নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে\'র ছড়া.....

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫



ভীড়ের মাঝে দাঁড়িয়ে রবে
সঙ্গে চিনি গুড়,
সবার প্রিয় ব্লগার তিনি
সুহৃদ রাজীব নুর।

হাবিব স্যারও থাকবে হাজির
সঙ্গে সাইন বোর্ড,
স্বপ্নবাজের সঙ্গী হবে
পরিবাগের রোড।


হালিম স্বাদের কাব্য নিয়ে
আসবে কবি সেলিম
হৃদয় বীণার বাদ্যে নিবো
ভালোবাসার তালিম।

চাঁদ গাজীর জাত চিনবো
সোহানী আপুর ছায়া,
নুরু ভাইয়ের সরু মনে
এডওয়ার্ডের মায়া।

নীল আকাশের নিবাস ছুঁবো
নীল সাধুর নাগাল
সাদা মনের মানুষ হয়ে
ঘুচবে সুখের আকাল।


ইসিয়াকের পিছেই রবে
হাসু মামার সীট
ভৃগু দা'কে দেখিয়ে দিয়ে
আদায় করবো- ট্রীট।

ছবি আপুর কবি মনে
যেই হারাবে দিক
এগিয়ে গেলেই দেখতে পাবো
প্রিয় পদাতিক।

তাজুল ভাইয়ের কাজল হবো
সুরমা আঁকা চোখে
খই ফুটবে বাক প্রবাসে
নজসু ভাইয়ের মুফে।

কাভা ভাইয়ের হাবা নজর
দেখেই দিবো দৌড়,
খিলখিলিয়ে হাসবে তখন
নুরহোসেন নুর।

জানা আপু খানা হাতে
এগিয়ে আসে যেই
তাকিয়ে দেখি জুল ভার্ন
হারিয়ে ফেলি- খেই।

স্বপ্নের শঙ্খচিলে
ধুলোবালিছাই
বলবে হেসে বিচার মানি
তালগাছটা চাই।

নেক্সাস ভাই তারেক ফাহিম
সাথী বিজন রয়
জগতারন করুণাধারা
কালবৈশাখী ভয়।

সোনালী ডানার ভোরের ডানায়
মনিরা আপুর চোখ
জুনাইদ ভাই- ম.হাসানে
জী এস ভাইয়ের মুখ।

লালু ভাইয়ের কালো চশমায়
গিয়াস লিটন হাসে
মাইনুল মাইদুল ভাই
আশিক ভাইও পাশে।

তারায় তারায় কাটবে বেলা
জমবে মজার রাত,
কাটবে খুশীর মিলন মেলা
ব্লগের ধারপাত।

শায়মা আপু শিখা আপু
রুমী আপুর সাথে
গড়িয়ে বিকেল সন্ধ্যা হবে
বিদায় নেবো রাতে।

মন্তব্য ৭৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১১

সাইন বোর্ড বলেছেন: এক কথায় অনবদ্য, অভিজ্ঞ হাতের আলোয় ঝলমল ! কিন্তু আমি থাকতে পারব কিনা এই মুহূর্তে কনফার্ম বলতে পারছিনা । সবার জন্য রইল অগ্রিম শুভ কামনা ।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৫

কিরমানী লিটন বলেছেন: গুণতে হবে জরিমানা
মিস করলে ফাইন
তাড়াতাড়ি সেরে ফেলুন
রেজিষ্টেশন সাইন.....

নো-ফাঁকিজুকি ভাই। দেখা হবে আশাকরি.....

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

কনফুসিয়াস বলেছেন: আমি যাব না। আমার নাম ছড়ায় নাই. তাই আমি আপনাদের সাথে খেলব না। হু।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০

কিরমানী লিটন বলেছেন: অনেক প্রিয় বাদ পড়েছে
ছড়া দাঁড়ি কমায়,
ভুলের স্রোতে ভেসেও খুঁজি
সবার নাগাল- ক্ষমায়.....

সরি ভাই, ভুলত্রুটির জন্য । যে সব প্রিয়মুখ বাদ পড়েছে তাদের জন্য আবার লিখার ইচ্ছা রাখি...৷

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: একটি বিশেষ কবিতা।!!

