নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

আজ শায়মাপু\'র জন্মদিন

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০



পুরনোরা সবে জানে
শুনো নয়া গেদা সব;
এই কিছু'খন পরে
হেথা হবে একি রব।

একে একে চ্যাংড়াগো
পোষ্ট যত আসবে;
সামুর আজ ফার্স্ট পেজ
একি গানে ভাসবে।

শুভেচ্ছা প্রীতি-প্রেমে
আজ হবে বন্যা;
ফুলবানে ভাসবেগো
সামু রাজকন্যা।

দেখবে নয়ারা আজ
কি বা তার জেল্লা;
শান-বানে সেকি ঠাঁটে
কি ওজনি পাল্লা!

কি মহাপ্রতাপি সে হে
অনায়াসে বুঝবে;
জানি জানি কাল থেকে
সে তারেই খুঁজবে।

আরি বাবা বলছি হে
তর বুঝি সয়না;
অত বে-সবর হলে
হয়নাগো হয়না।

পুরনোরা কে না জানে
সে নামের মহিমা;
শত ব্লগারের গুরু
প্রিয় নাম ''শায়মা''।

আজি তার বার্থডে হে
মহা উপলক্ষ্য;
নয়া যারা এ সুযোগে
গড়ে নাও সখ্য।

কথা দিনু ঠকবেনা
আটকালে বাঁধনে;
এমন গুরু'মা' স্রেফ
মেলে শত সাধনে।

চলো শুভ কামনায়
করি তারে সিক্ত;
ছন্দেতে হোক কাকু
যত মহা ক্ষিপ্ত।

বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু ''শুভ জন্মদিন''।



আরো শুভেচ্ছা

টু চাঁদকাকুঃ
ও কাকুরে গদ্যেতে
সব কথা হয়না;
ছন্দ যা কথা কয়
বাকিরা তা কয়না।

মন্তব্য ১০৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৬

স্রাঞ্জি সে বলেছেন:
জন্মদিনে শুভেচ্ছা রইল।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ,
শুভেচ্ছা জানিয়ে দিলাম.............

২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আপু!! জলদি ফিরে এসো :( মাঝে মাঝে যে কই হারাও!!

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কৈগো মিসেস ম্যাকানিক, জলদি ফিরে এসো :P

অনেক ধন্যবাদ,
ইয়ে ডাঁট কি ভেঙ্গে গেছে?

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



হ্যাপি বাড্ডে আপু
ফিরে আসেন তাড়াতাড়ি,
মান অভিমান নেই
করব না আড়ি

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তার মান অভিমানের যুক্তিটা কি? :-&

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

শায়মা বলেছেন: যাক বাবা তবে তুমি
লিখিলে যে পদ্য
নয় সেথা বদনাম
সুনাম অতি সত্য!

ভয়ে ভয়ে লিখেছো যে
বুঝেছি তা খুব খুব
তাই আমি ভালো সেজে
রয়েছি আজিকে চুপ!

স্রাঞ্জি সে তোমাকেও
জানালাম ধন্যবাদ
চশমা ভাইয়াটা
তুমিও র'লে না বাদ!

হারাইনি আমি কভু
ডুবি ক্ষনে ক্ষনে
সে আমারে চিনিতে পায়
থাকি যার মনে! :)

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বার্থডে গার্লটি বলে
দিনু আজ ছেড়ে হে;
আজ সাত খুন মাফ
যত এসো তেড়ে হে। :D

৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

শায়মা বলেছেন: যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



হ্যাপি বাড্ডে আপু
ফিরে আসেন তাড়াতাড়ি,
মান অভিমান নেই
করব না আড়ি


গেলাম আমি কোথা বাবা
এই তো রে রয়েছি
মান করেছি কি আমি
সে কথা কি কয়েছি!

যুক্তিটা তুমি দাও
তিল তিল রত্তি
আমাকে পেলে না কোথা
দাও সেই যুক্তি!!!!!

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো সে একি কথা
কোথা তার যুক্তি;
যুক্তি বিনেই বুঝি
করেছে সে উক্তি?

৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

সনেট কবি বলেছেন: দু’জনের জন্য শুভেচ্ছা।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মজনু ম্যাক আর আপু এই দু'জন বুঝি?

৭| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওরে ব্বাস!

