![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকে চাইনা, নিতান্ত কাছেও না...
তোমার হাতের গোলাপ দানকেও- অস্বীকার করিনা,
আর অস্বীকার করিনা বলেই,
এই মুহূর্তে তোমাকে আমার- প্রয়োজন।
তোমার সকালে, আমিও সকাল- গোলাপ, গোলাপের বদল
রাতের মাথায় হৃদয় জড়ানো বালিসের সুখ,
অথবা খেয়ালী দুপুর, ফুতকারে ভেসে ভেসে…
একদিন খুঁজেছিনু পিপাসার জল।
খরার যে মরু, জমেছে হৃদয়- তাকে বলে দিও
প্রেম শুধু খরস্রোতা নয়- অথৈয়ের সে অতল,
সেখানেও বাসকরে শান্ত নিলয়- ঘাঙ্গুরের স্নিগ্ধ আঁচল ...।
হয়ত উড়াবো- ফানুশের প্রশান্ত খেয়াল
সে অনল শিখায় বেদনারা, জ্বলে-পুড়ে ছাই
মুখোশের সযত্ন খোলস- উদাম করবো আঁধারে আড়াল।
দেখে নিও- একদিন আমরাও ...
আগুণ নয়, আলো হয়ে- ছড়াবো উত্তাপ,
গলে ক্ষয়ে মুছে দিবো- হতাশার পাপ।
এখন গ্রহনকাল, হৃদয়ের বেচাকেনা বাংলালিংক দর
সত্য মিথ্যে তালগাছ, এক পায়ে দাড়িয়ে
হাতে হাতে রিংটোন- মিথ্যে বহর, এরপরও চেয়ে রই
হৃদয়ের পানে, জীবনের ছুটেচলা প্রতিটি প্রহর...
এই নাও ছুঁয়েছি হৃদয়,
নবধারায় পান করো- তৃষ্ণার জল!!!
ছবিঃ নেট থেকে...
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
কিরমানী লিটন বলেছেন: " হাজার ফুলে ছেয়েছে যে পথ- আমি জানি, জানি সে ঠিকানা ..."
অনেক ভালোবাসায় কৃতজ্ঞ শুভকামনা জানবেন প্রিয় সুহৃদ- আজাদ মোল্লা ভাই...
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
খুব ভাল লেগেছে সুপ্রিয় কবি।
এখন গ্রহনকাল........
এই লাইনটি বেশী ভাল লেগেছে।
সত্যি গ্রহন কাল চলছে সবখানে।
সর্বদা মঙ্গলে থাকবেন।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
কিরমানী লিটন বলেছেন: জীবনের খসখসে পথচলায় ক্ষয়হীন জয়- অসম্ভব !
আমরা কি পারবোনা, ক্ষয় হতে- জয়ের জন্য যেটুকু প্রয়োজন ...!!
অশেষ ধন্যবাদ আর অনন্ত ভালোবাসা সুহৃদপ্রিয় স্বজন কল্লোল পথিক ভাই, শুভকামনা সতত !!!
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার কবিতা। +++
কিন্তু এই বাংলালিংক দর খচখচ করছে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
কিরমানী লিটন বলেছেন: আমি কিন্তু আপনার লিখার একজন মুগ্ধ পাঠক, ভক্তও বলতে পারেন, বরাবর উৎসাহে উজ্জিবনায় অনুপ্রেরণা দেয়ায়
মুগ্ধ কৃতজ্ঞতা আর ...
অশেষ ধন্যবাদ প্রিয় রাজপুত্র- নিরন্তর পাশে থেকে সাহস যোগানোর জন্য। অনেক ভালো থাকবেন- সুস্থ সজীবতায়,
নিরন্তর শুভকামনা ...
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
নিমগ্ন বলেছেন: কোবতি ভাল্লাগসে কিরমানী ভাই। এখন কি খানাপিনা হপে?