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১২

কিরমানী লিটন বলেছেন: বিজন দাকে সুজন ভাবি
আপন হৃদয় মনে,
জানি প্রিয়র নাগাল পাবো
মিলন মেলার ক্ষনে....

ভালোবাসা জানবেন অশেষ.....

৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

ম.মাসুম বলেছেন: আমারও নাম নাই.. ভাই... সবই পক্ষপাতিত্ব... ( অনেক সুন্দর হইছে )

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

কিরমানী লিটন বলেছেন: কথা দিলাম পুষিয়ে দিবো
ইচ্ছা ছিল সৎ
বুকের গভীর থাকনে মনে
ভুলের খেসারত.....

ভালোবাসা প্রিয় ভাই আমার। দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ! এমন মজা হয় না
ব্লগের কেউ বাদ রবে না
স্বপ্নবাজ সৌরভ দাড়িয়ে রবে গৌরবে
কখন আসবে হেনা কেউ জানেনা
রসায়ন আসবেই, অপু দ্য গ্রেট হাসবেই
নার্গিস জামান কবিতায় নাম কামান
পদ্মপুকুড় হাজিড় মধ্য দুপুর
আরাফআহনাফ ছেড়ে হাফ
কিরমানী লিটন হাসবে ঠন ঠন
খাজা বাবা, পবিত্র হোসাইন
ঘুটুরিও আসবে ফাইন।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২১

কিরমানী লিটন বলেছেন: অপু দাদা মিসির আলী
জম্পেস রসায়ন
জামি খুব মজা হবে
মিলনের বাতায়ন....

নার্গিস আপু মনি
স্মরণের কবিতায়
চীর দিন বেঁচে থাক
হৃদয়ের সবিতায়......

স্নিগ্ধ ভালোবাসায় দেখা হওয়ার প্রতাশায়.....

৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ লিখেছেন কবি, সব প্রিয় ব্লগারদের নাম একসাথে দেখে ভাল লাগলো ।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

কিরমানী লিটন বলেছেন: প্রিয় ব্লগারের
ভালোবাসা হকারের
তাই করি ফেরী
২০ তারিখ সকলের
সইছেনা দেরী....

ভালোবাসায় প্রতিক্ষায় রইলাম.....

৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

ম.মাসুম বলেছেন: আমরা যারা লিটন ভাইয়ের-
লেখায় পাইনি স্থান।
বুঝা গেলো লেখায় আরো-
দিতে হবে শান।

ধৈর্য্য ধরো, মন শক্ত করো-
আমরা ফিরবো সময়ে।
লিটন ভাইয়েই লিখবে সেদিন-
তাহার মমতা দিয়ে।

আমরা বসবো, আমরা হাসবো-
তাহাদের পাশে।
ব্লক ডে’ এগিয়ে চলুক-
স্নেহে, আদর আর ভালোবেসে।।।।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

কিরমানী লিটন বলেছেন: মাইরি বলছি- একটুও না
সবাই অনেক গুণী,
ভুলের থেকে শিক্ষা নিবে
আগাম ছড়ার ধ্বনি।

সবার তরে জোড় মিনতি
চেয়ে নিলাম মাফ,
সইতে রাজী বইতে পারি
আমার ভুলের- পাঁপ....

সরি স্বিকার করছি ভাই- আবারও...

৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর ছড়া।
কবিতায় নিজের নাম দেখে লজ্জা লাগছে।
আমি ভাই লাজুক ,মুখচোরা মানুষ।
এত জ্ঞানীগুনি লোকের ভীড়ে আমি কিছুতেই দাড়াতে পারবো না।
কবিতাটি অনবদ্য হয়েছে।
সবার জন্য রইল অগ্রিম শুভ কামনা ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো লিটন ভাই।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬

কিরমানী লিটন বলেছেন: লজ্জা নারীর ভুষন
পুরুষ তাতে দুষন,
লজ্জা কেন সোনা
হবে জরিমানা....

ভালোবাসা সুপ্রিয় ইসিয়াক ভাই। শুভকামনা.....

৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

কিরমানী লিটন বলেছেন: ভালো বলে পার হবে না
আসতে হবে কবির,
চরণ ধুলায় ধন্য হবে
প্রিয় আপু - ছবির....

