![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টানা ৯৯ দিন Facebookকরা যাবে না। হবে! এই ৯৯ দিনে এক মুহূর্তের জন্যও লগইন করা যাবে না ফেসবুকে। এটা একটা চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ বাস্তবায়নে ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ স্লোগানে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিটি চালু করেছে নেদারল্যান্ডসের লাইডেনের জাস্ট নামের একটি ক্রিয়েটিভ অ্যাজেন্সি। পিসি ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী যে কোনো ফেসবুক ব্যবহারকারী চাইলে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। ফেসবুকবিহীন ৯৯ দিনের এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা যাবে http://99daysoffreedom.com এই ওয়েবসাইটটির মাধ্যমে। অনুমতি ছাড়া ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে বিতর্কিত মুড পরীক্ষার কারণে সাম্প্রতিক সময়ে ফেসবুক বেশ সমালোচনার মধ্যে রয়েছে। ব্যবহারকারীদের না জানিয়ে তাদের তথ্য নিয়ে ফেসবুকের আবেগ নিয়ন্ত্রণ-সংক্রান্ত গবেষণার জন্য ক্ষুদ্ধ অনেকেই। ফলে ফেসবুককে নিয়েও পরীক্ষার জন্য পাল্টা পদক্ষেপ হিসেবে এই কর্মসূচি হাতে নিয়েছে জাস্ট। জাস্টের ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ নামের পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক ছাড়া মানুষ সুখী হতে পারে কি না, তা পরীক্ষা করে দেখা। জাস্ট কর্তৃপক্ষ দাবি করেছে, এই গবেষণায় অংশ নিলে ফেসবুক ব্যবহারকারী ৯৯ দিনে গড়ে ২৮ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন। এছাড়া ব্যবহারকারীদের ইতিবাচক ব্যক্তিগত অভিজ্ঞতা হবে। এছাড়া ৯৯ দিন পর এই গবেষণার ফলও জানা যাবে। অনেকেই বলে থাকেন, ফেসবুক ছাড়া কোনো ব্যাপার না। আসলেই সেটা কতখানি সত্যি, সেটাও এই গবেষণায় অংশ নিলে জানা যাবে।
আমার টিউনটি ভাল লাগলে একবার ঘুরেই আসুন আমাদের ব্লগ এ
২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১২
নীল কষ্ট বলেছেন: ভালো উদ্যোগ
৩| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৬
আরজু পনি বলেছেন:
শিরোনাম দেখে পোস্টে এলাম
৪| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১:১২
লিংকন১১৫ বলেছেন: Domain Created on : 04 July, 2014
নেটে আর কোন ইনফো পেলুম্না
ও দারান হুদা নেদারল্যান্ড এর আইপি পাইসি
আর বেশীর ভাগ ভিজিটর United States , India , Greece , Iran
লোল ... ডোমেইন টা কি আপ্নের ?
ও ভালো কথা আপ্নের ব্লগ এর বয়স তো অনে............বেশি
মাত্র 10 Months old
ভাই এভাবে অ্যাড দিয়ে আর কজন ভিজিটর পাবেন
আর কজনি বা আপনার ওয়েব এর অ্যাড এ ক্লিক করবে
সামু অ্যাড এর জায়গানা
ভাই অন্য অনেক সাইট আছে যেগুলো দিয়ে আপনি অনেক ভিজিটর পাবেন
অনেক টা দেয়া নেয়ার মতো
গুগল মামুরে জিগান পাইবেন
৫| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৭:০৪
এম এস নিলয় বলেছেন: একটা দিনও ফেসবুকে মুখ না দেখাইতে পারলে আমি মইরাই জামু। আর তো দূরে থাক ৯৯ দিন।
৬| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২১
অপু রায় বলেছেন: ভাই আমিও বাচমু কেমনে? সেই চিন্তায় আছি
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৫
নতুন বলেছেন: শিরোনামটা মিস লিডিং... মনে হয় ফেসবুক ৯৯ দিনের জন্য বন্ধ হতে যাচ্ছে...
''বন্ধ করুন ফেসবুক ৯৯ দিনের জন্য !!!! '' এটা হওয়া দরকার ছিলো... অবশ্য পাবলিকরে পোস্টে টানার জন্য শিরোনাম দিলে আলাদা কথা..
উদ্দোগটা ভাল.. পুলাপাইন ফেসবুকে আসক্ত হইয়া পড়তেছে...