নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপু রায়

অপু রায় › বিস্তারিত পোস্টঃ

সেহেরী ও ইফতারের ফ্রী এসএমএস এলার্ট !!!

০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:১০

সেহরি, ইফতার কিংবা অন্য কোন ইসলামি ইভেন্টের জন্য এসএমএস এলার্ট পেতে আমরা টাকা খরচ করে এসএমএস এলার্ট চালু করি। তবে আপনি ইচ্ছা করলেই এসএমএস এলার্ট ফ্রী পেতে পারেন। জিমেইল ব্যবহারকারীরা এ এলার্টটি চালু করে নিতে পারেন আপনার মোবাইলে এবং পেতে পারেন ফ্রী এসএমএস এলার্ট। চলুন দেখি এটা কি ভাবে করা যায়।

এ সুবিধা পেতে প্রথমে গুগল ক্যালেন্ডারে যেতে হবে। এরপর জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। যদি জিমেইলে অ্যাকাউন্ট না থাকে, তাহলে নিজের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এর পর লগ-ইন করে ওয়েবসাইটের ওপরে ডান দিকে ‘Setting’ আইকনে ক্লিক করে ওপরে বাম পাশের Mobile set-up- ক্লিক করতে হবে। এরপর Country সিলেক্ট করে ফোন নাম্বার বক্সে আপনার মোবাইল নম্বরটি টাইপ করতে হবে।



মনে করে মোবাইল নাম্বার এর আগে +88 বসিয়ে দিবেন । এরপর Send Verification Code -এ ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটি পেজে টাইপ করে Finish set up-এ ক্লিক করে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে সেভ(Save) করতে হবে ।



সেটিংস সেভ করে ক্যালেন্ডার ওপেন করতে হবে। চিত্রের মতো করে Other Calender থেকে Add By URL এ ক্লিক করতে হবে । এরপর Add By URL ঘরে লিংকটি বসিয়ে দিতে হবে । এরপর Ramadan নামে একটি ক্যালেন্ডার যোগ হবে । Ramadan ক্যালেন্ডারের Down arrow তে ক্লিক করে Reminders & Notification সিলেক্ট করুন । এখানে আপনার সুবিধা মত এসএমএস সময় বসিয়ে দিন । রোজা ও ইফতারের সময়সূচি (ঢাকার সময় অনুযায়ী) যুক্ত একটি ক্যালেন্ডার দেখতে পাবেন। এরপর ইফতার ও সেহরির সময় আপনি মোবাইল ফোনে এসএমএস অ্যালার্ট পাবেন।



আমার টিউনটি ভাল লাগলে একবার ঘুরেই আসুন আমাদের ব্লগ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ২:১৪

রাখালছেলে বলেছেন: ভাল লাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.