শুভকামনা সুপ্রিয় ছবি আপু.....

১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩

বাকপ্রবাস বলেছেন: ব্লগ পাড়াতে জমে গেল এমন মধুর রসে
হিমালয় এক কাব্য বানায় দারুণ হিসেব কষে
হয়তো কারো নাম আসেনি দু:খ কিছু পায়
নিজের নামটাই বাদ পড়েছে কিরমানী খোদ নাই
*****
দারুণ হয়েছে ভাইযান

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

কিরমানী লিটন বলেছেন: সবার আদর ভালোবাসায়
আমার আমি খুঁজি,
সবার সুখের হাসি মুখে
আমার হাসি বুঝি।

স্নিগ্ধ শুভকামনা আর ভালোবাসা জানবে।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহ! যদি ছড়ায় উঠে আসা সকলে উপস্থিত থাকতেন!


তারপরও অনেকেই আসবেন বলে আশাবাদী।

সুন্দর ছড়ার জন্য ভালোবাসা।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

কিরমানী লিটন বলেছেন: আমাদের সুন্দর ইচ্ছেগুলো সংগঠিত হোক, দেখা হবেই ইনশাআল্লাহ.....

১২| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

জাহিদ হাসান বলেছেন: আচ্ছা,আচ্ছা !

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

কিরমানী লিটন বলেছেন: আচ্ছাগো আচ্ছা
দেখা হবে নিশ্চয়ই
কথা খাঁটি সাচ্চা....

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভৃগু দা'কে দেখিয়ে দিয়ে
আদায় করবো- ট্রীট।
---- ভৃগু দা কে ছাড়া যাবে না কিছুতেই। :)

হাবিব স্যারও থাকবে হাজির
সঙ্গে সাইন বোর্ড,
স্বপ্নবাজের সঙ্গী হবে
পরিবাগের রোড।
---- যান , আমি সবার আগে হাজির হবো। ব্যাঙ্ক এশিয়ার সামনে দাঁড়িয়ে থাকবো সবার জন্য । কথা দিলাম।

কবিতা নিয়ে আর কি বললো। আসলে আপনি একটা 'জিনিস' ।সবার জন্য ভালোবাসা রইলো। ব্লগ ডে সফল হোক। শুভকামনা।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

কিরমানী লিটন বলেছেন: দাঁড়িয়ে রবো পথের ধারে
হাজার ব্লগার গুণীর ভীড়ে
আসবো আগে ছুটে
কাঁধ মিলিয়ে তাকিয়ে রবো
ব্যাংক এশিয়া রোডে....

প্রিয় স্বপ্নবাজ - আমারতো এখনই ছুটে যেতে ইচ্ছে করছে.....

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লালু ভাইয়ের কালো চশমায়
গিয়াস লিটন হাসে
মাইনুল মাইদুল ভাই
আশিক ভাইও পাশে।


সাধে আমি
পীর মানি?
ওহে মিতা
কিরমানী।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

কিরমানী লিটন বলেছেন: পীর বুঝি না বীর বুঝি না
আমি মিতার মুরিদ,
ভালোবাসার ছায়া খুঁজি
হতে মিতার সুহৃদ....

ভালোবাসা আর সশ্রদ্ধ শুভকামনা প্রিয় মিতা। দেখা হওয়ার প্রত্যাশায় রইলাম.....

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি কিন্তু তাহলে আজকেই অপেক্ষা করবো।
আর হ্যা , আপনি কবিতাটা বড় করেন। কমেন্টের গুলো জোড়া দিয়ে দেন , যদি সম্ভব হয় ।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

কিরমানী লিটন বলেছেন: ভাই, আমার এখানে অনেক সময় এডিট করা যায় না। চেষ্টা করছি কবিত বড় করার কিন্তু এডিট করা যাচ্ছে না। তবে চেষ্টা করছি।

আর অপেক্ষা ঘোষনাু দিন থেকেই চলছে। তবে পরিবাগে গিয়ে নয় সবখানেই সব সময়....
ভালোবাসা আবারও

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১

নার্গিস জামান বলেছেন: কি সুন্দর ! :)

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

কিরমানী লিটন বলেছেন: আপু, একদমে লিখে পোস্ট দিয়েছি। ছড়িতায় আপনিসহ অনেক গুণী ব্লগার বাদ পড়ছে। এখন এডিট করা যাচ্ছে না। করা গেলেই এ্যাড করবো।

শুভকামনা সব সময়.....

