![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পরাজিত নই নারী,পরাজিত হয় না কবিরা;
দারুন আহত বটে আর্ত আজ শিরা-উপশিরা।"
-আল মাহমুদ
সোনালী কাবিনের কবি আল মাহমুদ। স্রোতের বিপরীতে দাঁড় বাওয়া এক কবি। যার জ্বলজ্বলে লিখার এক একটি শিখা বাংলা ভাষা- সাহিত্যকে আলোয় সমৃদ্ধ করেছে। যার হাত ধরে এখনকার অনেক কবি সাহিত্যিক জন্ম নিয়েছে- ছড়ি ঘুরিয়েছে, এখনও ঘুরায় কবিতার পিঠে সওয়ার হয়ে। বড় বেশী অবহেলায় নিভৃত্যে ধুঁকছিলেন কবি। সোনালী কাবিনের দেন মোহর তাকে ছাড় দিলেও জীবনের দেন- মোহরের দায় তিনি খুব টের পেয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। শুধু রাজনৈতিক ভিন্ন পথ- দৃষ্টিভঙ্গির অপরাধ, ভাগ্য- বিড়ম্বিত এ কবিকে সবকিছু থেকে বঞ্চিত করেছিল। ক্ষয়িত মূল্যবোধের কাছে নতজানু আত্নসমর্পন করেনি তার কলম। তাই এ রিক্ত প্রস্থান। অথচ আশ্চর্য, চারপাশের এতসব ক্ষুদ্রতা, এতসব বঞ্চনা, এতসব নীচুতা স্পর্শ করেনি তার কলম। জাগতিক মোহ যেমন দিকভ্রান্ত করতে পারেনি তার চলার পথ। তেমনি অযুত নিযুত অবহেলার পাহাড়ে পিষ্ট হয়েও তাকে আক্ষেপে পুড়তে দেখিনি- কোনদিন।
জ্বী, একজন কবি আল মাহমুদ। গতকাল রাত এগারোটা পাঁচ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের নিভৃত বিছানায় নির্জন বিদায় নিয়েছেন কবি( ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। দলান্ধ চেতনার মুখে একদলা থু মেখে আজ তিনি অসীমের যাত্রী।
ভালো থাকুন- কবি। আপনার সৃষ্টিই আপনাকে বাঁচিয়ে রাখবে- অনন্ত পেরিয়েও.....! আপনার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। অগাদ বিশ্বাসে যে ভালোবাসার ভীত রচনা করে গেছেন আপনি। কথা দিলাম, আমরা তা বাঁচিয়ে রাখবোই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২
কিরমানী লিটন বলেছেন: তাঁর সৃষ্টির জীবন্ত আয়নায়- বেঁচে থাকুক জীবন। কবির বিদেহী আত্নার শান্তি কামনা করছি। আপনাকেও ধন্যবাদ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
প্রামানিক বলেছেন: কবির আত্মার শান্তি কামনা করি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪
কিরমানী লিটন বলেছেন: বেঁচে থাকুন কবি- সৃষ্টি সুখের উল্লাসে...
আপনার জন্যও শুভকামনা
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: আল্লাহ তাকে বেহশত নসিব করুক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫
কিরমানী লিটন বলেছেন: আমীন- ছুম্মা আমীন....
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
নতুন নকিব বলেছেন:
তিনি ভালো থাকুন ওপাড়ের জগতে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮
কিরমানী লিটন বলেছেন: ভালো থাকুন প্রিয়কবি, শান্তিতে- ওপাড়ে।
আপনাকেও শুভাশীষ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯
দেবদাস বাবু বলেছেন: খুবই দু:খ জনক আমার একজন প্রিয় কবি চলে গেলেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯
কিরমানী লিটন বলেছেন: করুনাময় তাঁকে ওপারে শান্তিতে রাখুন- আমীন।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬
মূর্খ বন মানুষ বলেছেন: চিরকাল বেঁচে থাক আমাদের ভালবাসায় আর সৃতিতে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২
কিরমানী লিটন বলেছেন: তাঁর সৃষ্টি মহাকাল পেরিয়েও সমৃদ্ধ করুক আমাদের বেঁচে থাকার আঙিনা- মহান করুনাময় তাঁর বিদেহী আত্না কবুল করুন- আমী।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন: আসসালামু আলাইকুম
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬
কিরমানী লিটন বলেছেন: ওয়ালাইকুম আস সালাম। আসুন, মহান আল্লাহর দরবারে এই ক্ষনজন্মা প্রিয় কবির আত্নার মাগফেরাত কামনায় দু'হাত তুলে মোনাজাত করি।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০
ফেনা বলেছেন: প্রিয় কবির বিদায়ে আমরা শোকাহত।
( আপনার এই লেখাটি জ়ানাও ডট কম এ দিবার অনুমতি চাইছি। জ়ানাবেন)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০
কিরমানী লিটন বলেছেন: এই শোক ছড়িয়ে পড়ুক শক্তি হিসাবে- আমাদের নিয়ত বেঁচে থাকার সৃষ্টি সুখের উল্লাসে উল্লাসে- মহান করুনাময় তাঁর বিদেহী আত্নার মাগফেরাত দান করুন- আমীন।
অবশ্যই দিতে পারেন। অনুমতি দেয়া গেলো। ভালো থাকবেন। সুন্দরের সাথেই....
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯
সনেট কবি বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২
কিরমানী লিটন বলেছেন: আমীন.....
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
ফেনা বলেছেন: মৃত্যু তাকে মুক্তি দিয়েছে....
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪
কিরমানী লিটন বলেছেন: লিঙ্ক ধরে গিয়ে পেলাম না
শুভকামনা জানবে।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭
কিরমানী লিটন বলেছেন: জানাও ডট কমে গিয়ে পড়লাম। দেখে ভালো লাগলো। সাথে আমার নামটি দেখলে আরও খুশূ হতাম। যাক হয়তো ভবিষ্যতে সে সুযোগ পাবো। ভালোবাসা জানবেন সুপ্রিয় ফেনা। জানাও ডট কমের সাফল্য কামনা করছি।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭
হাবিব বলেছেন: আল্লাহ ওনাকে জান্নাত নসীব করুন
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
কিরমানী লিটন বলেছেন: আমীন.....
১৩| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
১৪| ১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন! খুবই হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি! + +
এখানে একটাও যেমন অপ্রয়োজনীয় শব্দ নেই, এখানকার একটা শব্দ বাদ দিয়েও তেমনি এতটা সুন্দর শ্রন্দধাঞ্জলি হতো না।
আল্লাহ সুবহানু ওয়া তায়ালা মরহুম কবিকে শান্তিতে আখুন, তার জানা অজানা ছোট বড় সব গুনাহ মা'ফ করে দিন এবং তাকে জান্নাত নসীব করুন! আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, একদিন উভয় বাংলায় কবি উজ্জ্বল মহিমায় মূল্যায়িত হবেন।
১৫| ১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: সাথে আমার নামটি দেখলে আরও খুশূ হতাম (১১ নং মন্তব্য) - আপনার নামোল্লেখ থাকাটা অবশ্যই সমীচীন ছিল। সেটা না থাকাটা একটা বড় ত্রুটি।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২০
উম্মু আবদুল্লাহ বলেছেন: তার সৃষ্টিই তাকে বাচিয়ে রাখবে।