নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্লীজ \'বস\' মাথা ঘামান

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৯



এইটা কি কোন যুক্তি,শেষে হনুমান কোলে কোরআন?
ঈমানি জোশের প্রিয় ভাইবোন মাথাটা খেলান-ঘুরান।

যে হিন্দু তার দেবী মা'কে করে বছরে এদিন পুজা,
হিম্মতে তার কুলোয় এ কাজ হিসেব কি নয় সোজা?

কোরআনের এহেন অবমাননায় কার কতটুকু লাভ?
কার কাঁধে যায় চাপানো দোষটি কার ক্রেডিটের ভাব?

ঘোলা জলে মাছ শিকার করার কাদের সতত চেষ্টা?
কার লাভে গুড় বৃহঃস্পতির ঘোলাটে রেখে এ দেশটা?

কাদের সময়ে এদেশে হবেই 'সাম্প্রদায়িক' দাঙ্গাটি?
হিন্দু-যবন বেঁধে গেলে রণ, কার রবি হয় রাঙ্গাটি?

কারা গুলিয়েছে চেতনার ঘোল কাদের সে পানে তৃপ্তি?
কারা হয় অতে ফুলে ফেঁপে ঢোল ললাটে বিজয় দ্বীপ্তি?

এসব কি আর রকেট সাইন্স হে পুরনো হিস্ট্রি জানো না?
হনুমান কোলে কোরআন পেলেই খুঁজে পাও অবমাননা!

ওরা তো এটাই চাইছে ওদের এই ইস্যু টেকার খুঁটি,
আমরা বাঙাল জোশের কাঙাল আর কত হবো গুটি?

সরি বস আমি মানুষই অমন দু'লাইন বুঝেছি বেশি,
ঘর পোড়া গরু বৃষ্টির আগেই মেঘ কোথা বুঝে ঘেঁষি।

প্রজ্ঞা কি নয় মেঘ বুঝে চলা আপনিও মাথা ঘামান,
'সাম্প্রদায়িক' নাম নিয়ে খেলা দৈত্যটাকেই থামান।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৩১

শাহিন-৯৯ বলেছেন:


সহজ হিসাব আমার, দেশে ধর্মভীরু মুসলিমরা কিছু প্রোগাম করবে, মিছিল করবে, আর পুলিশ গিয়ে কয়েকটা লাশ ফেলবে।
বিশ্ববাজারে বিক্রি হবে এ দেশে এখনো জঙ্গীতে ভরা আর তাদের একমাত্র দমন করতে পারে বর্তমান সরকার তার প্রমাণ লাশ!! ব্যস হয়ে গেল রাতের ভোটের সরকারে বিদেশে নিজেদের টিকে থাকার মূলমন্ত্র।

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
আফসোসটা কি জানো?
বোঝে গেছে লোকে
তাদের এই মিছে ভানও!
কেচে গেছে ঐ বাজে স্ক্রীপ্ট
সস্তা মাথার প্লানও!

২| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৭

কামাল১৮ বলেছেন: আগে পুরানে নবীর দেখা পাওয়া যেতো।নবীকে ছাড়া পুরান লেখা অসম্পুর্ণ।এখন কোরান ছাড়া পুজাও অসম্পুর্ণ ।মুসলমানদে বিরাট বিজয়।

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৯:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
বুঝি অভিমান বুঝি শ্লেষমাখা ঝাঁঝ,
নিশ্চিত তুমি মুসলমানেরই কাজ?

'জঙ্গী মুসলিম' আছে তো কমন ছুঁতো,
নাটাই গভীর এ খেলায় মেলা সুতো।

৩| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৯:০২

নতুন বলেছেন: এটা করা হয়েছে উদ্দেশ্যমুলক ভাবে। ঝামেলা সৃস্টির জন্য। কোন হিন্দু বা মুসলমান যেনে শুনে রাখতে যাবেনা।

এখন সবাই যদি জিহাদী জজবা নিয়ে প্রতিবেশি হিন্দুদের সাথে খারাপ ব্যবহার শুরু করে তবে সেটা ঐ সব মানুষের মানুষিক দৈনতা মাত্র।

এটাই তারা চেয়েছিলো এবং সেটাতে মুটামুটি সফল।

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
অল্প কথায়ই বলে দিলে মূল তত্ব,
ঘিলুহীন ঘটে কে বুঝে সে মূল সত্য?

