নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
লেডিস এন্ড জেন্টেলম্যান
সাথে কচি-কাঁচা চ্যাংড়া;
ভুত-প্রেত এন্ড আধো মরারাও
নিহত-আহত ল্যাংড়া।
মাঝে মাঝে ভারি হা হুতাশ লাগে
তোমাদেরও দেবো দোষও না;
যারা যারা সবে 'কিচ্ছু' জানো না
তাদেরই তরে এ ঘোষনা।
শুনো শুনো বলি রূপকথা নয়
সামুতে ছিলো সে দিনও;
কারও ব্লগ পাঠে হুটোপুটি হতো
আসিতো পরীরা, জ্বীনও!
লেগে যেতো প্রায়ই মারামারি অতে
খুনোখুনি ছিলো নিত্য;
কে যে কবে কাকে কিভাবে মারবে
ক'টা লাশে কারা জিততো?
বুড়ো মারে বুড়ি খুকু মারে খোকা
এডমিনও যেতো জড়িয়ে;
গায়েবি কোথাও শোনা যেতো খুব-
খিঁক খিঁক হেসে গড়িয়ে!
আসছি রে বাবা সে পথে আসছি
তাড়াহুড়ো মানে শয়তান;
শয়তানও তারে 'বস' মানে পিছে
ইবলিশে মাথা কয়খান?
'বস' না মানার কারণও কি আছে
কিসে নয় তিনি পটু?
টেটনার রাণী অতি জ্ঞাণে জ্ঞাণী
মোলায়েম এবং কটু।
বশ্যতা মেনে যদি পাশে থাকো
তারচেয়ে ভালো হয় না;
মায়ায় রাখে সে ছায়ায়ও রাখে সে
ট্যাঁও-ফ্যাঁও তার সয় না।
গুণের কথা তো বলে ফুরোবে না
একটানা দুইমাসে;
নখদর্পনে ষোলখানই কলা
আঁটিয়াছে অনায়াসে!
বাবা-চাচা তিনি মামা-খালু তিনি
তিনি মাসী-পিসি দাই'মা;
তিনি মহারাণী 'সামু এ আজম'
'হার হাইনেস' শায়মা।
এই যে এতটা বকবক হলো
এঁকেছিও কত 'সীন';
আজ রাণীমা'র 'বাড্ডে-
আজ রাণীর জন্মদিন।
আজ জমকালো আজ চমকালো
আজ রাঙ্গা সামুবিশ্ব;
এই তো সুযোগ চ্যাংড়া যত যা
হয়ে যাও তারই শিষ্য।
বাজে ঢাক আর বাজে যত বীন
বুকে ঢিপঢিপ চির অমলিন;
প্রিয় 'ডাইনিপু' প্রিয় 'গুরুমাতা'
হৃদে রিনরিন 'শুভ জন্মদিন'।
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: না লিখে কি উপায় আছে
ফোনে যা যা দিলো 'থ্রেট';
এইটা লিখবি ওটাও লিখবি
লিখবি আমি যে গ্রেট।
আমিও লিখেছি আমারই মত
করি নাই মাথা নত;
কাটুক পিষুক ছিলুক মারুক
ডরাই নাকি রে অত?
রিপ্লাইও সে হে নয়া কি বা দেবে
আমারে দিয়েই লেখায়;
হামেশা আমিই লিখি তার পোষ্ট
কার ফল ব্লগে কে খায়?
২| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনার মাধ্যমে শায়মা বনিকে পয়দা দিবসের শুভেচছা ,"শুভ পয়দাদিন বনু"।
কবিতা বড়ই সৌন্দর্য হয়েছে । এর জন্য +++।
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
থ্যাঙ্কিউ ভাইও মনু,
তারে বুঝি ডাকো বনু?
৩| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৬
সাসুম বলেছেন:
আপ্নার কবিতা সুন্দর অইছে খুব! পেলাস ।
একটা জন্ম দিনের শুভেচ্চার ইস্কিন শট দিলাম শায়মাপুর জন্য । হাহাহহাহাহ
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার নামেরই মত,
হাসির ছিলো না অত।
তবু এলে আমি ধন্য,
ব্লগার ভাইয়েরই গণ্য।
৪| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন:
শায়মা আপুর শুভ জন্মদিন
নাচো সবাই ধিতাং ধিতাং ধিন।
মিষ্টি বাটো আর কেক কাটো
কেক যেন না হয় ছোটখাট।
এমনিতেই উনি নাচুনে বুড়ি
তাই দিও না কেউ ঢোলের বারি।
খুশিতে নাচে গরু, ছাগল, ইদুর, বেড়াল ব্যাং
শায়মা আপু নাচতে গিয়ে ভাঙ্গে না যেন ঠ্যাং।
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
নামের মর্ম বের করি গুনে গুনে,
জন্ম তোমার চুয়াত্তরেরই জুনে।
এও হতে পারে চুয়াত্তরেই বিয়া,
কত ফিতনা রে তোমার এই নাম নিয়া!!
