ভালো থাকো
এই মোর প্রার্থনা;
লিখে যাও অবিলীন
খুঁজে কভু স্বার্থ না।

কি করে প্রকাশি কও
তুমি কত প্রিয়;
আজ এই শুভ দিনে
ভালোবাসা নিও।

বাজে ঢাক,বাজে বীণ
বুকে বাজে রিনরিন;
ভালোবাসা লিটনদা
শুভ শুভ জন্মদিন।

(কৃতি দু'সন্তানের মাঝে গর্বিত পিতা)

মন্তব্য ৯০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: শুভ জন্মদিন লিটন ভাইকে আর আপনাকে এরকম কাজের জন্য অনেক ধন্যবাদ। আপনি আসলেই অনেক পরিশ্রমী ব্লগার। :)

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনি আসলেই অনেক পরিশ্রমী
ইশশ, লিটনদা'র শ্যালিকা যদি বিয়ের আগে কথাটা জানতো হায়.............

শুভেচ্ছা পৌঁছে দিলেম।

২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৫১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আরে আমি উনার প্রোফাইল ছবি দেখে উনাকে এত সিনিয়র ভাবিনি!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাধেই কি তুমি চাঁদু
উজিরান এ খামোকা?
বেহুদা বুঝলে বাপু
সিধে কই যামুগা।

জুলপিতে থোড়া বাপু
না হয় ধরেছে পাক;
পঁচিশের বেশি হলে
কেটে নেবো নিজ নাক।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


আমাদের রম্য-ম্যানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি এ যে দেখি
কাকু হিজ হাইনেস;
ডরে হাঁটু থরোথরো
অটো জল মাইনেস।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:২২

মিথী_মারজান বলেছেন: ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌঁছে গ্যাছে মিথীমনি..........

৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:২৩

রাকু হাসান বলেছেন: সামুর সোনালী দিনের কথা জনলাম ..........ধন্যবাদ

জন্মদিনের শুভেচ্ছা রইলো ।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পড়তি সোনালী দিনের কথা কয়েছি হে ভ্রাতা। ভাবিয়া দেখুন যৌবনে কি ছিলো !!
মন্তব্যে ধন্যবাদ। শুভেচ্ছা পৌঁছে দিলেম.............

৬| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৩৫

কাওসার চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন। উনার জন্য শুভ কামনা রইলো।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ।
ইদানিং আপনার নামধাম বেশ শুনা যাচ্ছে। সামুয় স্বাগতম। সময় নিয়ে ঘুরে আসবো'খন আপনার ব্লগবাড়ি।
আপনার জন্যেও শুভ কামনা..............

৭| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: ইশশ, লিটনদা'র শ্যালিকা যদি বিয়ের আগে কথাটা জানতো হায়............. জানলেও কোনো লাভ হত না।
যার লগে যার ভাব তার পেচামুখ দেখলেও লাভ। ;)

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যার লগে যার ভাব তার পেচামুখ দেখলেও লাভ।

আর কবে?
লিটনদাও কিছু কয় না, বলি শালি কি তার ঐ একখানা.............হুহহহহ

৮| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:০১

কাওসার চৌধুরী বলেছেন:


আমি @ মন্ডল ভাইয়ের কাছ থেকে আপনার ব্যাপারে শুনেছি। তাই নেটে আপনাকে দেখে কমেন্ট করেছি পরিচিত হওয়ার জন্য। শুভ কামনা প্রিয় ভাইয়ের জন্য; নাকি আপু!! স্যরি বুঝতেছি না। ব্লগে মাঝে মাঝে সময় দেবেন।


শুভ রাত্রী।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাগ্যিস মাঝামাঝি কিছু ভাবেন্নি :D =p~ :P
শায়মা'পু থ্রেট করেছেন বলে, নাইলে কি আর না আসি............ |-)

৯| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:১১

কাওসার চৌধুরী বলেছেন:


সত্যি সত্যি হাসালেন। আপু..... থুক্কু ভাই.........!!
জানি মাঝামাঝি নয়, ডান বা বাম কিছু একটা হবেন। এলিয়েনও হতে পারেন।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাথা দেখি বুদ্ধিতে
আঁটা পুরো ঠেসে;
এলিয়েন এই আমি
খেনু ধরা শেষে। /:) B:-/

১০| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: লিটন ভাইকে আজকের দিনে অভিনন্দণ । :)
জন্মদিনের শুভেচ্ছা । আপনার জন্য শুভকামনা।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে মামা যে............
কি হালচাল?
মামী কেমন?

