নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
ভুলেই না হয় লিখছি চিঠি
ক্রাশ খায়া ছাই ফ্রী'লি;
বদ ছেরি তুই কোন আকলে
বউরে সেসব দিলি!!
মন না দিলে নাইবা দিবি
করছি কি সে দাবী?
তাই বলে কি ফন্দি করে
বিগড়াবি তোর ভাবী?
তুই ছেরি আর কি হারামি
ভাবীটা তোর ডাইনি;
সেই থেকে আজ টানা ছ'দিন
আনাজ-দানাও খাইনি।
না না না না খাইছি বটে
কিল-ঘুষি-চর-খামচি;
খুন্তি-ছ্যাকায় ঝলসে গেছি
মারের চোটেই ঘামছি।
জীভ যেনো তার বিষের খনি
খিস্তি বানে ছুটছে;
দু'ধারি ঐ জীভের কোপে
আস্ত আমায় কুটছে।
খিস্তি শুনে লাজেই মরি
মুখটা ছিঃ কি বাজে;
ভদ্রলোকের বউয়ের মুখে
অমন গালি সাজে?
বিচ্ছিরি সব খেউরানিতে
কানটা গেলো পচে;
খোদাই জানে এ মুসিবত
কোন কালে যে ঘুচে।
'করবেনা সে আমার ঘর আর'
দিচ্ছে রোজ এই হুমকি;
'কোটি টাকার মানহানি কেস'
এই শুনে যাই চমকি!
মরার সে এক লিইখ্যা চিঠি
খেলামরে কি বাঁশ তায়;
কি পাষানি মাইয়ারে তুই
নামাইলি হায় রাস্তায়!
জানলে আগে চিঠির পাপে
এই বা হবে হালটা;
মাইয়া তোরে দেখলে পরে
দিতেম দশহাত ফালটা।
ও বৌ আমায় দে রে ক্ষমা
এই দিনু খত নাকে;
এ জীবনে আর দিমুনা
মনটা যাকে তাকে।
শেষকথাঃ
খেক খেক খেক কি বোকা দেখ
বউটা গেলো গলে;
শুভন্করের ফাঁক যে কথায়
কইছি ছলে বলে।
ছবিঃ শায়মাপু'র পারিবারিক এ্যালবাম থেকে
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভদ্রলোকের এইতো জীবন
বৃথাই যত কষ্ট;
ভদ্র বলেই সইছি সবি
জীবন ধুকেই নষ্ট।
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর+
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শর্টকাটে ভায়া আজ
ফাঁকি মেরে ভাগলা;
ঘটনা কি মিলে গেছে?
তাই বুঝি রাগলা?
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
ঢাকার পুরুষদের জাতীয় সংগীত
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফান পোষ্টেতে মোর
কাকু এলে পেত্থম;
সবি দেখি জানো বাপু
কাকু ছুঁপা রুস্তম।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: ও ছেরি তুই অপরাধী-রে
আপনার তো দেখছি জীবনটা এক্কেবারে চ্যারাভ্যারা
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বদ ছেরি আর বউরে ছেড়ে
তোমার দেশেই যামু;
তালতোবোন আর ভাগ্নি বেছে
দ্যাওনা বউ এক মামু।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন:
না খেতে পেয়ে তো আপনি সত্যিই চিমসে গেছেন, নেন এগুলো পেটে চালান কইরা দেন
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খাওয়ারো যে নেই উপায়
জীভে দিছে ছ্যাকাগো;
ঠোসাজীভে চেটে লোল
বৃথা ছবি দেখাগো।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: সুরভিঃ পেয়েছো?
আমিঃ হুম।
সুরভিঃ আজ ডিনার বাইরে খাবো।
আমিঃ আজ না, অন্য কোনো দিন।
সুরভিঃ ফ্রীজ খালি।
আমিঃ আচ্ছা চলো।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পিক পকেটের' ড্রামা
কভু করে দেখো ট্রাই;
জানি জানি করবেনা
তুমি 'স্ত্রৈন' ছাই।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২
হাবিব বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
ঢাকার পুরুষদের জাতীয় সংগীত
অসাধারন, খুব সুন্দর লিখেছেন..................