৫| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫১
দেয়ালিকা বিপাশা বলেছেন:
শুভ জন্মদিন শায়মা আপু। অনেক অনেক শুভকামনা রইল।
কবিতাটি দারুন হয়েছে।+++
- দেয়ালিকা বিপাশা
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
কবিতাটা সে না নিজেই লিখেছে
আমারে বলেছে পোষ্ট কর;
বডিগার্ডরেও অর্ডার দিয়েছে
পোষ্ট না দিলেই রোষ্ট কর।
ইয়া মোটা দুটি মুসকো জওয়ান
হাটে ছুরি-গদা লয়ে;
মানুষই তো আমি পশুটশু না তো
দেই পোষ্ট ভয়ে ভয়ে।
৬| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০৪
তারেক ফাহিম বলেছেন: শুভ জন্মদিন অপুমনি।
আগত দিনগুলোতে আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
ছড়া বরাবরের মতই সুন্দর হয়েছে।
উভয়ের জন্য শুভকামনা।
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
বরাবর আমি ছড়া লিখিয়াছি
কই পাইয়াছো তথ্য?
তোমার হলো না আর চেঞ্জটেঞ্জ
মিছের স্বভাবই যত্ত!!
৭| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন প্রিয় আপুনি। তোমাকেও ধন্যবাদ সুন্দর ছড়া উপহার দেয়ার জন্য।
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ওরে ছবিসোনা চান্দেরই কণা
ওরে রূপকথা কেচ্ছা;
ওরে বুলবুলি তোমাকে কি ভুলি
জন্মদিনের শুভেচ্ছা।
পোষ্টখানা আমি তোমারেই লিখি
শায়মাই দিলো বাঁধা;
গলা টিপে কয় আমারে লিখবি
ছবিরে কইবি আধা!!
আমি কম ত্যাড়া? তোমারই প্যায়ারা
প্রতিবাদে কই নেভার;
আমি কি ডরাই? কে রুখে আমারে
যার প্রাপ্য যা দেবার।
৮| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৯
শায়মা বলেছেন: যাক অনেকদিন পর সব পুরানো পাপী না না পুরান পাপী না পাপী এবং অপাপবিদ্ধদের দেখা যাচ্ছে।
অপাপবিদ্ধ আমার ফয়সাল ভাইয়া.......
আর সর্বকালের সর্ব শয়তান, পাঁজীর পাঝাড়া পাপীদের পাপী আমার কি করি আজ ভেবে না পাই ভাইয়ামনিটা।
দাঁড়াও ক্লাস শেষ করে আসি তারপর কবর থেকে খুঁড়ে বের করা নেফারতিতির ছবি দিয়ে পোস্ট দেবার মজা বের করছি!!!!!!
ডাইনী যে কারে বলে দেখিবেক সবে
ফিরে আসি ক্লাস থেকে তারপর হবে
এক হাত দুই হাত দশ হাত দিয়ে
ধরে গলা যাবো তোরে দোযখেতে নিয়ে!!
বস মানে শয়তান? ইবলিশও মানে হার!
আহা তুমি নতুনেরে কত ধোকা দেবে আর!
আমি মোলায়েম কটু আর তুমি সাধু?
জানে না জানে না তারা তুমি এক আদু।
গুরু মারা বিদ্যার তুমি ঝানু শিষ্য
জানাইবো সব লোকে জানিবেক বিশ্ব!!!!!!
তারপরও খুশি হনু রাখিয়াছো মনে
এই ডাইনীকে তুমি হৃদয়ের কোনে।
লাভ ইউ ভায়ামনি লাভ ইউ অলওয়েজ
থেকো তুমি এমনটি সিধা করিওনা লেজ!!!!!!!
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দাঁড়াও ক্লাস শেষ করে আসি তারপর কবর থেকে খুঁড়ে বের করা নেফারতিতির ছবি দিয়ে পোস্ট দেবার মজা বের করছি!!!!!!
ছবিটা এ্যাডের আগে আচানক
কেউ ডাকে 'হেই কাম মি';
পাশ ফিরে দেখি ডাকিছে হাঁপিয়ে
রাবেয়া রাহীম ঠাম্মী!
কসম চুলের কসম কানের
কসম আমার জামার;
ঠাম্মী না কয় এ ছবিই দিবি
কসম জানেনা থামার!
এত করে যদি কয় বয়েসি'রা
পারা যায় কথা না মেনে?
ছবিতে বা কও কিবা এসে গেলো
তোমারে হেথা কে না চেনে?
ডাইনী যে কারে বলে দেখিবেক সবে
ফিরে আসি ক্লাস থেকে তারপর হবে
এক হাত দুই হাত দশ হাত দিয়ে
ধরে গলা যাবো তোরে দোযখেতে নিয়ে!!
ক্লাস ক্লাস বলে মিছে অজুহাতে
আর কত দেবে ফাঁকি?
এই অজুহাত মেলা পুরনো হে
শুনি আর হেসে থাকি।
বস মানে শয়তান? ইবলিশও মানে হার!
আহা তুমি নতুনেরে কত ধোকা দেবে আর!
