![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুর! আর কমু না কিছু
ইস্যুর পরে ইস্যু,
পিঁয়াজ ঝাঁজে আমজনতার
কাপড় নষ্ট - হিস্যু !
শালা ! ফন্দি নতুন- খেল
দূর্ঘটনায় রেল,
বি বাড়িয়ার কান্না চলে
উল্লাপাড়া মেল?
হায় ! লুটপাটে কি ক্ষতি?
উন্নয়নের যতি!
চালের দরে আসছে ধেয়ে
নতুন- কেরামতি!!
ধ্যাত! শুদ্ধি অভিযান
চামচা চেলার প্রাণ,
শাঁকের নিচে চাপা পড়ে
রাঘব বোয়াল খান।
"বেশ, খবরটা দরকারি
আদেশ যখন সরকারি,
পিঁয়াজ ছাড়াই খাইতে হবে
হায়রে সাধের তরকারি"
চলুক ! সিন্ডিকেটের গ্যাং
মারবো জোরে ল্যাং,
দাঁত কেলিয়ে দেখ সকলে-
পদ্মা সেতুর ঠ্যাং.....
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪
কিরমানী লিটন বলেছেন: প্রিয় শ্রদ্ধা ভাজন
ছবিতে দৃষ্টিকটু কিছু আছে? আঙুল কিভাবে পায়ের রূপ ধারন করে সেটা বুঝিয়েছি। আঙুলের নির্দেশনাও চলছে না- নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য নিয়ন্ত্রনের ক্ষেত্রে। ছবি দ্বারা সেটাই বুঝাতে চেয়েছি।
তবুও আপনার কাছে অসঙ্গতি ঠেকেছে জেনে দুঃখ পেলাম। ভবিষ্যতে আরও সতর্ক হনো- আশা রাখি। ভালো থাকবেন। নিরন্তর শুভকামনা জানবেন।
২| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চরম একখান কবিতা !
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা আর শুভাশীষ জানবেন প্রিয় স্বপ্নবাজ। সতত শুভকামনা রইলো প্রিয় ভাই আমার।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ছড়া।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সুপ্রিয় রাজীব নুর ভাই। ভালোবাসায় পাশে চাই- এভাবেই....। শুভকামনা অশেষ।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "বেশ, খবরটা দরকারি
আদেশ যখন সরকারি,
পিঁয়াজ ছাড়াই খাইতে হবে
হায়রে সাধের তরকারি"
..................................................................
বেশ বেশ বেশ
খাবনা আর পিঁয়াজ , লবন
সরকারী নির্দেশ
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
কিরমানী লিটন বলেছেন:
আমরা সবাই চুপ
খুঁড়ুক দেশের বুকে
গহীন কূপ।!
ডাকে সময়
কে জানে কাকে ডাকে
আমাকে নয়......
ভালোবাসা প্রিয় স্বপ্নের শঙ্খচিল। সতত শুভকামনা....
৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
চাঁদগাজী বলেছেন:
লবন-পেঁয়াজ-চাল সমস্যা নিয়ে বিপ্লব করার মত সময় নেই
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
কিরমানী লিটন বলেছেন: আম- জনতার স্বাধীনতা
লবন, পেঁয়াজ- চালে,
জীবন জয়ের গল্প তাদের
আটকে নৌকা- পালে....
নিত্য প্রয়োজনীয় পন্য যখন কৃষক শ্রমিক খেঁটে খাওয়া মানুষের নাগাল থেকে মুনাফাখোর লুটেরার আঙুলের তলায় এসে ঠোক্কর খায়- তখন বিপ্লব ছাড়া তার মুক্তির পথ নেই- ফ্যাসিবাদের কবল থেকে বাঁচার। আপনারা যারা এই দেশ এনে দিয়েছেন- যুদ্ধ করে, তাদের কাছে খেয়ে পড়ে- বেঁচে থাকার দাবীটঅও বেশী। দোহায় চুপ করে থাকবেন না। সাধারনের জীবন এখন জগতশেঠদের নাচের পুতুল। আপনারা বিপ্লবের ডাক দিন। মানুষ ভরসা খুঁজছে সত্যিকারের দেশ দরদীর আশায়।
শুভকামনা জানবেন প্রিয় গাজী ভাই, শ্রদ্ধায়- ভালোবাসায়....
৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৭
শের শায়রী বলেছেন: ছড়া, গল্প, প্রবন্ধ, টক শো চলুক আর এদিকে আমরা আমজনতা চাল, পেয়াজ, ময়দা, লবন যাতাকলে সমানভাবে পিষ্ট হই। নিয়তি না যায় খন্ডন।
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
কিরমানী লিটন বলেছেন: কত দাম দিলে হবে- শোধ এর দায়
রাষ্ট্রও বুঝে না তা- আফসোস হায়!
বুঝবেনা কতটুকু- ব্যথার এ ক্ষত
যার যায় সেই বুঝে- হারালো সে কত?
ভালোবাসা শ্রদ্ধাভাজন শের শায়রী- প্রিয় ভাই আমার.....
৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চলো সবাই দেখি ভানুমতির খেল
যদিও যেতে হবে না জেল
সবকিছু বেড়েই চলেছে চাল, পেয়াজ, নুন তেল।
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
কিরমানী লিটন বলেছেন:
আসুক এবার ভোর
একটু না হয় আলো
খুলুক সকল দ্বোর
কাটুক আঁধার কালো। - দূর হ, দুঃশাসন- আসুক আলো....
স্নিগ্ধ ভালোবাসা আর শুভকামনা প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই। শুভকামনা জানবেন।
৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২০
নজসু বলেছেন:
ছন্দে মন ভরে যায়।
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
কিরমানী লিটন বলেছেন: একটা চিৎকারে
থামুক কোলাহল
অসুর সৎকারে
নিরব হোক সকল....
একরাশ ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় নজসু - ভাই আমার....
৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে লেখা
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ শুভকামনা সুপ্রিয় ছবি আপু, স্নিগ্ধ শুভেচ্ছা সতত।
১০| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
কিরমানী লিটন বলেছেন: একরাশ ফুলেল শুভেচ্ছা আর শুভকামনা জানবেন সুপ্রিয় নার্গিস জামান আপু....
১১| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধ হলাম আপনার ছড়া রচনায় দক্ষতা দেখে। বিষয়বস্তুর ব্যাপারে বলার কিছু নাই
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
কিরমানী লিটন বলেছেন: এক গাছে দুই ডালে
দুই দল পাখী,
এক দল খায় আর
বাকীরা তা দেখি।
যারা খায় সারাক্ষন
তাকে বলি ভোগ,
যারা শুধু দেখে যায়
সেটা- উপভোগ।
অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় সোনাবীজ, অথবা ধুলাবালিছাই - ভাই আমার।
১২| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: টিস্যু পেপারের মতো ওত পেতে থাকে আমাদের ইস্যু
প্রয়োজনে নির্মাণ করি আরো দুএকটা
এবং
পুকুরচুরির গল্প পুতে ফেলে সমুদ্র ডাকাতির প্রারম্ভে!!
