নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রাণের একুশে বই মেলাঃ প্রিয় ব্লগার শিখা রহমান এর গ্রন্থসমূহ

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯



দিনখানা ফুরোতে যা দেরি, প্রাণের বই মেলা ওরে.........
প্রিয় প্রিয় যত ব্লগারদের পরম আদর মাখা মায়ায় লেখা আহা মধু বই সব। সিটি বাজিয়ে সুখনর্তনের মতন আরো এক মহা খুশির সন্দেশ হলো বই প্রকাশ হতে যাচ্ছে সামুর দাপুটে ব্লগার ও রঙবাজ কবি শিখা রহমানের। ব্লগীয় এই চরম খরার যুগেও নক্ষত্র ব্লগযোদ্ধা যে ক'জনা স্ব-লেখনীর জাদুশৈলীতে আজো ব্লগকূল/সামু প্রাণবন্ত করে রেখেছেন 'শিখা রহমান' তাদের মধ্যেও অন্যতম শ্রেষ্ঠ। স্বমহিম স্বঠমকি জেল্লাদার সে এক নাম বটে। এইতো সেদিন এলেন যেনো, শুরুতে অনিয়মিত হলেও যেই কিছুটা উঁকিঝুকি দেয়া শুরু করলেন, ছটা-জেল্লায় তার পাঠককূল ঠিকি চিনে নিলো নয়া এই ধূমকেতুকে। অল্প কদিনে হয়ে গেলেন মহা সামুরত্ন। যা ছুঁবেন, যা কবেন সবি যেনো ধ্রপদি কাব্য! অনুপম উপমার অপূর্ব অভিনব সব শব্দঝংকারে পাঠককূল মোহাবিষ্ট। অনুভূতিকে অনুরনিত করে মোহিত পাঠককে ধরে রাখার এক জাদুকরি ক্ষমতাময় কবি। ইন্দ্রিয়গ্রাহী সব লেখনীতে পাঠককে ভাবান তিনি। মন কেমন করা সব পাঠের শেষেও লেখাটা মাথায় ঘুরতে থাকে। রেশ রয়ে যায় বহু বহু ক্ষন। একি লেখা তার বারবার পড়তে ইচ্ছা করে। চমকিত পাঠক অজান্তেই বলে উঠে, 'আরে এ যে সব আমারি কথা'! 'ওরে কি মিষ্টি প্রকাশ আহা'! কবি তার চিন্তাকে পাঠকের মাঝে একিভূত করে দেন। সম্মোহনী জাদুবলে পাঠকের মন-মগজে খেলেন তিনি। সম্মোহিত পাঠক কবির চিন্তার স্রোতে নিজেকে অজান্তেই ভাসিয়ে দেয়। কবির চিন্তার গতিধারা তারা বুঝতে চায়, জানতে চায়। এখানেই কবির সার্থকতা। মিষ্টি প্রিয়ভাষি এই কবি কিন্তু আদতে এক দুঃসাহসি কবি। প্রচলিত ধ্যান ধারনা বা মনন কল্পের উর্ধ্বেরও কিছু অনুভূতি তিনি অসম সাহসে অনায়াসে অকপটে শৈল্পিক মুন্সিয়ানায় প্রকাশ করেন তীর্যক সমালোচনার বান উপেক্ষা করে। বৈরি বাধা সব মোকাবেলা করার সৎ সাহস এবং দৃঢ়তা কোনটারই কমতি নেই তার। পুরোপুরি কবিতার মেয়ে তিনি। কবিতায় তার নিত্য বসত। সে-ই তার প্রথম প্রেম, সংবেদনশীলতা আবার স্পর্শকাতরতাও। আকর্ষনিয়া জেল্লাময় এক ব্যক্তিত্বের অধিকারিনী সাহিত্যিক কবি 'শিখা রহমান'। খেয়ালি এই কবি লেখালেখি করছেন আজ তিন বছর। লেখাটা তার নেশা। নেশায় বুঁদ এই লেখক কেবল প্রথম বছরেই লিখে ফেলেছিলেন একশোরও বেশি গল্প! পাঠক-ভক্তকূলের অনুরোধে সদয় কবির অগত্যা মহা সুমতিতে অপ্রকাশিত সে সব গল্প থেকে বাছাইকৃত বেশ ক'খান নিয়ে এবারই প্রথমবারের মতন প্রকাশিত হতে যাচ্ছে তার দুটো গল্প সংকলন ''আগুনের ফুল''''রঞ্জনের প্রেমিকারা''
গুণমুগ্ধ পাঠক হিসেবে 'শিখালেখনি' যতটা চিনি বা জানি মন বলছে কিছু একটা ধামাকা হয়ে যাবে এবার বইদুটো নিয়ে। বাংলা সাহিত্যাকাশে নয়া এক নক্ষত্রের আগমন হলো বলে।
শুভ কামনা 'আগুনের ফুল' এবং 'রঞ্জনের প্রেমিকারা'।
মুখিয়ে আছি নয়া মলাটের গন্ধ, শিখাকাহিনীর অমৃত আর
প্রিয় কবির অটোগ্রাফের জন্য........