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫

কিরমানী লিটন বলেছেন: ভাই, আমার এখানে অনেক সময় এডিট করা যায় না। চেষ্টা করছি কবিত বড় করার কিন্তু এডিট করা যাচ্ছে না। তবে চেষ্টা করছি।

আর অপেক্ষা ঘোষনাু দিন থেকেই চলছে। তবে পরিবাগে গিয়ে নয় সবখানেই সব সময়....
ভালোবাসা আবারও

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে। খুব সুন্দর করে মিল দিয়ে দিয়ে লিখেছেন।
আমার নিজের নাম দেখতে পেয়ে বেশ অবাক হয়েছি!

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

কিরমানী লিটন বলেছেন: ব্লগে সকাল সন্ধ্যা রাতে
আপনি থাকেন সবার সাথে
আপনাতে তাই ছড়ার শুরু
এগিয়ে চলার স্নিগ্ধ পথে.....

একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন প্রিয় রাজীব নুর ভাই।

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

অবেলার পানকৌড়ি বলেছেন: অসাধারণ

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় অবেলার পানকৌড়ি.....

২০| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! খুবই ভালো হইছে।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

কিরমানী লিটন বলেছেন: শুভকামনা ভাইয়া, শ্রদ্ধায় - ভালোবাসায়....

দেখা হবে সুন্দরের সব আয়োজনে। প্রতিক্ষায় আছি সেই মাহিন্দ্রক্ষনের। আপনাদের মতো সব গুণীর সাহচার্য পেতে। ভালোবাসা জানবেন। ব্লগ দিবসের অগ্রিম শুভেচ্ছা।

২১| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বপ্নের শঙ্খচিলে
ধুলোবালিছাই
বলবে হেসে বিচার মানি
তালগাছটা চাই।

..............................................................
ভাই , ছড়ায় ছড়ায়
দিনটা চলে, আমি আছি দূরে
মিঠাই মন্ডা যা খেতে চাও,
দেবো হাঁড়ি হাঁড়ি,
বিচার আচার বুঝি না তাই
তালগাছটা আমার চাই .....!!!

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

কিরমানী লিটন বলেছেন: তালগাছটার তলাশ বসে
উপরে খুঁজি বাড়ী,
আসবে কখন মিঠাই মন্ডা
তালের রসের হাড়ি?

তাল চাই না, রস চাই না
কোথায় তোমায় পাবো,
আসো যদি তালগাছটা
একাই তোমায় দেবো.....

আশাকরি দেখা হবে ব্লগ ডে'র মিলন মেলায়.... অপেঅপেক্ষায় থাকবো প্রিয় শঙ্খচিল...!!

২২| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: আসলে ব্লগ আমার জন্য আনন্দের জায়গা।
পড়া লেখার চেয়ে আনন্দ দুনিয়াতে আর কিছুতেই নেই।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

কিরমানী লিটন বলেছেন: আকাশ যখন ঘুমিয়ে পড়ে
ঘনিয়ে আঁধার রাত,
রাজীব নুরের আলোয় ভাসে
জেগে থাকা চাঁদ....

আপনার আলোয় উদ্ভাসিত হোক ব্লগের নিকানো আঙিনা। ভালোবাসা জানবেন প্রিশ রাজীব নুর ভাই। শুভকামনা অশেষ।

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

শিখা রহমান বলেছেন: বাহ! সব ব্লগারদের কবিতার ছন্দে সুন্দর বেঁধেছেন।

আমার অবশ্য আসা হবে না। আশা করছি আপনার সবাই খুব আনন্দ করবেন।
ব্লগ ডের সাফল্য কামনা করছি।

শুভকামনা কবি।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

কিরমানী লিটন বলেছেন: আকাশ নীলের কপাল জুড়ে
জ্বলজ্লে চাঁদ টিপ,
আসলে তুমি ব্লগটা জুড়ে
ফুটবে আলোর দ্বীপ।

দোহায় আপু এবার এসো
দিওনাকো ফাঁকি,
দেখবে এলে- বুঝবে তুমি
কোথায় তোমায় রাখি.....