শুভেচ্ছা দিলাম পাঠিয়ে,
মামুর জন্যেও শুভকামনা, মামীরেও............. ;)

১১| ০৩ রা জুলাই, ২০১৮ ভোর ৫:৪৭

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: হায় হায় আর কোথায় যাই
এই আমাদের লিটন ভাই !
ও বাবা কি রাশভারী চেহারা তার !
কে পড়ায় ভাবি,মুকুট বারবার
ঐ প্রিন্স অফ রম্য ?
হলোনা বোধগম্য !!

লিটন ভাই, আমাদের রম্য রাজাকে সিরিয়াসলি জন্মদিনের শুভেচ্ছা |

০৩ রা জুলাই, ২০১৮ ভোর ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাপ্রে বাপ, ছন্দ যে চুইয়ে পড়ছে লো দাদা !!!
আহা যদি আমিও পারতেম /:)

চমৎকার ছান্দসিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ঘুম থেকে উঠেই এমন মন্তব্যে নিশ্চয়ই প্রিন্স বাগবাগ হবেন..............

১২| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৭:০০

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ জন্মদিনে লিটন ভাইকে শুভেচ্ছা। সন্তানদের জন্য রইল অফুরান ভালোবাসা। আমার কথাতে, অদ্য লিটনভাইকো জন্মদিনম্। সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্লগের এই মিথস্ক্রীয়া আমাদের সম্পদ, যা বয়ে চলুক আবহমান।

অনেক শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্লগের এই মিথস্ক্রীয়া আমাদের সম্পদ, যা বয়ে চলুক আবহমান

বাহ, চমৎকার বলেছেন।
তবে প্রায় প্রায় অগা ঘটে ভাবি কাকুকেও কি তা স্পর্শ করে? :-B

দিলচাস্ত মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। :)
শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা...............

১৩| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Iশুভ জন্মদিন লিটন ভাইকে ,,,,

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌঁছে দিলেম.............. :)

১৪| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৪১

সোহানী বলেছেন: ওই তুমি ম্যাও প্যাও পোস্ট দিসো অবশেষে ;) ;) ;) ;) ... যাকগা পোস্ট যখন দিসোই আর লিটন ভাইরে টোস্ট ও করছো তাইলে আর কি করা মন্তব্য না করে উপায় কি :P

হ্যাপি বার্থডে প্রিন্স অব রম্য। একজন অসাধরন সহজ সরল লেখক। যার লিখা মানেই মনটা ভালো হয়ে যাওয়া......।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাহহহহহ, অগত্যা লিখেই ফেললুম। এরপর যদি কথা উঠে মুঝসে বুরা অওর কোই নেহি হুগা, কসম সে।

এই হুংকারের পরও দেখি ফুলের টোকার আঁচড়/আছর কিছুই হলোনে B:-/
বাঘের মেসো পাইছো নাকি? X(

চক্ষের সামনে বরফজাদীর কি নিঠুরিয়া রূপান্তর মাইরি /:)
বদ সংঘর্ষে তিনি এখন সাক্ষাত জোয়ান অব আর্ক !!

কবারে/স্পার্টারে(এ্যাজ+পাঠা) পাইলে মুঠায়............. X((

১৫| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:১৭

লাবণ্য ২ বলেছেন: উনাকে জন্মদিনের শুভেচ্ছা।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা নিয়ে এলো
পার্ট টু লাবণ্য;
আলবাৎ লিটনদা
পেয়ে হবে ধন্য। :)

১৬| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোকগাঁথা যা শুনছি আপ্নেতো ভাই আজকাল পুরররা বক্সঅফিস হিট !!!