আমি মোলায়েম কটু আর তুমি সাধু?
জানে না জানে না তারা তুমি এক আদু।
আদুভাই মানে সেই বারে বারে
একই ক্লাসে পড়া গল্প?
আমারে তোমারে মেলালে কি হবে
তুমি ওল্ড আমি অল্প।
গুরু মারা বিদ্যার তুমি ঝানু শিষ্য
জানাইবো সব লোকে জানিবেক বিশ্ব!!!!!!
জানাবার আর রেখেছো কি বাকি
বদনাম করে করে;
আমার দুঃখে গিয়াস লিটনও
আজও কাঁদে সুরে সুরে।
তারপরও খুশি হনু রাখিয়াছো মনে
এই ডাইনীকে তুমি হৃদয়ের কোনে।
লাভ ইউ ভায়ামনি লাভ ইউ অলওয়েজ
থেকো তুমি এমনটি সিধা করিওনা লেজ!!!!!!!
না লিখিলে তুমি রাখিতে আস্ত-
ডর-ভয়ই হেথা মুখ্য;
আমার 'লাভিউ' ছন্দেই মিশে
খুঁজে নিও পাবে সুক্ষ।
৯| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৯
ইসিয়াক বলেছেন:
এক চোখা কবি তুমি শায়মাপুকেই দেখো!
ছবি আপুরও জন্মদিন আজ তার খবর রাখো?
বেআক্কেল কবি তুমি বড় নচ্ছার দুষ্ট
এমন একচোখার প্রতি হয়েছি আমি রুষ্ট।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহারে সোনাটা ভাবখানি যেনো
মোর চেয়ে তারই ঠ্যাকা;
ছবির আজ জেনো বাড্ডেটি নয়
সনদে সে ডেট লেখা।
নইলে আমার চেয়ে বলো বেশী
কে সে ভালোবাসে ছবিরে?
ছবি বুলবুলি ছবি টুনটুনি
ছবি চান-তারা-রবিরে।
১০| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন: শুভ জন্ম দিন শায়মা আপু।
অনেক অনেক শুভেচ্ছা সহ শুভ কামনা রইলো।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার উইশটুইশ পাঠিয়ে দিলেম
যদি চোখে পরে তার;
সে না ক্লাসে বিজি জোর করে নেয়
গিফট করে টর্চার!!
১১| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৭
নীল আকাশ বলেছেন: সাথে কচি-কাঁচা চ্যাংড়া;
ভুত-প্রেত এন্ড আধো মরারাও
নিহত-আহত ল্যাংড়া।
শায়মা আপুর পাল্লায় পরলে এরা সবাই মানুষের মতো মানুষ হয়ে যাবে।
শায়মা আপুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কথা না ঠিকই
তবে একটুশ আছে ভুল;
মানুষই না মিশে ভুতটুত হয়
এই-ই শায়মার রোল।
১২| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০০
নীল আকাশ বলেছেন: এখন বলুন আপনি কেমন আছেন?
কিছুদিন আগে আমি অনেক চেষ্টা করেছিলাম আপনার শারীরিক অবস্থার খোজ নেয়ার জন্য।
ব্যর্থতা আমার, আমি কোন তথ্যই জোগাড় করতে পারিনি। ব্লগের বাইরে আমার পরিচয় আপনি জানেন। পারলে আপনার সাথে কীভাবে ব্লগের বাইরে যোগাযোগ করতে পারবো জানাবেন। আমার খুব ভয় লেগেছিল আপনাকে নিয়ে।
ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন; সব সময়।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি না লোকটা সুইট-
গুড়মাখা পিঠেপুলি;
আমিও তোমাকে প্রায় প্রায় ভাবি
কি করে তোমাকে ভুলি?
ছবিকে তো আমি কতবারই বলি
নীলাকাশ মোর ভাইডি;
চেয়ে চেয়ে মরি তবু দেয়না সে
তোমার ফেবুর আইডি।
লাগবে না ছবি মিছে আজগুবি
খুঁজে নেবো আমি একাই;
তুমি কি ভাইয়ু কাফকো'তে আছো
হতে পারে মে বি দেখাই।
১৩| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৫
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন সুপ্রিয় শায়মা। নিরন্তর শুভকামনা তোমার জন্য। আজকে দিনে কাজের ফাঁকে ও কি আনন্দ।
কিসব আবোল তাবোলও সাথে জুড়ে দিয়েছেন। যাইহোক শায়মা কিন্তু লক্ষী মেয়ের মতো সুন্দর কমেন্ট করেছে। আপনাকেও শুভেচ্ছা পোস্ট দিয়ে শায়মামণির জন্মদিন স্মরণীয় করে তোলার জন্য।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শাহজাদা তুমি প্রেমে অন্ধ হে
ভুলটুল চোখে পড়ে না;
আমি সাচ কই ভয়টয় কিসে
বুক ধুকপুক করে না।
এই যে তাহার সব মিঠে লাগে
এই যে ভেবেছো লক্ষী;
আহারে জানো না মায়াবিনী কত
জানো না ঢঙ্গীর ঝক্কি।
১৪| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৬
রানার ব্লগ বলেছেন: আচ্ছা তাই নাকি
শুভ জনমদিন শায়মা !!!! একদিন একটু নিখুত না হয়ে দেখুন অনেক শান্তি লাগবে !!!