গল্পগ্রন্থঃ আগুনের ফুল
প্রকাশকঃ ছায়াবিথী প্রকাশনী
স্টল নম্বরঃ ২১৬-২১৭
এই বইটি ১লা ফেব্রুয়ারী থেকে বইমেলায় ও অনলাইনে পাওয়া যাবে।



গল্পগ্রন্থঃ রঞ্জনের প্রেমিকারা
প্রকাশকঃ পার্ল পাবলিকেশন্স
প্যাভিলিয়ন নম্বরঃ ২৩
এই বইটি ৫ই ফেব্রুয়ারী থেকে বইমেলায় ও অনলাইনে পাওয়া যাবে।

এছাড়াও ফেসবুকের ''লেখাজোকা'' নামক সাহিত্য গ্রুপের প্রকাশিততব্য সংকলনে থাকছে আরো একটি গল্প।


'লেখাজোকা' সংকলন
সম্পাদনাঃ শায়মা হক ও গিয়াস উদ্দীন লিটন
প্রচ্ছদঃ নবী হোসেন
প্রকাশকঃ এক রঙ্গা এক ঘুড়ি
স্টল নংঃ ৪৩৪
এই বইটি ৮ই ফেব্রুয়ারী থেকে বইমেলায় ও অনলাইনে পাওয়া যাবে।

লেখক পরিচিতিঃ
শিখা রহমান পেশায় একজন পুরকৌশলী। স্নাতক ডিগ্রী অর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে। লেখিকা যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এণ্ড টেকনোলজি (Geoirgia Tech) থেকে পি এইচ ডি করেছেন পুরকৌশলে। বর্তমানে গবেষনা ও অধ্যাপনায় নিযুক্ত আছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে। পূর্বে তিনি বুয়েটে প্রভাষক হিসেবে এবং যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে অবস্থিত জ্যাকসন স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কাজ করেছেন। শিখা রহমান বেশ কিছুদিন ধরে অনলাইনে বিভিন্ন গ্রুপে ও ব্লগে লেখালেখিতে যুক্ত আছেন। বুয়েটের ‘আড়িপেতে শোনা সংকলন’ সহ কয়েকটি গল্প সংকলনে ওনার লেখা প্রকাশিত হয়েছে। ওনার একটি ছোটগল্প নাটক হিসেবেও যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হয়েছে। বর্তমানে উনি নিজের পেশা ও লেখালেখি নিয়েই আছেন। তিনি দুই পুত্র ও জীবনসঙ্গীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস করছেন।

মন্তব্য ৭০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওরে বাবা! শিখাপু কত বই বের করে!!!

কোন কোন ব্লগার ফ্রীতে বই দিতে পারে ভাইয়া?
ব্লগারদের সব বই কিনতে কত টাকা খরচ হতে পারে ভাইয়া?

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সবে তো শুরু হে খোকা, শিখা রচনাবলী পার্ট ১,২,৩ বেরুবে অদুর ভবিষ্যতেই। সেদিন তার কো-ব্লগার হিসেবে শিখাফ্যানকূলদের সেলফির আবদারে আবার হামবড়া ভাব নিও না বাপু ;)

উম্মমমমম
যদ্দুর মনে পড়ে ব্লগার আর্কিওপটেরিক্সকে একবার বলতে শুনেছিলাম সে তার ১ম প্রকাশিত গ্রন্থ নাকি ফ্রীতেই বিলোবে সামুয়।
লাখখানেকে হয়ে যাবে আশা করি। কিনে ফের পোষ্টাতে ভুলো না চাঁদু.............. :D

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ দেখী এক খন্ড শিখা রহমান!! :)

সব তথ্য এক পাতায়!
ওয়েলডান কি করি ভায়া :)

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একটা কবিতা হয়ে যাক গুরু...... :)

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বই কেনা আর বই পড়ার তালিকা বড় হচ্ছে !! শুভকামনা শিখা আপু।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেতো বটেই,
প্রিয় প্রিয় সব ভালোবাসার মানুষদের মলাটবন্দি কথামালা! স্বপ্নের বই আর মলাটের সৌরভে মাখামাখি।
লিস্টি না বাড়িয়ে কি উপায়?

শুভকামনা শিখা রহমান

মন্তব্যের জন্য ধন্যবাদ স্বপ্নবাজ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওরে বোকা, আমি কী খোকা? ;)

টাকা দিয়ে বই কিনতে পারবো না। আচ্ছা? আপুদের হাতে-পায়ে ধরলেও কি দু-একটা বই পাবো না?? আপনি কি এসব ট্রাই করেছিলেন??।:P


আমি বই বের করলে সবাইকে ফ্রীতে দেব। গিফ্ট হিসেবে... :)

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোকা তো বটেই
হোক সে বুড়োখোকা ;)

টাকা লাগবে কেনো বোকা!!
ই-ক্যাশে কেনার সহজ ব্যবস্থা সব স্টলেই আছে। সাথে তো কত্ত কত্ত ক্যাশব্যাক অফার মাইরি!! :P

নাহ আমি ট্রাই করিনি তবে তোমার অভিজ্ঞতা জানাতে ভুলো না প্লিজ। :-B

আমি বই বের করলে সবাইকে ফ্রীতে দেব। গিফ্ট হিসেবে... :)

পুলাই একখান, সাব্বাস
কাকু মাস্ট বি প্রাউড অফ ইউ


৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

জে.এস. সাব্বির বলেছেন: আপনি কেমন আছেন? জানেন, আমি দুর্ভাগা কোনদিন ব্ই মেলায় যেতে পারিনি!
ইনশাল্লাহ এইবার প্রথম দিন্ই যাব।

আর কোন কোন ব্লগারের ব্ই পাওয়া যাবে? যদি কয়টা রিমান্ড করতেন....

