নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুন্যের শুন্যতা রাজে,বুক নাহি ভরে

খুবই সহজ-সরল

গোকুল নাগ

গোকুল নাগ › বিস্তারিত পোস্টঃ

বই যা মানুষ্ কে করে তুলে পরিপূর্ন স্বার্থক মনুষ্যত্বের অধিকারী

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

মানুষের জীবনের যত কাছের বন্ধু থাকে তার মধ্যে সবচেয়ে আপন হচ্ছে বই।বই পড়ার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করার সাথে সাথে নিজের আত্মাকেও বিশুদ্ব করে তুলে।বই মানুষের চিন্তা শক্তি কে প্রসারিত করে, আত্মকে বলীয়ান করে। প্রাকৃতিক নিয়মে মানুষ জন্ম নেয় ঠিকই কিন্তু পরিপূর্ন মানুষ হতে গেলে তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। আর এই মনুষ্যত্ব অর্জন করতে গেলে যে কাজটি করতে হবে তা হল ধৈয্য সহকারে প্রচুর পরিমানে বই পড়া। যে যত বেশি বই পড়বে তার জানার পরিধি তত বাড়বে।বই পড়ার মাধ্যমে মানুষের কল্পনা শক্তি বৃদ্বি পায়। কল্পনার জগতে ভেসে ভেড়ানোর মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করতে শিখবে, সৃষ্টিশীল চিন্তা ভাবনা করতে শিখবে। আর এভাবেই সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটা সৃষ্টিশীল সও্বা তৈরি হবে। এ জন্যই আমাদের সবার প্রচুর পরিমানে বই পড়া উচিত, বই পড়ার অভ্যাস তৈরি করা উচিত। আশে পাশে যারা আছে তাদেরকেও বই পড়তে উৎসাহী করে তুলতে হবে। যে জাতি যত বেশি পরিমানে বই পড়বে সেই জাতি ততবেশি প্রগতিশীল হবে, সভ্য হবে।বলা হয়ে থাকে যে বই পড়তে ভালবাসে তার শ্ত্রু হবে কম। সর্বোপরি একটা সমাজ, রাষ্ট্র, দেশ, জাতি কে উন্নত মননশীল চিন্তার আধিকারী, প্রগতিশীল, সৃষ্টিশীল করে তোলার জন্য সমাজের সবার মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করে তুলতে হবে। বই পড়া হচ্ছে একটা নেশা, আর এই নেশায় সবাইকে আসক্ত করে তুলতে হবে। এই জন্য আমাদের প্রতিটি পাড়া, মহল্লা, গ্রাম, আবাসিক এলাকা, বিদ্যালয়, কলেজ সব জায়গায় পাঠাগার স্থাপন করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি কোমলমতি শিশুদের কে প্রাথমিক অবস্থাতেই ভালো ভালো শিক্ষনীয় বই এর সাথে পরিচয় করিয়ে দেয়া যাই। আর তাতেই সমাজে পাঠকের সংখ্যা বাড়তে থাকবে ক্রমান্বয়ে এবং সমাজের সবাই হবে সৃষ্টিশীল, মননশীল।



এজন্যই কবি বলে গিয়েছেন……………



“ রুটি, মদ ফুরিয়ে যাবে

প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে

আসবে। কিন্তু বই খানা অনন্ত যৌবনা

যদি তেমন বই হয় ”





ছোট বেলা থেকে আমিও কিছু কিছু বই পড়ে বড় হয়েছি। নিচে আমার পড়া কয়েকটি ভালো উল্লেখযোগ্য বই এর নাম দেয়া হল………



