নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

অরণ্যের মৃত্যু ঃ

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪২

পর্ব- ২

যাপিত জীবনের "খটর-মটর"বাস্তবতার সবচেয়ে নির্দয় অভিজ্ঞতা "হঠাৎ বিয়ে"!তাও আবার সবেমাত্র অনার্স পরীক্ষা শেষ করেছি।আমার চীরচেনা অভ্যস্ত চারপাশটা-বিজলীর ঝলকানিতে নিমিষেই বদলে দিলো।বাবার অকাল মৃত্যু,সেটা আরও গভীর অন্ধকারে ঢেকে দিল।আস্তাকুঁড়ে বসত গড়া ধুসর স্বপ্নগুলো বাস্তবের আকাশে তুফান ডাকে,ডানা ভাঙ্গা ইচ্ছেরা তখন-কেবলই হোঁচট খায়।শান্তির চাঁদ মামারা-কপালে টিপের বদলে-নাগিনীর বিষাক্ত চুম্বনে-ছড়িয়ে দেয় নীল। বিলাসী নয়-এক নগণ্য মজুর হয়ে,শ্রমিকের মতো-দুঃখগুলো,তখনও লালন করি,সযত্নে।

এমনই প্রতিকূল পরিবেশে আজন্ম প্রচিলত সত্যরা,একসময় মিথ্যার দুয়ারে উপায়হীন কড়া নাড়ে।বাস্তবতার খসখসে সড়কে জীবন তখন,দুঃস্বপ্নের ঘোরে-কেবলই ঠোক্কর খায়!!!সেই ফাঁকে অন্ধকারের ক্ষুধিত মেঘ এসে গিলে খাঁয় ভবিষ্যত আকাশের-সারাটা শরীর।সময় তাকে প্রণতি জানায়-মুগ্ধ আলিঙনে।মগজহীন,অবাধ্য বিবেক তখন-বেহুস পড়ে থাকে অতীতের চৌকাঠে।অফুরন্ত ইচ্ছর পাখা গজানো,পিপীলিকা স্বপ্ন সাধরা-সদলবলে ঝাপিয়ে পড়ে আত্মবিসর্জনের আকুলতায়।দ্রোহের দাউ দাউ আগুনে-ধ্যানমগ্ন আত্মার আকুতি -হতাশার সঙ্গমে-বিনিদ্র রাত্রি কাটায়।অবিনাশী ইচ্ছারা আগামীর প্রান্তরে ভাসায়না ভেলা।তখন আজন্ম দুঃখ বিলাসী প্রাণ আমার-আলো নয়,আগুণের আঁচলে কেবলই মুখ লুকায়।

তাই যুগে যুগে বেঁচে থাকা-ভণ্ডামি,প্রতারনা,অনিয়ম,অবিচার,অসমতা,বৈষম্য,বিভৎস অসুন্দর-সদর্পে বড় হয়,তার নিকানো আঙিনায়-সুস্থ সুন্দর,নীরোগ দেহে।কালের যাত্রার প্রতিটি অনুচ্ছেদে শৈশবের সেই অজ-পাড়াগাঁয়ের শীর্ণ মেঠো পথ।তার থেকে শুরু করে,নিয়ন আলোয় ঝলসিত রাজপথে,হেঁটে-দৌড়ে-ভিজে তীল তীল স্বপ্নরা,মিথ্যের চকচেকে বর্তমানে এসে নিশ্চিহ্ন হয়ে যায়।অসত্যের আশ্রয় পায়-ধবধবে মুখোেশর সযত্ন আড়াল।অদ্ভুত ভদ্র,ভংধরা কাপুরুষ,কুৎসিত মনগুলো-নিষ্ঠুর প্রতারকের ক্রমাগত বিষ,বিদ্বেষ ছড়িয়ে-অনিশ্চিত ডেকে আনে।মজলুম হৃদয়ের ধৈর্য,মহাপ্রলয়কেউ ছাড়িয়ে যায়।অনিয়ম অবহেলা আর অযত্নের সুঠাম বাহু-আরও পোক্ত হয়।বিস্তৃতি ছড়ায়-অনির্দিষ্ট আগামীর।অসুস্থের ভয়ংকর গর্জন,কর্কশ চিৎকারে-মুগ্ধতার সুবাস ছড়াই।কুৎিসত কুলষিতের বিস্তৃত মোহ-অন্যায়ের জঠরে জন্ম নেয়া নির্দয় অমানুষগুলোর সাথে তার সখ্যতা বাড়তেই থাকে।তাই মিথ্যে যে সহজ,সত্যকে ভুলে-তাকেই ভালোবােসে অসত অতলে আশ্রয় নেয় ছেলেটি ।সেই থেকে,সুস্থ চিন্তার অদেখা আগামীটা তার,অবাধ্য আড়ালে পথ হারায়...

( চলবে ...)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০০

রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর কবি।চলতে থাকুক

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫

কিরমানী লিটন বলেছেন: পাশেই চাই -এভাবেই...
শুভকামনা জানবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.