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরেহ,
এ্যাইইই ছেলে, কোথায় ছিলে এ্যাদ্দিন ??

বলো কি ছেলে !! ব্লগার তুমি আজো বইমেলাই দেখোনি !!
এবারে আর ভুল নয় বাপু, যাবার আগে নক করো প্লিজ।

এই লিন্কটা কাজে লাগবে আশা করি,
অমর একুশে বইমেলা ২০১৯, ব্লগারদের প্রকাশিত বইসমুহ

ভালো থেকো ম্যান ইন হোয়াইট। আবার হাওয়া হয়ে যেয়োনা যেনো........

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: বই না কেনা হলেও বই মেলায় এবার যাবো। যাক শিখা আপুর বইগুলো কেনার আগ্রহ থাকল।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার মতন আমারো আজকাল ইতিহাসের বইয়ে অরুচী ধরেছে। :P
জম্পেস এক বুক রিভিউ আশা করছি আপনার কাছ থেকে :)

অনেক অনেক ধন্যবাদ হে সহযোদ্ধা বন্ধুবর,
ভালো থাকুন, আনন্দে থাকুন।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬

নীল আকাশ বলেছেন: কেমন আছেন আপনি? বই মেলায় যদি যেতে পারি এই বই গুলি কিনব.......।
ধন্যবাদ শিখা আপুকে নিয়ে পোস্ট দেবার জন্য।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরেহ,
ভার্সেটাইল ভায়া যে !!
বিন্দাস আছি, একদম ঝাকাস
উড়ছি আর মেলার উত্তেজনায় টগবগ করছি.....

আলবাৎ আমিও কিনবো, কবি শিখা রহমানের গর্বিত পাঠক বলে দাবি করবো আর তার প্রথম প্রকাশনাদ্বয় কিনবো এ কেমন কথা!

সময় নিয়ে পোষ্টখানা পড়ার জন্য, মন্তব্য করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। :) :)
আপনার ধামাকা পোষ্ট পাচ্ছিনে ম্যালা দিন.......... ;)

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

রাফা বলেছেন: আমি শতভাগ নিশ্চিত শি.রহমান-এর বই ২০১৯ এর বইমেলায় নতুন ঝংকার তুলবেই তুলবে।নিশ্চিতভাবেই বলা যায় নিজস্ব স্বকিয়তা নিয়েই আবির্ভাব ঘটতে যাচ্ছে শি.রহমান-এর। একজন ব্লগার হিসেবে তার সাফল্য কামনা করছি বাংলা সাহিত্য ভুবনে।

কি.ক.আ.ভে.না.পাই-আপনাকে ধন্যবাদ ,অবগত করার পোষ্টের জন্য।উনি গুনাক্ষরেও আলাপ করেন নাই বই প্রকাশের ব্যাপারটা নিয়ে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাফা বলেছেন: আমি শতভাগ নিশ্চিত শি.রহমান-এর বই ২০১৯ এর বইমেলায় নতুন ঝংকার তুলবেই তুলবে।নিশ্চিতভাবেই বলা যায় নিজস্ব স্বকিয়তা নিয়েই আবির্ভাব ঘটতে যাচ্ছে শি.রহমান-এর। একজন ব্লগার হিসেবে তার সাফল্য কামনা করছি বাংলা সাহিত্য ভুবনে।

ওরেএএএ
রাফামনি যে !!
একদম মনের কথা বলেছেন। :)
আমিও শতভাগ নিশ্চিত ঝংকার সে তুলবেই তুলবে। অনুপম অনন্য স্বকিয়তায় অভিষেক ঘটতে যাচ্ছে নয়া এক সাহিত্য সম্রাজ্ঞীর......
আমাদের সকলের শুভ কামনা তার তরে।

উনি ঘুনাক্ষরেও আলাপ করেন নাই বই প্রকাশের ব্যাপারটা নিয়ে।
লিজেন্ডরা এমনি হে,
প্রকাশ করতে হয় না, কোন না কোন ভাবে তারা প্রকাশ পেয়েই যান।

পড়ার জন্য, মন্তব্যের জন্য এবং শুভ কামনার জন্য কবির পক্ষ থেকে ৩টা ধন্যবাদ রাফামনি। :) :) :)

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩

মুক্তা নীল বলেছেন: এতো বড় সুখবর!!!
শিখা আপুর বই অবশ্যই পড়বো। বইয়ের সফলতা আমি কামনা করছি। ইনশাআল্লাহ।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কথারা ভায়া
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট, তবু
হৃদে দাগ কাটলো।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