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি দেখো তারে নিখুত-টিখুত
আমি দেখি শুধু খুত খুত;
তুমি দেখো পরী আমি ভুত ভুত
তুমি হকি আমি কুতকুত।
১৫| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২১
স্প্যানকড বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপু । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে তো তরতাজা সে তো নীরাপদ
সে তো আছে মহাসুখে;
যাকে সে ছুঁয়েছে তার ঘাড়ে শনি
কেঁদে কেঁদে মাথা ঠুকে।
১৬| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩২
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই,
শায়মার জন্মদিন ?
ছড়ায় তাক ধিনা ধিন
বাজালেন ঢাক
দিয়ে হাক ..........
শায়মাকে জন্মদিনের শুভেচ্ছা।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
প্রায় প্রায় ভাবি
ছড়ার ভুবনে ধরা কার?
হাম ক্যায়া চীজ
তুমিই প্রকৃত ছড়াকার।
১৭| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:
প্রচ্ছদের ছবিটা দেখে সেদিনের সায়মা'পুর কথাই মনে বাজে
কেমনে গুণীদের ভিরে জানাই তাঁরে এ শুভ জন্মদিনের সাঁঝে ।
শুভ জন্মদিনে সেদিনের কিশোরি কবি কি ভাবছে না জানি
ভাবের কথা তাঁর দুদিকেতেই যায় যেন পালের নৌকাখানি
বাতাশের অনুকুল কিংবা প্রতিকুল সমান তালেই সে চলে
লেখালেখি করে চলে আলো কিংবা ঘন আঁধার নিশিকালে।
তাঁর আঁকাজুকি, লেখা আর ছবি দেখায় আসলেই সে এক অপ্সরী
অলস সন্ধায় যদিও নিভু জ্বালে তাঁর ভাতের হাড়িতে উতলায় মার
খোলা পাখা, উড়ে যেন মেঘ বলাকা, ঘোরে ব্লগের শাখায় শাখায়
চোখে আশাবিদ্যুৎ, যেন কোন মেঘদূত,ভেসে চলে দুর অজানায়।
সুন্দর নীড়ের পাখি চঞ্চলকায়া,ভোরের শিশির হিমকণা
নদীর তীরে কখনো বা বসে রয় একাকিনি উদাস নয়ন
কখনো বা চেয়ে দুরপানে, কখনো বা বসে রয় অকারণ
দুর হতে ভেসে আসা কারো গানে মন করে আনচান ।
ঘরে ফিরে পানির টেপ ছেড়ে মগ বালতি ভরে গেলে
ক্লান্ত দেহ শান্ত দিঘির জলে থির হয়ে রয় কমল দলে
ভাবনায় আসে ফেলে আসা দিনের সুখ স্মৃতি কল্পনা
খুঁজে ভালবাসার আবেশ, কিছু চেনা সুখ, কিছু সম্ভাবনা।
দখিনা হাওয়ায় ওড়ে কালো কুন্তল , মেঘ রোদ্দরের মত মুখে হাসি
চোখে হাসি রিমিঝিমি নাচে দেখে মনে হয় যেন গাইছে বারমাসি
মনে মনে ভাবে জনমদিনে সামু তলায় যবে সকলে নিবে তার নাম
তার গান গাইতে গিয়ে ক্ষনিকের তরে নেয় যেন তোমারো নাম ।
নীল গগনে সেই যে উঠেছিল চাঁদ, ছিল আকাশ ভরা অনন্ত আশা
আজ সে দিন বদলের পরেও তাঁর মনে নেই তেমন কোন হতাশা
আজো নীল ফিতে বাঁধা বেণী দুটো তার ভিজেনা,দেখে তা চোখ বুজে
আর ন’টার সাইরেন শুনে সাজু গুজু করে ছুটে চলে একাডেমির কাজে।
সায়মাপুর জন্ম দিনে রইল শুভেচ্ছা
আর আপনার প্রতি রইল ভালবাসা
কামনা করি নিয়মিত এখানে এসে
খাসা ছড়া লিখে থাকুন হেসে হেসে।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ইয়া খোদা তুমি সহায় হও গো
দ্যাও মতিগতি দ্যাও পথ;
আলী'দা ফেলেছে একি মুসিবতে
রিপ্লাই-ই দেয়া কেয়ামত!!
একি কহিয়াছো একি লিখিয়াছো
মাথা ঘুরে আমি টলি;
মোটামুটি তুমি লিখেই ফেলেছো
বার্থ-ডে গীতাঞ্জলী!!
এই কবিতার রিপ্লাই হয়?
