নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
বলরে পুলিশ তোদের বংশে
কেউ কোনদিন ভুলে;
গেছলো নাকি ভদ্রে-কালে
পাঠশালা কি স্কুলে?
না না না না মোটেই তা না
পারেই না সে হতে;
যে গেছে সে পারবে কভু
ওদের কলার ছুঁতে!!
কলার ছুঁ'লি,চোখ রাঙালি
খুব ঠ্যাঙ্গালি সুখে !
মর্দানিতে বুট পাড়ালি
ওদের কচি বুকে!!
টিয়ারগ্যাস আর বুলেট ছুড়ে
বাচ্চা করিস ঝাঁঝরা;
থুঃ মুখে থুঃ কীট নরকের
হিজড়া তোরা হিজড়া।
ওদের বাপের টাকায়ই তোদের
বেতন-ভাতার জোগান;
পাস সে টাকায় মাস-কাবারি
চাল-আনাজের সুঘ্রাণ।
থাকলে না লাজ বুঝবি ওসব
বুঝতে লাগে হুশরে;
তদবিরেতে চাকরি বাগাস
ন'লাখ টাকার ঘুষরে।
কামলা বাপের ঘামের টেকায়
খুব পেয়েছিস চাকরি;
মান থাকে কও না দেখালে
বাচ্চাগোরে খাঁকরি?
আদব-লেহাজ শিখবি কোথা
চল যে সে নেই বংশে;
যা শিখেছিস তাই দেখাবি
জাত চেনাবি অংশে।
তোদের কি দোষ,যেই হারামি
বানায় তগো ঠোলা;
ঘেন্নাতেও দেইনা গালি
'অই হারামির পুলা'।
আজ যাগোরে সেলাম ঠুকিস
কাল পেটাবি তাগো;
হুকুমেরই গোলাম তোরা
না না মানুষ নাগো।
ঠোলা ছিলি,ঠোলাই র'বি
সদাই র'বি ভৃত্য;
আমজনতা ঘৃনায় তোদের
অভিশাপে নিত্য।
আজ যে বুকে মারিস পাড়া
সে-ই হবে কাল আইজি;
হাত-পা চেটে,কলজে কেটে
মানবি তারেই সাঁইজি।
পুলিশ তোরা,মানুষ না রে
নেইকো তোদের ধর্ম;
গন্ডারি চাম বর্ম তোদের
'সেবাই নাকি কর্ম'!!!
উৎসর্গঃ কবি রাবেয়া রাহীম
এই কিছুখন আগে তার টেক্সট পেলাম ফেবুয়। তিনি চলমান স্কুল ছাত্রছাত্রী আন্দোলনে পুলিশি নির্যাতন নিয়ে দেশসেরা একজন ছড়াকারের চার লাইন কোট করে বললেন আমি নাকি এর চাইতে হাজার গুণ ভালো লিখতে পারি। তার এই জঘন্য ভ্রান্তি দূরিকরনেই অধমের এ মহাপ্রয়াস। আশা করি কবির ভ্রান্তি এবং মোহ দুটোই দূর হয়েছে।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দায়িত্ব শেষ মগো
আহারে কি চুকচুকে;
মারুক না,কিবা অতে
বুট গুলি ঠুক-বুকে।
২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:২৮
অপ্সরা বলেছেন: ভীষন ভালো হয়েছে ভাইয়া।
পুলিশের বুকেই এখন উলটা পাড়া দেবার দরকার।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্লান দ্যাও...........(ফিসফিস)
৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ঢাকামেট্রাপলিটনে কমিশারকে একবার ঝারি দিয়েছিলাম ছাত্রবেলায়। ওদের মুখের নাই কোন ট্যাক্স। বাংলাদেশ কখনো পুলিশি রাস্ট্র ছিলন। এশাসক গোষ্ঠি তাদের এতটা বাড়িয়েছে। তবে শীঘ্রই তারা গনপিটুনির স্বীকার হবে। স্রষ্টা তাদের শাস্তি দিবেন। আমি আবার ২৭ বিসিএস পুলিশ হওয়ার কথা ছিল। হতে পারিনি। কপালে থাকলে যদি কোনদিন হই তাহলে দৃষ্টান্ত স্থাপন করবো একজন পুলিশ কেমন হওয়া উচিৎ । হাইকোর্টের ২ টা আমাদের পক্ষে কানা হাছিনা এস কে সিনহা কে দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এখন হাছিনা হাইকোর্টের রায় চিনে।
০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কুট্টিবেলায় পুলিশরে ঝাড়ি! তাও আবার কমিশনার!!