আমি তো ভুলেই গিয়েছিলুম আজ সিংহী রাশির জম্মদিন..:P। (যাক ঐ মন্তব্যটা তাহলে ঠিক দিনেই পড়েছে।...:P



@শামা আপু

ঊষার আলো রং ছড়ালো
আঁধার হলো বিলীন
কি করি ভাই জানান দিলো
আজ তোমার জন্মদিন।

শুভ কামনা রইলো আমার
দিনগুলো হোক রঙিন
দুঃখ কমুক, সুখ বাড়ুক
শুভ হোক জন্মদিন।
(অনির্বাণ মিত্র চৌধুরী, আংশিক পরিবর্তিত):)

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাপ্রে বাপ!!
ছড়া এবং জ্ঞাণের জেল্লায় আমি পুরো তব্দা

৮| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

শায়মা বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া !

দুঃখকে তো ভয় করি না
সুঃখ নিয়ে থাকি
শুভকামনা তোমার তরেও
রইলো কিছু বাকী!

:) :) :)

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুলাপান পেয়ে বাহা
বেশ দিলে বুঝটা;
ভুলে গেলে ছোড়া চে'লো
বিয়ের ঐ ভোজটা?

৯| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

শায়মা বলেছেন: লেখক বলেছেন: কৈগো মিসেস ম্যাকানিক, জলদি ফিরে এসো :P
ফের মেকানিক বলিস যদি
আমার ইঞ্জিনীয়ারকে
খবর তোমার করবো এবার
নাট বল্টু গিয়ারকে।

দেবো নাতো এক টুকররাও
তাহার আনা লেমন কেক
একাই একাই খাবো আর
বলবো তোমায় "কেমন দেখ"! :)

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রাণ আরএফএল লেমন কেকের
প্যাকেট বেচে পাঁচ টাকা;
থাক বাবা থাক আমায় দিয়ে
কইরোনা আর ঠোঁট বাঁকা। =p~ =p~

১০| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

রাকু হাসান বলেছেন:


শায়মা আপু ,


দু জনের প্রতি শুভ্ছো থাকলো । আপনি না জানালে গুণি কবির জন্মদিনের শুভেচ্ছা জানানোর সুযোগ হত না আমার । :-B

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিফ্টাও হয়েছে মাইরি (হিংসিত..........)

১১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ কি করি আজ ভেবে না পাই

কই হে পিএস
কেক কই কেক,
নাকি তা অর্ডাকে
হয়নি শেষ মেক।

বলো দেখি মোমবাতি
লাগবে কয় ডজন?
দাওয়াত তো দিতে হবে
খাবে দাবে ক'জন?

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আক্কেল নেই খোকা
বেবুঝে দিলেম ধিক;
খরচ কি করে দেবে
বেচারা সে ম্যাকানিক?

নাইবা খেলাম বাপু
পার্টিরই কি দরকার?
মিছিমিছি অভাবেতে
আপুনির মন ভার।

১২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একটা গান হয়ে যাকঃ

আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্য্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা,
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।।:)





পুনশ্চঃ
আমাদের শায়মা আপু
কবেই পেরিয়েছে কুড়ি,
এতদিনে নির্ঘাত সে
হয়ে গেছে বুড়ি!!!:P

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার
কার লিখা?

ষোলই হয়নি আজো
দু'কুড়ির পরে হে;
সব কি যায় হে কয়া
সে বুড়ির ডরে হে?

১৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮

জাহিদ অনিক বলেছেন:


শায়মা আপুর কবিতা শুনি না অনেকদিন------------
একটা কবিতা আবৃত্তি করে শোনাও আজ এই বিষ্যুদবার রাতে------------


শুভ জন্মদিন শুভ জন্মদিন----------- শুভ জন্মদিন

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুড আইডিয়া

১৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫

শায়মা বলেছেন: পুনশ্চঃ
আমাদের শায়মা আপু
কবেই পেরিয়েছে কুড়ি,
এতদিনে নির্ঘাত সে
হয়ে গেছে বুড়ি!!!:P


আবার করেছিস শুরু
বুড়ো বুড়ো বুড়ো
সামনে পাইলে তোরে
হাড় করিতাম গুড়ো গুড়ো গুড়ো.... X((

সবাইরে বুড়ি লাগে
তুমি কচি খোকা!
আরে বাবা কত রবি
এমনটা বোকা!

