![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কেউ ঝরে যায়- শুকনো পাতায়,
পড়ে থাকে আড়ালের- শুন্য খাতায়।
কারো কারো মরে- বাঁচা- একা নির্জনে,
চির দুঃখি নিরালায়, ঈদ- পার্বনে।
কারো কারো ঘর নেই, কেউ ঘর হারা,
যাতায়াতে পথ নেই- ফিরবার তাড়া।
কারো দিন শুরু হয়, আহাজারি- শোকে,
উল্লাস আয়োজনে- বধিরের মুকে।
কেউ কেউ ভোর খুঁজে, সারারাত- জেগে,
স্বপ্নের ছায়া হয়ে- বিনাশী আবেগে।
কারো রাত শেষ হয়- গড়িয়ে দুপুর,
হতাশার সুরে- বাজা, দুঃখের নুপুর।
কারো কারো অমানিশা- জোছনার সুখ,
ঝড়ো হাওয়া- ঝাপটানো, বিনাশের মুখ।
কেউ কেউ স্রোতে বাঁধে- বাঁচবার নীড়,
রঙধনু বুকে আঁকে, সাধের- আবীর।
কারো কারো দিন আসে, বিদিশা- কাজলে,
বৃষ্টির ধারা বেয়ে- কুয়াশার গালে।
ঘুমটা আঁচল ঢাকা- সূর্যের চোখে,
বৈরাগী ভুলে ডুবে, থাকে- দুইচোখ।
কারো মন- শ্রাবনেও, চৈত্রের দেখা,
বৃষ্টির- অঝোরেও, বিরান সে, খাঁ- খাঁ।
রোদের ঝলক খুঁজে, বৈশাখী মেঘে,
বিজলির চমকানি, নির্ঝর থেকে।
কেউ তবু চেয়ে থাকে- আশায় আশায়,
আগামীর পথ পুষে- ভুলের খাঁচায়।
আদরে- যতনে করে, ভুলের আবাদ,
ভুল চাষাবাদে খুঁজে-বিজয়ের স্বাদ।
এই গাণিতিক ছকে- কারো কোন মন,
বিপরীত ধারাপাতে- উল্টো জীবন।
বিপরীত বসবাসে- বিপরীত আশা,
বিপরীতে মরে- বেঁচে, ভুলে- ভালোবাসা।
কেউ তবু চেয়ে রয়, আশায়- আশায়,
আগামীর বীজ পুষে, ভুলের- খাঁচায়।
আদর যতনে করে- ভুলের আবাদ,
ভুল চাষাবাদে খুঁজে- বিজয়ের স্বাদ!!!
১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮
কিরমানী লিটন বলেছেন: টার্গেটে ধরা- বাঁধা, জীবনের কুল-
বাঁচবার স্বাদ পেতে- ভুলের মাশুল।
হৃদয়ের চড়া- দাম, আবাদি ফসল
ভালোবাসা পেলে রাজী- মূল্য উশুল....
ভালোবাসা রইলো, সুপ্রভাত- সুহৃদ প্রিয়, ল। বিনম্র শ্রদ্ধায় স্নিগ্ধ শুভকামনা জানবেন।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭
ল বলেছেন: চির দুঃখি < চীর দুঃখী???
১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা- আবারও....
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৮
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ সকালের শুভেচ্ছা- সুপ্রভাত প্রিয় রাজীব নুর ভাই। ভালোবাসা জানবেন, অনেক শুভকামনা....
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
তুমি যেভাবে রচো তোমার ভাগ্য
প্রতিদানে পাও সেই অর্ঘ্য
এতো আল্লাহর বিধান
নিজে না চাইলে জাতি, হবেনা সুমহান।
++++++
১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১
কিরমানী লিটন বলেছেন:
এই পথে হেটে গেছি
জীবনের প্রাতে,
এই পথ বিজয়ের
ছুটে চলা- রথে।
কৃষ্ণের বাঁশি আর
রাধিকার সুরে,
এই পথে নেমে আসে
স্বপ্নের ভোর।
ধূলো- কাঁদা ভুলে মাখা
আঁটা এই পথ
জীবনের মাানে খুঁজে
বাঁচার- শপথ।
ভালোবাসা জানবেন প্রিয় বিদ্রোহী ভৃগু, শুভকামনা- অশেষ।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০
হাবিব বলেছেন: শত শত ভুল তবু বেঁচে থাক আশা
হৃদয়ের মন্দিরে প্রেম ভালোবাসা!!
১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫
কিরমানী লিটন বলেছেন:
হৃদয়ের ভালোবাসা
বর হাতে দাঁড়িয়ে,
মন্দির মসজিদ
সব কিছু- ছাড়িয়ে...
অযুত আশার স্নিগ্ধ ভোরে
জাগুক বাঁচার- কূল,
ভুল গুলিকে শুদ্ধ করে
ফুটুক গোলাপ- ফুল।
ভালোবাসা জানবেন প্রিয় হাবিব স্যার, শুভকামনা সব সময়....
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর +++++++++
১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১
কিরমানী লিটন বলেছেন: আপনার উপস্থিতি- একরাশ আলোর উষ্ণতা পায়- আমার লিখা প্রতিটি শব্দমালা। হৃদয়ের অফুরান শুভেচ্ছা নিবেন। ভালো আর সুস্থ থাকার প্রার্থণা- রইলো। ভালোবাসা নিরন্তর সুপ্রিয় বাকপ্রবাস।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩
হাবিব বলেছেন:
গোলাপ ফুলের পাপড়িগুলো
সবটা সময় সতেজ থাক,
তোমার আমার সবার হৃদয়
খুব আনন্দে ভরে যাক!
ভবিষ্যতে আশার সূরুজ
অস্ত যেন যায় না কভু,
ঘন আঁধার গভীর রাতেও
সুখের চন্দ্র থাকুক তবু!
১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩
কিরমানী লিটন বলেছেন: সতেজ থেকে স্নিগ্ধ ছড়াাক
আবেগ- ভালোবাসায় জড়াক
চন্দ্র সুরুজ- মশাল আলোয়
দৈন্যতাদের-দৈত্য তাড়াক।
কবির কলম- কালির আদর
লক্ষ হাজার শ্রাবণ- ভাদর,
যাক ভেসে সব- হুতুম পেঁচা
শুদ্ধতা পাক- বাঁচার আশা।
ভালোবাসা প্রিয়, হাবিব স্যার- আবারও শুভাশীস রইলো
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪
জাহিদ অনিক বলেছেন: বাহ খুব সুন্দর করে লিখেছেন।
ভুলে আর ভালে কেটে গেল জীবন----------
শুভেচ্ছা
১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭
কিরমানী লিটন বলেছেন: ভুল গুলি ফুল হয়ে ফুটুক সবার যাপিত জীবন, গন্ধ ছড়াক....
ভালোবাসা আর স্নিগ্ধ শুভাশীষ সুপ্রিয় কবি- জাহিদ অনিক, ভালো থাকবেন সব সময়।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
সাইন বোর্ড বলেছেন: দারূন ভাল লাগা রইল কবিতায় ।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
কিরমানী লিটন বলেছেন: আন্তরিক মন্তব্য- ভালোবাসা ঝরে পড়লো, আমার কবিতা শব্দমালাজুড়ে। শুভকামনা প্রিয় সাইন নোর্ড।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫
ল বলেছেন: আদর যতনে করে- ভুলের আবাদ,
ভুল চাষাবাদে খুঁজে- বিজয়ের স্বাদ!!!৷ ---- ভুল চাষাবাদের মাশুল দিতে হবে!!!
কবিতায় মুগ্ধতা। +++