![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারোর চোখে- ভদ্রলোক.....
(সামহোয়্যার ইন ব্লগ। স্মৃতির উঠোনে সোনালী রোদের ঝলকানি। তার অবয়বে ঝকঝকে একঝাঁক আলোকিত মুখ স্বজন বন্ধুরা। যাদের হারিয়ে খুঁজি। না পেয়ে একলা ভিজি সজল মেঘের ছাতায়...)
এই নদ সামু ছিল
শুকনো মরু ,
পাড় হয়ে যেতো গাড়ী
পাড় হতো গরু।
আমাদের পাগলামী
ভালোবাসা হয়ে,
সেই নদে থৈ থৈ
চলে বয়ে বয়ে।
ঘাটের কিনারে এসে
সেই নদে জল,
দু'জনেই কথা কয়
চোখ ছল ছল।
আমাদের সামু ছিল
সুখের নিলয়,
হৈ চৈ মাস্তি
শান্ত আলয়।
দুই.
সুমন করের মিশুক স্বভাব
সহজ সরল প্রাণের লোক,
জনম দাসী চতুর ছিল,
চুপিচুপি- সর্বভোগ।
চাঁদগাজীর মাথামোটা,
গিয়াস লিটন- ভদ্রলোক,
শায়মা আপুর ট্যালেন্ট ছিল
খানাপীনা, আঁকার- রোগ।
কাভা ভাইয়া বনের রাজা
নাক টিপলে- বেড়োয় দুধ,
জেসন ভাইয়ু হাফ লেডিস
ফুল লেডিস- মাকসুদ।
রসি ভাইয়া ফিট বাবু
রিকি আপু- সাগরেদ,
জুন আপু সর্বজয়া,
মন- মগজে নাই খেদ।
জেসন ভীষন বাঁদর ছিল
নেক্সাস ছিল নাক-ই সুর,
প্রামানিকের ছড়ায় চিনি
অঢেল ছিল- তাতে গুড়।
সাদা মনে সদা খুশী
আলোরিকা মনোযোগ,
চ্যাং ভাইয়ু ত্যাড়া-বেঁকা
রাজপুত্রে রাজ ভোগ।
অগ্নীসারথী আপোষহীন
বিথী আপুর বাগান যোগ,
বিদ্রোহীর অনল ভাষন
নোটিশ বোর্ডে সবার চোখ।
সেলিম আনোয়ার প্রেমের কবি
শতাদ্রু নদী প্রকৃতির
সাহসী সন্তান ঘাটের খেয়া
কল্লোল পথিক সারথীর।
গেমু ভাই খোঁজ নাই
দেখা নাই লেখোয়াড়,
রক্তিম দিগন্তে
খুঁজি ফিরি পালাকার।
কি করি, না করি
পর্যটনে ফেরদৌসীপু
ফাতেমাপুর ছবির মতো
মায়াভরা রাবেয়াবু।
আমি ছিলাম- বোকাসোকা
হাত বাড়ালেই- সস্তা রোদ,
কারো চোখে তুলশি ধোয়া
কারো চোখে- ভদ্রলোক।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সুহৃদ, চেন্জ করলাম। ভালোবাসা নিরন্তর....
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
অনেক ব্লগারের বিশাল সফলতা ছিল, তাঁরা অনেকেই আজকাল হাইবারনেশন'এ আছেন; বেগম জিয়া, মাহমুদুর রহমান, মোল্লা শফি ব্লগিং'কে প্রায় থামিয়ে দিয়েছে; তবুও ব্লগিং পাহাড়ী নদীর বিশাল স্রোত বুকে নিয়ে সমতলে এসেছে; সমতলে স্রোত কম, গভীরতা বেশী, পানিও বেশী।
বইমেলায় ব্লগারদের বই'এর পরমাণ ও গুণ দেখুন, সত্যতা বুঝতে পারবেন; ব্লগিং জেনারেশ ক্রমেই শক্তিশালী হচ্ছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩
কিরমানী লিটন বলেছেন: নিঃসার অতীতের পেটেই সমৃদ্ধ বর্তমানের জন্ম আর সমৃদ্ধ বর্তমান থেকে টেকসই আগামী। তাই আজকের সমৃদ্ধ প্রজন্ম আমাদেরই দীপ্ত অহংকার।
ভালোবাসা নিরন্তর।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
এখন খুব ভাল লাগছে।ছড়ায় যাদের কথা বলেছেন তারা অনেকেই আমার খুব প্রিয় ব্লাগার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা প্রিয় মোস্তফা সোহেল ভাই। শুভকামনা সব সময়ের জন্য.....
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
আটলান্টিক বলেছেন: প্লাস দিলাম ভাই
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯
কিরমানী লিটন বলেছেন: অভিবাদন সুহৃদ সমৃদ্ধ বর্তমানের সুঠাম বর্তমান। নিরন্তন ভালোবাসা জানবেন- স্নিগ্ধ শুভকামনা।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ যে দেখি আমারে রীতিমত চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিলেন
কি করি, ফাতেমা ছবি, রাবেয়াপু বাদ গেছে।
ছড়া সুন্দর হইছে----
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
কিরমানী লিটন বলেছেন: চারিত্রিক সনদ নয় মিতা, হৃদয়ের ময়না তদন্ত। বাদপড়া অনেকেই আছেন। যারা আমি সহ সকলের স্বজন ছিলেন। আপনার মনে করে দেওয়া নামগুলো সংযোগ করলাম। আরও সংযোজন করবো।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: মনের স্বচ্ছ আবেগটাই প্রকাশ পেয়েছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
কিরমানী লিটন বলেছেন: একদম.....।
ভালোবাসা জানবেন। অনেক শুভকামনায়।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২
সৈয়দ ইসলাম বলেছেন: বিল্কুল চমৎকার হয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা আর শুভকামনা জানবেন। পাশেই আছি, সাথে চাই- এভাবেই...
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
আবু তালেব শেখ বলেছেন: বাহ বেশ গোছালো কবিতা হয়েছে। তবে আরো কিছু জনপ্রিয় ব্লগার বাদ পড়েছে লিস্ট থেকে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন প্রিয় আবু তালেব শেখ ভাই, অনেকের নামই বাদ পড়েছে। ২য় পর্বে তারা থাকবেন আশাকরি।
ভালোবাসা জানবেন-অনেক....।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
সুমন কর বলেছেন: আহা.....বেশ হয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
কিরমানী লিটন বলেছেন: নিরন্তন শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় দাদার জন্য। আসছে আগামী আমাদেরই হোক। আবারও ভালোবাসা....
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
সৈয়দ ইসলাম বলেছেন: আপনার বাড়িতে আপনি সাথে না থাকলে মেজবানের দায়িত্ববোধ ফুঠে উঠে না।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮
মোস্তফা সোহেল বলেছেন: শিরোনামের শেষে আর শেষ লাইনের শেষে শব্দটা কি চেন্জ করে দেওয়া যায় না?