হয় শুধু নমঃ ভক্তি;
আমি না বরং দুধ খেয়ে আসি
বাড়াই ছড়ায় শক্তি।
১৮| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৭
ডঃ এম এ আলী বলেছেন:
উপরের মন্তব্যের ঘরে
সায়মা হবে শায়মা
ভ্রমের জন্য দু:খিত
সংশোধের উপাই নাই
একথা সামুকেও জানাই ।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভ্রম কে দেখে হে
গাহিয়াছো যা না রক গান;
এ গান শুনেই উদাসি শায়মা
তিনমাস রবে অজ্ঞান।
আমি না বরং তোমাকে নিয়েই
বেশ টেনশানে আছি;
সাবধানে থেকো সেলিম ভাইয়া না
আছে খুব কাছাকাছি।
১৯| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো। আশাকরি এখন সুস্থ আছেন।
সুন্দর ছড়াতে শায়মাপুর জন্মদিন পালন রীতিমতো উপভোগ্য হয়েছে।++
ধন্যবাদ আপনাকে। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় আপুকে।
নিরন্তর শুভেচ্ছা আপনাদেরকে।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার সাথেও মেলা-
পরে দেখা হলো;
এই আছি বেশ, তুমি-
কেমন আছো বলো?
২০| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা হয়েছে।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এ যে দেখি আমাদেরই মহামতি নুর!
সেই ভোলাভালা আর সেই মিঠে সুর!!
২১| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৯
হাবিব বলেছেন:
বার্থডে তে কেক নাই খালি মুখে রই
চিড়া গিলি পানি দিয়ে পেলুম না দই
উইশই যদি করো কেন এত ঝগড়া
শায়মাপু এক পুরি তুমিও যে ছোকড়া
সারাক্ষণ লেগে থাকো একে অন্যের পিছে
কাব্যেও ছাড়লেনা, মজা পাবে আসতেছে!
তেড়ে আসে শায়মাপু বটি দা বাম হাতে
ফেসবুকে লাইভ হবে কোপাতেই কোপাতে
ভুলে যাই ঝগড়াটা জন্মের এই দিনে
কেক না হয় পরে খাবে হাট থেকে কিনে
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
শুধু বটি? ডাইনির-
কত তরো ভেক;
জান নিয়া টানাটানি
তুমি খুঁজো কেক!!
২২| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫৭
শেরজা তপন বলেছেন: দুনিয়ার সবাই বলেছে চেহারার মধ্যে মহা শয়তানির ছাপ।
বিশ্বাস করো আমার মাও বলেছেন, তুই যে এত হিংসুটি শয়তান বাপরে!!! তোর সাথে কে লাগবে!
এখন তুমিই বলো শয়তানরা কি উজবুক হয় বলো?
~ আমার শেষের পোষ্টে শায়মা আপুর মন্তব্য!!!! যে নিজেকে নিয়ে খোলা মনে এমন কথা বলতে পারে সে আর যাই হোক অতি উঁচু দরের মানুষ নিশ্চিত! সামু ব্লগে যে মানুষ হাসি ঠাট্টা গল্প কবিতা দুষ্টুমি( শয়াতানি ) তে মাতিয়ে রাখেন তিনি আমাদের শায়মা আপু। ফের হাসতে হাসতে কারো মুখের উপর কোন রাখ ঢাক না রেখে উচিত কথা বলে দেন- আন্তরিকতা আর ভালবাসা মিশিয়ে একধাক্কায় তুমিতে নেমে এসে বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে ফেলেন তিনি আমাদের শায়মা আপু। আর জ্ঞান বুদ্ধির কথা নাইবা বললাম- বাঘা বাঘা ব্লগারেরা তার বিজ্ঞতা দেখে টাসকি খায়!
আমাদের অতি প্রিয় সেই শায়মা আপুর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। যুগ যুগ জিও আপু!
আপনার ছড়ায় তাঁর পুরো চরিত্রটা এক ফ্রেমে বেঁধে ফেলেছেন। দারুন লিখেছেন।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা ভায়া বোকা
ধোকা খেলে ধোকা;
শয়তানিতেই তারে
যায়নিকো রোখা।
ক'টা দিন থাকো
আর জানো চেনো;
পাবে টের অত কথা
কহিয়াছি কেনো?
২৩| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৩
শায়মা বলেছেন: হা হা হা সবার মন্তব্য পড়ে আর তোমার উত্তর দেখে হাসতে হাসতে মরেছি।
আমি তো মরেছি তুমিও এবার মরো।
মানুষের ঘাড়ে দোষখানি দিয়ে মিছে বদনাম করো।
রাবেয়া ঠাম্মী না???
মিছা কথার আর জায়গাটা পাও না!!!
তোমারে চিনি না এই বোকা নাকি আমি!!!!
তোমারে চেনেনি তোমার অন্তর্যামী!!!!!!!
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ঠাম্মীরই মতো বলে ঠাম্মীই সাধি,
তোমার ভাতিজা তারে কবে পরদাদী।
জীবনে ঐ একখানি করিনিকো ভুল,
হয়নি হয়নি বলা মিছে এক চুল।
মিশেও তোমার সনে গুন ধরে রাখি,
তাই তো বয়েসি যিনি ঠাম্মীই ডাকি।
২৪| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৭
শায়মা বলেছেন: শেরজা তপন ভাইয়া লাভ ইউ লাভ ইউ লাভ ইউ!!!!!!!!!!!!