ইঁচড়ে পাকনা নাকি
তুই অপগন্ড
মুখোশ পরিয়া থাকা
অতিশয় ভন্ড! :-B

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথাতেই বুঝা যায়
মাল অতি টেটনা;
সুযোগটি নিতে চাঁদু
করিবে যে লেট না।

পুলাপানি ভাব ধরে
যত বাপু লুকুরি;
পাকামোতে বুঝা যায়
বয়েস তার দু'কুড়ি।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



রাত অনেক গভীর
করব না ঝগড়া,
পাবলিক জেনে গেলে
দিতে পারে বাগড়া।

কেক পাঠান তাড়াতাড়ি
খেয়ে কেটে পড়ি,
বাসি কেক পাঠালে
গলায় দিবো দড়ি।

গরম কেক পাইলে
খুশি হবো বেশি,
আরও কিন্তু কইলাম
হতে হবে দেশি।

দোয়া রইলো জন্মদিনে
বয়ে যাক শান্তি,
ঝগড়া মিটে গেলো
কেটে যাক ভ্রান্তি।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুলেছি ছন্দ পুরো
কেকের ঐ শর্তে;
আপুনিও দোয়া ফুঁকে
পালিয়েছে গর্তে।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:০০

মলাসইলমুইনা বলেছেন: আহা কি ছিরির পদ্য !
আমি কি জেনেছি সদ্য
সামু ব্লগের এই সময়ে
বা বহু আগের সে সময়ে
কে পারে লিখতে তুখোড় সব ছত্র ?
এই ব্লগে আছে সে একজনা মাত্র !
ব্লগ পাতায় গল্প,কবিতা,অঙ্কন
নবীন প্রবীনে দারুন আলাপন
পারে কেইবা, একজন ছাড়া ?
সে শায়মা-অন্য নাম অপ্সরা !

গ্রেটম্যানদের সাথে জন্মদিন মৃত্যুদিন মিলে গেলে খারাপ না I কিন্তু দু'দিনের ছোট হলে আনন্দ যে অনেক বেশি এই প্রথম বুঝলাম I তাই পঁচা কলার চোচায় পিছলে বা কাঁদানো কালবৈশাখীতে উড়ে আসা কোনো ইস্টক খন্ডে মাথা হাড়গুড়ি হবার ভয় না থাকাতে নিঃশঙ্কচিত্তে আরাম করে যার পরনাই খুশির সাথে বার্থডে ঘোষক আমার ঘোষণ - হ্যাপি বার্থ ডে প্রিয় ব্লগার শায়মা I

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাগ্যিস স্রেফ দুদিন বলে.............. :P
এ্যাদ্দিন কোথায় ছিলেন মশাই?

১৭| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:

চেয়ে চেয়ে একটাও
পাঠালেনা কেক,
পাঠালাম দেশি এটা
নইতো ফেক।

প্রোফাইল পিকচার
যেন বারো তেরো,
চাপা মেরে বয়সটাও
কমাতেও পারো।

চাপা ছেড়ে সৎ পথে
চলতে কি দোষ?
আজকে থামালাম
জনতার রোষ।


চেয়ে চেয়ে একটাও
পাঠালেনা কেক,
পাঠালাম দেশি এটা
নইতো ফেক।

প্রোফাইল পিকচার
যেন বারো তেরো,
চাপা মেরে বয়সটাও
কমাতেও পারো।

চাপা ছেড়ে সৎ পথে
চলতে কি দোষ?
আজকে থামালাম
জনতার রোষ।

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রপিটা তোলার খনে
ছিনু থোড়া ক্লান্ত;
বয়েসটা বেশি ভেবে
লোকে হয় ভ্রান্ত।

আদতে সতখানি
তোমা কয়ে দিচ্ছি;
ডাইপারে করি সুসু
আমি আজো পিচ্চি।

১৮| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


জানি আপু আজ
যাচ্ছেন ক্ষেপে,
দুবার হয়েছে তাই
গেলাম চেপে।

ছোট ভাই হই আমি
দিবেন সু দৃষ্টি,
জন্মদিনে পাঠালাম
যশোরের মিষ্টি।

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিঠে তার প্রিয় না হে
যা প্রিয় সে খাবা?
ফিসফিস তার প্রিয়
টেকনাফি 'বাবা' !!

১৯| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৭

চাঙ্কু বলেছেন: শায়মারে ঈদ মোবারক :P

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খেক খেক খেক কি বোকারে, ১লা বৈশাখে কয় ঈদ মোবারক................... B:-/

২০| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:১২

কুঁড়ের_বাদশা বলেছেন:

এটা সায়মা আপুর আসল জন্মদিন, না নকল জন্মদিন? ;) :P

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিসফিস............ফোনে কমু ;)

২১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৬

সোহানী বলেছেন: ওওওওও হুম আজকে ব্লগের পাতা ডেডিকেটেড টু শায়মা।

শুভ জন্মদিন শায়মা।

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শোনে শোনে হয়রান
শায়মার বায়না;
ইয়া মাফি,কও এলা
কি ক'লো সে আয়না?