তা ইয়ে,,,ভাবী কেমন আছেন? ;)

১৭| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

টারজান০০০০৭ বলেছেন: গতকালই সনেট কবিরে কইছি জেসনরে দেখতাছিনা ! হেতে প্রেমের কবির নামে হুলিয়া জারি করিতে চায় ! আমিও সহমত , তয় দোস্ত জেসনরে বাদ দিয়া !!

রম্য লেখকের এই এক মজা, বয়স বোঝা যায় না , চির নবীন মনে হয় ! লিটন ভাউয়ের কলেজে পড়া মাইয়াও আছে শুনিয়া বিস্মিত হইলাম ! আমিতো ভাবছিলাম আমার ইয়ার দোস্ত হইবে বুঝি ! যাউক , উনি চির নবীনই থাউক !

হইছেডা কি ? বিদেশে যাইতে হইবে ক্যান ? :( :( :(

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গতকালই সনেট কবিরে কইছি জেসনরে দেখতাছিনা ! হেতে প্রেমের কবির নামে হুলিয়া জারি করিতে চায় ! আমিও সহমত , তয় দোস্ত জেসনরে বাদ দিয়া !!

তা পিরীতের কবিডা কিডা? ছালীর কোটা সাইজের খরুছ যুগে তুমি-আমি ছাড়া অত তেল কার মনে গো?

লিটন ভাউয়ের কলেজে পড়া মাইয়াও আছে শুনিয়া বিস্মিত হইলাম ! আমিতো ভাবছিলাম আমার ইয়ার দোস্ত হইবে বুঝি !

কচির পার্ট লও চাঁদু ?!?
সুমায় মতন বিয়া হৈলে আইজ তোমার..................সে কেবল আমিই জানি ;)

হইছেডা কি ? বিদেশে যাইতে হইবে ক্যান ?
পাপ বাপরে ছাড়েনাগো সখা
তুম লোগো কা বুরা দোস্তি (টারজান+রবিন+অনিমেষ) মুঝ পার বহুত ভারি পার গেয়া |-) :-<

১৮| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লিটন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা! এত সুন্দর করে লেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ! কিন্তু লিটন ভাইকে দেখছি না কেন ‌অনেকদিন থেকে? আমরা তাঁর অসাধারণ রম্যের স্বাদাস্বাদন থেকে বঞ্চিত হচ্ছি!

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জাপান-বেলজিয়াম এপিক ম্যাচটা দেখবো না পোষ্ট লিখবো না টনটনে কোমর সামলাবো এই মহাদ্বন্দ্বের ফাঁকে আচানক দেখি কিছু একটা এলেবেলে লিখা হয়ে গেছে !!
পোষ্টের মান দেখে অরুচি ধরেছে বলেই আপাতত তিনি আসছেন না,
তবে অনেকদিন কেনো সে প্রিন্স নিজেই জানেন তবে অনুমান করতে কষ্ট হয় না।
সে কি আর তিনি একা বলুন................. /:)

পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা হে সুহৃদ।
শুভেচ্ছা পৌঁছে দিলেম :)

১৯| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

শামছুল ইসলাম বলেছেন: শুভ জন্মদিন লিটন ভাই । ধন্যবাদ ছড়াকার ভাইকে ।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ঐ উয়িশখানা
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।:)

২০| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাহ,
জবর কেকগো গোঁসাই:)
জীভ গড়িয়ে থুতনিও............স্রুউপ ;)

২১| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

আজিজার বলেছেন: শুভ জন্মদিন লিটন ভাই

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা পৌঁছে গেছে........... :)