আপু ফাঁকি দিলে জরিমানা হবে। সুতরাং আমাদের ফাঁকি দেয়া চলবে না। ব্লগতো ভাইদের পক্ষ থেকে জোর দাবী রইলো আপনার প্রতি.....

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় আমি নাই ব্লগ ডেতে :((

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

কিরমানী লিটন বলেছেন: আপনি আছেন বুকটিতে
দেখিয়ে দিবো- ব্লগডেতে....

অপেক্ষায় রইলাম সুপ্রিয় মোস্তফা সোহেল ভাই। ভালোবাসা নিরন্তর।

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

হাবিব বলেছেন: মারহাবা ........ দারুণ কবিতা

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

কিরমানী লিটন বলেছেন: অপেক্ষাদের সময়গুলো
সইছে না তর আর
ভাবছি কখন দেখা হবে
প্রিয় হাবির স্যার....

ফুলেল শুভেচ্ছায় প্রীতিময় অপেক্ষায় রইলাম আপনাকে দেখার। ভালোবাসা জানবেন।

২৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

জগতারন বলেছেন:
প্রিয় কবি ভাই আমার নামটিও আসিয়াছে
দেখিয়া মুগদ্ধ।
ব্লগ ডে-তে আসার খুউব ইচ্ছা, কিন্তু আমি থাকি প্রশান্ত মহা সাগরের ওপারে।
আপনাদের থেকে প্রায় ১৬,০০০ মাইল দূরে।
দূর থেকে সবার জন্য রইল আমার অকৃতিম ভালোবাস ও সুভেচ্ছা।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন কামনা করি।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

কিরমানী লিটন বলেছেন: তোমারা দেশের প্রাণ ভোমরা
অর্থনীতির সব,
না থাক শরীর থাকবে হৃদয়
তোমার অনুভব....

এবার না হোক মিস করবো
অন্য মিলন মেলায়
জগতারন আসবে ঠিকই
সৃষ্টি সুখের ভেলায়....

মনটা আসলেই খারাপ হয়ে গেলো। তবু শান্তনার জাল বুনি- হৃদয়ের নকশি কাঁথায় আশার বুনন ফোঁড়ে।
অপেক্ষায় রইলাম ভাই, অন্য কোন বসন্ত দিনের আশায়। ভালো থাকবেন, ভালোবাসা জানবেন।

২৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

হাবিব বলেছেন:


দেখা হবে কথা হবে সাথে কিছু নৃত্য
সবাই মিলে গড়বো সেথা ভালাবাসার বৃত্ত

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩১

কিরমানী লিটন বলেছেন: বৃত্ত একে চিত্ত জুড়াই
ভালোবাসার গানে
ছড়িয়ে পড়ুক সেই সুরভি
সবার প্রাণে প্রাণে.....

শুভকামনা প্রিয় স্যার, শুভরাত্রি।

২৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্যায়া বাত হ্যায় ক্যায়া বাত হ্যায়
ইতনা আচ্ছা শায়রী ক্যায়সে লিখতাহে ?
দিল জ্বলতা হ্যায় বহুত খুব
হামছে কিউ হোতা নেহি এয়সা শায়রী, রোনা আতাহে খুব :((

হা হা হা

দারুন ভায়া, দারুন।
মুগ্ধ পাঠ
আর জ্বলন ছড়া :P =p~

++++

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

কিরমানী লিটন বলেছেন: স্বপ্নবাজে খবর দিলো
মন্ডা মিঠাই ঘি
আপনি শুধু মিষ্টি কথা
ট্রীটের খবর কি?

গুণীর সাথে কথা হবে
সন্ধ্যা বিকেল রাতে
শুভেচ্ছাতে বিদায় নেবো
শুভ্র - মোলাকাতে.....

ভালোবাসা সুপ্রিয় বিদ্রোহী- অপেক্ষায় রইলাম....
শুভরাত্রি।

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৪

শের শায়রী বলেছেন: ছড়াকার কে অভিনন্দন। দারুন এক ছড়ার জন্য।।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:২৬

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয় শ্রদ্ধাভাজন। মিলন মেলায় দেখা হবে ইনশাআল্লাহ। কৃতজ্ঞ শুভকামনা জানবেন.....