২২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫২

অন্তরন্তর বলেছেন: শায়মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর জন্মদিনের পোস্টের জন্য।

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর এমন চমৎকার মন ভালো করা মন্তব্যটির জন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা................ :)

২৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪২

মামুন ইসলাম বলেছেন: আর কত দিন এভাবে চলবেন ? এসব রম্যচম্য বাদ দিয়ে এবার দেশ সম্পর্কে কিছু লেকেন আর দেশের মানুষের পাশে দাঁড়ান।
শায়মাকে শুভ জন্মদিন। দোয়া করি সে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে দিনযাপন করুক,আর আপনাদের মত লোকদের হাতের
তলায় রেখে বায়নায় বায়নায় খাটিয়ে মারুক। ;)

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহহ,
কাকু দেখি আপনাতে বেশ ভর করেছেন !!
চালিয়ে যান মশাই,
আপনি পারবেন...............দোয়া রইলো

২৪| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

নীলপরি বলেছেন: অনেক শুভেচ্ছা রইলো

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও ডাইনী'পুওওওওওও
বুঝিয়া লও..................

২৫| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২

শায়মা বলেছেন: হা হা হা সবার কমেন্ট পড়ে হাসছি!!!!!!!!

একটু পরে আসছি সবার জবাব নিয়ে!!!!!

তার আগে সবাইকেই অনেক অনেক থ্যাংকুস ভাইয়ুমনি আপুনিমনিরা!!!!!!! :)

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকুমনির ক্লোনও আছেন

২৬| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

খায়রুল আহসান বলেছেন: আজকের এ জন্মদিনে শায়মাকে আন্তরিক শুভেচ্ছা!
শুভ হোক এ দিন, আনন্দে কাটুক সারাটা দিন!
আর ছড়ায় ছড়ায় সহব্লগারদের জন্মদিনগুলো এভাবে জানিয়ে যাবার জন্য ছড়াকারকেও আন্তরিক ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজকের এ জন্মদিনে শায়মাকে আন্তরিক শুভেচ্ছা!
শুভ হোক এ দিন, আনন্দে কাটুক সারাটা দিন!


শুভ হোক আপুনির জন্মদিন

২৭| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সকাল সকাল ব্লগে এসে
খেলুম চাবুকের বাড়ি, :(
কে খেল সব কেক বিস্কুট
মিষ্টি সহ হাঁড়ি???X(

কোন পেটুকে সব খেল রে
বলনা তাড়াতাড়ি,
আমার ভাগে একটুকু নেই
দেবই দেব আড়ি...:(

গিফটো কিছু কিনেছিলুম
তোমায় দেব বলি,(এটা কিন্তু পাঁঠা বলি নয়):P
তাহাই দিয়ে মনের কষ্টে
গেলুম আমি চলি..........




১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিছুই মোটে ফুরোয়নি হে
ফ্রিজে রাখা বাসি;
দেবেন তোমায় সবি আপু
পার্টি হতে আসি।

২৮| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ শায়মা বলেছেন:
আবার করেছিস শুরু
বুড়ো বুড়ো বুড়ো
সামনে পাইলে তোর হাড়
করিতাম গুড়ো গুড়ো....X(
........

ওলে ওলে ওলে
সোনা পক্ষি টিয়া!
শুনিলাম তুমি নাকি
ব্লগের ভিক্টোরিয়া??:P

মোর খোঁচায় মহারাণী
কেন হয় ক্ষুদ্ধ?
হারিবে যে নির্ঘাত
যদি হয় যুদ্ধ!!!;)

জানোই তো কচি নই
নাহি পড়ে দুগ্ধ!!!:P(নাক দিয়ে)
কারে কবে দেখে আমি
হয়েছিনু মুগ্ধ!!!:P

বুঝিবে হে একদিন
সিংহটা কারে কয়,
প্রকাশ করিব যেদিন
অরিজিনাল পরিচয়...:P

সোজা কথা বলি মোর
দাবী বেশী নাই,
ব্লগের এই রাজ্যের
অর্ধেক ভাগ চাই!!


১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এক বনে এক বাঘ
তখত তার একা হে;
যেই ক'লে চাই হাফ
হুলো হলো দেখা হে।

২৯| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ কি করি আজ ভেবে না পাই
আক্কেল নেই খোকা
বেবুঝে দিলেম ধিক;
খরচ কি করে দেবে
বেচারা সে ম্যাকানিক?"