শিখা রহমান বলেছেন: এইইই ছেলে!! B:-) কখন এইসব লিখলে? 8-|

আমি মুগ্ধ ও অভিভূত। একটু লজ্জাও লাগছে। কি সব উচ্ছসিত বিশেষণ!! :`>

আমি সৌভাগ্যবান যে সামু ব্লগে সামান্য লেখালেখির সূত্রে তোমার মতো এমন সব দুর্দান্ত লেখক কবি সাহিত্যিকদের সান্নিধ্য ও ভালোবাসা পেয়েছি। লেখালেখির কাছে এই চাইতে বেশী চাওয়া যে কখনোই ছিলো না, বরং প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশী।

আমি যে কতোবার এই লেখাটা পড়লাম। আরো কতোবার যে পড়বো। বিশ্বাসই হচ্ছে না এইসব কথা তুমি আমার আর আমার লেখার বিষয়ে বলেছো।

একটু ব্যস্ত ইদানীং। দেশে যাচ্ছি বইমেলার জন্যে। ১০ তারিখের পরে বইমেলায় থাকবো আশা করছি। দেখা হবে কি তোমার সাথে?

অন্যান্য অনেক প্রিয় ব্লগারদের সাথেও দেখা করার জন্য ও তাদের বই কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওপরে মন্তব্যে যারা বইটি সংগ্রহ করার আগ্রহ দেখিয়েছেন ও যারা সবসময় লেখায় মন্তব্য করে অনুপ্রেরণা যোগান তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।

আমি কখন কবে বইমেলায় থাকবো সেটা ব্লগে জানিয়ে দেবো। প্রিয় সব ব্লগারদের সাথে দেখা করতে পারলে খুব খুব ভালো লাগতো।

পাগলামিই হোক, কিন্তু ভালোবাসাতো পাগলামিই!! :) পোস্টটার জন্য এত্তো ভালোবাসা ছেলে!!

ভালো থেকো ভালোবাসায়। শুভকামনা নিরন্তর!!

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিখা রহমান বলেছেন: এইইই ছেলে!! B:-) কখন এইসব লিখলে? 8-|

ইয়ে মানে,,,পোষ্টের কিছু'খন আগে :P

আমি মুগ্ধ ও অভিভূত। একটু লজ্জাও লাগছে। কি সব উচ্ছসিত বিশেষণ!! :`<

থাক থাক লাগবোনা
মিছে যত পটানি;
কি লিখেছি আগডুম
সে কি ছাই কম জানি? :(

আমি সৌভাগ্যবান যে সামু ব্লগে সামান্য লেখালেখির সূত্রে তোমার মতো এমন সব দুর্দান্ত লেখক কবি সাহিত্যিকদের সান্নিধ্য ও ভালোবাসা পেয়েছি। লেখালেখির কাছে এই চাইতে বেশী চাওয়া যে কখনোই ছিলো না, বরং প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশী।
আমি যে কতোবার এই লেখাটা পড়লাম। আরো কতোবার যে পড়বো। বিশ্বাসই হচ্ছে না এইসব কথা তুমি আমার আর আমার লেখার বিষয়ে বলেছো।


হবে যবে সেলিব্রিটি
এ'দুদিন বাদে গো;
ঠিকি কবে যা যা ভাগ
রুচীতে ছি বাধে গো। |-)

একটু ব্যস্ত ইদানীং। দেশে যাচ্ছি বইমেলার জন্যে। ১০ তারিখের পরে বইমেলায় থাকবো আশা করছি। দেখা হবে কি তোমার সাথে?

হবে কি!! সে কি কথা লো!! X(
কয়েছি কি লুকিয়ে? X((
অটোগ্রাফ পেতে আহা
জোশে আছি মুখিয়ে।

অন্যান্য অনেক প্রিয় ব্লগারদের সাথেও দেখা করার জন্য ও তাদের বই কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওপরে মন্তব্যে যারা বইটি সংগ্রহ করার আগ্রহ দেখিয়েছেন ও যারা সবসময় লেখায় মন্তব্য করে অনুপ্রেরণা যোগান তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
আমি কখন কবে বইমেলায় থাকবো সেটা ব্লগে জানিয়ে দেবো। প্রিয় সব ব্লগারদের সাথে দেখা করতে পারলে খুব খুব ভালো লাগতো।


প্রিয় কবির উপস্থিতি বইমেলার রঙ, জেল্লা এবং আনন্দ কে বাড়িয়ে দেবে আরো বহু বহু গুণ
সেই সাত সমুদ্দুর তেরো নদী পাড়ি দিয়ে কবি আসছেন প্রাণের মেলায় স্রেফ বাংলা সাহিত্যের প্রতি নিখাদ ও অকৃত্তিম মমতায়, ভালোবাসায় আহা,,,
কবি তুমি সত্যিই কবি....

পাগলামিই হোক, কিন্তু ভালোবাসাতো পাগলামিই!! :) পোস্টটার জন্য এত্তো ভালোবাসা ছেলে!!