শুধু লাস্ট লাইনের জন্য।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এংগ্রী বার্ডটি হলে মিছে অকারণে,
সত্যি কথা তো বলে শেষেরই চরণে।
২৫| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:০৩
একলব্য২১ বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপু। শায়মা আপুকে নিয়ে ছড়া লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
লেখার ইচ্ছে কি ছিলো
গলে ধরে ছুরি;
মেরেই ফেলতো প্রায়
তাই পোষ্ট করি।
২৬| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
খালি খালি জন্মদিনের শুভেচ্ছা
দিতে রাজি নই
মুড়ি অথবা খই কই?
কেক,মিষ্টি শায়মা আপু কিপটে.....
ইহ জনমেও খাওয়াবে না।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
দুনিয়ার কাছে তিনি
কিপটুশ বুড়ি,
লোক আর পাওনি হে
খুঁজো খৈ-মুড়ি!!
২৭| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:২২
চাঁদগাজী বলেছেন:
উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা।
প্রতি জন্মদিনে উনার বয়স ১ বছর করে কমছে!
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
আরে এ যে কাকু মেলা দিন পরে
কেমন আছো কাকু বলো?
চোখে যে সিজার করার কথাটি
সে-ই বা কেমন হলো?
২৮| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০২
বিটপি বলেছেন: মডুদের চোখে তো আর এমনি এমনি পড়বেনা। তাই ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে আপনার ব্লগটা একটু নোংরা করলাম, যাতে প্রিয় ব্লগটা পরিষ্কার থাক। ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
অসভ্য ওটা আগেই বুঝেছি
কথার ধরন দেখে;
মডুরা কোথায়,এসব ইতর
সামুতে কি করে লেখে??
২৯| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শায়মা ম্যাডামের জন্মদিনে শুভেচ্ছা নিরন্তর। উনি সত্যিকার অর্থে এই ব্লগের অর্ণামেন্ট।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এই যে কহিলে গয়না,
তুমি ছাড়া কেহ কয় না।
কহিতেও ভায়া চাইনি,
তিনি না আসলে ......!!
৩০| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২০
মিরোরডডল বলেছেন:
প্রিয় শায়মাপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
থ্যাংকুশ মেনি সুইটি কিউটি
ওহে পুতুলিয়া আয়না;
সাবধানে থেকো উইশ পেলে তিনি
গিফটের করে বায়না।
৩১| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২২
মিরোরডডল বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা।
প্রতি জন্মদিনে উনার বয়স ১ বছর করে কমছে!
হা হা হা...... দারুণ মজার কমেন্ট
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
কাকুকে তো চেনো আমোদে ভীষন
বলেছেন রস করে;
সত্যটি হলো তাহার বয়েস
বাড়ে দশ দশ করে।
৩২| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৫
মিরোরডডল বলেছেন:
ছড়াটা বেশ মজার ।
আর আপুর ছবিটা চমৎকার !
চোখ যেনো কথা বলছে ।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
যতই বলো না আপু
কথা চেপে-চুপকে,
যত বদ শয়তানি
চোখে তার টপকে।
৩৩| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১০
শায়মা বলেছেন: মিরোরডডল বলেছেন:
ছড়াটা বেশ মজার ।
আর আপুর ছবিটা চমৎকার !
চোখ যেনো কথা বলছে ।
আহারে আপু স্বপ্নেও ভেবোনা এই ছবি চমৎকার বলে ভাইয়া দিয়েছে। সে আমার এত্ত সুন্দর ছবিটাকে ভূত বানিয়ে ঘষে মেজে রংচটা বানিয়ে দিয়েছে। ইচ্ছা করে করেছে যেন আমাকে দেখে সবাই ভয় পায়!! ভাবে আমি এমনই রংচটা!
ভাইয়ার মনে মনে কত শয়তানী তা তো জানোনা!!!!!
যাইহোক ভাইয়াকে সিধা বানাতে তাই আমাকে আবার কষ্ট করে আমার সুন্দর ছবিটা এনে দিতে হলো!
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
আমি তো দিয়েছি খাড়া ছবিখানি
ছবি তো এখানে শুয়ে!
এতো চকচকে? এনেছো সে বুঝি
সার্ফ এক্সেলে ধুয়ে?
৩৪| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৮
মিরোরডডল বলেছেন:
হা হা হা.....
আসলে ভাইয়াটা অনেক কেয়ারি ।
তোমার এতো সুন্দর ছবিটা দেখে যদি আবার কারো নজর লেগে যায়, তাই একটু ঘোলা করে দিয়েছে আরকি
এই ছবিটা অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় ......
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
কি মিছে কয়েছে ভাবো,
মিছে কয়ে কি যে লাভও?
এই ছবিখানি আগেই দিয়েছি সেঁটে,
তবু মিছে কয় কসম আর কিরে কেটে!!
৩৫| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৯
শায়মা বলেছেন: ১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৩০
লেখক বলেছেন: ...