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৩

মেহরাব হাসান খান বলেছেন: সুকুমার রয় আপনার কি হন?

ব্লগ ডে নিয়ে উচ্ছ্বাস ভালো লাগে!

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:৩১

কিরমানী লিটন বলেছেন: মেহরাব হাসান খান বলেছেন: সুকুমার রয় আপনার কি হন?

উনি আমার ছড়াতো ভাই হন।

আমদের সকলের অংশগ্রহনের মধ্য দিয়ে এই উচ্ছ্বাস সার্থকতা পাবে। দেখা হবে মিলন মেলায়। ভালোবাসা আর শুভকামনা প্রিয় মেহরাব হাসান খান ভাই। শুভরাত্রি....

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩১

এস সুলতানা বলেছেন: এক কথায় অনবদ্য

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

কিরমানী লিটন বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা জানবেন প্রিয় এস সুলতানা আপু। আশাকরি দেখা হবে ব্লগডের অনুষ্ঠানে। মিস করবেন না কিন্তু। শুভকামনা রইলো।

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শুভেচ্ছা, ভালোবাসার প্রিয় রাজীব নুর ভাই। প্রণতি জানবেন হৃদয়ের অতল গভীর থেকে।

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

সোহানী বলেছেন: এবারতো মনে হয় গাজি ভাইকে নিয়ে হাজিরা দিতেই হবে...।

প্রিয় গাজি ভাই, আপনি যেখানেই থাকেন শুধু আওয়াজ দেন, আমি হাজির হবো :-B

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

কিরমানী লিটন বলেছেন: আপুর কথায় ফুল কলিরা
খিলখিলিয়ে হাসুক,
ব্লগের বাড়ীর খাট পালঙ্কে
পিঁড়ি পেতে বসুক।

কোথায় পাবো সবার চাওয়ার
কাঙ্খিত সে গাজীর,
সোহানী আপু ডাকে তুমি
দিও সারা- হাজির.....

আপনাকে খুব মিস করবো আপু। যাদেরকে এত আপন ভেবে হৃদয়ে পুষে রাখি, তাদের অবয়বটা চেনার খুব ইচ্ছে। এবার হয়তো হলো না- আগামীর আশায় রইলাম। শুভকামনা আপু।

৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন,





দারুন'স....................

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা সুপ্রিয় শ্রদ্ধাভাজন। দেখা হবে - এই প্রত্যাশায় রইলাম।

৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: মন ভালোকরা লেখা !!
প্রিয়তে নিলাম :)

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

কিরমানী লিটন বলেছেন: মনিরা আপুর চরণ ধুলির
স্নিগ্ধ প্রাণের মেলা,
অপেক্ষাদের সময়গুলো
আটকে থাকে বেলা....

আপনার আগমনে আরও প্রাণ পাক মুগ্ধ মিলন মেলা। দেখা হবে ইনশাআল্লাহ। শুভকামনা প্রিয় আপু.....

৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫১

মেহরাব হাসান খান বলেছেন: বলেছেন: উনি আমার ছড়াতো ভাই হন।

বাহ! এই আত্মীয়তাও খারাপ কি?

এই সম্পর্কও কোথাও লিখে দেওয়া যাবে।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৭

কিরমানী লিটন বলেছেন: :) :D :D :P =p~ =p~
ভাই- আমার.....

৩৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! ভালোবাসার পারমাণবিক বোমা ফাটালেন! অথচ আমি কোনো খবরই পেলাম না। এখন সিরিয়াল ৩৭নং ...

ব্লগ দিবসের আগে দারুণ একটি বিনোদন মূলক পোস্ট দিয়ে একসূত্রে গেঁথে ফেললেন। ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক।

শুভকামনা জানবেন।

৩৮| ৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

জুন বলেছেন: আপনার অসাধারণ ছড়াটি পড়ার পর যাদের নাম উল্লেখ করেছেন তারা ব্লগ ডে তে না গিয়ে পারবেই না কিরমানী লিটন :)
সত্যি সুন্দর ছন্দে গন্ধে গাথা।

+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.