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কমেন্টখানি
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট তবু
হৃদে দাগ কাটলো।
৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাছেরও খাবেন আবার তলারটাও কুড়াবেন!!
এটা কাহাতক সহ্য হয়!
চোরের দশ দিন
গেরস্তের একদিন
এবার বুঝুন ঠ্যালা !!
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এহ দেখো ছাই আইছে তিনি
বিরাট সাধু সুফি;
খাওনা তুমি? কওতো চাঁদু
কানেকানে চুপি।
৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
মেইল ইমেইল মেসেজ ফেলে আপনিই বা চিঠি দিতে গেলেন কোন দুঃখে ।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুদ্ধি কি ছাই একার তোমার
ভাবছো ভোদাই মোরে;
'ইমেইল' 'মেসেজ' জানলে কি আর
পাঠাই চিঠি ও'রে?
দু'দিন আগেই দেখছি তারে
আসছে নয়া ফ্ল্যাটে;
হুট করেতো যায়না কয়া
'এ্যাই চলো না ডেটে'।
'কি করা যায়' 'কি করা যায়'
বুদ্ধি দু'দিন এঁটে;
লিইখ্যা চিঠি কৌশলে তা
তার দোরে দেই সেঁটে।
কে জানতো হায় 'কুটনা মাথা'
বদ হারামি শালীর;
খবর নিয়া জানছি শেষে
মাল সে নোয়াখালির!!
১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
ছেড়িডা পাষানী হইলে , ছেড়াডাও বদ পুলা । ভাইব্বা না পাই, বউ রাইকখা ছেড়াডা ছেড়িডার পিছনে ফাল দিয়া পড়ছে ক্যা !!!
হেতি কি বউয়ের চাইতে ভালা ? আনাজ কাইট্টা-কুইট্টা খাওয়ায় ? পোলাপানের হাগুমুতু পরিষ্কার করে ?
সত্যিই ভাইব্বা পাইনা , কি কইররা ছেড়াডা খুন্তিওয়ালী বউডারে ভয় না পাইয়া এমুন কাম করলো ! ছেড়াডারে আখেনাটেন এর তেতুল খাওয়ায় নাই তো ছেড়িডা ...................
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিয়ের হলো দশ সাল
বউ আর বউ রয়?
সাত সালে 'ভাইবোন'
এ কথাতো লোকে কয়।
কাঁহাতক লাগে ভালা
পুরনো সে তরকারি;
ভীনস্বাদ আঁশে তাই
থোরা চাখা পরনারী।
এটুকুনি ছিলো হাউস
কে জানতো মিনসেটা;
ছোটমনে করিবে সে
স্বামীরেই হিংসেটা।
ভালো বউ হতি যদি
স্বামী সুখে পেতি সুখ;
কি এলো হে কলিযুগ
আফসোস চুক চুক।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
প্রামানিক বলেছেন: নিয়ম ছাড়া অনিয়মে
এমন দশাই হবে
আবার করলে মানহানি কেস
ঝুলবে গলায় তবে।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষমেষ তুমি বসও
রইলেনা পক্ষে;
হৃদ ভেঙ্গে খানখান
পেনু চোট বক্ষে।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে.......
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অপরাধ হামেশাই
করে ঐ মাইয়াডি;
তাও দেখো জুটে হেগো
খই ফোটা ভাইয়াডি।
ছেলেদের দুঃখটা
ছেলেরাই বুঝেনা;
কথার কি গভীরতা
কস্মিনে খুঁজেনা। /
১৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাছা কইচেন ?
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিগাইলা কি মামু
ক্যানগো মিছা কমু?
১৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: মেয়েরা বড়ই দুষ্টু প্রকৃতির হয়
তাই সাবধান থাকবেন
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইতো বুঝেছো শেষে
মূল কথাখানি;
এ'বেলায় যা বুঝেছি
তুমি ভায়া জ্ঞাণী।
১৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১৪
মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক ঠাক তোর বউ হবার ই সে উপযুক্ত
০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছি আপু ছি কুটনা সেকি
এই কি ছিলো মনে?