মনের কষ্ট কি কবো রে ভাই
মাথায় পড়েছে বাড়ি,
ঐ মেকানিকের সাথে মোর
সারা জম্মের আড়ি!!!!:P




@কথাতেই বুঝা যায়
মাল অতি টেটনা;
সুযোগটি নিতে চাঁদু
করিবে যে লেট না।

ঠ্যাটা ম্যাটা যাই কও
আমি বড় ভালো লোক,
তবু কেন খেনু ছ্যাঁকা
আজও আছে সেই শোক!!:P

দেখি তোমরা সবে মিলে
কত দল করো,
লড়বো একাই আমি
পথ থেকে সরো.....;)




পুনশ্চঃ
আমাকে ছড়ার রাজা ঘোষণা করা হোক...:P

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুলাটাতো ভারি ত্যাঁদু
একি জ্বালা! ওমারে;
অকে বাবা, 'শিশুরাজ'
ঘোষিলাম তোমারে।

৩০| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: শায়মাপুর জন্মদিনে শুভেচ্ছা জানাই। আর আপনাকে অভিনন্দন। তবে জন্মদিনের সেলিব্রেশন রীতিমতো জমে উঠেছে। মন্ডল বাড়ির ছোটোপোলা একাই একশো। আমরাও দারুণ উপভোগ করলাম । জন্মদিনে আগত সকলকে জানাই অভিনন্দন। বর্নময়হোক আপুর আগামী জীবন। জন্মদিনে আপু অনেক কেক পেয়েছে। আমি বরং ভাতের ব্যবস্থা করি।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থালার সজ্জায় মুগ্ধতা মাইরি,
মাংসের ক্বারিটা যা হয়েছে না............উলজজজ..............স্রুউপ

৩১| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

নতুন নকিব বলেছেন:



মহিয়সী বেঁচে থাক
ব্লগটাকে দাপিয়ে।
যুগ যুগ কেটে যাক
মাতৃ স্নেহ ছাপিয়ে।

ছড়াকার কি করির
অনুপম ছড়াতে।
দু' ছত্র লিখে যাই
শুভাশীষ ঝড়াতে।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দু'চার আচড়ে বাপু
কাটলে যা ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাতকবি গন্ধ।

শুভাশীষ ছলে হেথা
ওস্তাদি ঝাড়লে;
ভায়া বুঝি অভাগারে
ভাতে শেষে মারলে।

৩২| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

অচেনা হৃদি বলেছেন: ওমা, শায়মাপুর জন্মদিনে
সবাই দেখি খুশি,
চলছে ছড়া গান কোবতে
হাসি রাশি রাশি!

জানি না আমি গান কবিতা
চাপাবাজিই সার,
গদ্য দিয়ে ভরবে কি আজ
মনটা শায়মাপার?

তাই বসেছি লিখতে ছড়া
অপ্সরাদির তরে,
করো ক্ষমা ভুল যদি হয়
ছড়ার মাত্রা স্বরে!

অপ্সরাদি শায়মা আপু
দেখতে তুমি বেশ,
যতই দেখি মন ভরে না
কাটে না তার রেশ।

আজকে তোমার জন্মদিনে
লিখছি ছড়া দেখো,
কে বলেছে পারি না আমি
এই যে মনে রেখো।

সুখে থেকো রাণীর মত
হেসো দেবীর ঠোটে,
দিলাম সকল ইচ্ছা শুভ
হৃদির যত জোটে।

থাকলে খুশি তুমি আপু
আমরা সুখি তাতে,
জীবন তোমার নির্মলা হোক
মেকানিকের সাথে। ;)

তোমার জন্য হৃদির আছে
হৃদয়টুকুই সার,
তাই নিয়ে নাও জন্মদিনে
এই প্রীতি উপহার।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা লিখেছো অতে মোর
হৃদে উঠে কাঁপ হে;
রাজত্ব গেলো মোর
কথা অতি সাফ হে।

তোমার ছন্দভারে
আমি অতি নস্যি;
দেওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।

৩৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

আরণ্যক রাখাল বলেছেন: সামুতে কারও টাইম লাইনে লেখা যায় না। গেলে লিখে দিয়ে আসতাম জন্মদিনের শুভেচ্ছা!

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে থাকলেও সেটিংসে ঢঙিপু তা অফ করে রাখতো নিশ্চিত।
(ফিসফিস,,,মেকানিকের পাওনাদারও যে কম না...............!!!)