২২| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
বুড়া মানুষের জন্ম দিন মানে রিমান্ড এলার্ম ফর এক্সপায়ার্ড।তার পরও এক জন্মদিন ক্রস করে আরেক জন্মদিন পালন নিঃসন্দেহে এক আনন্দময় বিষয়। আমার আজকের জন্মদিন বিষয়ক আনন্দময় বিষয়টিকে ‘আনন্দময় টু দা পাওয়ার ফোর’ করে দিয়েছেন একজন বিখ্যাত ব্লগার ‘কি করি আজ ভেবে না পাই’। তিনি জাপানের বিখ্যাত এক প্রতিষ্ঠানে কর্মরত একজন আইটি স্পেশালিষ্ট।আইটি সেক্টরে বিশ্বকে শাসন করছে জাপান, তাদের প্রতিষ্ঠানের একজন আইটি স্পেশালিষ্ট হওয়ার জন্য কিরূপ প্রতিভা থাকা দরকার আর তিনি কিরূপ ব্যাস্ততায় থাকেন তা সহজেই অনুমেয়।
এ হেন ব্যস্ততার ভিতর তিনি আমি অর্বাচিনকে নিয়ে ঢাউশ সাইজের পোস্ট করেছেন, এ তাঁর অপাত্রে অনুগ্রহ বিতরন বই অন্য কিছু নয়।
কি করি সামুর একজন বটবৃক্ষ টাইফ ব্লগার, আমরা ঢালপালা বিশেষ। তিনি আমার বিষয়ে যত যাই বাড়িয়ে বলুন না কেন, আসলে ঢাল কখনো বৃক্ষের চেয়ে বড় হতে পারেনা।
শুভ কামনা জানবেন কি করি। বেছে থাকুন বটবৃক্ষের আয়ু নিয়ে।

এই পোস্টে মন্তব্য করে যাঁরা আমাকে সন্মানিত করেছেন, তাঁদের সকলের নিকট কৃতজ্ঞতা।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চামে দিলে খুব বাঁশ
মিছে ফেঁদে গপ্পো;
এত খাটুনীর মোর
এই বুঝি প্রাপ্য? |-)

কিসের কি এক্সপার্ট
আদতে হে কেরাণি;
বোঁচা বস যা যা কন
শুরু শোনে বেড়ানি।

ছুটে যাই এথা-ওথা
কলুদের বলদে;
বাড়েনাকো দাম মোটে
কয়ে মিছে-গলদে।

তুমি সেই মহীরূহ
যার বেদি পায়াতে;
গুটিশুটি মেরে খুঁজি
সুখ তব ছায়াতে।

তোমার গুণের কাছে
আমি অতি তুচ্ছ;
লাগে যেনো অগা এক
সারমেয় পুচ্ছ।

নয়া আর কবো কি হে
লোকে জানে সবি;
বস সদা বসই রয়
যাব যাঁহা জো ভি।

শরমের হলো ঘাট
ক্ষমো গুরু ক্ষমো হে;
পদধূলি নিয়ে কই
ভজনিয়া নমঃ হে।

২৩| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিন।
ভালো থাকুন। সুস্থ থাকুন প্রিয় ব্লগার।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোকটারে দেখিলেই
হৃদ মোর শান্ত;
সুজনদা এ কথাটা
আহা যদি জানতো।

২৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুভ জন্মদিন লিটন ভাই। সু-স্বাস্থ্য কামনা করছি।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ সত্যবাবু,
শুভেচ্ছা পৌঁছে দিলাম..........:)

২৫| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০৮

হাঙ্গামা বলেছেন: আমার তরফ থেকে তাকে শুভেচ্ছার বাণী পৌছে দিবেন।
পোষ্টের জন্য ধন্যবাদ জানবেন।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি দারুণ ম্যানার্স গো
সে কি মিঠে ভাষা;
প্রপি-নামে ক্যান বাপু
হুলিগান ঠাশা?