তবে ভায়া আমি দ্বিমত রাখছি থোরা,
কেঁচে গেছে সবই সফল হয়নি ওরা।

৪| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৫

নতুন বলেছেন: এক দিকে ঠিক আছে। এক স্থানেই ঝামেলা হয়েছে। কিন্তু ৩ জনের প্রান গেছে।

এই সময়ে এসে এই কারনে ৩ মানুষের মৃত্যু আসলেই কস্টকর।

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এখন এদেশে মুড়ি-মুড়কিরই দরে,
শাহী ছাড়া বাকি এভাবে অযথা মরে!

খেলা যে খেলেছে তার তিনে নেই জোশ,
অবোধ বাঙ্গাল বোঝে গেছে আফসোস।

৫| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বাজে স্ক্রীপ্ট সস্তা প্লানও বর্তমানে মহা.. মহামুল্যবান!
মামুলুল ধরা খাওয়ার পর বহুদিন কিছুই করার ছিলনা, কিছু করার মত কোন খাদ্য হাড্ডি খরকুটো পর্যন্ত পাচ্ছিলনা মুমিনগন ....

৩ মৃত্যু ব্যাপারই না, যেখানে কোটি মুমিন কোরান রক্ষার জন্য এখুনি (শহীদ) জীবন দিতে প্রস্তুত।

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তুমি ছাড়া পোষ্ট কেমন বিরান শূণ্য,
তুমি এলে ব্যাস আব হাম পরিপূর্ণ।

৬| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫১

শায়মা বলেছেন: জুলভার্ন ভাইয়ার শকুনের গল্প পড়ো ভাইয়া।

১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
পরেছে পরেছে চোখে,
গল্পটা আজ ক'দিন ধরেই
ভাইরাল ফেসবুকে।

৭| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: ধর্ম যতদিন থাকবে এরকম সমস্যা হবেই।

১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
এই যে তোমার ধর্মহীনতা
নাস্তিক গুণে-জ্ঞাণে,
খালা-খালুজান কয়না কিছু?
সুরভী ভাবী কি জানে?

আবার তোমার শশুর -শাশুড়ি
সব জেনে-টেনে সয়?
শালা-শালী আছে? ওরাই বা সব-
জেনেশুনে কি কি কয়? ;)

৮| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০০

নেওয়াজ আলি বলেছেন: শুকনিমামার খেলা চলছে

১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
শকুনিমামু না যে যার চোখেতে ভিন্ন,
খোঁজ নেই তাই শুধু কুকামের চিহ্ন! /:)

৯| ১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ধর্ম এবং ধার্মিকদের আমি ভয় পাই। এরা বড় হিংস্র।

১৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
আমিও মানি ধম্মো,
পিচ্চি আমায় ভয় পাওয়া কি
ভদ্রলোকের কম্মো?? B:-)

১০| ১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪১

ঢাবিয়ান বলেছেন: ইসলাম অবমাননা, মুসলিম নিপীড়ন কেন শুধু ভারতে হবে? বাংলাদেশেও হতে হবে। এইটাই হইল আসল কথা।

১৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
কথা অতি উঁচা
প্রজ্ঞা মিশেলে হেকমত;
কেউ না বুঝুক বুঝিয়াছি
আমি একমত। 8-|

১১| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৪

রানার ব্লগ বলেছেন: যেটা নেই ওটা ঘামাবে কি করে??!!!

১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
তা যা বলেছো হে ভায়া,
মগজ ফেলেছি খায়া। :(

১২| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৫

জটিল ভাই বলেছেন:
ও হে পাঞ্জেরি,
বাঙলা আমার আফগান হতে নয় বুঝি বেশি দেড়ি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.