![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোধের দুপুরে তখনও কুয়াশা-
রাত্রির চিৎকারে হাহাকার,
তারুণ্য সকাল, আঁধারে ঘুমের মগ্নতা।
বিকেলের প্রজাপতি রঙ
আকণ্ঠ নীলের ব্যস্ততা।
সন্ধ্যার মায়াবী ঘোরের ওপারে, রাত্রির হাত ধরে
আশ্রয়ের আশ্রমে- যখন ডুব দেয় যন্ত্রের সময়,
আরাধ্যের ফাঁক গলে-
স্বপ্নের দর্পণে হাজির হও তুমি, হে আমৃত্যু আপন !
না পাওয়ার চোখ ছুঁয়ে যায়...
ভুলে যায় অতৃপ্ত আঁধার।
চৈতন্যের জঠরে তখন বৃষ্টিপাত...
পাতা পতনের দৃশ্য,
দুঃখের স্রোত ভুলে যায়- কান্নার আফসোস।
এরপরও-
প্রতিরাতে সে আসে, এসে-
আমার চেতনার গভীরে দিয়ে যায়-
প্রেরনার উন্নত বীজ!!!
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২
কিরমানী লিটন বলেছেন: "... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু বলার নেই ..." সশ্রদ্ধ ভালবাসা আর শুভকামনা প্রিয় শায়মাপুনির জন্য। অশেষ কৃতজ্ঞতা, আবারও ...
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে অনেক ।
কেমন আছেন ? অনেকদিন দেখা নেই ?
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
কিরমানী লিটন বলেছেন: বিশেষ ব্যক্তিগত কারনে আসা হয়নি- ব্লগে, তা কেমন আছেন ? অনেক ভালোবাসা আর শুভকামনা জানবেন ...।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬
আরাফআহনাফ বলেছেন: "আমার চেতনার গভীরে দিয়ে যায়-
প্রেরনার উন্নত বীজ!!"
অনুপ্রাণিত সুরে ভালো লাগা রইলো।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
কিরমানী লিটন বলেছেন: দারুন উজ্জীবিত হলাম, শুভকামনা জানবেন প্রিয় আরাফআহনাফ ভাইয়া, অনেক কৃতজ্ঞতা ...
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০
সুমন কর বলেছেন: এতো দিন কোথায় ছিলেন?
কবিতা ভালো হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১
কিরমানী লিটন বলেছেন: ব্যস্ততার নির্মম বাস্তবতা আমাকে দূরে সরিয়ে রেখেছিল প্রিয় সামুর আঙিনা থেকে, শুভকামনা আর অজস্র ভালোবাসা প্রিয় সুমন কর দাদাভাইকে ...
কৃতজ্ঞতা অনেক ...
৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: আমি ভালো আছি ।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩
কিরমানী লিটন বলেছেন: আবারও কৃতজ্ঞতা, অনেক ...
প্রিয় ভাইয়া কথাকথিকেথিকথন .।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯
আরজু পনি বলেছেন:
আপনার দারুণ সব লেখা মিস করছিলাম কিন্তু।
দেখে খুব ভালো লাগলো যে, দারুণ কবিতা নিয়ে হাজির হয়েছেন।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮
কিরমানী লিটন বলেছেন: আমিও মিস করেছি আপনাদের ভালোবাসার ছায়ায় ধন্য " প্রিয় সামু পরিবারের " সবাইকে। দারুন উজ্জীবিত হলাম আপনার অতল ছুঁয়ে যাওয়া মতামত জেনে। কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় আরজু পনি আপুনিকে, শুভকামনা অনেক ...
৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯
প্রামানিক বলেছেন: ঘটনা কি, এতদিন দেখি নাই কেন?
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬
কিরমানী লিটন বলেছেন: "সেটা ছিল চোরাবালি, ভুল সৈকত ..."
কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য ...
৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: "সে যে অাসে যায়; তার জন্যে চান্দে চান্দে এত চন্দ্রগ্রহণ হয় ।" মেলাদিন পর অাপ্নাকে দেখে ভাল্লাগলো ।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫
কিরমানী লিটন বলেছেন: আমি একবার আসি, বারাবার আসি
ফিরে স্বজনের আঙিনায় ...।
নিরন্তর ভালোবাসা প্রিয় সাধুদা'র জন্য...
৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ ফিরে আসা।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০
কিরমানী লিটন বলেছেন: "তখনও আশার দেবী
ফুল হাতে দাঁড়িয়ে,
ভক্তের দেখা নাই
বেলা যায় গড়িয়ে..."
অনেক ভালোবাসা প্রিয় রাজপুত্র...
১০| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো কবি। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
চৈতন্যের জঠরে তখন বৃষ্টিপাত...
পাতা পতনের দৃশ্য,
১১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১
ফারিহা নোভা বলেছেন: চমতকৃত ও মুগ্ধ হলাম, ভাল লাগা জানবেন।
১২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার কবিতা।
১৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর লিটন ভাই। ভাল থাকুন সবসময়।
১৪| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:৩১
রুদ্র জাহেদ বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে সুপ্রিয় কবি।
দারুণ সুন্দর কবিতা।গভীর ভাবনা
১৫| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:১৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯
শায়মা বলেছেন: বাহ লিটন ভাইয়া।