২৬| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আর আপনার জন্য সুস্থতা কামনা করছি।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাল দিলে যে হুকুম
না মেনে কি পারি?
কমেন্টে এত দেরি!
যাও সনে আড়ি। B:-/

২৭| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:২১

সাাজ্জাাদ বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই এর কমেন্ট আর লেখা পড়ে মনে হতো উনি একজন নিরহংকারী , ভদ্র আর জ্ঞানী লোক। আপনার পোস্ট পড়ে কনফার্ম হলাম।
শুভ জন্মদিন।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতদিন কিসে তোমা
ফেলেছিলো দ্বন্দ্বে?
নিখাদ এক লোক তিনি
সৎ প্রতি রন্ধ্রে।

২৮| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

টারজান০০০০৭ বলেছেন: আমি নাহয় এক আধটু কচির পাঠ লইতে চাহিয়াছিলাম, তাই বলিয়া হাটে হাড়ি ভাঙা কি উচিত হইল ! :(

টারজানের বয়স কত ?
বায়ো কি তেয়ো,
মায় কয় আয়ো কম !!! ;)

গুহামানব আজাদরে কইছি খবর লইতে ! দেহি কি খবর আহে !

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফেবু লিন্কটা দিও
গুহামানবের লিস্টে আছি।
অনিমেষের ভাবনা লৈয়া বিরাট চিন্তায় আছি, ;)
এই ব্যপারে অতি জরুলি আলাপ করন দরকার।
শালার এক্টা হিল্যাতো করন লাগবো নাকি ? ;) :P

২৯| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

আখেনাটেন বলেছেন: শুভ জন্মদিন গুণী মানুষটিকে।

সাথে অসুস্থ থাকা স্বত্ত্বেও আপনার এই চমৎকার উদ্যোগের জন্য শুভকামনা রইল। সুস্থ হয়ে ব্লগে পুরোদমে ফিরে অাসুন এই কামনা।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন ভালো করা মন্তব্যে আপনার জুড়ি নাই
কবা-হাকাই বুঝলোনা আফসোস............ ;)

৩০| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

তারেক_মাহমুদ বলেছেন: অনেক মজার হয় লিটন ভাইয়ের পোষ্টগুলো অনেক অনেক শুভেচ্ছা লিটন ভাইয়ের জন্য ।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিন্স অব রম্য কি আর এমনি এমনি?
শুভেচ্ছা পৌঁছে গেছে,
অনেক ধন্যবাদ প্রিয় সুহৃদ। :)

৩১| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,



আরো অনেক অনেক রসের ভিয়েন দিয়ে গিয়াস উদ্দিন লিটন তার দাপট চালিয়ে যাবেন এখানে , জন্মবার্ষিকী উপলক্ষে সে কামনাই ব্লগবাসীর ।

আমার পক্ষ থেকে গুণী ও নিরহংকার একজন মানুষ "গিয়াস উদ্দিন লিটন" ও তাঁর সুখি পরিবারের জন্যে রইলো গোলাপ শুভেচ্ছা ।




০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিশ্বাস করুন আজো আপনাদের পোষ্টে কমেন্ট বা কমেন্টের প্রত্যূত্তোরে আমার হাত-পা কাঁপে, গলা শুকিয়ে যায় !!

গেলোবার কি কমেন্ট করেছিলেন তাই বরং তুলে দিই,

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই,

হায় ! হায়! শুভ জন্মদিন,
না কি জন্ম বার্ষিকী ?
করিয়াছেন এ কি !!!!!!!!! B:-)

দিয়েছেন তো ফেলে ঝামেলায়
লিটন এখন কি ভাবে
টেকো মাথার চুল সামলায় ???? :-P

একজন ঋদ্ধ ও প্রাংশু লেখক যিনি "অল -ই - ওয়ান " বিশেষ করে নিখাঁদ রম্যে, যার জুড়ি মেলা ভার ; তাঁর এই বিশেষ দিনটিতে এমন সহাস্যেই জানালুম শুভেচ্ছা ।

