নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

আবরার বোকাটা !

০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩০



বড় কি হলিরে হাওয়ায় ভেসে
খেয়েছিলি শুধু ঘাস?
হীরকের দেশে স্বপ্ন সে দেখে
আকাশটা ছুঁতে চাস!

আকাশ সে ছুঁলি শ্যাষম্যাষ ঠিকি
স্বপ্নের টেনে রাশ;
কাঁদালিই মিছে দুখিনী মা'টারে
পিতার কাঁধের লাশ!

বোকাটা জানে না এখানে যত যা
অথর্বদেরই বাস;
বলাও যাবে না,শোনাও যাবে না
শুধু নেয়া যায় শ্বাস!

বোকাটা জানে না কনডেম সেলে
থাকেনা দরোজা-জানলা;
কয়েদী তোতার বলার নিয়ম
তালে তালে 'জয় বাংলা'।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরা ঘৃনা করেছিল স্বাধীনতার অমিত তেজ
নতজানুতায় ভারত পূজোয় টনতে চেয়েছিল রেশ!
ভাগ্যের কি পরিহাস
আজ কোটি মানুষের সহমতে অক্ষয় সেই স্ট্যটাস!

তোরাই হলি ঘৃনিত কাপুরুষ
ভাদাকার তোরা দেশদ্রোহী শেষমেষ
ছি:
কত ঘৃনা দেখ জাতির মনে তোদের তরে হলো কি হুশ?


মরে গিয়ে তুমি হলে অমর আবরার
মিথ্যে চেতনার মূলে তুমি মারলে কুঠার
বু আজিজি মরে গিয়ে বাঁচিয়ে দিয়েছিল দেশ
তোমার মৃত্যুতে জেগেছে দেখো কোটি প্রাণ অবশেষ।


০৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্যিই কেউ জেগেছি?
না ছাগশিশুর ৩নং যথা
মিছে লম্ফেই রেগেছি?

কি দরকার অই দাবড়া'র?
বিশ্বজিৎ আর ত্বকির সনে
লিস্ট বেড়ে হলো আবরার!

বড় বুলি আর ঝেড়ো না,
ভাতিজা-ভাতিজি হচ্ছে বড়
ইয়াতীম করে ছেড়ো না।

সব কথা কয়া মানা,
জনপ্রিয়তার শীর্ষেই বলে
ওরা তিনবার টানা!

লম্ফে বলো কি ফায়দা?
তার'চে চলো বিলীনেই খুঁজি
সম্রাট হবার কায়দা।

তুমি না র'লেই বাচ্চা!
আজো বুঝলেনা অমোঘ নিয়তি
সারে জাঁহাসেই আচ্ছা।



২| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত জঘন্য ঘটনা। অবশ্যই বিচার চাই।

০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রশাসন আর টিচার
'জ্বী স্যার' 'জ্বী স্যার' দ্বিচার
কে করবে কার বিচার?

৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: অমানুষিক টর্চারে বোকাটা মা বাবাকে কাঁদিয়ে চলে যেতে বাধ্য হলো।

বোকাটা দিয়েছে প্রাণটা অকাতরে
যালিম খবিশদের কাছে
সোনার দেশে, কলেজ ক্যাম্পাসে
যালিমদের দরকার কি আছে?

শিক্ষক কেন হতে চায় আজ
যালিমদের রক্ষা কবজ?
ভেবে ভেবে মুই দিশেহারা হই
মাথায় পড়ে যেনো বাজ!

০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানতো না বোকা প্রথা
বলতে নেই যে কথা;
বলেই বুঝালো বাছা
হেথা এক মুখ-পা.. ।

শিক্ষক আবার কিরে?
খায় নাকি পিন্দেরে?
রুপকথা যত গল্প!
চুপ খোকা,কও অল্প।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছেতনাবাজরা আজ কই?
হাকা আর কবা আজ মন্তব্য করেনা ক্যারে ?!!

০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার-আমারই যা ভয় তো
ওদের কে কি বা ক্য় তো?
খুঁজেই দেখো না হয় তো
ক্যাসিনো তে ওরা নয় তো?

৫| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

অব্যক্ত কাব্য বলেছেন: লিখাটা বাস্তবতা ও প্রতিবাদের স্বরূপ।
আপনিই কি জেসন?

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ***
অথর্বদের ওসব সাজেনা
প্রতিবাদ মেলা ভারি;
আমরা কেবল মিউ মিউ কেঁদে
আহাজারিই যত পারি!

জেসন মালটা কে কও দিনি
চিনছিনে তারে,সরি,
ভেবেই না পাই বুঝছো না ক্যান
হেথা আমি 'কি করি'!

৬| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৬

সোহানী বলেছেন: আমি ঘৃণা করি এ অস্থির সমাজকে, আইনহীন রাষ্ট্রকে, বিচারহীনতাকে.......।

আর কতকাল আমাকে এ ধরনের মৃত্যু সহ্য করতে হবে????

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কতকাল আমাকে এ ধরনের মৃত্যু সহ্য করতে হবে????

আমরা কেবল এটুকুনই পারি
অথর্ব মনে ঘিন;
এই বেশি না 'ওয়েট' করো আর
প্রজন্ম দুই-তিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.