এই যে কহিলে গয়না,
তুমি ছাড়া কেহ কয় না।
কহিতেও ভায়া চাইনি,
তিনি না আসলে ......!!
আর তুই ডাইনীর বড় ভাই
আজ আর তোর রক্ষা নাই!!!!!!!!!!!!
হাড্ডিগুড্ডি হাতুড়ি দিয়ে গুড়া করে কড়মড়িয়ে খাই!!!!!!!!!!!!
ইচ্ছা করে এতক্ষন পরে আসছো তাহা বুঝি আর আমার জানা নাই!!!!!!!
আমাকে কি এতই বোকা ভাবো নাকি হায়!!!!!!!
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবা পাইয়াছি ভয়,
কি যে কেয়ামত হয়!!
কি যে করি ভুল
তারে কি বাকি সে চেনার?
সাঁঝের পরে না
নাম নিতে নেই তেনার।
তবু ধেত্তেরি
মুখ থেকে যায় ফসকে;
সামলাও ঠেলা
প্রেতপুরীর ঐ বস'কে।
৩৬| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:২০
শায়মা বলেছেন: ১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৭০
লেখক বলেছেন: ...
দুনিয়ার কাছে তিনি
কিপটুশ বুড়ি,
লোক আর পাওনি হে
খুঁজো খৈ-মুড়ি!!
ঐ আমি কিপটুস! তাও আবার বুড়ি!!!!!!
দাঁড়া তোরে পিটাই আজ করবো যে গুড়ি!
এত দেই খানা পিনা ঈদ পূজা পাবনে
তবুও লোভ যায় না এই ছিলো তোর মনে?
এত খায় তবুও চায় খই মুড়ি দই
বার্গার পিজা কেক কই গেলো কই?
বিরয়ানী পোলাও আর ঘিয়ে ভাঁজা পরোটা
খেয়ে খেয়ে সেদিন যে বেঁজেছিলো বারোটা?
যত পায় তত চায় খেয়ে করে বদনাম
মনিটর চেটে খায় তবু করে নাতো নাম!
এত খায় তবু তার যায় নারে সাধ
সাধে কি বলে রে লোকে
কুকুরের পেটে সহে না ঘি ভাত?
১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
দেখো দেখো কিপটের
সাচ শুনে খিচ উঠে;
বিদেশী ডগীরা বাঁচে
ঘি'য়ে ভাজা বিস্কুটে।
সে যাক ডগীর কথা
কই এক কাহিনী;
ক্যান যে কয়াও সাচ
কইতেই চাহিনি।
ঈদের দিনে তো লোকে
কত করে ঘুরতি;
আমিও বেড়াতে গেছি
সাথে খানা ভর্তি।
এক হাতে পিজাবক্স
ডমিনাস বিগ প্যাক;
আরেক হাতে কিংসের
চকোলেট ফ্রেঞ্জ কেক।
সাথে আরও বিরিয়ানী
সুলতান'স ডাইনের;
মোটামুটি খরচা সে
আধা মোর মাইনের।
ছোঁ মেরেই নিলো কেড়ে
দিলো শেষে বাহানা;
জানো ভাইয়ু আসেনিকো
ছুটা বুয়া শাহানা।
বুয়া ছাড়া চলা যায়
বুয়া ছাড়া বলো বাঁচি?
ঈদের দিনটি তাই
ছোলা-মুড়ি খেয়ে আছি।
খানাগুলো রেখে যাও
এসো দিন অন্য;
রাঁধবো না মন ভরে
তোমাদেরই জন্য।
অতে কি যায়না বুঝা
কতখানি কিপটুশ?
খাবার যে নিলু এত
সাধলোনা একটুশ!!
৩৭| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫০
শায়মা বলেছেন: ভাইয়ামনি সোনার খনি আমার বাড়ি এসো।
দাওয়াৎ আমার রাজপ্রাসাদে হাতটি ধুয়ে বসো।
চোখটি বুজে আয়েস করো একটু ধৈর্য্য ধরো।
আসছে তোমার সঙ্গি সাথী খানিক সবুর করো।
ফল ফুলুরী সবই আছে তোমার প্রিয় সবই
আসনখানাও মনের মত যেমন আঁকা ছবি।
এইতো ভায়া থরে থরে রাখছি তোমার খানা
ব্যুফের নিয়ম এমন তর সবার আছে জানা।
এই এসেছে সব অতিথি, সঙ্গী সাথী তোমার
মনের সুখে তাদের সাথে এবার করো ডিনার।
লম্ফ করো তাদের সাথে খাও ফুলিয়ে গাল
এটাই তোমার প্রিয় জানি মাংকি ব্যুফে ফেসটিভাল!
১৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললে ডাঁটে ব্যুফের খানা
সকল মেন্যুই আছে;
ইচ্ছে মতন চলবে খাওয়া
যে যার মতন বাছে।
এখন দেখি ওমা!
মেন্যু দেখেই দমা!
বিস্ময়েরও হাজার শতেক
জানার ছিলো জমা!!