ভাইয়ের তরে অমন শাপটা
দেয় কোন সজ্জনে!!
এই যদি হয় বউয়ের রূপতো
করুম না ছাই বিয়া;
তক্কে আছি 'ছবি'র সনে
চালামু পরকিয়া।
১৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮
সোহানী বলেছেন: ওওও ধরাতো খাইবাই। চোরের দশদিন গেহস্তের একদিন। এতোদিন ধইরা ধরা খাওনাই দেইখা তাজ্জবই হইলাম কারন চোরের দশদিন টাইম অলরেডি এক্সপায়ার...............।
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেইল ইমেইল মেসেজ ফেলে আপনিই বা চিঠি দিতে গেলেন কোন দুঃখে ।
ভুল গুরু মানসো এতোদিন!!! গুরু হয়তো এইসা........... বুদ্ধি পরামর্শ যা নিবার অাসল গুরু থেইকাই নাও নকল গুরু না কিছুতেই, তাইতো ধরা খাইসো.......
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুরু সে মেনেই তারে
মনকথা কইছি;
তখন সে যা কয়েছে
তা-ই মেনে লইছি।
তারই পরামর্শেতে
লিখেছিনু পত্র;
তারই দেয়া উপমাতে
ভরা প্রতি ছত্র।
কে জানতো মনে তার
ছিলো এই শয়তানি;
জান আমার ফানা ফানা
লিখে শেষে চিঠিখানি।
যেই খেনু ধরা,ব্যস
গুরু গেলো সটকে;
উসকে দিচ্ছে আরো
প্যাঁচগি এ জটকে।
ভাব যেনো কি মাসুম
জানেনা সে কিচ্ছু;
হাড়ে হাড়ে বুঝি আজ
কত তিনি বিচ্ছু!
চামে কি সাধুটা সেজে
কয় কথা উল্টা;
তারে গুরু মানাটাই
ছিলো মোর ভুলটা।
১৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৬
মুক্তা নীল বলেছেন: ,শুভ সকাল। আপনার কবিতা পড়ে হাসছি ,,,,,, দারুণ মজা পেলাম। কবিতার ছলে কিন্তু একটা সত্যি প্রকাশ পেলো * সব রসুনের গোরা এক * শুভ কামনা রইল ।
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি হেথা দুখে মরি
তুমি পেলে মজা!
মিত্র যে নও মোটে
হলো আজ বুঝা।
রসুনের গোড়া এক
বেসিক সে তত্ত্ব;
রসুনটা ক'লে কারে
দেও এলা সে তথ্য।
'রসুন' সে হতে পারে
ছেলে বা মেয়ে যে কেউ;
বুঝলেনা দুখ আহা
এত ফারা দেখেও।
১৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫০
সোহানী বলেছেন: আহারে কি যে গুরু বাছাই করলা যে জীবনে ধরা না খেলে ও তার চ্যালারা ধরা খাচ্ছে............হাহাহাহাহা। গুরু ইচ্ছে করেই তুমারে এমন মাইনকার চিপায় ফেলছে, এমন গুরু চেইন্জ করো, নতুন গুরু ধরার সময় হইছে এবার!!!!!!!!
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও ভাবছি তাই
ম্যালা দিন ধরে;
তোমারে ভাবিতে মন
আনচান করে।
তোমার জ্ঞাণের তরে
আমি অতি নস্যি;
দেওনাগো সাগরেদি
নেই মোরে পোষ্যি।
১৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২
সোহানী বলেছেন: আরে অামাকে কি পাগলে পেয়েছে !!! তুমার মতো সাগরেদ পেলে গুরুকে মাঝ নদীতে ফেলবে..............
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি না না নই মোটে হে
গুরুমারা শিষ্য;
না পরখেই কেমনে মিছে
এ অপবাদ দিচ্ছো!!