সবাই তো আর ফ্যান না, কিছু ফ্যানাটিকও থাকে :P

ভালো থেকো ভালোবাসায়। শুভকামনা নিরন্তর!!

কবি তরেও ভালোবাসা,,

কবির মন্তব্য প্রতি মন্তব্যগুলানও এক একটা ধ্রুপদি মাইরি !!
আমিও যে কতোবার মন্তব্যটি পড়লাম। আরো কতোবার যে পড়বো.......... ;)

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভকামনা রইলো শিখা আপুর জন্য সাথে আপনাকেও ধন্যবাদ। :)

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে মামু যে !!
কদ্দিন পর লো......

ভীষন ভীষন ভাল্লাগছে পোষ্টে পেয়ে। মামুর বেশ কটা রিসেন্ট ধুন্ধুমার পোষ্ট পড়েছি। অফলাইনে ছিলেম বলে মন্তব্য করা হয়নি।

শুভ কামনা এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। :)

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

তারেক_মাহমুদ বলেছেন: শিখা আপু আমার প্রিয় ব্লগারদের একজন, উনার দম্পর্কে জেনে ভাল লাগলো। একটি বইটি কেনার ইচ্ছে আছে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনিও আমার প্রিয়দের একজন।
কেউ থাকুক আর না থাকুক, সবসময় পাশে আছেন।
কৃতজ্ঞতা
ভালোবাসা,,

কবির অটোগ্রাফ নিতে ভুলবেন্না....

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন শিখা রহমানকে। তার লেখায় মুগ্ধ হবে পাঠক। আপনাকেও ধন্যবাদ সুন্দর শেয়ারের জন্য। তার লিখা বই সফলতা লাভ করুক।।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে,
সেলিম ভাই যে !!
আজকাল কি কি সব দারুন লিখে চলেছেন দাদা। এইবার আপনার মমতাজ না গললে ঠিক বনবাসে পাঠিয়ে দিন।
হৃদয়হীনা মমতাজ হৈলেও পরিত্যাজ্য। :P

মন্তব্যে ভালো লাগা প্রিয় কবি।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: বইমেলায় শিখা আপুর নতুন সৃষ্টির জন্য অভিনন্দন রইল। ধন্যবাদ আপনাকে। শিখাআপুর মন্তব্যটিও পড়লাম; মুগ্ধ হলাম।

শুভকামনা ও ভালবাসা আপনাদের দুজনকেই।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিখাপু শিখাপুই
অনন্যা অনুপমা অদ্বিতীয়া

মন্তব্যে আপ্লুত
পাঠে কৃতজ্ঞতা

মেলায় আসার আমন্ত্রন রইলো......

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: বলগার শিখার বই দু'টো আমি সংগ্রহ করবো।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলবাৎ করবেই
অলিখিত দাবীরে;
ইয়ে ভায়া ভালো কথা
কেমন আছে ........?

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

জাহিদ অনিক বলেছেন: কবি ও লেখক শিখা রহমান তার নিজস্ব স্টাইল ধরে রেখেছেন লেখায়। তার লিখনশৈলী পাঠককে ধরে রাখতে বাধ্য।
শিখা আপুর বই প্রকাশ হচ্ছে এটা সত্যিই আমাদের জন্য দারুন খবর। ভালোবাস শিখা আপুর প্রতি।

লেখাজোকা সংকলন - একটি সংকলন গ্রন্থ; এক গ্রন্থে অনেক স্বাদ পাওয়া যাবে এই বইতে। লেখক কবিদের স্ব স্ব ধারা বজায় থাকবে এই বইতে-- বইটি পাঠক প্রিয়তা পাক।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবি ও লেখক শিখা রহমান তার নিজস্ব স্টাইল ধরে রেখেছেন লেখায়। তার লিখনশৈলী পাঠককে ধরে রাখতে বাধ্য।
শিখা আপুর বই প্রকাশ হচ্ছে এটা সত্যিই আমাদের জন্য দারুন খবর। ভালোবাস শিখা আপুর প্রতি।


মোক্ষম বলেছো খোকা
শিখাপুর মতন তোমারও কমেন্ট সব দুর্দান্ত

লেখাজোকা সংকলন - একটি সংকলন গ্রন্থ; এক গ্রন্থে অনেক স্বাদ পাওয়া যাবে এই বইতে। লেখক কবিদের স্ব স্ব ধারা বজায় থাকবে এই বইতে-- বইটি পাঠক প্রিয়তা পাক।

তোমাদের গড়া গ্রুপ যখন ভালো কিছুই হবে নিশ্চয়ই :)
চমৎকার মন ভালো করা কমেন্টের জন্য ধন্যবাদ খোকা

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: শিখা রহমান চমৎকার লেখেন........
তার জন্য অনেক অনেক শুভকামনা......

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিখা রহমান চমৎকার লেখেন........

বাহ,,
এইতো তুমি বুঝতে শিখেছো সোনা
কৈশোরে পা দিলেই শেষমেষ :P
আমি ভারি খুশি

তোমার কৈশোর ঝলমলে আনন্দময় হোক......