ঘটনা কি ভায়া?
সালমান জানে গল্পটা?
দাঁত পড়েছে?
ক'টা?
(ও হ্যাঁ, সাল্লুসোনার এক্টা ছড়া পাওনা আছে..............)
৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩
চাঁদগাজী বলেছেন:
রাবেয়া রহিম বলেছেন, "দেশসেরা ছড়াকার থেকে আপনি হাজার গুণ ভালো লিখতে পারেন"; তাই এটা লিখেছেন?
ছেলেমেয়েদের পক্ষে স্বাভাবিকভাবে লিখলে আরো ভালো হতো।
অপেক্ষা করেন, উনি যখন বলবেন, "আপনি দেশসেরা ছড়াকার থেকে আপনি লক্ষ গুণ ভালো লিখতে পারেন", তখন আবার লিখবেন।
যাক, ছড়া সময়কে ধারণ করেছে।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাগো কাকু, রাবেয়া রাহীমের ভুল ভাঙ্গাতেই এই আগডুম ছড়ার নিবেদন।
নইলে সরকারের বিরুদ্ধে লিখবো আমি !!
আমার ঘাড়ে একটাই মাথা বাপু।
তাছাড়া আমার বুঝি কবা হাকার ভয় নেই..................
৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০৮
নতুন নকিব বলেছেন:
Very good! Thanks dear!
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি নকীবদা না,,,
তা ভায়া ভীন ভাষায় ক্যান গো?
শায়মাপুরে মানে জিজ্ঞেস করেছি। সে বলেছে গুগল ঘেটে জানাবে। জানা মাত্রই উত্তর.............
৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪১
ঠ্যঠা মফিজ বলেছেন: কি কমু ভাষা জানা নাই।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক কথা যাও যে বলে কোন কথা না বলে................
৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ছড়া ভাল হয়েছে।
কিন্তু পুলিশের গলাচিপা ছবিটা ভুয়া। ফটোশপ।
এটা বেশ আগের ভারতের ঘটনা। বাচ্চা ও পুলিশের কল্লা ভারতীয় ধড় টা বাংলাদেশী পুলিশ।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে ওরে আছিস কে কে
বাদ্যি সানাই ঠুকরে;
হাকা স্বয়ং পোষ্টে এলেন
কৈ রাখি এ সুখরে !!
৮| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:১০
ঠ্যঠা মফিজ বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
ছড়া ভাল হয়েছে।
কিন্তু পুলিশের গলাচিপা ছবিটা ভুয়া। ফটোশপ।
এটা বেশ আগের ভারতের ঘটনা। বাচ্চা ও পুলিশের কল্লা ভারতীয় ধড় টা বাংলাদেশী পুলিশ।
তো হাসান কালবৈশাখী এটা আমরা কি করে বুঝবো ভুয়া না সত্য তার উপায় ও প্রমান কি ?
০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তিনি নিশ্চয়ই প্রমান করিবেন............
৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:২১
ব্লগ সার্চম্যান বলেছেন: অনেকদিন পর ভালো লাগল ছড়া।
০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ্যাদ্দিন কোথায় ছিলেন?
টেনশানে আমি আধামরা.................
