![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন যখন ঝাপিয়ে পড়ে- পদ্মপাতার জলে,
ইচ্ছেগুলো ভুলের পথে, পালায় সদলবলে,
দিনের আলোয় সত্য তখন স্পষ্ট হয়ে উঠে
মিথ্যেরা সব গোলাপ-বকুল, শাপলা হয়ে ফুটে।
আপন হতে আমার কূলের- দূরত্বটা জানি
অনুতাপে পুড়ে জীবন- পুড়ায় হৃদয়খানি।।
সাধ্যগুলো সুদূর পানে, উপুড় হয়ে কাঁদে
জীবন তখন একলা-একা, নিজের ভুলের ফাঁদে।
কাটলো ভুলে স্নিগ্ধ সকাল, ভুলের মায়ায় সাঁঝ
ভুলের ভিড়ে হারায় পথও- ফুড়ায় মনের লাজ।
মনের মলাট নোংরা কাঁদা, বিবেকবোধে শ্যাওলা,
রক্ত ঋণের বাঁধন তখন- সময় স্রোতের ময়লা।
ভুলের সুযোগ সস্তা বিলাই- ফতুর করে আস্থারে,
সহজ গুলো কঠিন ভাবি- বানাই দামী সস্তারে,
ভুলের মাঝে বোধের কলম, থাকুক সুদূর সযত্নে,
আবাদ ফলাক নিত্য- ন্যায়ের- স্বপ্ন ফিরুক প্রযত্নে।।
২| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
ভুলের মাঝে বোধের কলম, থাকুক সুদূর সযত্নে,
আবাদ ফলাক নিত্য- ন্যায়ের- স্বপ্ন ফিরুক প্রযত্নে।
সুন্দর ছন্দময় কবিতায় প্রত্যাবর্তন! শুভকামনা কবি।
ওয়েলকাম এবোর্ড!
৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১২
রক্তিম দিগন্ত বলেছেন:
অনেকদিন পর।
আসলেই অনেকদিন পর লিটন ভাইকে ব্লগে দেখলাম।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৮
এ কে এম রেজাউল করিম বলেছেন:
উপরে এক ব্লগার বলেছেনঃ এত হতাশা কেন?
আমি মনে করি এ হতাশা না, এ হল কবির জীবন অভিজ্ঞতা থে প্রজ্ঞা পূর্ণ অভিজ্ঞতা।
অসাধারন কবিতা।
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করিতেছি।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৪
ছায়াহরিণ বলেছেন: ভালো লাগল ++
৬| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৫
উমায়ের আহমেদ বলেছেন: ছন্দময় ভাবনা
৭| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৬
উমায়ের আহমেদ বলেছেন: ছন্দময় ভাবনা
৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
৯| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৪
ফেরদৌসা রুহী বলেছেন: ছন্দে ছন্দে পড়তে ভালো লেগেছে।
১০| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৯
মশিউর শুভ্র বলেছেন: Nice
১১| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৪
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
হ্যাঁ....স্বপ্ন ফিরুক প্রযত্নে !!
ফিরুক কিরমানী লিটন ও ............................
১২| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৮
অগ্নি সারথি বলেছেন: ভুলের সুযোগ সস্তা বিলাই- ফতুর করে আস্থারে,
সহজ গুলো কঠিন ভাবি- বানাই দামী সস্তারে,
ভুলের মাঝে বোধের কলম, থাকুক সুদূর সযত্নে,
আবাদ ফলাক নিত্য- ন্যায়ের- স্বপ্ন ফিরুক প্রযত্নে।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯
অপ্সরা বলেছেন: স্বপ্ন ফিরুক প্রযত্নে।।
বাহ বাহ ! এক লাইনেি মুগ্ধ!
১৪| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন পরে, নাকি আমি দেখিনি?
এত হতাশা কেন?