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

বলেছেন: আমার মতে শিখা রহমান অন্যতম কবি, যার ভাষার যাদু শক্তি পরখ করি তার প্রতিটি লেখায়।


অভিনন্দন ও শুভ কামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার মতে শিখা রহমান অন্যতম কবি, যার ভাষার যাদু শক্তি পরখ করি তার প্রতিটি লেখায়।
ওরেহহহ
দুর্দান্ত বলেছেন মাইরি
একেবারে ঘোষ বাড়ীর খাঁটি ঘি
অলঙ্ঘণীয় 'ল' যেনো তা........

এক লাইনের ফ্রেমে বাঁধাই করে রাখার মতন এক মন্তব্য মাইরি !!

অনেক অনেক ধন্যবাদ ল
শুভ কামনা।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন গুণীকে নিয়ে আরেক গুণীর উপস্থাপনা দারুণ লাগলো।
অভিনন্দন শিখা আপু, অভিনন্দন 'কি করি'।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন গুণীকে নিয়ে আরেক গুণীর উপস্থাপনা দারুণ লাগলো।

মেয়েদের কাছে 'নির্লজ্জ' কথাটা শুনে শুনে একটা প্রচন্ড আত্মবিশ্বাস জন্মেছিলো
আপনি আজ সব চুর চুর করে দিলেন :`>

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

আখেনাটেন বলেছেন: কি করি'র পোস্ট আর শিখা'পার হায়, মরি! মরি! মন্তব্য ও বই প্রকাশে----------- হাজারো ধুতরা ফুলের (সাদা সাদা বাঁশির মতো দেখতে ফুলগুলো আমার অন্যতম প্রিয়) শুভেচ্ছা। :D

বইমেলায় আশা করি শিখা'পা সহ অনেক লেখকের সাথেই দেখা হবে।

আর গুণী মানুষটিকে নিয়ে সুন্দর এই পোস্টের জন্য কি করি'র জন্যও শুভকামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরেহ,
স্বয়ং ফাঁরাও সম্রাট যে !!
কি সৌভাগ্যি আহা

তাইতোহ !
ফুলটাতো আসলেই খুব মোহণীয় !!

আজ থেকে আপনার প্রিয় ফুল দিয়েই প্রপোজ শিল্পের চর্চা করিবো ;)

প্রাণের মেলায় প্রিয় ফাঁরাও সম্রাটের সাক্ষাত একান্ত কাম্য...

ভালোবাসা বন্ধুবর

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

ঠ্যঠা মফিজ বলেছেন: দুইজনকেই অভিনন্দণ। একজনকে নতুন বইয়ের আরেকজনকে লেখার জন্য। B-)

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরেহ
প্রিয় সুহৃদ যে !!

কোথায় কোথায় ডুব দিয়ে বেড়ান মশাই?
পোষ্টসব দারুন হচ্ছে।
চালিয়ে যান প্লিজ।

আন্তরিক ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা। :)

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

মোস্তফা সোহেল বলেছেন: শিখাপুর জন্য অনেক শুভকামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা কি মিঠে রে.....
শিখাপু নিশ্চয়ই আপ্লুত হবেন

যেমনটা আমি কমেন্টা পেয়ে :)

শুভেচ্ছা এবং ভালোবাসা।

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন জানাচ্ছি, শুভ কামনা রইল।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,
কি মিষ্টি গো !!
আপনার অভিনন্দন এবং শুভ কামনা দুটোই পৌঁছে দিলেম......

আপনাকেও শুভেচ্ছা এবং ভালোবাসা :)

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

শায়মা বলেছেন: শিখা আপুনির বই এর চাইতেও তার পড়ালেখার ইতিহাস শুনে তো আমি অবাক হয়ে গেলাম ভাইয়া!!!!!!!!!!
ইঞ্জীনীয়াররা কাঠখোট্টা হয় (তাই বলে আমার মেকানিককে স্মরণ লইও না) জানতাম তা না আপুনি ইঞ্জিনিয়ারিং পড়ে কবি!!!!!!!!

তাও আবার এমন আবেগী কবি!!!!!!!!!

আমি মুগ্ধ মুগ্ধ এবং মুগ্ধ!!!!!!!

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাও আবার এমন আবেগী কবি!!!!!!!!!
আমি মুগ্ধ মুগ্ধ এবং মুগ্ধ!!!!!!!


আমিও আপু !!
কোথায় চাঁদা ফিতে স্কেল নিয়ে মাপজোক করে বেড়াবেন তা না,
হৃদয় আর মননের ইঞ্জিনিয়ারিং করে বেড়াচ্ছেন !!

নিজে ভাসছেন আমাদেরো ভাসাচ্ছেন।
সমস্যাটা হলো তার তো বাপু মাপের হিসেব আছে, ফাঁকে আমরা নাট-বল্টু স্ক্রু'রা অতলে পড়ে ঠুকাঠুকি খেলছি।

কবিরা সব নিষ্ঠুর পুতুল নাচিয়ে...