১০| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:২২
সোহানী বলেছেন: অামি এতো বেশী অসহায় বোধ করছি এ কচি কচি বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে যে কি বলবো কি করবো বুঝতে পারছি না। বাচ্চারা আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়েই প্রিয়, সেটি নিজের বাচ্চা বা পরের বাচ্চা। চলমান আন্দোলনে নিজেকে, নিজের সন্তানদের ওখানে দাঁড় করিয়ে বার বার শিউরে উঠছি। হায়রে দেশ, অভাগা দেশ.......... যেখানে ওরা হবে সবচেয়ে সুরক্ষিত স্থানে। অথচ আজ তারা সবচেয়ে অরক্ষিত স্থানে।
রাবেয়ার অনুরোধ যথাযথ।
০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি বাচ্চা কি জোয়ান বুড়ো
কথা একটাই দিনের শেষে;
রিফুজীর তরো বসবাসি মোরা
অন্য কারো বাপের দেশে।
:
:
:
:
:
মিছে ভ্রম আর অন্ধ স্নেহেতে
রাবুবুর মাথা নষ্ট;
শায়মাপু যথা তোমারো সে দশা
কথা মোর ভেরি পষ্ট।
১১| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ দেশের পুলিশরা হিজড়ারও অধম।
০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিজড়া প্রাকৃতিক কারণে হিজড়া আর দেশী পুলিশ প্রকৃতই অধম.............
১২| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
বাচ্চাকে এভাবে রাস্তায় যেমন নামতে দেওয়া ঠিক হয়নি ঠিক তেমনি এই বাচ্চার টুটিতে এই পুলিশ সদস্যেরও হাত চেপে ধরাটাও ঠিক হয়নি।
০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাচ্চার টুটিতে হাত দেয়াটা বেঠিক নয়, অন্যায়। শিশু অধিকার রক্ষা আইনে চরম দন্ডণীয় অপরাধ। অবশ্য হীরকে তার বালাই কিসে.................
১৩| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
তবে প্রথম ছবিটা ২০১২ সালের। (পুলিশ এক শিশুর গলা টিপে ধরেছে)
০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক,
এক ছবির দুটি ইতিহাস মিললো,
এ যে পুরো কেঁচো খুঁড়তে এনাকুন্ডা !!!
১৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: চরম
০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি চরম,কেনোই বা
দ্যাওনা হে ব্যাখ্যা;
তোমাগোরে ঘষেটষে
নিই থোড়া শিক্ষা।
১৫| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
হীরকে সোনার টুকরার অভাব। তারা দেশের বাইরে ডলার,পাউন্ড গুনছে...
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফাইভজি গতির বাস ছুটেছে
নেটটা চলে ধীরে;
মরন শুনে হেসেই কুটি
'নৌ' ডাকাতের বীরে!!
১৬| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সামিয়া বলেছেন: বেশ লাগলো বিদ্রোহী ছড়া
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টেংরা-পুটির ঝালে
পুরো দেশ জ্বলছে;
ইতিমনি ক্যামেরাটা
এ'খনে কি বলছে?
১৭| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি কি শের আলী, রবিউল ইসলাম, পারভেজদের চিনেন?
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আশেপাশে এ'নামেতো
চেনা কতো হাজারে;
খুলে কও থাকে কোথা
আড্ডা কি বাজারে?
১৮| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি কি শের আলী, রবিউল ইসলাম, পারভেজদের চিনেন?
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেরালীরে চিনিনেগো
রবি চিনি দু'হালি;
পারভেজ কলিগ এক
বাকি থাকে মোহালি।
আপাতত এই মোর
পরিচিতি গল্প;
ব্যপারটা খুলে কও
না কয়ে তা অল্প।
১৯| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
যদি আলাদা করে এদের
তুমি না চিন ভাই
তবে পুলিশ নিয়ে হাউকাউ
কেন কর ছাই..
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এরা বুঝি মোর তরো
লাগে তাগো পিছে হে;
তবেতো হে জাতভাই
ঘটনা না মিছে হে।
২০| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
এরা যা করে গেছে
ভুলে গেছ হায়..
ভুলেনি সেই তারা
বেচে আজো ধায়...
বড়ই কলঙ্ক মোদের
দোষারোপ গুণ
এটা ওটা হলে পরে
বংশ ধরে ধুন!
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদিও বুঝিনি আজো
বুঝি ডট কম;
শন্কাটা ঠিকি বাজে
গা'টা ছমছম।
প্যাঁচিওনা,খুলে কও
সাসপেন্স সয় না;
পারিনা চাপিতে সুসু
কিছুতেই রয় না।
২১| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
পুলিশ রাবণ হলে
তুমি বিভীষণ
যতই বাহানা কর
তুমি বাংগালি বাপধন..
