![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকে চাই না
নিতান্ত কাছেও না,
তবে তোমার হাতের গোলাপ দানকেও
অস্বীকার করি না।
আর অস্বীকার করি না বলেই
এই মুহুর্তে তোমাকে আমার প্রয়োজন।
খরার যে মরু- এঁকেছে হৃদয়
তাকে বলে দিও- প্রেম মানে কান্নার জল
উত্তাপে হাতরায় বিষাদী ফসল
খরতাপে পান করে নীলের আঁচল।
মেঘের ওপারে চাঁদ,
তার পরে পড়ে তাকে ধুঁ ধুঁ বালুচর
সেখানেই সব নয়, আরও দূর
নীলিমায় তার বাড়ী- ঘর।
চৈতন্যের গহীনে অতল- তারও গহীনে কাঁদা,
আশাগুলো রঙহীন, নয় সমতল।
এখন গ্রহনকাল,
হৃদয়ের বেচাকেনা বাংলালিংক দর
সত্য মিথ্যে তালগাছ, একপায়ে দাঁড়িয়ে
হাতে হাতে রিংটোন-মিথ্যে বহর।
এরপরও চেয়ে থাকা হৃদয়ের পানে,
জীবনের পথচলা- প্রতিটা প্রহর।
এই নাও,ছুঁয়েছি হৃদয়-
নব-ধারায় পান করো তৃষ্ণার জল.....
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ সালাম প্রিয় মনিরা সুলতানা আপু, আপনাদের মতো গুণী স্বজনদের কাছ থেকে দেখার সুযোগ থেকে বঞ্চিত করবেন না আশাকরি। অপেক্ষায় রইলাম।
২| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর। ভালো লাগলো
মনিরাপাকে দেখেও ভালো লাগলো
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগার কাছাকাছি পৌছুতে পারার খবর পেয়েঅনেক উৎসাহ পেলাম। ব্লগ ডেতে ফাঁকি দিয়ে বঞ্চিত করবেন না আশাকরি। শুভকামনা অশেষ....
৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪
রুমী ইয়াসমীন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন বিশেষ করে -
"হৃদয়ের বেচাকেনা বাংলালিংক দর"
এই সত্য কথাটা কবিতায় বেশি ভালো লাগলো ।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৩
কিরমানী লিটন বলেছেন: প্রিয় মানুষগুলোর মুখ কবিতার আঙিনায় দেখে দারুন উজ্জীবিত হলাম। আপনার মননের আন্তরিক মতামত বরাবরই প্রণীত করে আমার কবিতার প্রতিটি শব্দমালাকে। ব্লগ ডেতে দেখা হলে খুব অনুপ্রাণিত হবো।
সতত সালাম ও শুভকামনা জানবেন।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
ইসিয়াক বলেছেন: সুন্দর লিখেছেন ভা্ইয়া।
পোষ্টে ভালোলাগা।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় ইসিয়াক ভাই। সতত শুভেচ্ছা রইলো।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১
কিরমানী লিটন বলেছেন: পাশে থেকে বরাবর উৎসাহ দেওয়ার এই হাত আমৃত্যু সুবাস ছড়াক। অকৃত্রিম ভালোবাসা সুপ্রিয় রাজীব নুর ভাই। আশায় আছি আপনার সাক্ষ্যাতের। শুভকামনা জানবেন।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৩
নজসু বলেছেন:
ভাললাগা
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
কিরমানী লিটন বলেছেন: অনুপ্রাণিত হলাম আপনার ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ মতামত জেনে। ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় নজসু - ভাই আমার।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬
সোনালী ডানার চিল বলেছেন: প্রেম বিরহের কবিতা ছাড়া কোন আশ্রয় নেই-
কবিতায় ভালোলাগা
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
কিরমানী লিটন বলেছেন: প্রিয় সোনালী ডানার চিল - ঠিকই বলেছেন, এ ছাড়া সমাজচিত্রের অসঙ্গতি নিয়েই আমি বেশি লিখি কবিতা। তার জন্য অনেক মূল্যের পাশাপাশি বিতর্কিত হতে হয়। তাই সুবিধাবাদ জিন্দাবাদ এখন থেকে। এই একটি বিষয়ে কোন ঝুঁকি নেই ভাই।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ শুভকামনা জানবেন।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪
নজসু বলেছেন:
আপনি এতো সুন্দর করে প্রতিমন্তব্য করেন খুব ভালো লাগে।
মনে যেন কোন সুন্দর একটি কবিতা পড়ছি।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫
কিরমানী লিটন বলেছেন: আপনার এই সাবলীল আন্তরিকতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনার প্রেরণার এই বিমুগ্ধ পাশে থাকার ইচ্ছারা বেঁচে থাকুক আজীবন- সুবাসিত সাহস আর শক্তি হয়ে। কবির মন ও মননে। আবারও ভালোবাসা সুপ্রিয় নজসু - প্রিয় স্বজন। ভালোবাসা আবারও....
৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬
সাইন বোর্ড বলেছেন: দারুণ লাগল ।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ কৃতজ্ঞতা প্রিয় সুহৃদ সাইন বোর্ড ভাই। ভালোবাসা আর শুভকামনা জানবেন।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
নুরহোসেন নুর বলেছেন: মুগ্ধতা ছুয়ে গেল!
ভালবাসা জানবেন প্রিয় লিটন ভাই।
২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় অশেষ ধন্যবাদ প্রিয় নুরহোসেন নুর ভাই। একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
প্রিয় কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছা জানাইতেছি।
২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
কিরমানী লিটন বলেছেন: আপনাদের পছন্দের নাগাল ছুঁয়ার আনন্দই আমার কবিতার পরিতৃপ্তি। আপনাকেও অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা সুপ্রিয় জগতারন - ভাই আমার.....
১২| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৯
কিরমানী লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন প্রিয় নার্গিস জামান আপু - শুভরাত্রি...
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬
আদৃতা মেহজাবিন বলেছেন:
সুন্দর। ভালো লাগলো।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩২
কিরমানী লিটন বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সতত। কৃতজ্ঞ শুভকামনায় শুভরাত্রি সুপ্রিয় আদৃতা মেহজাবিন।
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সক্কাল বেলাটা ষুন্দর হয়ে উঠলো!
বিষাদ যদি সুন্দর হয় উপভৌগ্যতো বটেই
স্বপ্ন আর আশাইতো জীবন
চলমানতার উদ্বাহু নৃত্য শেষতো হবেই মহাকালের স্রোতে
তখন স্বপ্নরাই আঁকবে নতুন স্বপ্ন
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
কিরমানী লিটন বলেছেন: আপনার মননের আন্তরিক ভালোবাসার পরতে পরতে লিখা মতামতে মন ভরে গেলো, কানায়- কানায়। উজ্জীবিত প্রেরণায় উদ্ভাসিত হলো কবিতার প্রতিটি শব্দমালা। শুভেচ্ছা সুপ্রিয় বিদ্রোহী, শ্রদ্ধায়- ভালোবাসায়....
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাশে থেকে বরাবর উৎসাহ দেওয়ার এই হাত আমৃত্যু সুবাস ছড়াক। অকৃত্রিম ভালোবাসা সুপ্রিয় রাজীব নুর ভাই। আশায় আছি আপনার সাক্ষ্যাতের। শুভকামনা জানবেন।
সাক্ষাৎ হবে, আড্ডা হবে।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
কিরমানী লিটন বলেছেন: আপনার উপস্থিতি আমাকে প্রেরণা যোগায়- সাহস আর শক্তিতে। আপনার সুস্থ আর নীরোগ জীবনের প্রত্যাশায় - অনেক ভালোবাসা।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৩
এফ.কে আশিক বলেছেন: ভালো লাগলো
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১২
কিরমানী লিটন বলেছেন: আপনাকে সুস্বাগতম আমার ব্লগবাড়ীর জীর্ণ আঙিনায়। অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন।
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের প্যারাটা ক্যালাসিকাল হয়েছে।
অভিভূত।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
কিরমানী লিটন বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের প্যারাটা ক্যালাসিকাল হয়েছে।
অভিভূত।
আপনাকেও আন্তরিক ভালোবাসা প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই। স্নিগ্ধ সুবাসিত হোক আসছে আগামী। কৃতজ্ঞ শুভকামনা আর ধন্যবাদ জানবেন।
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১০
পদাতিক চৌধুরি বলেছেন: ধূসর তৃষ্ণারা অমলিন হয়ে হৃদয়ে বেঁচে থাক পান্ডুলিপি হয়ে।
কাব্যে ভালোলাগা।
শুভকামনা প্রিয় কিরমানী ভাইকে।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২২
কিরমানী লিটন বলেছেন: আপনার উপস্থিতি বরাবরই আমার কাব্যে- অনেক বৃষ্টি শেষে একমুঠো রোদ্দুরের মতোই প্রেরণায় উজ্জীবিত করে আমায়। আমার কবিতারা আরও সজীব প্রাণবন্ত হয়।
স্নিগ্ধ শুভকামনা প্রিয় পদাতিক চৌধুরী ভাই, শ্রদ্ধায়- ভালোবাসায়.....
১৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর
২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ শুভকামনা জানবেন প্রিয় নার্গিস জামান আপু। আশাকরি দেখা হবে ব্লগ ডের অনুষ্ঠানে.....
২০| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!
২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
কিরমানী লিটন বলেছেন: শুভেচ্ছা প্রিয় জুল ভার্ন - ভাই আমার। শুভকামনা, শ্রদ্ধায় - ভালোবাসায়.....
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯
মনিরা সুলতানা বলেছেন: ভাললাগা !