২০| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: সাত সকালে
পইড়্যা তোমার ছড়া
ইহল আমার
চক্ষু ছানাবড়া।
দারুন মজার ছড়া।খুব ভাল লাগল।
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখলেম দুখ কথা
পেলে তুমি মজাগো!
কবির এর চেয়ে বড়
হয়নাগো সাজাগো।
২১| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পিক পকেটের' ড্রামা
কভু করে দেখো ট্রাই;
জানি জানি করবেনা
তুমি 'স্ত্রৈন' ছাই।
ধন্যবাদ।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্ত্রৈনেই মনে যার
পুলকিত শ্লাঘা;
হলোনা হলোনা ছাই
কুম্ভের জাগা।
২২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
তারেক ফাহিম বলেছেন: ঘরে বৌ থুই কিল্লাই খালি খালি নোয়াখাইল্যা মালের হিছে ঘুরেন ?
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কচুর ছাতা জাইনছি কি আঁই
হেই গটনা আগে;
জাইনলে কি আর হেতিরে আঁর
চিডি হাডান লাগে?
২৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
নজসু বলেছেন:
ভাই আপনের জীবনটাই দেখি লাইফ হয়ে গেছে।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাইফেরো আছে ঢক
মোর হলো ফানা;
মাইয়াডি সব বদ
আজ হলো জানা।
২৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এমন লক্ষ্মী বউ পাওয়ার সৌভাগ্যও লাগে বটে
ভাবিকে দিয়েন! খুব কাছে টেনে নিবে
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্লেটখানি যেই দিলেম তারে
আচার খেলো আছার;
শুইন্যা তোমায় তাও গেলো ছাই
চান্স যা ছিলো বাঁচার।
২৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমার কথা বইলেন
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইছি তারে তোমার কথা
দিরংই যা বলতে;
ছ্যানছ্যানাইয়া উঠলো জ্বলে
আগ লাগা যেন সলতে।
২৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
নতুন নকিব বলেছেন:
ছড়াখানি মজাদার,
প্রত্যুত্তর তার অধিক।
দু:খ বাড়ে যখনই,
খোঁচা দেয় বেরসিক।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুরুষ নামের কলন্ক সব
পেট ভরা স্রেফ হিংসে;
হিংসেমির এ হাটবাজারে
ব্লগ ভরা সব মিনসে।
২৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
সামিয়া বলেছেন:
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই কি সে খ্যাতিমান
মহামতি মিসতিরি?
যার মোহে মন খুয়ে
হতি চাও ইসতিরি?
২৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
শিখা রহমান বলেছেন: কথা হবে ফোনে ফোনে,
আর দেখা হলে কানে কানে।
চিঠি, ইমেইল, মেসেঞ্জার
কোনটাতেই নেই ছাড়।
করতে চাইলে সাইডে ফ্লার্ট
হতে হবে রে আরেকটু স্মার্ট!!
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেই কয়েছি সে-ই
দেখা হলো মাত্র;
আমারি ছোট পুলাটা
তারই নাকি ছাত্র।
পাশ ফ্ল্যাটে একা থাকে
জবলেস,পেরেশানি;
বউ সব শুনে তারে
দেয় এই টিউশানি।
এ সেদিনি অফডে'তে
ফার্স্ট তারে ঘরে দেখি;
সুচিত্রা ফেল যেনো
রূপ তার ওমা একি!