কুকুরে মুগুর বোঝে
বাংগালি চিনে বাশ
কাঁচায় না নোয়ালে
ভায়া পেকে ঠাস ঠাস!
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ বেলায় যা বুঝেছি
তুমি চাঁদু সরকারি;
রেখোগো নেক নযরে
মাল তুমি দরকারি।
স্বজাতে কুকুর কয়ে
খুব বুঝি শ্লাঘা হে?
মুগুরে পায়নি কেউ
হৃদে কভু জাগা'হে।
২২| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
জাত ভাই আমি তুমি
আইন ভাঙি রোজ
তবুও কিছু হলে
পুলিশের দোষ!
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনিটরি নেসেসারি
তবে আইন পোক্ত;
ফাঁকে তা হবেই ছেদ
নহে কেহ মুক্ত।
গদি যার দায় তার
কথা অতি সোজা হে;
যে যে করেসবে কবো
হলো এলা বুঝা হে?
২৩| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
চাঙ্কু বলেছেন: বীর পুলিশ! ব্যঙ্গাত্মক শিরোনামটাই সব বলে দেয়!
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে না না ব্যঙ্গ না হে
গাইছি তাগো স্তুতি;
তুমি বাপু প্যাঁচগি ভারি
মিছেই খুঁজছো খুঁতই।
২৪| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
প্যান্টে মুতিওনা
চেপে রাখ ক্ষণ
সাসপেন্স খুলে দিলে
জানবে কি ধন!
গরুও দুধ দেয়
তবু দেই গালি
পুলিশ কোন ব্যাটা
গালি মার খালি!
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উপমায় দশে দশ
এ'বেলা যা ক'লে না;
পুলিশ আর গরুটার
পারফেক্ট তুলনা।
হ্যা হ্যা বাবা চেপে আছি
প্রায় গেলো ভিজেরে;
নিজ হলে বুঝতেগো
প্রেশারটা কি যে হে।
২৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
কোন শালা গুলি মুখে
করে বল নকরি
তারা কি মানুষ না
ভাব তাদের বকরি
ওদেরও মন আছে
দাও কেন গালি
ভালবেসে বুকে নাও
দাও ফুল ডালি...
দেখবে গলে গিয়ে
পুলিশের জামা
বেরিয়ে এসেছে এক
জাতভাই নামা..
বুকেতে জড়িয়ে ধরে
থেকো কিছুক্ষণ
পাষাণ পাথর গলে
একদুই মন!
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা না,ওরাই হে
ভাবে মগো বকরা;
কি ছিনে কি চোখ রেঙে
চাই-ই চাই বখরা।
মন আছে বলে বুঝি
বুকে মারে পাড়া হে;
কওতো সে আইনের
পরে কোন ধারা হে?
প্রকৃতই ওরা যদি
হতো মগো মিত্র;
দিব্যি হে হেঁড়ে কই
ভীন হতো চিত্র।
দুষ্টের পালন আর
শিষ্টের দমনে;
হয়না হয়না কভু
মিল ভায়া দু'মনে।
২৬| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৫
মলাসইলমুইনা বলেছেন: কি যে করি ভেবে না পাই,
যা বলেন ! সন্দেহ নাই
কাজের কাজ হলেও হতেই পারে
মৌনী সরকার যদিবা নড়ে চড়ে !
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মৌনব্রতে মুনিঋষি
হিমালয়ে মনটা;
জাগাতে কে বাজাবেগো
হুলোপুষি ঘন্টা?
২৭| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
বিভক্ত হতে হতে
বাংগালি শেষ
ফুল দাও ভাই তরে
আস গড়ি দেশ!
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে খা'বেই বেঁচে আছি
কে না চায় ঐক্য;
ফুলে ওরা বুঝে ভুল
ব্লাডিফুল দুঃখ।
২৮| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫০
হযবরলঃ বলেছেন: আপনার ছড়ার মহব্বতে পুলিশ আবার ব্লগে ঢুকে না পড়ে....................
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইতো হে,কথা ঠিক
সব্বোনেশে কি ক্ষতি!!
