নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
লোকটা নিয়ে শাসক দলের
অস্বস্তি আর যায়না;
লোকটা এমন যেদিক তাকায়
ঐ এক লোকের আয়না।
লোকটা মিশে ভোরের রাঙায়
লোকটা মিশে সাঁঝে;
লোকটা মিশে ধানের শীষে
লোকটা ধুলোর মাঝে।
লোকটা মানে রঙীন খা'বের
নতুন হাওয়ার ফাগুন;
লোকটা মানে আশার আলো
লোকটা দ্রোহের আগুন।
লোকটা মানে অথৈ ইলিশ
গোলায় ভরা ধান;
লোকটা মানে হাল ছেড়োনা
একলা হাঁটার গান।
লোকটা তো নেই নামটা আছে
নামেই সেকি গুণ;
'ঘাম ঝরেছে' 'প্যান্ট ভিজেছে'
মসনদও খায় ঘুণ!
শাসক বোঝেন গুণের কদর
বোঝেন নামের ওজন;
বোঝেন ঠিকই হয়না পাওয়া
চাপিয়ে জোরের ভজন।
শাসক আবার খুব খেলোয়ার
ফাঁকা মাঠের জোরজবর;
ঐ নামে আর যায় কি টেকা
এই কে আছিস 'খোড় কবর'।
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই তো কাকু এসছো পথে
পুরনো সেই ফ্লেভার;
জীভের চাকুর ধার যাবে না
নো নেহি এন্ড নেভার।
ভিক্ষুক হবার আগে কি রোজ
ফিনিক্স পাখীর রোষ্ট খেতে?
রোজই বুঝি মাস্তিু পার্টি
ভোদকা-ওয়াইন পেগ ট্রে'-তে?
২| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৫
হাবিব বলেছেন: সুন্দর ছড়া কবিতা
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
কাকু এবং হাকা যখন রাগে
সত্যি ছড়া ভালোটালোই লাগে।
৩| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩১
ঢাবিয়ান বলেছেন: পোস্টে ++++++
লোকটারে নিয়ে যা ইচ্ছা তাই বলা যায় মাফিয়া সাম্রাজ্যের ফাকা মাঠে।
২৯ শে আগস্ট, ২০২১ ভোর ৫:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
লোকটা ওদের সরস্বতি
লোকটা ওদের লক্ষী,
লোকটা বেচেই খাচ্ছে দেদার
আর গালিতে সুখ কি!!
৪| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধা কমান্ডার কিভাবে জামাত-শিবির রাজাকরদের ও স্বাধীনতা-বিরোধীদের নেতা হয়ে গেলো? কাউয়া কবিতা লেখার সময় আবার ফিরবে?
২৯ শে আগস্ট, ২০২১ ভোর ৫:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
কাকু তুমি কচি কাকু তুমি কাঁচা
কাকু তুমি থেকো চুপ;
মুখ তো খুলিনে মুখ ছুটালেই
বেরোবে সব ইয়া তোপ।
কাকু যত জানো তারচেয়ে 'স্ল্যাং'
আমি না এতই জানি;
চোখে তো পরেছে শোনে সে সকল
কানেও পরবে ছানি।
কাকু তুমি কচি কাকু তুমি কাঁচা
কাকু তো জানো না কিচ্ছু;
নতুন দিনের নয়া পিঁড়ি যত
তোমার চেয়েও বিচ্ছু।
কাকু তুমি 'ডোডো' 'পিগমিই' থেকো
মুখটাকে রেখো চুপ;
মুখটা ছুটালে ভারি কেয়ামত
মুখে মুখে ছুটে তোপ।
৫| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬
মাস্টারদা বলেছেন: কালারে মিললেই গু কিন্তু সোনা না
সে যাকগে, সবাই কিন্তু হাগে।
আমার নেতা, উমুক প্রধান, পাপমুক্ত
নুর-ফেরেশতা,
ভাবলেই ঠিক সমস্যাটা বাদে।
"কারো অবদান"__ অস্বীকার করিনে;
কিন্তু তোমরা যে কও ধোয়া তুলসীপাতা__মানিনে।
২৯ শে আগস্ট, ২০২১ ভোর ৫:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার মুখ তো
কাকুর চেয়েও দামী!
'হাকা' পায় লাজ
মুখ গুঁজে স্যার ট্রাম্পই!!
তর্কে কি লাভ
যে যার মতন বুঝে;
যে যার চোখেই
তার ক্যাটাগরি খুঁজে।
৬| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৪
কবিতা পড়ার প্রহর বলেছেন: এই ছড়া পড়ার বুদ্ধি আমার নাই।
২৯ শে আগস্ট, ২০২১ ভোর ৫:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
বুঝিতে লাগিবে কাকুর মাথার ব্রেইন
মাথা নয় যেনো মেট্রো রেলের ট্রেইন।
সেই ট্রেইন যেটা এখনও করেনি যাত্রা,
কাজ নেই পেয়ে সেই মগজের মাত্রা।
কাজ নেই হয়ে কাঁঠালীপাতার খেকো,
যেমন আছো ভায়া ঠিক এমনই থেকো।
৭| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৩:১৩
নেওয়াজ আলি বলেছেন: সুগভীর ভাবনা
২৯ শে আগস্ট, ২০২১ ভোর ৫:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এমন এক জাতি
নেচে নেচে খুঁজে চেতনা;
সয়না ফাঁপরও
আঁতকাইয়া কয় এত না!!
শামুক ধাঁচেরই
হুলোদের চলে রাজ;
স্বরে মিঁউ মিঁউ
মুখে টাইগার সাজ।
আয়নাতে দেখে কাউয়া তাই ওরা
বেঁধেছে ময়ুরপুচ্ছ;
নাকে চেপে বেশ টিনের চশমা
ওরা অতি জ্ঞাণী উচ্চ।
৮| ২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৫
আমি নই বলেছেন: ছড়াও যেমন হয়েছে, কমেন্টের উত্তর গুলোও জম্পেশ হয়েছে। লাইক।
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
সব যায় কয়া-
চামে যা হালকা কই;
যে বুঝে বুঝুক
আমি নেই আমি নই।
৯| ২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩১
পদ্মপুকুর বলেছেন:
ছড়া এবং পড়া
দুটোই বেশ কড়া।
গ্যালারিতে দেখতে বসি
কে কে পড়ে ধরা....
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
লোকটা জাতির নেতাকে হত্যা করে জাতিকে ভিক্ষুক বানায়ে দিয়েছে; আপনারা ভিক্ষার চাউলে শিন্নি খেয়ে কাউয়ার কবিতা লিখছেন।