জেল্লাতে ঘুরে মাথা
লোল ঝরে টপকে;
বউয়ের নিকুচি করি
ভুলি বাকি 'গফ'কে।
এ'পিস পেলেগো ছাই
আর কিছু চাইনে;
এক দেখাতেই তার
বাড়িয়েছি মাইনে।
বউটা না খুঁতখুঁতে
অতিশয় মিচকে;
সারা'খনি রাখে চেকে
ছিঃ দেখো কি ছিচকে।
যত'খন ঘরে থাকি
রাখে মোরে চোখেচোখে;
সুযোগই মেলেনা ছাই
দুটো কথা ক'তে সুখে।
মানুষইতো,রবোট না
আমারওতো আছে মন;
বুক করে ঢিপঢিপস
ভাবি তারে সারাখন।
মাইয়ারো কত ভেক
হাবেভাবে সুশিলা;
ক্লিক ছাই হচ্ছেনা
যত খুঁজি উসিলা।
আমারো সয়না তর
মাথা পুরা আউলা;
যা হবে তা দেখা যাবে
আল্লাহরই হাউলা।
নেক্সট অফডে'তে ব্যস
বের করি ছুতোটা;
পড়ার টেবিলে গিয়ে
দেই চামে গুঁতোটা।
ফোনটা আনোতো বাবা
কই ছোট বেটারে;
পাস করি তড়িঘড়ি
লিখেছি যা লেটারে।
এরপরি ঘটে গেলো
মহা সেই কান্ড;
পোষ্টের প্রথমেই
ফুঁড়েছি সে ভান্ড।
করার কি ছিলো কও
প্রেমে ছিনু মরিয়া;
লাইফ হলো ত্যানত্যানা
প্রেমে ছাই পড়িয়া।
২৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
শায়মা বলেছেন: ঐ !!!
আমার পারিবারিক এ্যালবাম!!!!!!!!
১০ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি করে ছবিটা জানি
রাবু'বুর কাছে ছিলো;
জানিনে সে কোন ফাঁকে
ছবিখানি তুলেছিলো।
এতো রোজকারি সিন
ধুমাধুম ঘায়েতে;
কুপোকাত হয়ে জিজু
কাঁদে পড়ে পায়েতে।
হয়তোবা কোনদিন
দেখে ফেলে সিনটা;
বুবু ক্যামে করে ক্লিক
না করেই চিন্তা।
চামে সে ওয়াশ করে
রেখেছিলো এ্যালবামে;
মানে আঁশ সুযোগে সে
বেচবে তা চড়া দামে।
আমিও পোষ্টটি লিখে
ছবি দেবো কি ভাবি;
বুবু ক'লো আছে এক
চড়া দামে সে পাবি।
ছবিটি পেয়েই বুঝি
এ না হলে হয়না;
যে কোন মূল্যে পেতে
তর আর সয়না।
ব্ল্যাংক চেক দিয়া তারে
কিনে নিলু সত্ব;
এই হলো শর্টকাটে
ইতিহাস যত্ত।
৩০| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: পড়তে পড়তে ছড়িতাটি
হাসতে হাসতে মরে
আর একটু হলেই চেয়ার থেকে
যেতাম বুঝি পড়ে!~
ভাইয়া এবার খেলোই ধরা
ভাবীমনির হাতে
হাত মেলাবো ভাবছিলাম সেই
পাষান মাইয়ার সাথে!
ভাবীকে আজ বলেও দেবো
এই ছড়িতার কথা
শুভংকরের ফাঁকটি জেনে
ভাঙ্গুক তোমার মাথা!
কিন্তু হঠাৎ শেষেই এসে
ছবির বাণী দেখে
লম্ফ দিয়ে উঠলাম আমি
মেঝের উপর থেকে।
পাষানমাইয়া কি পেরেছে
দেখবি এবার ওরে
গলাভাবীজানকে আমি
ফ্রিজে দেবো ভরে!!!
১০ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জীভ তার কবেকার
সায়ানাইড অংশ;
বিভীষনও পায় লাজ
কিবা মামা কংস।
'তেতো' ছাড়া কথা নাই
পেট ভরা হিংসে;
আক্বিকা দিমু তোমারি
'মিনসের মিনসে'।
বলি অত ঝাল কিসে
মন বুঝি ভরেনা?
ভাইয়ের এ হালে হৃদে
ছিটে মায়া ধরেনা?
দেখছেই প্যাঁচে প্যাঁচে
জান মোর ফানা ফানা;
কোথায় বাঁচাবে তা না
খুশিতে সে আটখানা!!