অনর্থে কাম নেই
এ বেলায় দিনু যতি।
২৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭
আনখী১৯৯২ বলেছেন: ish
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা
৩০| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২৫
হযবরলঃ বলেছেন: কেন দিবে যতি?
চোখে আছে জ্যোতি,
এ রকম লিখে যাও,
তুমি কি আর ছোট ছেলে নাকি
সামান্যতে ভয় পাও?
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছোট মানে খালি ছোট
আমি আজো বাচ্চা;
বড়রা যাহা যা কয়
সদা কই আচ্ছা।
যে ভয় পেয়েছি বাপু
সুসু এসে গেলো প্রায়;
দেখি দেখি কিবা হাল
ভিজে গেলো হায় হায়।
৩১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪২
কেএসরথি বলেছেন: আসুন আমরা এইসব জাতীয় বীরদের আরোও ঘুষ দিয়ে সম্মানিত করি।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিশিকন্যা হৈতে পান-দোকানদার সে আমরা পবিত্র জ্ঞানে নিত্যই করিয়া চলিয়াছি..................
৩২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮
হযবরলঃ বলেছেন: শায়মা কি আর
সাধে বলে বাবু!
এতো অল্পতে
হয়ে গেলে কাবু।
হিসু করে ভিজে
আরও জানি কি আর,
কেন আজিকে
পরনি ডায়াপার?
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডাইপারটাও মানুষতো বাবা
কত চাপ কও সয়?
সেই পড়িয়াছি কোন সকালেতে
এতখন সে কি রয়?
স্বন্ধ্যেয় খুলে ফেলেছি ঝুড়িতে
এতখন ছিনু ..........।
ফ্লোর ভিজে বলে আপুনি বকিয়া
পড়াইয়া দিয়াছে জাঙ্গু।
৩৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫০
রাশেদ রাহাত বলেছেন: এই ছবিটা ২০০৪ সালের৷
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৩য় মত পাওয়া গেলো............
এ'বেলায় দেখি কেঁচো খুঁড়িতে মায়া সভ্যতার আবিষ্কার !!!
৩৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাকা ভাইএর সৌজন্যে - গতকাল পুলিশের আইজি সংবাদ সম্মেলনে এই ছবিটা দেখিয়ে বলেছিলেন- ফেসবুকে নানা অপপ্রচার হচ্ছে। এই ছবিটা ২০১৩ সালের, অথচ নানা ওয়ালে ছবিটিকে এখনকার বলে পোস্ট করা হচ্ছে।
তিনি বলেন নি এটা ইন্ডিয়ার বা ফটোশপ।
ছড়ার কথা আর কি বলবো - এক কথায় অসাধারণ ।
রাবেয়া'বু জাত সাপুড়ে।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,,,
সুজাসাপ্টা ভাষায় আমায় ঢোঁড়াসাপ আর তিনারে রাবুরাম সাপুরে কয়ায় আমরা চিরকৃতজ্ঞতাপাশে আবদ্ধ হৈলেম
৩৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:২০
হযবরলঃ বলেছেন: এত সুন্দর প্রতিবাদী ছড়া
যদিও ভাষাটা একটুকু কড়া,
লঘু কথা বলে ওজন হাল্কা (ছড়ার)
করিতে চাহিনা আর।
বিদায় বেলায় মন হতে দিনু,
তোমায় নমষ্কার।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এলেম কি আর তোমার যথা
তাইতো ভাষা কর্কষা;
না দেবোনা বিদায় তোমা
কও কি নেবে দর কষা?
৩৬| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বীর বলো বীর
যথাস্থানে নতশির
দুর্বলেরে শিকারে
সবলের বেলা থির!
তরুনেরা দেখালো
সোনারী ভোরের আলো
চলো মোরা দেই সাথ
হাতে সবে রাখী হাত।
৩৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পুলিশের কাজ পুলিশ করেছে,
খামচি দিয়েছে তাই,
তাই বলে ওই বীর পূলিশেরে ,
গালি দেয়া কি শোভা পায় ?
৩৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
হাবিব ইমরান বলেছেন: বাহ, বাহ, এক কথায় অনেক ওয়াও হয়েছে ৷
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আহারে ....