![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুর জন্য ভালোবাসা ঃ
কিরমানী লিটন।
কতদূর হেঁটে আসি
কতপথ দিয়ে পাড়ি,
কতদিন তোকে ভুলে
তোর সাথে ছাড়াছাড়ি।
কত হাসি-কত ভুল
অথৈয়ের সে অকূল,
সবখানে তুই ছিলি
তোর তীর,তোর কূল।
কতদিন রাত হলো
সন্ধ্যারা হলো ভোর,
তোর তবু শেষ নেই
কাছে থাকি কিবা দূর।
কত নদী মরু হলো
ঝর্ণারা ধুলিপথ,
তোর রূপ একই থাকে
বন্ধুর সে শপথ।
একাপথে তুই ছিলি
কোলাহলে তোর মুখ,
সব চাওয়া ভুলা যায়
তোর চোখে রেখে চোখ।
রোদ্দুরে ছায়া হয়ে
বৃষ্টির ছাতাতে,
হাতাশায় শান্তনা
তোর হাত মাথাতে।
রাত্রিরা ঢেকে দেয়
যত ঘোর আঁধারে,
তোকে তত কাছে পাই
সকালের প্রহরে।
নিঃশ্বাসে তুই ছিলি
আত্মার অতলে,
মরনেও তোকে চাই
সে বাঁধন সফলে।
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
কিরমানী লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় রুদ্র জাহেদ ভাইয়া...
২| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম ব্লগে এসে মুগ্ধতা রেখে গেলাম।
হাতাশায় শান্তনা
তোর হাত মাথাতে - খুব সুন্দর একটা অনুভূতি দিয়ে গেলো এ দুটো চরণ।
০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
কিরমানী লিটন বলেছেন: সুস্বাগতম আমার ব্লগে,নিরন্তড় পাশে চাই...
কৃতজ্ঞ ভালোবাসা আর মুগ্ধ শুভকামনা,নিরন্তর ...
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
রুদ্র জাহেদ বলেছেন: নিঃশ্বাসে তুই ছিলি
আত্মার অতলে,
মরনেও তোকে চাই
সে বাঁধন সফলে।