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
কিরমানী লিটন বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়... তার পরও কবিতার আঙিনায় খাবারের প্রার্থনা যখন করেই ফেলেছেন, কি আর করা, নেন তাহলে-আমগো বিলের...
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১
মাহবুবুল আজাদ বলেছেন: এখানে উল্লাসের জোয়ার এসেছে।
ভাল লাগার পাল ছড়িয়ে আছে আপন মহিমায়।
আমি মুগ্ধ আজ কবিতার ভাষায়।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
কিরমানী লিটন বলেছেন: আত্মার অতল ভরে যায়-আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে।
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন প্রিয় মাহবুবুল আজাদ ভাই,
সতত শুভকামনা ...
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল।কবিকে অনেক ধন্যবাদ
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন প্রিয় ভাইয়া মোস্তফা সোহেল,
সতত শুভকামনা ...
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
অলওয়েজ ড্রিম বলেছেন: ক্রিয়ার রাবীন্দ্রিক ব্যবহার অন্যদিকে হালের কিছু শব্দের ব্যবহার চোখে পড়ল বেশি -
খুঁজেছিনু, বাংলালিংক, রিংটোন।
শুভেচ্ছা।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আমার ভাঙ্গা দরজার ব্লগ বাড়ীতে আপনাকে স্বাগতম! অনেক ধন্যবাদ আন্তরিক মতামতের জন্য।পাশেই চাই-এভাবেই.।
সতত শুভাশিস প্রিয় অলওয়েজ ড্রিম ...
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সুন্দর কবিতা ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আর মুগ্ধ কৃতজ্ঞতা প্রিয় সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন দাদাভাই,নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪
তার আর পর নেই… বলেছেন: আমারও খুব ইচ্ছে ছিল ফানুস উড়াবো।
বিল থেকে যে তুলে খেতে দিলেন ঐটা কি জিনিস?
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
কিরমানী লিটন বলেছেন: শাপলা ফল, আমাদের আঞ্চলিক ভাষায়- ঢ্যাপ বলে... খাবেন নাকি...?
ফানুস নয়- সত্যিকারের স্বপ্নই উড়ুক, আপনার অনাগতের আকাশজুড়ে , অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসায় নিরন্তর শুভকামনা, তার আর পর নেই… ...
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
তৃষ্ণার জলের মতোই অমৃতবৎ মনে হলো । সে জল ধুঁয়ে মুছে নিয়ে গেলো যতো পাপ । ছুঁয়ে গেলো হৃদয় ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই ...
সতত শুভকামনা প্রিয় স্বজন আহমেদ জী এস ভাইয়া ...
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
আবু শাকিল বলেছেন: বাহ ! সুন্দর কবিতা। ভাল্লাগছে কবি
"খরার যে মরু, জমেছে হৃদয়- তাকে বলে দিও
প্রেম শুধু খরস্রোতা নয়- অথৈয়ের সে অতল,
সেখানেও বাসকরে শান্ত নিলয়- ঘাঙ্গুরের স্নিগ্ধ আঁচল "
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মন্তব্যে সুহৃদপ্রিয় ভাইয়া আবু শাকিল- ধন্যবাদ কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা আপনার প্রতি।
ভালো থাকবেন নিরন্তর ,সতত শুভকামনা...
পাশেই চাই- এভাবেই...
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭
সুমন কর বলেছেন: এই নাও ছুঁয়েছি হৃদয়,
নবধারায় পান করো- তৃষ্ণার জল!!!
সুন্দর হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মন্তব্য বরাবরই আমাকে উজ্জীবিত করে- স্বপ্ন দেখায় সুন্দরের সাথে থাকার,
ভালো থাকবেন প্রিয় দাদাভাই সুমন কর, নীরোগ দেহে সুস্থতায়,শরীরে- মনে...
সতত শুভকামনা ...