৩৪| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




বরাবরের মতো আপনার এই জন্মবার্ষিকীর শুভেচ্ছা ছড়া, ব্লগ যে "একটা পরিবার" তার কথাই মনে করিয়ে দেয় বারেবারে ।

@ শায়মা
দিনগুলো যেন এমনি করেই সোনার খাঁচায় বন্দি হয়ে থাকে আপনার । আসছে দিনগুলোতেও রসে-রংয়ে-ঢংয়ে আপনি থাকুন আপনার মতো করেই ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @ শায়মা
দিনগুলো যেন এমনি করেই সোনার খাঁচায় বন্দি হয়ে থাকে আপনার । আসছে দিনগুলোতেও রসে-রংয়ে-ঢংয়ে আপনি থাকুন আপনার মতো করেই ।


বাহহ,
''রসে-রংয়ে-ঢংয়ে'' একেবারে মোক্ষম কয়েছেন হে গুরু !!

৩৫| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: বয়স তো একটা সংখ্যা মাত্র। কি করি বয়সও চল্লিশের বেশি যাকে নিয়ে লেখা তারও।

তারপরও কি করি ছড়াকারের এই লেখা কতো সতেজ- মনে হবে কোন বাচ্চার লেখা- সর্বোচ্চ বয়স ষোল। !:#P

যার জন্মদিন তিনিও এভার গ্রীন। দুজনকেই শুভেচ্ছা।

আপরি তিতুমির কলেজে লেখাপড়া করেছেন। আপনার লেখার হাত দারুন। দেশকে নিয়ে আরও বেশি লেখা প্রত্যাশা করি।
মনে রাখবেন কলম সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর সেটা আপনার আছে। ভালভাবেই আছে। সেটির সর্বোত্তম ব্যবহার করুন।

শুভকামনা ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখো বাপু এ'বেলায়
কই সাফ পইপই;
লেখকের বয়েস আজো
স্রেফ ত্রিশ ছুঁই ছুঁই।

৩৬| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

আখেনাটেন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: বয়স তো একটা সংখ্যা মাত্র। কি করি বয়সও চল্লিশের বেশি যাকে নিয়ে লেখা তারও।

তারপরও কি করি ছড়াকারের এই লেখা কতো সতেজ- মনে হবে কোন বাচ্চার লেখা- সর্বোচ্চ বয়স ষোল।
--- হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি মেঝেতে (ডাহা মিথ্যাকথা)। =p~ :-P

গুণী ও বিদূষী ব্লগার শায়মা'র জন্মদিনে এভারেস্টসম শুভেচ্ছা।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: --- হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি মেঝেতে (ডাহা মিথ্যাকথা)। =p~ :-P

আপনার প্রজ্ঞা এবং বিদুষিতায় মহামুগ্ধতা মাইরি...............

৩৭| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
শুভজন্মদিনে
প্রার্থনা প্রভু সনে
সকলে রেখো সূখি মনে
চিরদিন সারাক্ষণ অনুক্ষনে - - -

:)

বরাবরের মতোই দারুন উপভোগ্য ছড়ার লড়াইয়ে দুজনকেই ধন্যবাদ।
কারো কথায় হৃদয় পোড়া গন্ধ পাচ্ছি :P =p~ =p~

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও,
পুরো গ্রীলড হয়ে গেছে মাইরি :P =p~ =p~

৩৮| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

করুণাধারা বলেছেন: জন্মদিনে শুভকামনা- সুন্দর আগামী দিনের জন্য।

কি করি... কেও শুভেচ্ছা, ছড়ার ডালি উপহার দেবার জন্য ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ হে সুহৃদ :)

৩৯| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪

কাওসার চৌধুরী বলেছেন:
শায়মা আপুর জন্মদিনে শুভেচ্ছা রইলো; আর চমৎকার একটি ছড়া লেখে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য "কি করি আজ ভেবে না পাই" ভাইকে ধন্যবাদ ৷

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহহ,
তোড়াখানি বেশ,
আপুনি বাগবাগ হবেন নিশ্চিত.............

৪০| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শায়মা আপুর জন্মদিনে
ধিতাং ধিতাং নাচ,
ব্লগে সবাই বুঝবে আজ
জন্মদিনের আঁচ।

বুড়ো-বুড়ি, তরুণ-তরুণী
ব্লগার আছেন যত,
শায়মা আপুনি'র জন্মদিনটা
শুভ বলবেন শত।

যেন-তেন দিনটা নয়
সিংহী রাশি তিনি,
তাই তো তিনি অনন্যা হয়ে
নাচেন রিনিঝিনি।

তাই তো বলি- শুভ জন্মদিন,
শায়মা আপুনি তুমিই,
অনেক কাজের রাণী তুমি
মানুষটা তুমি গুণী।




১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবা ছড়ায় তোমা
হাত যা না পেকেছে;
বুঝি বুঝি দিন মোর
ত্রিকালেই ঠেকেছে। B:-) |-)

৪১| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কৈ হে?
বললেন না তো..............