১) শেষের কবিতা ঃ রবীন্দ্রনাথ ঠাকুর

২) ঘরে বাইরে ঃ রবীন্দ্রনাথ ঠাকুর

৩) যোগাযোগ ঃ রবীন্দ্রনাথ ঠাকুর

৪) দুর্গেশ নন্দিনী ঃ বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়

৫) কপাল কুন্ডলা ঃ বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়

৬) মৃনালিনী ঃ বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়

৭) বিষবৃক্ষ ঃ বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়

৮)কৃষ্ণকান্তের উইল ঃ বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়

৯) শ্রীকান্ত ঃ শরৎ চন্দ্র চট্রোপাধ্যায়

১০) দেবদাস ঃ শরৎ চন্দ্র চট্রোপাধ্যায়

১১) বড়দিদি ঃ শরৎ চন্দ্র চট্রোপাধ্যায়

১২) পথের দাবী ঃ শরৎ চন্দ্র চট্রোপাধ্যায়

১৩) পরিনীতা ঃ শরৎ চন্দ্র চট্রোপাধ্যায়

১৪) বিরাজ বৌ ঃ শরৎ চন্দ্র চট্রোপাধ্যায়

১৫) পল্লী সমাজ ঃ শরৎ চন্দ্র চট্রোপাধ্যায়

১৬) মৃত্যু ক্ষুধা ঃ কাজী নজরুল ইসলাম

১৭) কুহেলিকা ঃ কাজী নজরুল ইসলাম

১৮) কালবেলা ঃ সমরেশ মজুমদার

১৯) সাতকাহন ঃ সমরেশ মজুমদার

২০) প্রথম আলো ঃ সুনীল গঙ্গোপাধ্যায়

২১) পূর্ব-পশ্চিম ঃ সুনীল গঙ্গোপাধ্যায়

২২) রাজনীতি ও রাষ্ট্র চিন্তায় উপমহাদেশ ঃ সৈয়দ মকসুদ আলী

২৩) কবি ঃ তারাশঙ্কর বন্দোপাধ্যায়

২৪) রাইফেল, রোটি, আওরাত ঃ আনোয়ার পাশা

২৫) একাওরের দিনগুলি ঃ জাহানারা ইমাম

২৬) আমি বীরাঙ্গনা বলছি ঃ নীলিমা ইব্রাহিম

২৭) নামহীন গ্রোএহীন ঃ হাসান আজিজুল হক

২৮) তেইশ নম্বর তৈলচিএ ঃ আলাউদ্দীন আল আজাদ

২৯) উড়ুক্কু ঃ নাসরীন জাহান

৩০) লজ্জা ঃ তসলীমা নাসরীন

৩১) ছাপ্পান্নো হাজার বর্গমাইল ঃ হুমায়ুন আজাদ

৩২) পাক সার জমিন সাদ বাদ ঃ হুমায়ুন আজাদ

৩৩) নারী ঃ হুমায়ুন আজাদ

৩৪) কবি অথবা দন্দিত অপুরুষ ঃ হুমায়ুন আজাদ

৩৫) আমার নতুন জন্ম ঃ হুমায়ুন আজাদ

৩৬) একুশে ফেব্রুয়ারী ঃ জহির রায়হান

৩৭) সংগঠন ও বাঙালী ঃ আব্দুল্লাহ আবু সায়ীদ

৩৮) ওঙ্কার ঃ আহমদ ছফা

৩৯) মা ঃ আনিসুল হক

৪০) মা ঃ ম্যাক্সীম গোর্কি

৪১) দি ওল্ড ম্যান অ্যাণ্ড দ্য সী ঃ আর্নষ্ট হেমিংওয়ে

৪২) দি ভিঞ্চি কোড ঃ ড্যান ব্রাউন

৪৩) লাল সালু ঃ সৈয়দ ওয়ালিউল্লাহ

৪৪) হাজার বছর ধরে ঃ জহির রায়হান

৪৫) কবর ঃ মুনীর চৌধুরী

৪৬) পথের প্যাঁচালী ঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়

৪৭) পদ্মা নদীর মাঝি ঃ মানিক বন্দোপাধ্যায়

৪৮) বৈশাখের হাহাকার ঃ মুহম্মদ জাফর ইকবাল

৪৯) কাজলের দিন রাত্রি ঃ মুহম্মদ জাফর ইকবাল

৫০) জোছনা ও জননীর গল্প ঃ হুমায়ুন আহমেদ

৫১) হিমুর দ্বিতীয় প্রহর ঃ হুমায়ুন আহমেদ

৫২) কৃষ্ণপক্ষ ঃ হুমায়ুন আহমেদ

৫৩) নন্দিত নরকে ঃ হুমায়ুন আহমেদ

৫৪) সাজঘর ঃ হুমায়ুন আহমেদ

৫৫) রোদনভরা এ বসন্ত ঃ হুমায়ুন আহমেদ

৫৬) সে আসে ধীরে ঃ হুমায়ুন আহমেদ

৫৭) ময়ুরাক্ষী ঃ হুমায়ুন আহমেদ

৫৮) গ্রান্ড ডিজাইন ঃ স্টিফেন হকিং

৫৯) কেন আমি ধর্ম বিশ্বাস করি না ঃ বারট্রান্ড রাসেল

৬০) মেম সাহেব ঃ নিমাই ভট্রাচার্য

৬১) শাপমোচন ঃ ফাল্গুনী মুখোপাধ্যায়

৬২) Interview With History ঃ Oriana Fallaci

৬৩) The White Tiger ঃ Arabind Adiga

৬৪) প্রথম প্রতিশ্রুতি ঃ আশাপূর্না দেবী

৬৫) তিতাস একটি নদীর নাম ঃ অদ্বৈত মল্লবর্মন।



ধন্যবাদ