(আমারো খুব ইচ্ছে ছিলো আপু ঢামেক এ ইঞ্জিনিয়ারিং পড়ার, চান্স না পেয়ে পরে বুয়েট থেকে জেনারেল হিস্ট্রিতে বি'কম পড়েছি।)

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই,



সন্দেহ নেই শিখা রহমান আসলেই পুরোদস্তুর একজন কবিতার কৌশলী । আগুনের ফুলের মতোই তার কবিতায় আগুনের হলকা আর ফুলের কমনীয়তার দেখা মেলে। গল্পের শরীরের গাঁথুনীও তার ইঞ্জিনিয়রের মতোই মাপজোক করে করা।

একুশে বইমেলায় তার প্রকাশিতব্য বই দু'টো সফলতার ভিত গাড়ুক, এই কামনা রইলো। সব রঞ্জনদের ও তাদের প্রেমিকাদের হাতে হাতে ঘুরুক........................

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সন্দেহ নেই শিখা রহমান আসলেই পুরোদস্তুর একজন কবিতার কৌশলী । আগুনের ফুলের মতোই তার কবিতায় আগুনের হলকা আর ফুলের কমনীয়তার দেখা মেলে। গল্পের শরীরের গাঁথুনীও তার ইঞ্জিনিয়রের মতোই মাপজোক করে করা।

বাহহ,
আহমেদ জি এস যখন মন্তব্য করেন সে-ও মুর্ত কবিতা হয়ে যায় !!

'কবিতায় আগুনের হলকা আর ফুলের কমনীয়তা'......... আহা কি সুন্দর সব কথা।
এক লাইনেই বলে দিলেন সব সব কথা !!

শিখা রহমানের যে দিকটা আমার সবচেয়ে অনন্য মনে হয় তা হলো পাঠক সৃষ্টি করা। কবিতাবিমুখ মেলা পাঠককে আজকাল দেখছি প্রবল আগ্রহে কবিতায় ঝুঁকতে। চরম কবিতা বিদ্বেষি এই আমিই আজকাল হেলাল হাফিজ, রুদ্র, তাসলিমা কিংবা পূর্ণেন্দু পত্রী পড়ছি বা বুঝার চেষ্টা করছি মহা সাগ্রহে। কবিতাপাঠের এই আগ্রহ তৈরীর ষোলআনা কৃতিত্ব তার। ইদানিং কয়েকজন কবিকেও দেখেছি তাদের কবিতার ধারা বদলে ফেলেছেন শিখা-প্রভাবিত হয়ে।

তার গল্পের ব্যপারেও মোক্ষম বলেছেন,
প্রকৌশলী শিখা রহমান তার লেখনীর গাঁথনির নিঁখুত মাপজোকটা বুঝেন পাকা পেশাদারের মতনই। তিনি জানেন কোথায় বলতে হবে, কোথায় থামতে হবে আর কোথায়ই বা 'টুইস্ট' দিতে হবে। গল্পের শুরু থেকে পাঠকের চিন্তার স্রোতকে তিনি যেভাবে প্রবাহিত করেন হঠাতি সে এক ভিন বাঁক নেয়। নিমিষে গল্পটা হয়ে যায় উল্টো গতির। পাঠক পুরো চমকে যান। গল্পের এই চমকই তার গদ্যের মূল আকর্ষন! এছাড়া তারা গল্পবলনশৈলি কিংবা শব্দ মাধুর্যও অনন্য অভিনব এবং সুখপাঠ্য।

কো-ব্লগার শিখা রহমানকে নিয়ে আমরা ভীষন ভীষন আশাবাদী। সাহিত্যাঙ্গনে স্বকিয় সুদৃঢ় অবস্থান তৈরির যোগ্যতা তার আছে। প্রথম প্রকাশনাদ্বয়ের মাধ্যমেই হোক তার জয়যাত্রার শুরু।

আপনার ভাষায়,
একুশে বইমেলায় তার প্রকাশিতব্য বই দু'টো সফলতার ভিত গাড়ুক, এই কামনা রইলো। সব রঞ্জনদের ও তাদের প্রেমিকাদের হাতে হাতে ঘুরুক........................

মন্তব্যে ভিষন ভালো লাগা,
কৃতজ্ঞতা হে অগ্রজসুহৃদ।

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

রাফা বলেছেন: জেন্ডার মিস্টেক - রাফামনি না রাফা ভাই । ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরেহ,
দেখো তো কি কান্ড ছি ছি

(জীভে কামড়)

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৩

সোহানী বলেছেন: ওরে ওরে ওরে........... শিখার বই বের করা আবশ্যক। ওর লিখার মান বলো বা বিষয় বলো সব কিছুই সব কিছুকে ছাড়িয়ে যায়। খুব আগ্রহ নিয়ে আছি পড়ার জন্য। শুভকামনা শিখা।

আর কি করি, তোমারতো সবে শুরু... আরো অনেকেই এ লিস্টে আছে। সবারগুলোই এক এক করে লিখবা :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: ওরে ওরে ওরে........... শিখার বই বের করা আবশ্যক। ওর লিখার মান বলো বা বিষয় বলো সব কিছুই সব কিছুকে ছাড়িয়ে যায়। খুব আগ্রহ নিয়ে আছি পড়ার জন্য। শুভকামনা শিখা।