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
কিরমানী লিটন বলেছেন: এক মন ধান চাষ
কতটুকু ঘামে,
জানে সেটা উপভোগী
নিরুপায় দামে।
এক ভরি পেঁয়াজের
কতটা জীবন,
হাঁড়ে হাঁড়ে টের পায়
উপভোগী মন।
সজীব শুভেচ্ছা আর ভালোবাসা জানবেন প্রিয় জুনাইদ বি রাহমান ভাই।
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
কৌটিল্যা বলেছেন: ভালো লাগলো। কবিতায় অন্তত পিঁয়াজের ঝাঁজ পেলাম।
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
কিরমানী লিটন বলেছেন: তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
কতবার গুটিয়ে নিয়েছি হাত,
কাঁচা লঙ্কা আর লবনের শ্রাদ্ধে
সন্ধি করেছে থালার পান্তা ভাত।
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
লুটেরা নেতার কপাল ফিরেছে,
ক্যাসিনোরা ঝলমলে আলোয়
শুদ্ধি নাটকের ভুঁত ছেড়েছে।
স্নিগ্ধ শুভকামনা আর ভালোবাসা জানবেন সুপ্রিয় কৌটিল্য ভাই আমার।
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
বাকপ্রবাস বলেছেন: লিখুন আর বলুন, এটা খুব দরকার
যাহা কিছুই করুন
ধ্যাত বলবে সরকার
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
কিরমানী লিটন বলেছেন: লুটপাটে ভাসে দেশ
দেশবাসী ব্যাঙ,
রাণীমাতা বলে দেখো
পদ্মার- ঠ্যাং।
এরা জনগনকে পেয়ে বসেছে - একটা ঝাঁকুনি অনিবার্য হয়ে পড়েছে ভাই। ভালোবাসা আর সতত শুভেচ্ছা জানবেন সুপ্রিয় বাকপ্রবাস- ভাই আমার।
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
মাকার মাহিতা বলেছেন: চমৎকার।
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০০
কিরমানী লিটন বলেছেন: সজীব ভালোবাসায় স্নিগ্ধ হোক জীবন। সতত শুভকামনা জানবেন প্রিয় মাকার মাহিতা....
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
এডওয়ার্ড মায়া বলেছেন: ৩৮ টাকার কেনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায় আর আমি কিনেছি ২৩০ টাকায়।
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৫
কিরমানী লিটন বলেছেন: ষাট টাকার নিচে কোন সবজী নেই, আদা ৩২০ টাকা কেজি, রসুন ২৮০ টাকা কেজি, চাল ৫৫ টাকা, আটা ৪০ টাকা আর গ্যাস বিদ্যুত পানিসহ সবকিছুর দাম নিরামহীন বাড়ছেই। কোথাও কেউ নেই বলার- দেখার, শুনার.....
অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা অশেষ প্রিয় এডওয়ার্ড মায়া- ভাই আমার....
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমাদেরকে অন্তত লিখে যেতে হবে প্রিয় ভাই ।
আমাদের উচিৎ কর্র্ম আমরা করেই যাবো সবসময় ।
ছড়ায় প্লাস
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৯
কিরমানী লিটন বলেছেন:
টাকশালে টাকা নেই
টাকা নেই ব্যাংকে,
সব টাকা চলে গেছে
জুয়াড়ির টাঙ্কে।
টাকা নেই মার্কেটে
জনতার পকেটে,
জার্মানী রাশিয়ায়
টাকা গেছে রকেটে।
ডিসি ওসি আদালত
হুকুমের চামচা,
নগদের চাষাবাদ
টাকা ভাগ নামচা।
নীতিহীন শিক্ষক
সেবাদাস লুটেরা
টাকা নিয়ে কাড়াকাড়ি
জ্ঞানপাঁপী মুটেরা।
ঘাম ঝরা কৃষকের
টাকা নেই পণ্যের,
নেতা হয় মোটাতাজা
টাকা গুলো অন্যের।
লুটপাটে দেশ ভাসে
দেশবাসী ব্যাঙ,
রাণীমাতা বলে দেখো
পদ্মার ঠ্যাং।
সব টাকা তার পেটে
দেশবাসী জিরো,
জুয়াড়ির পয়জন
ভ্যাকসিন হিরো......
হোক প্রতিবাদ, দূর হ- দুঃশাসন!!!
সংগ্রামী ভালোবাসা আর শুভেচ্ছা সততত প্রিয় সৈয়দ তাজুল ইসলাম ভাই।
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৯
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন,
"লাগ ভেলকি লাগ.................." ছড়া।
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১২
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শুভকামনা প্রিয় আহমেদ জী এস ভাই, শ্রদ্ধায়- ভালোবাসায়....
১৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৬
কিরমানী লিটন বলেছেন: কেউ নেয় হাত ভরে
কেউ রয় নিঃস্ব,
কেউ শুধু চাষ করে
কেউ খায় শষ্য।
কেউ সেথা যুবরাজ
জুয়া চোর ব্যস্ত,
কেউ সাঁজে সম্রাট
গিলে খায় আস্ত।
দুধ মাতা স্বর খায়
মুখ পুড়ে শিষ্যে,
বেয়ালেরা টিকে রয়
চুনোপুঁটি দৃশ্যে।
হরিলুট হরদম
হীরকের রাজ্য
ভিসি ডিসি সেবাদাস
সব করি সহ্য।
স্নিগ্ধ শুভকামনা প্রিয় শ্রদ্ধাভাজন জুল ভার্ন- ভালোবাসা অশেষ। শুভরাত্রি.....
২০| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর! ছন্দেও সুন্দর মিলেছে।
প্রতিমন্তব্যেও চমৎকার।
সব অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ ঠিক আছে।
তবে বার বার 'পদ্মা সেতুর ঠ্যাং.....ভাংতে চাওয়া কেন?
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৮
কিরমানী লিটন বলেছেন: প্রিয় হাসান কালবৈশাখী ভাই, আন্তরিক মতামতের জন্য কৃতজ্ঞতা রইলো। পদ্মা সেতুর ঠ্যাং দেখিয়েই বাকী সব অনিয়ম- অব্যবস্থাপনার, লুটপাট- বিশৃঙ্খলা ভুলিয়ে রাখার অপচেষ্টাকে স্মরণ করে দেওয়ার কথা বলতে চেয়েছি- ঠ্যাং ভাঙতে নয়- গড়তে।
পূর্বসূরিকে চিনতে চিনতে
মুঠো মুঠো সোনা কিনতে কিনতে
বাংলা-বাঙালি খুঁজতে খুঁজতে
শত্রুর সনে যুঝতে যুঝতে
ঐতিহ্যকে জানতে জানতে
ইতিহাসটাকে টানতে টানতে
কথা-অমৃত শুনতে শুনতে
ফসলের বীজ বুনতে বুনতে
বন্ধ জানালা খুলতে খুলতে
পতাকা উর্ধে তুলতে তুলতে
স্বাধীনতা আর শহিদের লালে
সবুজে-শ্যামলে মুক্তির পালে
একাত্তরের সোনালি স্মৃতিতে
বর্ণে-গন্ধে-ছন্দে-গীতিতে
শিকড়ের পানে চাইতে চাইতে
স্বদেশের গান গাইতে গাইতে--
রেখেছিলাম চোখ নৌকা- নায়েতে...
স্নিগ্ধ ভালোবাসায় নিবিড় রাতের শান্ত আকাশের মতো ভালো থাকুন। শুভরাত্রি সুপ্রিয় শ্রদ্ধাভাজন....
২১| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা সুপ্রিয় রাজীব নুর ভাই। ভালোবাসায় পাশে চাই- এভাবেই....। শুভকামনা অশেষ।
লিখতে থাকুন। পাশে আছি সব সময়।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২
কিরমানী লিটন বলেছেন: প্রেরণার এই উন্নত বীজ স্নিগ্ধতা ছড়াক সুবাসিত পল্লবে - ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই। সতত শুভেচ্ছা.....
২২| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮
রুমী ইয়াসমীন বলেছেন: দেশের বাস্তব অবস্থা নিয়ে দারুণ ছড়া লিখেছেন ছন্দে ছন্দে।
পড়ে মুগ্ধ হয়েছি খুব।
হা হা হা... এ যেন পদ্ধা সেতুর ঠ্যাং এর নামে উন্নয়নের ঠ্যাং দেখানো জাতিকে!
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫
কিরমানী লিটন বলেছেন: অপেক্ষারা ফুরিয়ে গেছে
আর করেনা - অধীর,
জেনে শুনে চুপষে গেছি
আমরা এখন- বধির....
সুন্দরের পথচলায় পাশে চাই- এভাবেই। শুভকামনা জানবেন প্রিয় রুমী আপু...
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২১
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা আজ আর পড়িনি। প্রথম পাতায় ছবিটি একেবারে ভাল লাগছে না। ওই ছবিটা না দিলেও কবিতার ভাবার্থ কমত না, বরং বৃদ্ধি পেত বৈকি।