৩১| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৭
ফেইরি টেলার বলেছেন: একবিন্দু + উপহার
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্লাসখানি কারে দিলা
আমারে না বউরে;
দেখো বাপু ঝেড়ে কাশো
খুলে সব কওরে।
আরি আরি প্যান্টনারে
আহারে কি বোকারে;
'খুলে' মানে কথাখানি
কে বুঝাবে খোকারে!
৩২| ১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: এইসব কাম ভালা না । সাতবার তওবা করে একবার জিবে কামড় দিয়ে ভালা হইয়া যান ভ্রাতা।
১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারও কি অত সাধ
দেয়না সে অনুমতি;
সতীনের সহবাসে
কি বা বাপু অত ক্ষতি!!
৩৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: আমিও আপনার মতই ভাবছি। বিয়া করছি প্রায় ষোঁলবছর পুলাপাইন চাইরখান এহন আর হেতেরে মনে লয়না তাই নতুন একখান
খুঁজিয়া মরিতাছি । যদি আপনার খুঁজে তেমন থাকে আমারে জানাইয়েন দুই ভাই মিল্লাজিল্লা ফ্রেম করমুনি
১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিরানীও রোজ রোজ
ভাল্লাগেনাগো খেতে;
এক মেনু আর কত
আমিও মরিয়া পেতে।
ঠিকাছে ঠিকাছে তবে
তোমা কথা সই;
মোর প্রেম শেষ হলে
তোমারে দেবোই।
৩৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭
অন্তরন্তর বলেছেন: সামু ব্লগের অন্যতম ছড়াকার আপনাকে বলছি, পরকীয়া করতে গেলে এভাবেই ধরা খেতে হয়। ভাল হয়ে যান নাহলে এমন আরও কোটি টাকার মামলা সইতে হবে। শুভ কামনা। ছড়া ভাল লেগেছে।
১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সবই বুঝিরে ভায়া
তাও সদা পিছলাই;
ডর কি লাগেনা বাপু
মনই যে মানেনা ছাই।
৩৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭
নীলপরি বলেছেন: দারুণ । যদিও একথা আর বলার অপেক্ষা রাখে না ।
শুভকামনা কবি
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জীবনে প্রথম কেহ
কহে মোরে কবি!!
কি খাবা?কি মনে চায়?
কাহো চাহে জো ভি।
৩৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
সামিয়া বলেছেন: এই কি সে খ্যাতিমান
মহামতি মিসতিরি?
যার মোহে মন খুয়ে
হতি চাও ইসতিরি?
হহাহাহাহাহা রিপ্লে দেখে প্রচুর হাসলাম।।
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিসটিরিয়াস মুডে
কহিয়াছো অল্প;
কৌশলে লুকিয়াছো
মিসতিরি গল্প।
৩৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: তা আপনার ক্রাশ দেখতে কি শ্রুতি হাসানের মতো
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভীন দেশি মাইয়ারা
মোরে অত টানেনা;
দেশিমাল যথা তারা
নখরামি জানেনা।
মোর ক্রাশ দেখে হায়
পাবে লাজ পরীহুর;
হুবহু সে মিক্স যেনো
ময়ুরি ও শাবনুর।
৩৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: তাইলে পরীমনি, সাফা কবির, মাহিয়া মাহি নয়তো
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পরী সাফা মাহিয়াগো
যেটুকুন দেখছি;
দুই কানে ধোঁয়া ছুটে
আগাগোড়া .....।
অত হটও চাইনেগো
থোড়া সফট মিষ্টি;
বেশি নেই,বড় জোর
দু'হালির লিস্টি।
৩৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
তা দু হালির লিস্টিটা দিন তো
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বসতে দিয়েছি যেই
চাও এলা শুতে;
গুরুজনা সাধে কয়
মিশবিনা কু'তে?
৪০| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন:
তা উহা কি মিলিটারী ক্যু
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যু'ও ছাই ঢের ভালা
হতে কু'র দৃষ্টি;
নযরেই কাম ফতে
চোখে অনাসৃষ্টি।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮
আখেনাটেন বলেছেন: হা হা হা।
বউয়ের সাঁড়াশী অাক্রমনের মুখে আছেন মনে হচ্ছে ভাইজান।