আর আপনাকে কি বলবো ? জন্মদিনের ঘোষক ?????? B:-/ =p~


আর এই আমার রিপ্লাই,

এমনিতে আমি বাপু
বুঝি ডট কম;
দিবস না বার্ষিকি
একি নয়া ভ্রম!!! B:-)

দিলে ভায়া মোরে ফেলে
নয়া এক ঝামেলায়;
এডিটটা করছিনা
ছন্দেতে না মেলায়। :(

'ঘোষক'রে করবে কি
দ্যাও দুটো লাথি;
ছোঁয়া পেয়ে নেক্সট যাতে
ভালো ছড়া গাঁথি। =p~

৩২| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই



ভুল হয়েছে থুড়ি....
আপনাকে নিয়ে কি করি ??????? :(

কিপ্টেমী না করে অন্তত একটা "ধন্যবাদ" তো দেয়া যায় , তাইনা ? "ধন্যবাদ"

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফের সেই একি কথা
গলা যায় শুকি;
পুরনো স্তবক খানি
ফের দিনু টুকি।

'ঘোষক'রে করবে কি
দ্যাও দুটো লাথি;
ছোঁয়া পেয়ে নেক্সট যাতে
ভালো ছড়া গাঁথি।

৩৩| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

আখেনাটেন বলেছেন: কবা-হাকাই বুঝলোনা আফসোস............ ;) :P

বুঝবে বলেও মনে হয় না। শিশা দিয়ে ঢালাই করা রয়েছে বাগানের চারপাশে। :-P ভিতরে শুধুই একদলীয় গীত। :P

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জাশি'র এজেন্ট না তো?
নেগেটিভ এডভার্টাইজমেন্টও ওয়ান অব দ্য মোস্ট ইফেক্টিভ মর্ডান মার্কেটিং ট্রিক্স =p~ ;) =p~

৩৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:৩২

জুন বলেছেন: শুভ জন্মদিন গিয়াস লিটন ।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপু :)

৩৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এহহে একি হল একি হল
ব্যাক ব্যাঞ্চারই হতে হল :((

ফেবুতে করে উইশ ছিনু কত খুশি
তোমার উইশ দেখে খুশিতেই ভাসি!

কি দারুন গদ্যতে
ফোটালে তার জীবনি
পদ্যতে দিলে রস আহা
গুরু তোমা মানি মানি।

অগাবগা লিখেছিনু
ফেবুতে কটি লাইন
শর্টকাটে উইশ দিয়ে
ভেবেছিনু আহ! ফাইন!

অনুপম গুনিজন
গিয়াস ঊদ্দিন লিটন
আজ শুভ জন্মদিন
শুভ কামনা অফুরান!

তুমি দিলে লাজে ফেলে
রচে মহাকাব্য
এখন হচ্ছে মনে-লিটনদা
কি ভাবব?

ভরসা উদার মনের
নাই কোন ভয়
ভালবেসে ক্ষমা ভায়া
করবে নিশ্চয়্!

তোমা হাত ধরে ফের
জানাই শুভেচ্ছা
শুভহোক জন্মদিন
পূর্ণহোক সব শুভ ইচ্ছা :)

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুরু কয়ে মিছে সদা
খুব দ্যাও ঠেশটা;
আমারওতো আছে মন
কুরে খায় রেষটা।

হয়ে থাকি মনমরা
ফেটে যায় বুকটা;
কেঁদে হই জারজার
উবে যায় সুখটা।

নয় লিখি অগাবগা
মানহীন সস্তা;
কে না জানে লোক আমি
বেগুণের বস্তা।

তাও থাকো লেগে পিছে
নেবে বুঝি জানটা;
না না বাবা মাফি মাফি
মলে দাও কানটা।











৩৬| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

শামচুল হক বলেছেন: জন্মদিনে দুইজনকেই শুভেচ্ছা।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা আপনাকেও............ :)

৩৭| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:১৮

সৈয়দ তাজুল বলেছেন:

ধন্যবাদ কী করি আজ ভেবে না পাইকে; হাস্যরস আমাদের লিটন ভাইকে ধরে এনে জন্মদিনের শুভেচ্ছা গছিয়ে দেয়ার জন্য। =p~

শুভ জন্মদিন প্রিয় লিটন ভাই।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তারে ধরা যায়, বাঁধা না..............রাজ্যের মেয়েকূলের কথা ;)

৩৮| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

ঠ্যঠা মফিজ বলেছেন: প্রিয় কবি জনাব লিটন ভাই এর শুভ জন্মদিন।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফেবুতে পাচ্ছিনা অনেকদিন ?