৪২| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মার জন্ম দিনে অনেক শুভ কামনা। শুভ কামনা রইল 'কি করির' জন্যও ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি নাই বুঝলুম,
সেও নাই ক্যান?

৪৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন:

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একুনে ৪৩খানি মোম কম পড়েছে............... :P :D ;)

৪৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

ফজলুল মল্লিক বলেছেন: শুভ জন্মদিন।
আপনার সামনের দিনগুলো আনন্দময় হোক। শান্তি এবং কল্যাণ পাশাপাশি থাকুক । আজীবন।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার সামনের দিনগুলো আনন্দময় হোক। শান্তি এবং কল্যাণ পাশাপাশি থাকুক । আজীবন।
তা-ই হোক

৪৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

শায়মা বলেছেন: সবার জন্য থ্যাংকস.... শুধু সেলিমুল্লাহ মিথ্যাবাদীটা বাদে! :D

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবে তার জন্যে কি? :P

৪৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি মাত্র তিরিশ ছুঁই ছুঁই? একজনের কাছে শুনেছি আপনার ৪৩! অবাক হলাম। আপনি কি তিতুমীর কলেজে পড়াশোনা করেছেন? আপনি শায়মা সম্বোধন করে ছড়া লিখছেন ভাবলাম সমান কিনা। সে তো আপনার খালার সমান। ছড়া ভালো হয়েছে। যারে নিয়ে সেও ভালো থাকুক।
সত‍্য কথা বলতে শিখুক।

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
দাঁড়ান আরিট্টু হেসে নিই,
খিক খিক খিক খিক খিক খিক খিক খিক খিক খিক খিক
আরিট্টু প্লিইইইজ,
হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো
লুল রে লুল
ওহহহহ আর পারছিনা.....................

আপনার মশাই অত অন্যের কাছে শোনার কাম কি? আমার টাইমলাইন দেখলেইতো আদয়পান্ত ঠিকুজী পেয়ে যেতেন। নিদেনপক্ষে ইনবক্সে জিঞ্জেস করলেই পারতেন। আর তবে হাসির খোরাক হতে হতো না।
আর ৪৩সে কাছাকাছিই, আমি আড়ংএর ৪৪ পাঞ্জাবি পড়ি। বয়েসে চ্যাংড়া হলেও সাইজে সালমানের বাপ যথা মা শা আল্লাহ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

'শায়মা' সম্বোধনে ছড়া!!
মশাই এবার সত্যি সত্যি আপনার ডঃ সোহানী আর ডঃ রাবেয়ার শরনাপন্ন হবার সময় এসেছে। একজন চক্ষুবিদ আর অন্যজন স্মৃতিভ্রমের।

সম্পর্কটা গুরু-শিষ্যের। নিকের মতনই পুরাই অস্থির উরাধুরা মাল আমি। লিখালিখিতে আগ্রহ ছিলোনা কস্মিনে। ঘষে-মেজে-ধমকে-চিমটে তিনিই আমায় যেটুক গড়েছেন। কি বইমেলা, রেডিসন, গুলশান ক্লাব কিংবা তার বাসা, যখন যেখানেই দেখা হয়েছে তিনি পরম মমতায় মাতৃসমস্নেহে আমায় বুকে জড়িয়েছেন, খাইছেন, উপহার দিয়েছে, যখন যা চাই প্রয়োজন মেটাচ্ছেন। চিকিৎসার জন্যে যখন বাইরে থাকি তখনো তিনি প্রায় প্রায় ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, সাহস যোগান, প্রেরণা দেন। তার এই অমূল্য মমতার ছিটের যোগ্যও আমি নই। অপাত্রেই তিনি তার স্নেহ-ভালোবাসা ঢালছেন। আর আদরে বাঁদর এই আমি তাড়িয়ে তাড়িয়ে সে উপভোগ করছি এবং সুযোগ নিয়ে উটকো যত বিটকেল আবদারে তাঁকে ঝাঁঝরা করছি নিরন্তর। তিনিও বাপু ধৈর্য্যের পরাকাষ্টা..............

কি নাম দেবেন এ সম্পর্কের?

৪৭| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

শায়মা বলেছেন: ভাইয়াজী গেলে কই
দেখে যাও হিংসামী
পাত্তাটা পেয়ে কম
সে যে করে জিংসামী!

