নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
কাজের বুয়াটি কন্ঠ মজালো রসের,
ও দিদি আমার ছুটি চাই দিন দশের!
দিদি না উঠেছে আঁতকে!
ভুলে কোমরের বাত কে!
এ্যাঁ! কি বলে রে,
মাথা কি হয়েছে নষ্ট?
নয়া কি চাতুরী!
খুলে বল বুয়া পষ্ট।
হঠাৎ করে না ছোট বোনটার
ঠিকঠাক হলো বিয়ে;
আমি ছাড়া নেই তিন কূলে কেউ
সামলাতে হবে গিয়ে।
কথা যে বলিস
ভেবেছিস আগে-পিছু?
আহ্লাদে চড়ে
পাস নে বলারও কিছু?
তোর সাহেবের নাশতা,
ভোরে টোষ্ট সাঁঝে পাস্তা।
তোর সাহেবের দুপুরের লাঞ্চ,
কাপড়চোপর ওয়াশ;
ডিনারের পরে ওষুধ খাইয়ে
বিছানায় তারে শোয়াস!
তোর সাহেবের গোসলের পানি
গরম করে যে ঢালিস?
গোসলের পরে হাত-পা মুছিয়ে
তেল-লোশনের মালিশ!
তোর সাহেবের কলপের রঙ
সু মোছা, টাইয়ের নট;
জানিস নে তুই রুটিনে সে বাঁধা
না পেলেই ছটফট?
থামো দিদি থামো বুঝেছি ঝামেলা
উপায় আছে একটাই;
যেতে তো হবেই,,,আমি না বরং
সাহেবকে নিয়ে যাই...
১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জান্তেম তুমি হামাক নিয়াই
করিবেক চামে ঝামেলা;
সারাটি জীবন তোমার কেবল
ঝামেলার সনে পা মেলা।
বুঝি বুঝি খুব উঠেছো আঁতকে
দেখে জীবনের গল্প;
না না না ভেবো না পুরোটা বলিনি
বলেছি চেপেই অল্প।
২| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩০
মনিরা সুলতানা বলেছেন:
১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
হাসির অত কি শুনি?
বুয়াটা কি ভালো-গুণী!
৩| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪৬
ইসিয়াক বলেছেন:
বলি তোমার একি অধপতন!!
কাজের যা ফিরিস্তি সব আধ পাগলের মতন।
অবশেষে বুয়াতে তুমি মজলে?
বুয়ার আঁচল কোমরে শেষটায় গুঁজলে?
ছি! ছি!! তুমি দেখি অকম্মের ঢেঁকি
থাক বাপু বলার রুচি নেই আর চুপটি করেই থাকি।
১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি নয় সে তো জানা
তবু ধরো আমি;
তবেই বা কিসে ভুল?
কি সে পাগলামী?
ভালোবেসে বুয়া ডাকি
বুয়া মানে ফুপি;
ফুপু ভাতিজার মাঝে
ছি ভাবো কি রূপই!
৪| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: শায়মার কমেন্ট এক নম্বরে। একেবারে এক নম্বর ফ্যান। সিলিঙ ফ্যানের মতো লেগেই আছে।
১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সিলিং ফ্যান না, বোকা কবি তিনি
আকাশ আমার পুরো;
আশির্বাদের অর্ঘ্যে ক্ষতি কি?
মা'রূপী সে মোর গুরু।
৫| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২১
রোকসানা লেইস বলেছেন: বেশ তো ভালো বুদ্ধি হলো
সাহেবকে নিয়ে চলো।
১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
যেমন খরুস যেমন ঘষেটি
যেমন বিছুটি শব্দ;
স্মার্ট বুয়া বারো ঘাটে ভাজা
জানে সে কিসে কে জব্দ।
৬| ১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:৫৮
নেওয়াজ আলি বলেছেন: সাহেব যাওয়ার জন্য তৈরি?
১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
তুমি না ভাইয়া মিচকা আছো হে
আগুনে গাওয়া ঘি ঢালো;
অমন ঘষেটি বউয়ের চাইতে
সে বুয়াই ঢের ভালো।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫০
শায়মা বলেছেন: ভাইয়া এটা কি তোমাদের বাসার বুয়া?