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

জামিল সাস্ট বলেছেন: ভাই, আপনার লিস্টের বেশির ভাগ বই আমার পড়া হয় নাই, বড়ই শরমিন্দা অনুভুত হইতেছে। ইনশাআল্লাহ, একদিন সবগুলো বই পড়ে ফেলবো।

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

গোকুল নাগ বলেছেন: ভাই, আপনি আমার লেখায় প্রথম কমেন্ট করলেন। আপনাকে অশেষ ধন্ন্যবাদ.। আপনার জন্ন্য শুভকামনা।

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

ভণ্ড বাবা বলেছেন: লিস্ট দেইক্ষ্যা ঘুম পাইতেছে। |-) |-)

চালায়া যান --- এ সময় আপনাগোরই। :-* :-*

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

গোকুল নাগ বলেছেন: ভাই এখন ঘুমালে চলব না.।। আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য.।।আপনার জন্য শুভ কামনা.।.।.।.।.।। ;) B-)

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

সুমন কর বলেছেন: সবগুলো বই চমৎকার । উপরের দিকের বইগুলো আমাদের সংগ্রহশালায় রয়েছে এবং কিছু পড়া হয়ে গেছে। এক সময় খুব বই পড়তাম। এখন কর্মব্যস্ততার কারণে আর পড়া হয়ে উঠে না।

ভাল থাকবেন।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

গোকুল নাগ বলেছেন: ধন্যবাদ.।।আপনার সুন্দর কমেন্ট এর জন্য.।।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

নতুন বলেছেন: বই না পড়লে দুনিয়া চিনতে পারবেনা.....

এখন না হয় ইন্টারনেট আছে,,,, আগে কিন্তু বই ই ছিলো সব জানার জানালা...

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬

গোকুল নাগ বলেছেন: ধন্যবাদ .।।আপনার সুন্দর কমেন্ট এর জন্য।।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০

সপন সআথই বলেছেন: ei boigulor list e onk pora baki ache, somoy kore porbo. thanks :)

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

গোকুল নাগ বলেছেন: ধন্যবাদ.।।।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

দীপান্বিতা বলেছেন: বইয়ের মত বন্ধু হয় না, তবে অনেকের মত আমিও বন্ধুর থেকে কিছুটা সরে গেছি...আপনার তালিকার কিছু কিছু বই অসাধারণ লেগেছে, বাকি পড়ার চেষ্টা করব ...

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

গোকুল নাগ বলেছেন: ধন্যবাদ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আশা করি আবার আপনি বন্ধুর কাছে চলে আসবেন

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

গোকুল নাগ বলেছেন: ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আশা করি আবার আপনি বন্ধুর কাছে চলে আসবেন।।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

দীপান্বিতা বলেছেন: শুভ নববর্ষ :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৫

গোকুল নাগ বলেছেন: যদিও অনেক দেরী হয়ে গিয়েছে তারপরেও বলি নতুন বছর হয়ে উঠুক আপনার জন্য আনন্দময়।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মোঃ ইসহাক খান বলেছেন: নিজের পড়া বইগুলোর ট্র্যাক রাখা খুবই চমৎকার একটি ব্যাপার।

অনেক শুভকামনা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

গোকুল নাগ বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর কমেন্ট এর জন্য

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.