জোর করে সাজবেন
কচি খোকা দাঁড়িয়াল
তারপর ব্যাম করে
কমাবেন ভুড়িয়াল! B-)

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বায়ান্নতে ধরছে তারে
বায়াত্তরের ভীমরতি;
বুঝিনা ছাই সেলিম ভায়ার
হইবেটা কি দিন গতি!!

কি বাতাস ছাঁটে হায়
মাথা গেলো চড়েগো;
লোকে হেসে খুন,মোর
দুখে মাথা ঘুরেগো।

৪৮| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: আখেনাটেন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: বয়স তো একটা সংখ্যা মাত্র। কি করি বয়সও চল্লিশের বেশি যাকে নিয়ে লেখা তারও।

তারপরও কি করি ছড়াকারের এই লেখা কতো সতেজ- মনে হবে কোন বাচ্চার লেখা- সর্বোচ্চ বয়স ষোল। --- হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি মেঝেতে (ডাহা মিথ্যাকথা)। =p~ :-P

ডাহা মিথ্যা কোনটা???

তার বয়স একজন সাবেক প্রখ্যাত ব্লগার বলেছেন। :)

মিথ্যা আমি বলিনা ।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তার বয়স একজন সাবেক প্রখ্যাত(!!!) ব্লগার বলেছেন। :)

খুব ভালো আন্দাজ করতে পারছি কোন সে পিস। অবাক হচ্ছি ভেবে তারেও কেউ রেফারেন্স ভাবে !!
আপনাকে সুরুচিশীল কবি ভাবতেম। সঙ্গদোষে লোহা ভাসে। ভেবেছেন একবারো ধীরে ধীরে সেই প্রখ্যাতের অজঃ গুণাবলী সমগ্র কি ভয়ংকরভাবেই না আপনার মধ্যে দৃশ্যমান হচ্ছে !!!
মিত্রের এত অভাব পড়েছে না আমরা মরে গেছি?
ফিরে আসুন সেলিম ভাই।

অবশ্যই সে ডাহা মিথ্যে (ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত)। ইউ সুড এপলোজাইজ ফর দ্যাট।

আফসোস, আখেনাটেন বুঝলো আপনে না...............

৪৯| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

শায়মা বলেছেন: কি করি ভাইয়ামনি-------------- :)

ভাইয়াজী বলি আজ মহা মহা গল্প
নহে তিনি যেন তেন, নহে তিনি অল্প
ঢাকা ইউনিতে ধারী ফরেনার ডিগরী
ইঞ্জীনিয়ারীং এ ----- তথা শুনে খাই ভিমরী! :-<

বুয়েটে কি কাটে ঘাস ইঞ্জিনিয়ারে আজ! #:-S
বাপ চাচা দাদা নানা শুনে আজ পায় লাজ! :(
নাই কাজ খই ভাঁজ একা তিনি পন্ডিৎ
মানে না মানে না কেউ একা গান সঙ্গীত!

ফাস্টো কেলাস তিনি একা তিনি গ্রাজুয়েট
ইহ দুনিয়াতে নেই তার মত গ্রেট পয়েট!
সবে নাকি মাথা মোটা তার শুধু ভুড়িটাই-
সেই গরবেতে তিনি রোজ গন্ডার খায়! :)

পাঠা ভালো বিকোচ্ছে পাট কিবা ধানগ্রাম
সেই শুনে শুরু হলো ঘেন ঘেন প্যান প্যান!
যাচ্ছেন কিনতে সে খাচ্ছেন খাবি,
আর কত ভেন ভেন গানা তুই গাবি!!!!!!

চিনিতে কি পাও তারে বুঝিতে কি পারলে
না বলিতে পারো যদি তবে তুমি হারলে!!!!!

ইহা একখানা কবিয়াল গানা!!!!!! :)

৫০| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

শায়মা বলেছেন: ঝান্ডার ঝা নিয়ে টাক মাথা টা
রণের র নিয়ে ব্যাঘ্রের বা
রাবড়ির সামনের দু বর্ণ যত
ফেলে দিয়ে দেবো ভায়া ভালা সিদা মত!!!!!!! :)

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত দেখি তত তোমা
হয়ে যাই তাজ্জব;
সাজাও এক শিল্প হে
বলিহারি,গুড জব।;)

৫১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপুকে আপনাকেও আগাম জন্মদিনের শুভেচ্ছা।

২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনারটা কবে?

৫২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: সময় সুযোগ বুঝে ফেসবুকে জানিয়ে দিবো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফেবুতেও অফ দেখছি........... B:-)

৫৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.