নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

ও মুজিবর

০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:০১



হেদিন মুজিব কইছিলো যা ভাষনে,
কোন বাঙালী তার কথাডি না শুনে?

মুজিবরের হাসুই অহন আসনে,
হাসুর কথা কয়ডা খালায় মা শুনে?

কইতো মুজিব 'জান দে' লাডি-বাঁশও নে,
হাসুর ছা'রা জান না দিয়া লাশও নে!

ও মুজিবর তোমার হাসুর শাসনে,
খোয়াব ছেলো খাইমু সোনার বাসনে!

ও মুজিবর কও না আবার ভাষনে,
তোমার কথা কোন বাঙালী না শুনে?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:১৪

আশাবাদী অধম বলেছেন: খবর: প্রধানমন্ত্রীকে কটূক্তি করার জন্য এক যুবকের ১০ বছরের কারাদণ্ড।

০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ঠিকই আছে তাই উচিৎও
বরং হয়া চাই বেশী;
সয়া যায় প্রাণে হাসুরে ব্যাঙ্গ
মানা যায় তারে ঠেশই?!?

২| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:


শেখ সাহেব কোন কিছু শুরু করে যাননি।

০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
কি ছিলো ও কি ছিলো না
মানবিক মুজিবরে,
পুঁজি ভরা বাদ দিয়ে
কবে তারে বুঝিবো রে?

গালি আর তালি ছেড়ে
কবে এই মুজিবরে;
'খল' ও 'দেব' না বানিয়ে
মানুষটা খুঁজিবো রে?

৩| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:


শেখ তো বাকশাল করটে চেয়েছিলেন, উহা করার জন্য কাজ করতে চান?

০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ঐ যে ভাষনে এক করেছিলো
অবদান নয় তুচ্ছ;
অতে মজিবর একা মহীয়ান
এক আকাশের উচ্চ।

৪| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: ৭১ শেখ সাহেব বন্ধী ছিলেন। তখন দেশের জন্য গুরুত্বপূর্ন কাজ গুলো করেছেন তাজ উদ্দীন আহমেদ।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
যার যেটুকুন প্রাপ্য-
তাঁকে সেটুকুন দেই চলো,
খল দেবতার দ্বন্দ্বে-
আজ দেশই উজার হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.