'স্নো হোয়াইট' যা কয়েছে
পুরোপুরি একমত;
তুমিও কম না ওহে
লেডি অফ হেকমত। :-B

আর কি করি, তোমারতো সবে শুরু... আরো অনেকেই এ লিস্টে আছে। সবারগুলোই এক এক করে লিখবা :)

যদ্দিন বই বের
না করেছো নিজে;
লিখবোনা লিখবোনা
লিখে হবে কি যে? B:-/

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৮

শামচুল হক বলেছেন: অভিনন্দন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অভিনন্দনের উষ্ণতায় কবি নিশ্চয়ই আপ্লুত হবেন

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। :)

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: শুভ কামনা জানাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে কি মিষ্টিরে,

আপনাকেও শুভেচ্ছা। :)

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

শায়মা বলেছেন: হা হা রাফা ভাইয়া!!!!! :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কান্ড কি হলো গুরু
ছি ছি সে কি লজ্জা;
আপুই ভেবেছি তারে
ধ্যাত্তেরি ধূৎ যা। X((

৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: শিখা রহমানের বই !! দারুণ ব্যাপার !!
অনেক অনেক শুভ কামনা শিখা , ভালোবাসা রইলো।

আগুণের ফুল , রঞ্জনের প্রেমিকারা আর লেখাজোকা সংকলন সব গুলোর জন্যই শুভ কামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: শিখা রহমানের বই !! দারুণ ব্যাপার !!
অনেক অনেক শুভ কামনা শিখা , ভালোবাসা রইলো।


আরেহ,
কবি সম্রাজ্ঞি যে !!

দারুন সে বটেই, অনলাইন তোলপাড় করা কবি মলাটবন্দি হয়েছেন। কিছু একটা তোলপাড় যে হবে সে আমি-তুমি জানিই জানি। কবি শিখা রহমান সবার আগে যে আমাদের শিখা রহমান। দু'চারটে একুশে কিংবা স্বাধিনতা পদক যখন তার ড্রইংরুমে শোভা পাবে তখনো সে আমাদেরি শিখা রহমান। সে-ই ভেবে আজ কদিন আমার মাটিতে পা পড়ছেনা মাইরি।

কবিতরে ভালোবাসা,
তোমাকেও....... :)

তোমারও যে মলাটবন্দি হওয়া উচিৎ এ কথা কি বিটিভির খবরে প্রচার করতে হবে ???

৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৫

নতুন নকিব বলেছেন:



আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই পোস্টটির মাধ্যমে কবি শিখা রহমানের প্রকাশিতব্য বই সম্পর্কে অবহিত করায়। তার লেখা হৃদয় ছুঁয়ে যায়।

সাফল্য কামনা করছি তার। তার প্রতিটি বই পাঠকপ্রিয়তা পাক, কামনা অনিঃশেষ।

আপনার শব্দচয়ন অনন্য।
মাইরি!
জিভে কামর!
আরও কত কি! দারুন সব মন্তব্য প্রতিমন্তব্য পড়ে বিমোহিত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাফল্য কামনা করছি তার। তার প্রতিটি বই পাঠকপ্রিয়তা পাক, কামনা অনিঃশেষ।

হৃদয়ের সমস্ত শুভ কামনা প্রিয় কবিতরে..........

আপনার উচ্চ রুচিসম্পন্ন ও মাধুর্যময় শব্দালংকার সমৃদ্ধ অভিধানের কাছে আমারখানি নীলক্ষেতের চটি বৈ কিছু নয়।
নির্লজ্জ বলে ভূবনখ্যাত এই আমিও লালে লাল শাহজালাল হলেম। :`>

হৃদগ্রাহি এ মন্তব্যখানি খেয়ে ফেলতে মন চাইছে।

অনেকদিন পরে এলেন আমার পোষ্টে। মেলাদিন ছড়ার খেলা খেলিনে। কাকু বিষয়ক কিছু একটা হয়ে যাক, কি বলেন? :P

মন্তব্যে ভীষন ভীষন ভালো লাগা,
শুভকামনা নিরন্তর!!

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

সামিয়া বলেছেন: প্রিয় আপুকে নিয়ে দুর্দান্ত প্রতিবেদন-------------

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি,
মধুমাসে এ কাকে দেখছি লো !!

আধা লাইনের তুখোর কমেন্টখানিতে দুর্দান্ত ভালো লাগা....
ইতি,
ময়নার মামু ;)

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪১

রাবেয়া রাহীম বলেছেন: অভিনন্দন শিখা রহমান । আমিও যাচ্ছি বই মেলা উপলক্ষ করে। আশা করছি আপনার সাথে দেখা হবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাহ,
মহাকবি তরে কবি শ্রেষ্ঠার অভিবাদন !!

আহা মধু মধু,

দু'কবির মাঝে নিজেকে কল্পনা করতে কি যে সুখ ওরে.......

৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: দিকে দিকে চর্চা , আমি নাকি সব অবস্থায় তোর পক্ষে থাকি ;)
ভাবছি আজ কি করি কে , কী যে করি !!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জ্বলছে জ্বলুক জ্বললোই বা
ওয়াক্ত সে কোথা দেখার;
পক্ষে সে মোর থাকবেই তো
বোন যে আমার একার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.