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: বেদনার স্বরলিপি- হাহাকার আর্তনাদ ফুটে উঠেছে কবিতার প্রতিটি চরণে। কষ্টের নান্দনিক রূপের চমৎকার বর্ণনায় অনবদ্য কবিতায় বিশুদ্ধ স্বাদ পেলাম। অনেক অনেক অভিবাদন
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
কিরমানী লিটন বলেছেন: আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই-প্রিয়, হাসান মাহবুব ভাই, সারাক্ষন সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্য। আসছে আগামী আপনার পায়েই লুটিয়ে পড়ুক- মুগ্ধৃতজ্ঞতায়..।
সতত সুস্থ ও নিরাপদ থাকবেন, অনেক শুভকামনা ...
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন কবিতা মিতা !!!
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
কিরমানী লিটন বলেছেন: আপনার মনোযোগ ছুয়েছে এতেই মুগ্ধ আমি- আমার কবিতার প্রান। আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে- নিয়ত উৎসাহ পায় আমার কবিতার তৃষ্ণা
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন প্রিয় মিতা গিয়াস উদ্দিন লিটন,
সতত শুভকামনা ...
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
নুরএমডিচৌধূরী বলেছেন: এই নাও ছুঁয়েছি হৃদয়, নবধারায় পান করো- তৃষ্ণার জল..
যথার্থ হয়েছে
লক্ষ অনেক নিকটে
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞ হলাম কবিতায়- আপনার আন্তরিক মন্তব্য পেয়ে। এভাবেই পাশে থাকা কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় নুরএমডিচৌধূরী ভাইয়া, সতত শুভকামনা ...
১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: আগুণ নয়, আলো হয়ে- ছড়াবো উত্তাপ,
গলে ক্ষয়ে মুছে দিবো- হতাশার পাপ।
কবিতা ভাল লগলো। ধন্যবাদ ভাই
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক ভালোবাসার মতামত পেয়ে,আমার কবিতার প্রতিটি উপমা আন্দোলিত হলো উদ্দীপ্ত অনুপ্রেরণায়, অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর ভালোবাসা জানবেন প্রিয় শাহরিয়ার কবীর,
সতত শুভাশিস ...
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
রাফা বলেছেন: চমৎকার কবিতা।
ধন্যবাদ,কিরমানী লিটন।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে । ২য় স্তবকটা একটু ভিন্ন্ রকমের ভাল লাগা ।
২০| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
রাজিয়া সুলতানা বলেছেন: "প্রেম শুধু খরস্রোতা নয়- অথৈয়ের সে অতল,
সেখানেও বাসকরে শান্ত নিলয়- ঘাঙ্গুরের স্নিগ্ধ আঁচল ...। "
অনেক ভালো লাগলো কবি!
২১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
অগ্নি সারথি বলেছেন: হয়ত উড়াবো- ফানুশের প্রশান্ত খেয়াল
সে অনল শিখায় বেদনারা, জ্বলে-পুড়ে ছাই
মুখোশের সযত্ন খোলস- উদাম করবো আঁধারে আড়াল।
দেখে নিও- একদিন আমরাও ... ভাললাগা জানবেন কবি।
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: দেখে নিও- একদিন আমরাও ...
আগুণ নয়, আলো হয়ে- ছড়াবো উত্তাপ,
গলে ক্ষয়ে মুছে দিবো- হতাশার পাপ।
অসাধারণ হয়েছে প্রতিটি লাইন। তবে এই কয়েকটি শব্দগাথায় অনুপ্রাণিত হলাম।
শুভকামনা জানবেন।
২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
আজাদ মোল্লা বলেছেন: হৃদয়ের পানে, জীবনের ছুটেচলা প্রতিটি প্রহর...
এই নাও ছুঁয়েছি হৃদয়,
নবধারায় পান করো- তৃষ্ণার জল!!! সহমত
অনেক সুন্দর এই লাইন গুলো , ধন্যবাদ লিটন ভাই সুন্দর পোস্টের জন্য ।