৩৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:১৩

বিষাদ সময় বলেছেন: লিটন ভাইকে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা।
আর কিছু ভেবে না পেয়েও যে এমন চমৎকার একটা কাজ করতে পারে তার প্রশংসা করতেই হয়.............

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার খেতাব দিলাম সুমন কর দি সেকেন্ড.............. ;)

৪০| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: তিনি আমারো একজন প্রিয় ব্লগার। তার কমেন্ট আমার জন্য প্রেরনা। তার রম্য গুলো পাঠ স্বজ্ঞানে একটিও মিস করিনি। লিটন ভাইয়ের জন্মদিনে শুভকমনা থাকলো ।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার কমেন্টখানাও তার জন্য বিরাট প্রেরনাদায়ক বলেই আমার বিশ্বাস।
আমিও পেলুম না অমন কভু আপনার কাছ থেকে............... |-) :-<

৪১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: এমনি ব্লগ পড়তে ছিলাম। গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের জন্মদিনে কি করি আজ ভেবে না পাইয়ের লেখা দেখে লগইন করতে বাধ্য হলাম। কারণ দুইজনই আমার প্রিয় ব্লগার। তাদেরকে শুভেচ্ছা না দিয়ে ব্লগ বন্ধ করে যাওয়াটা উচিৎ বলে মনে করলাম না। দুই জনকেই শুভেচ্ছা জানিয়ে গেলাম।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও গুরুরে গুরু মোর
কি যে খুশি লাগছে;
ভর এ বর্ষাতে মনে
ফাগুনিয়া জাগছে। :)

৪২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা লিটন ভাই :)

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার কথা অন্নেক শুনেছি
পরিচিত হয়ে খুব ভাল্লাগছে.............

৪৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ২:৪১

চঞ্চল হরিণী বলেছেন: যখন পড়ছি তখন জন্মদিন পেরিয়ে গেছে, তবুও জন্মদিনের শুভেচ্ছা 'প্রিন্স অফ রম্য' লিটন ভাইকে। আপনার লেখা পড়ে আমিও প্রথমে কি করবো ভেবে পাচ্ছিলাম না =p~

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার লেখা পড়ে আমিও প্রথমে কি করবো ভেবে পাচ্ছিলাম না =p~

দোষ আপনার না, প্রথম প্রথম সব্বারই অমন দ্বন্দ্ব লেগে যায় যে এই মানহীন লিখায় কতটা কুৎসিত গালি দেয়া যায়,
পরে অবশ্য সামুূুকূল অভ্যস্ত হয়ে গ্যাছে, আপনারও সময় লাগবে। তবে পেত্থম পেত্থম দু'একটা দিতে পারেন আপত্তি নাই। :-B =p~ :P

৪৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০

শায়মা বলেছেন: গিয়াসভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা!!!!!! :)

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরিইইইই............... :) :) :) :) :)

সেকি হে শকটি খেনু
যেনো চোখে লেবুতে;
কই কোথা কেনো কি কি
ত্বরা এসো ফেবুতে।

৪৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪

শায়মা বলেছেন: কোথা হেথা সেথা গিয়ে
হা হা হি হি খিক খিক ....
বেঁচে যদি থাকি যেনো
এসে যাবো ঠিক ঠিক ...

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমন কি হলো বাপু
প্রাণই আছে শন্কায়;
নাকি চামে হানিমুনে
মৌজ করো লন্কায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.