ব্যুফের নামে তরমুজই সব
থেঁতলে ফেনা রসে;
ভর্তি টেবিল থাই পেঁপে আর
হাইব্রীড আনারসে!
কয়টা বোধহয় ড্রাগন ছিলো
বাঁধাকপির পাশে;
সফেদা বা ডেউয়া ছিলো
দেখেই বমি আসে!
এই নমুনা ব্যুফের তোমার
এই চিনেছো ব্যুফে?
সত্যি ভারি হতাশ হলেম
আফসোসে আর উফ'এ!
কি ভেবেছি কি পেয়েছি
জানার ছিলো এ-ও?
কল্পনা আজ হার মেনেছে
এত্ত তুমি গেঁয়ো??
৩৮| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: যে বাঁদরাটা মুখ ডুবিয়ে খাচ্ছে হুমড়ি খেয়ে
আরেকজনা চেয়ে আছে উল্টো দিকে চেয়ে।
প্রথমজনা তুমি ভায়া আরেক জনা ভাবী
চোরের মত ছানাপোনা ডাকছে আয়রে খাবি।
তোমার তো নেই কোনোই হুশ আর নিজের খাওয়ায় বিজি
গপগপাগপ যাচ্ছো খেয়ে পাচ্ছো খানা ইজি!!!
১৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্যি অমন পারলে খেতে
লাগতো ভারি সুখ;
এমন গেঁয়ো জানতো কে আর
আমার কাছের লোক!!
কে না জানে সামুর সকল
তোমার আমার জুটি;
এই গেঁয়োটা সঙ্গে ছিলো
ভেবেই চমকে উঠি!
সত্যি আজও অনেক কিছুই
বাকি তোমার চেনার;
কোন চামচে কোনটা খাবে
খাবার কি কি ম্যানার?
ঠিক করেছি শেরাটনে
রেডিসন আর ওয়েস্টিনে;
তোমায় ঘুরে সব দেখাবো
একেক স্পটে একেক দিনে।
এই যে তোমার জ্ঞাণের অভাব
মগজ মেড ইন চায়না;
উদ্যোগ আমার নিতেই হবে
মুখ দেখানো যায় না।
৩৯| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন:
শায়মা আপুকে না খেপালে
খাওয়াবে তোমায় পুঁটি আর মলা।
আর যদি ঘাটাও বেশী
উনি কিন্তু টিপে দিবে গলা।
নিজে যেমন নাচতে পারে
তেমনি পারে নাচাতে।
ওনার ফাঁদে পড়লে ধরা
পারবে না প্রান বাঁচাতে।
শায়মা আপুর গানের গলা
সে যে বড় মিষ্টি।
গান তো নয় যেন
রিমঝিম রিমঝিম বৃষ্টি।
১৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক যা ছিলো শঙ্কা,
বাড়লো বুঝি সংখ্যা!
সত্যি হলো শেষে,
তুমিও গেলে ফেঁসে!
ব্ল্যাকম্যাজিকই কষে,
তোমায়ও নিলো বশে!
এই যেটাকে 'গান' বলেছো
ঐটা কি আর 'গান'?
নাঁকি সুরের মন্ত্রপাঠে
বশ করিবার 'বান'!
৪০| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: টাইম নাই তাই
এযাত্রা বাঁচিয়া গেলা ভাই।
আসছি কাল বা পরশু
কিংবা না হয় তরশু.....
আসিয়া বুঝাবো হাল
বুঝিবে ভায়া কত ধানে কত চাল!!!!
২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
বেকায়দা পরে গেলেই তোমার
সময়ের হয় ঘাটতি;
বুঝেছো শুঁকেই কটবেনা ক্ষন
অনুকূলে আর কাটতি।
তক্ষুনি ঠিক হালকা বোলের
মিথ্যে ভুলিয়ে ভালিয়ে;
'আসিতেছি' কয়ে লেজটি গুটিয়ে
শুট করে যাও পালিয়ে।
কোনকালে আর কবেই বলো হে
আমার সঙ্গে পেরেছো?
প্রতিবারে হও নাস্তানাবুদই
হেরেছো শুধুই হেরেছো।
৪১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭
শায়মা বলেছেন: হায় হায় আজ এতদিনের পরে
সময় হলো আমার।
উঠছো অনেক ভাইয়ামনি
এখন সময় নামার।
মিথ্যা কথার আসন থেকে
হিঢ়িড়িয়ে টেনে
ফেলবো কোথায় সেই কথাটি
রাখো এবার জেনে।
জিবটা টেনে লম্বা করে
ঠিক কপালের পরে
পেরেক ঠুকে লাগিয়ে দেবো
মারবো এমন জোরে।
মিথ্যা বলা সাঙ্গ হবে
ঘুচবে ছলা কলা
বন্ধ হবে জনম তরে
এমন মিছে বলা!
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৪
খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে এ ব্লগে আপনার ছড়া পেলাম। বেশ লিখেছেন। + +
আশাকরি, যথাবিহিত নিয়ম মাফিক পাল্টা ছড়াও সহসাই এসে যাবে!