নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
প্রপোজ ডে'তে প্রপোজ করাই প্রথা-
প্রপোজ কারও সার্বজনীন কারোর নিরবতা!
এসব নহে ছেলের হাতের মোয়া,
ঠমক লাগে, চমক লাগে-
লাগে রূপের ছোঁয়া।
কথায় কিছু কাব্য লাগে,
নদীর স্রোতে নাব্য লাগে,
কায়দা লাগে মিষ্টি কথা বলার;
গলায় কিছু সুরও লাগে,
চলায় চাপার জোরও লাগে,
তবেই না সে কৃষ্ণ প্রেমের ছলার।
কাউয়া নামে ডাকুক শত-
হ্যান্ডসামই কে তাহার মত?
আর কার আছে তাহার মতন নিত্য ঘেরা গোপী?
পরজনমে কাউয়া হবো, হবো 'কাদের-কপি'।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
প্রপোজ করি আমি-
তুমি পাগল হলে নাকি?
হুর পরীদের যন্ত্রনাতে
এমনি পাগল থাকি।
এই তো সেদিন নিপুণ পরী
ভোটের অজুহাতে,
পীরজাদা নয় আমায় দিলো
ঝাপটাতে ঝাপটাতে।
সঙ্গে ছিলো কেয়া-
দেখে দুঃখ পেয়েছিলো;
আমাকে সে একার মতো
পেতেই চেয়েছিলো।
জনা'র কথা বাদই দিলাম
হাসবে শুনে তুমি;
শাবনুর রোজ কলেই মারে
ভাইবারে মৌসুমী।
নাটক পাড়ায় সেই একই চাপ
মাহজাবীন আর টয়া;
তিশাও চায় তানজীনও চায়
কি লাভ ওসব কয়া?
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩২
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার কমেন্টখানি
বড় ভালো লাগলো,
ছোট্ট কমেন্ট, তবু
হৃদে দাগ কাটলো।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: বাহ!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমারও কি একই লক্ষ্য?
কাওয়াতরো প্রেমে দক্ষ?
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহা !
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা উহু শুনে মনে হয়,
'কাউয়া সাধ' জনে জনে হয়।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: যদি আরেক জনম পাইগো
সে জীবনে তোমাকে যেন পাইগো............
+++
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
চাইলে কাকে-
আমায় নাকি ওকা?
ক্বওমে লুতের লাহান তুমি
তওবা কি কও বোকা?
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৫
নীল আকাশ বলেছেন: উনাকে জাতীয় প্রেমিক ঘোষনা হোক, জোর দাবী জানাচ্ছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার মতন আমিও জানাই
জোর গলাতে দাবী;
প্রবলেম হলো গোপীর গণন
অযুত-নিযুত ভাবী।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিটা কিন্তু দারুণ রোমান্টিক। ছড়া সুন্দর হয়েছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এমন প্রিয় কর্মীভাজন
আর পাবে কি দুটি?
মোদের গরব মোদের ওকা
প্রেমিক প্রজাপতি।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই , এই কবিতা কেনো আরো আগে লিখলেন না ।
তাইলেত এই কবিতার সাথে একটা গোলাপ হাতে নিয়ে দিতাম তারে প্রপোজ করে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমাকে নিয়ে না মনের ভেতরে
ছিলো ডাউট-খুঁতখুঁত;
আজ কিলিয়ার সবই ফকফকা
তুমি ক্বওমিয়া লুত।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০০
শায়মা বলেছেন: স্বপ্নখানা ভালোই তুমি দেখো।
তারচে ভালো কাব্য তুমি লেখো।
সেই কবিতা পড়ে
হাসতে হাসতে সবাই গেলো মরে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
আমিও খুশি হাসুক লোকে
যখন মিছে ডাহা;
দুঃখে লিখি বউ মরেছে
অতেও হি হি হা হা !!
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
ইসিয়াক বলেছেন:
আহা! উহু!!
কুহু কুহু
বাঁশি ডাকে
মুহু মুহু....
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এলেম লাগে হে
ওকা হয়া এত সোজা না,
তুমি যে বাজাও
ভেবো না তথ্য অজানা।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১১
জ্যাকেল বলেছেন: ফাউল জিনিস।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
কি তবে বলো হে খাঁটি?
করা যায় ঘাঁটাঘাঁটি?
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২০
জ্যাকেল বলেছেন: আমাদের দেশী কালচার লালন করেন ভাই। এইসকল বেদিশা জিনিস আমদানি করা তো হয়ে গেছে, এখন ইহাকে স্থায়ীকরণ করার জন্য কি কাজ চলছে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
বলো কি হে ভাইয়ু
আলবাৎ খাঁটি দেশজ,
দেশীয় কৃষ্টি দেশীয় কৃষ্ণ
দেশী ওকা আর ভেষজ।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৫
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা.......
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: প্রোপোজ ডে তে প্রপোজ করো কারে?
সামনে পেলে যারেই তুমি তারে?
নাকি তুমি সকাল বেলা উঠে
ভাবলে দেখি সামনে যারে জোটে।
দরজাটাতে পড়লো যখন টোকা
তোমার প্রাণে তখন ধকর ধোকা
দরজা খুলে দেখলে তুমি যারে
থুত্থুড়ি ঐ সখিন বুড়ি তারে।